Tofeq ir

Tofeq ir TOFEQIR Empowering Innovators in the Digital World

আপনার যদি নতুন প্রোডাক্ট থাকে এবং অনলাইনে বিজ্ঞাপন (Ads) চালিয়ে বিক্রি শুরু করতে চান — তাহলে এই কথাগুলো মনোযোগ দিয়ে পড...
28/04/2025

আপনার যদি নতুন প্রোডাক্ট থাকে এবং অনলাইনে বিজ্ঞাপন (Ads) চালিয়ে বিক্রি শুরু করতে চান — তাহলে এই কথাগুলো মনোযোগ দিয়ে পড়ুন।
অনেকে মনে করেন, আজ বিজ্ঞাপন চালাবো আর কালকেই বিক্রি শুরু হবে — এই ধারণা একেবারে ভুল।
আমার পরামর্শ থাকবে, প্রথমে একটি ফেসবুক পেজ খুলুন এবং ১৫–২০ দিন ধরে অর্গানিকভাবে গ্রো করার চেষ্টা করুন।
✅ প্রতিদিন অন্তত ৩টি পোস্ট করুন — প্রোডাক্টের গুণাগুণ, ব্যবহারবিধি, উপকারিতা নিয়ে।
✅ বিভিন্ন রিলেভেন্ট গ্রুপে পোস্ট শেয়ার করুন।
✅ মানুষের সাথে ইন্টারঅ্যাকশন বাড়ান।
বিজ্ঞাপন চালানোর ক্ষেত্রে একটা সত্যি কথা মনে রাখুন:
আমরা যখন অ্যাড রান করি, তখন শুধুমাত্র টেস্ট করার জন্যই ৭০–৮০ ডলার (বা তার বেশি) খরচ করি।
বিভিন্ন টার্গেটিং, কনটেন্ট ও স্ট্র্যাটেজি একসাথে চালিয়ে দেখি কোনটার পারফরম্যান্স ভালো — তারপর যেটা ভালো চলে সেটাকেই বড় করে চালাই।
এটাই প্রফেশনাল প্রসেস।
আমি নিজে গত ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি — ডিজিটাল মার্কেটিংয়ে কত মানুষ প্রতারিত হয়, ভূল পথে চলে যায়।
এই কথা গুলো আপনাদের উপকারের জন্য বলছি — আমি এখানে কিছু পাবো না।
আপনারা যদি শুনে কাজ করেন, উপকার হবে আপনাদেরই।
উদাহরণ দিয়ে বলি:
আপনি যদি ৩ দিন না খেয়ে থাকেন, তার পরে হঠাৎ ৩ দিন একসাথে খেলে সমস্যা হবে।
তেমনি, জিমে প্রথম দিন ৩ কেজি তুলতেই কষ্ট হয় — সেদিনই কি ২০ কেজি ওজন তুলতে পারবেন? পারবেন না।
ধীরে ধীরে ২ কেজি, ৩ কেজি করে বাড়াতে হয়।
ঠিক সেভাবেই —
প্রথম দিনেই বিশাল বাজেট দিয়ে অ্যাড চালাবেন না। ছোট বাজেট দিয়ে শুরু করুন, রেসপন্স দেখুন, তারপর ধীরে ধীরে বাড়ান।
অনেকে বলেন — "দেখছি বিক্রি হচ্ছে, তাহলে এখনই বাজেট দ্বিগুণ করি" — এটা বড় ভুল।
এডসের ভালো রেজাল্ট পেতে হলে ধাপে ধাপে রুলস মেনে এগোতে হয়।
✅ কন্টেন্টের মান উন্নত করতে হবে।
✅ কনটেন্টের ভিতরে প্রোডাক্টের ভ্যালু স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে হবে — মানুষ কেন কিনবে, কীভাবে উপকার পাবে, সেটা ভালোভাবে বোঝাতে হবে।
✅ সঠিক সময়ে সঠিক স্ট্র্যাটেজি পাল্টাতে জানতে হবে।
আরেকটা গুরুত্বপূর্ণ কথা:
বাজারে অনেকে বলে — "মাত্র ৩টা boost করলেই হাজার হাজার টাকার সেলস আসবে!" — আসলে এই কথার কোনো বাস্তবতা নেই।
একটা ভালো ক্যাম্পেইন চালিয়ে অন্তত ১৫–২০ দিন টেস্টিং করতে হয়, তারপর ভালো রেজাল্ট আসে।
যাদের ইনভেস্ট করার টাকা নেই — দয়া করে বিজ্ঞাপনে আসার আগে ভালো করে চিন্তা করুন।
প্রথমে অর্গানিকভাবে চেষ্টা করুন, ব্যবসা কিছুটা বড় করুন, তারপর বিজ্ঞাপনে আসুন।
আপনার যদি ব্যবসা বা মার্কেটিং নিয়ে কোনো পরামর্শের দরকার হয় — ইনবক্স করতে পারেন।
(✅ অবশ্যই আপনার ফেসবুক পেজের লিঙ্ক দেবেন — আমি দেখে, যাচাই করে তারপর বিস্তারিত পরামর্শ দেব।)
যাদের যাচাই বাচাই করার সমাই নাই তারা ইনবক্স করবেন না । কারণ একটা
ভুল পরামর্শ আপনার অনেক খতির কারণ হইতে পারে

Address

Demra
1360

Alerts

Be the first to know and let us send you an email when Tofeq ir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tofeq ir:

Share