
28/04/2025
আপনার যদি নতুন প্রোডাক্ট থাকে এবং অনলাইনে বিজ্ঞাপন (Ads) চালিয়ে বিক্রি শুরু করতে চান — তাহলে এই কথাগুলো মনোযোগ দিয়ে পড়ুন।
অনেকে মনে করেন, আজ বিজ্ঞাপন চালাবো আর কালকেই বিক্রি শুরু হবে — এই ধারণা একেবারে ভুল।
আমার পরামর্শ থাকবে, প্রথমে একটি ফেসবুক পেজ খুলুন এবং ১৫–২০ দিন ধরে অর্গানিকভাবে গ্রো করার চেষ্টা করুন।
✅ প্রতিদিন অন্তত ৩টি পোস্ট করুন — প্রোডাক্টের গুণাগুণ, ব্যবহারবিধি, উপকারিতা নিয়ে।
✅ বিভিন্ন রিলেভেন্ট গ্রুপে পোস্ট শেয়ার করুন।
✅ মানুষের সাথে ইন্টারঅ্যাকশন বাড়ান।
বিজ্ঞাপন চালানোর ক্ষেত্রে একটা সত্যি কথা মনে রাখুন:
আমরা যখন অ্যাড রান করি, তখন শুধুমাত্র টেস্ট করার জন্যই ৭০–৮০ ডলার (বা তার বেশি) খরচ করি।
বিভিন্ন টার্গেটিং, কনটেন্ট ও স্ট্র্যাটেজি একসাথে চালিয়ে দেখি কোনটার পারফরম্যান্স ভালো — তারপর যেটা ভালো চলে সেটাকেই বড় করে চালাই।
এটাই প্রফেশনাল প্রসেস।
আমি নিজে গত ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি — ডিজিটাল মার্কেটিংয়ে কত মানুষ প্রতারিত হয়, ভূল পথে চলে যায়।
এই কথা গুলো আপনাদের উপকারের জন্য বলছি — আমি এখানে কিছু পাবো না।
আপনারা যদি শুনে কাজ করেন, উপকার হবে আপনাদেরই।
উদাহরণ দিয়ে বলি:
আপনি যদি ৩ দিন না খেয়ে থাকেন, তার পরে হঠাৎ ৩ দিন একসাথে খেলে সমস্যা হবে।
তেমনি, জিমে প্রথম দিন ৩ কেজি তুলতেই কষ্ট হয় — সেদিনই কি ২০ কেজি ওজন তুলতে পারবেন? পারবেন না।
ধীরে ধীরে ২ কেজি, ৩ কেজি করে বাড়াতে হয়।
ঠিক সেভাবেই —
প্রথম দিনেই বিশাল বাজেট দিয়ে অ্যাড চালাবেন না। ছোট বাজেট দিয়ে শুরু করুন, রেসপন্স দেখুন, তারপর ধীরে ধীরে বাড়ান।
অনেকে বলেন — "দেখছি বিক্রি হচ্ছে, তাহলে এখনই বাজেট দ্বিগুণ করি" — এটা বড় ভুল।
এডসের ভালো রেজাল্ট পেতে হলে ধাপে ধাপে রুলস মেনে এগোতে হয়।
✅ কন্টেন্টের মান উন্নত করতে হবে।
✅ কনটেন্টের ভিতরে প্রোডাক্টের ভ্যালু স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে হবে — মানুষ কেন কিনবে, কীভাবে উপকার পাবে, সেটা ভালোভাবে বোঝাতে হবে।
✅ সঠিক সময়ে সঠিক স্ট্র্যাটেজি পাল্টাতে জানতে হবে।
আরেকটা গুরুত্বপূর্ণ কথা:
বাজারে অনেকে বলে — "মাত্র ৩টা boost করলেই হাজার হাজার টাকার সেলস আসবে!" — আসলে এই কথার কোনো বাস্তবতা নেই।
একটা ভালো ক্যাম্পেইন চালিয়ে অন্তত ১৫–২০ দিন টেস্টিং করতে হয়, তারপর ভালো রেজাল্ট আসে।
যাদের ইনভেস্ট করার টাকা নেই — দয়া করে বিজ্ঞাপনে আসার আগে ভালো করে চিন্তা করুন।
প্রথমে অর্গানিকভাবে চেষ্টা করুন, ব্যবসা কিছুটা বড় করুন, তারপর বিজ্ঞাপনে আসুন।
আপনার যদি ব্যবসা বা মার্কেটিং নিয়ে কোনো পরামর্শের দরকার হয় — ইনবক্স করতে পারেন।
(✅ অবশ্যই আপনার ফেসবুক পেজের লিঙ্ক দেবেন — আমি দেখে, যাচাই করে তারপর বিস্তারিত পরামর্শ দেব।)
যাদের যাচাই বাচাই করার সমাই নাই তারা ইনবক্স করবেন না । কারণ একটা
ভুল পরামর্শ আপনার অনেক খতির কারণ হইতে পারে