
21/09/2025
সবর জিনিসটা অনেক কঠিন।কিন্তু বিশ্বাস করুন, এর ফলাফল আমাদের ভাবনার থেকেও বেশি সুন্দর। সবরকারী একমাত্র আল্লাহকে ভরসা করে। আর সবকিছু সহ্য করে নেয়।বুকের মধ্যে এক আকাশ কষ্ট জমিয়ে রেখেও আল্লাহর কাছেই সমাধান চায়।
সবকিছুর সিদ্ধান্ত মহান রবের উপর ছেড়ে দেয়।আর মহান আল্লাহ তো সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী।যে তাঁকে বিশ্বাস করে, ভরসা করে সবকিছুর পরিকল্পনা তাঁর উপর ছেড়ে দেয় তাকে আল্লাহ উত্তম তওফাটাই দান করেন।ইনশাআল্লাহ।
সবর শুধু সহ্য করতে শেখায় না,সবর জীবন বদলে দেয়।
-- Ummey Hani Mim