
05/06/2025
ভারত আমার আজন্ম শত্রু" — এই একটি বাক্য বলেই লুৎফুজ্জামান বাবর যেন রাজনীতি থেকে নির্বাসনে চলে গেলেন! জেল থেকে মুক্তির পর তাঁর স্পষ্ট বক্তব্য আজও আলোচিত, কিন্তু তাঁকে আর মিডিয়ার সামনে আসতে দেখা যায় না।
অন্যদিকে সালাহউদ্দিন আহমেদ ভারতে দীর্ঘ সময় কাটিয়ে এসে ৫ই আগস্টের পর হঠাৎ করেই রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে! তাঁর কার্যক্রম অনেকের কাছেই ভারতের এজেন্ডা বাস্তবায়নের অংশ মনে হচ্ছে।
প্রশ্ন হলো, বিএনপি কি আওয়ামী লীগের মতো একই পথে হাঁটবে? যদি তাই হয়, তবে ভবিষ্যতের বিএনপির রাজনীতি হতে পারে অন্ধকারময় এবং গণবিচ্ছিন্ন।
একটা বিষয় পরিষ্কার— দেশের জনগণ এখন আগের মতো "মুলা ঝুলানো" রাজনীতিতে আর বিশ্বাস করে না। সময় এখন সজাগ ও সচেতন হওয়ার।
মাইন্ড ইট 🇧🇩