Nadiya's Kitchen

Nadiya's Kitchen Recipe Creator
(2)

শুভ দুপুর 😋
12/08/2025

শুভ দুপুর 😋

12/08/2025

নিশ্চয়ই সালাত অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে।

সূরা : আনকাবুত আয়াত : ৪৫

12/08/2025

কিছু কথার কাঁটা অন্তরে এমন ভাবে আঘাত করেছিল, যে ব্যথা আজে বয়ে বেড়াই নিরবে, নিঃশব্দে। ভুলে যেতে চাইলেও ভুলতে দেয় না সেই দগ্ধ স্মৃতি, মনের গভীরে রয়ে গেছে এক অজানা কষ্টের দাগ।

সময় গরিয়ে যায়, মানুষ বদলে যায়,
কিন্তু সেই আঘাত রয়ে যায় একই তীব্রতায়।
হয়তো হাসিমুখের আড়ালে লুকিয়ে রেখেছি,
কিন্তু ভিতরে - এখনো রক্ত ঝরে নীরবে, অগোচরে।

এমন কথা সময়ের ওষুধেও সারে না।
শুধু দু'আর ও অশ্রুতে ধুয়ে যায় কিছুটা ব্যথা।
সবুর করছি সেই দিনের....
যেদিন আল্লাহর আদালতে সব কিছুর বিচার হবে
আর ন্যায় বিচারে মুছে যাবে প্রতিটি অশ্রু, প্রতিটি দুঃখের দাগ।

লেখা : মাহমুদুল হাসান

11/08/2025

আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে। 🌻

11/08/2025

মৃত্যুর পর মৃত ব্যক্তিকে যে সম্মান দিয়ে স্মরণ করি আমরা,,, জীবিত অবস্থায় কোন কোন সময় ঠিক ততটাই অবহেলা করি। আমরা মানুষরা এমন কেনো? হারানোর পর বুঝি সব.....!

11/08/2025

অবশেষে তারা যখন জাহান্নামের কাছে পৌঁছাবে, তখন তাদের কান, তাদের চোখ ও চামড়া তাদের বিরুদ্ধে তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে।

______সূরা হামিম আস-সাজদা, আয়াত ২০

11/08/2025

গাজাবাঁশি কে দেখে তুমি আফসোস করো না, দুঃখ পেয়ো না। বরং তুমি নিজের ঘুমন্ত ঈমান নিয়ে আফসোস করো, দুঃখ করো। ওরা তো শহীদের মুকুট পড়ে জান্নাতে সবুজ পাখি হয়ে উড়ছে, আর তুমি দুনিয়ার মোহে হারাচ্ছো ঈমান।

লেখা : মাহমুদুল হাসান।

শুভ দুপুর ❤️
11/08/2025

শুভ দুপুর ❤️

11/08/2025

যদি মনে হয় আল্লাহ তোমাকে অপেক্ষা করাচ্ছেন,,,
তবে মনে রেখো তুমি যা চেয়েছিলে তার চেয়ে উত্তম কিছু তিনি দেবেন।

11/08/2025

অন্ধকারে তুমি হারিয়ে যাচ্ছ মনে করছো, ঠিক সেখানেই আল্লাহর রহমতে আলো লুকিয়ে আছে,, আর মনে রেখো সব রাতের শেষে যেমন ফজর আসে, তেমনি সব কষ্টের শেষে আছে আল্লাহর রহমত ও প্রশান্তি। তোমার জীবনের শেষ নয়,এটা হয়তো নতুন করে শুরু হওয়ার অপেক্ষা।আল্লাহর উপর ভরসা রাখো - তিনিই যথেষ্ট!

লেখা : মাহমুদুল হাসান।

10/08/2025

পৃথিবীতে মানুষ কাঁদতে কাঁদতে জন্মায়! বিযোগ করতে করতে বাঁচে! আফসোস করতে করতে মৃত্যুবরণ করে!

10/08/2025

আমার খারাপ পরিস্থিতিতে আমি বুঝেছি আমার জন্য কারো কিছু আসে যায় না.....!

Address

Dhaka
Demra
1360

Alerts

Be the first to know and let us send you an email when Nadiya's Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share