A Bangladeshi Traveller

A Bangladeshi Traveller I am Hisham. I am a Travel Vlogger on YouTube and Facebook. Please like my Page, subscribe to my Youtube Channel

06/07/2025

"মাল্টিসিটি ট্রাভেল করলেন, কিন্তু এয়ারপোর্টে বোর্ডিং পাসই দিল না!"
এই প্রশ্ন বা অভিযোগ অনেকেই করেছেন।
আমি নিজে গত ৪৫ দিন ধরে মাল্টিসিটিতে একাধিক দেশ ঘুরেছি, আর এই সময়টাতে যা শিখেছি—তা আপনাদের সাথে আজ শেয়ার করবো, যেন আপনি ভবিষ্যতে আর কখনও বোর্ডিং পাস নিয়ে ঝামেলায় না পড়েন।

এই ভিডিওতে আপনি জানতে পারবেন:
✔️ কেন অনেককে এয়ারলাইন্স বোর্ডিং পাস দেয় না
✔️ কারা সহজে পেয়ে যান বোর্ডিং পাস
✔️ মাল্টিসিটিতে ট্রাভেল করার সময় কী কী ভুল করলে সমস্যা হয়
✔️ আপনি কিভাবে সহজেই নিজের ভ্রমণ গুছিয়ে বোর্ডিং পাস নিশ্চিত করতে পারেন
✔️ এবং কোন দেশ থেকে যাত্রা করলে ঝামেলা কম

📌 এই ভিডিওটা আপনার জন্য যদি—
আপনি প্রথমবার মাল্টিসিটি ঘুরতে চান,
আপনার পাসপোর্ট ফ্রেশ,
আর আপনি নিশ্চিতভাবে এয়ারপোর্ট ঝামেলা এড়াতে চান।

🎓 Air Ticket বা Multi-City Planning শিখতে চান?
👉 Air Ticket Essentials Course
📘 সস্তায় টিকিট বের করার গাইড পেতে চান?
👉 The Flight Secret eBook

📞 এয়ার টিকিট কিনতে চাইলে FlynextTrip-এ যোগাযোগ করুন:
WhatsApp: +8801887565555
Facebook: https://www.facebook.com/FlyYourNextTrip

🔔 ভিডিও ভালো লাগলে Like দিন, Share করুন আর Follow করতে ভুলবেন না।

অনেকদিন আগে Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য দা-র একটা ভিডিও দেখেছিলাম—কমিউনিটি কাপড় ধোয়ার একটা জায়গা নিয়ে।আজ...
25/06/2025

অনেকদিন আগে Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য দা-র একটা ভিডিও দেখেছিলাম—কমিউনিটি কাপড় ধোয়ার একটা জায়গা নিয়ে।
আজ থাইল্যান্ডে এসে ঠিক তেমনই একটা জায়গায় এলাম।

একটা বড় ঘর, যেখানে কয়েন ঢুকালেই মেশিনে কাপড় ধোয়া যায়।
আমি সাধারণত নিজের কাপড় নিজেই ধুই, কিন্তু হোস্টেল বা হোটেলে ভালোভাবে শুকানোর জায়গা মেলে না—তাই আজ এখানে এলাম।

মাত্র ৫০ ভাট—আপনার কাপড় ধুয়ে, ক্লিন করে, শুকিয়ে দেবে। আমার যত জামাকাপড় আর কাপরের যা ছিল সব দিয়ে দিছি।
আর যদি কয়েন না থাকে, পাশে একটা মেশিন আছে—সেখানে ক্যাশ নোট দিলেই কয়েন বের হয়।

মজার বিষয় হলো, সামনেই একটা বড় টেবিল, যেখানে সবাই বসে কাপড় ধোয়া শেষ হওয়ার অপেক্ষায় থাকে।
বাংলাদেশ হলে নিশ্চিত আড্ডার ঠাঁই হতো—এক কাপ চা, কিছু গল্প, কিছু চিন্তা।

এটা আসলেই একটা দারুণ উদ্যোগ।
বাংলাদেশেও এমন কিছু করা যেতে পারে—এটা শুধু একটা সেবা না, এটা একটা কমিউনিটি স্পেস।
সবসময় কাউকে বসিয়ে রাখারও দরকার নেই, মেশিন নিজেই সব করে ফেলে।

ভবিষ্যতের বাংলাদেশে এরকম কিছু দেখতে চাই।
সেবা আর সামাজিকতা একসাথে— আমাদের এই নতুন বাংলাদেশে এই জিনিসটাই তো আমাদের দরকার। 🌿🧺

✈️ ক্রাবি থেকে ব্যাংকক মাত্র ৯৯৯ টাকা!প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটের ফ্লাইট, অথচ দাম শুনে মনে হয় বাসের ভাড়া!হ্যাঁ, মাঝেমধ্য...
25/06/2025

✈️ ক্রাবি থেকে ব্যাংকক মাত্র ৯৯৯ টাকা!
প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটের ফ্লাইট, অথচ দাম শুনে মনে হয় বাসের ভাড়া!

হ্যাঁ, মাঝেমধ্যে এমন অস্বাভাবিক অফার আসেই—কিন্তু প্রশ্ন হচ্ছে,
আপনি জানেন তো এসব অফার কিভাবে খুঁজে বের করতে হয়?

✅ অনেকেই জানেন না যে, সঠিক টুল আর কিছু ট্রিক ব্যবহার করলেই এরকম দারুণ ফ্লাইট ডিল পাওয়া যায়।
আর ঠিক সেই কারণেই আমরা তৈরি করেছি—
📘 "The Flight Secret Encyclopedia" ইবুক

এই ইবুকে আছে:
🔍 কিভাবে সস্তা ফ্লাইট খুঁজবেন
📅 কিভাবে পুরো মাসের মধ্যে সবচেয়ে সস্তা দিনটি বের করবেন
🌐 কোন ওয়েবসাইটে কিভাবে সার্চ করবেন
⚠️ কোন টিকিট রিস্কি আর কোনটা নিরাপদ

💰 মূল্য মাত্র ১৯৯ টাকা!
👉 https://naturenestbd.com/step/the-flight-secret-encyclopedia/

এখনই পড়ে নিন—শুধু সস্তা টিকিট না, জেনে নিন সঠিক ভ্রমণের কৌশল।
FlynextTrip — আপনার ভ্রমণের বিশ্বস্ত গাইড 🌍✈️

25/06/2025

বলেন তো কই!?🥲

আপনি যখন মালয়েশিয়ার Twin Tower এর কথা শুনেন, তখন একটা প্রশ্ন প্রায়ই কানে আসে—"এই Petronas টা আবার কী?"Twin Tower এর ন...
14/06/2025

আপনি যখন মালয়েশিয়ার Twin Tower এর কথা শুনেন, তখন একটা প্রশ্ন প্রায়ই কানে আসে—
"এই Petronas টা আবার কী?"
Twin Tower এর নামের আগেই তো জুড়ে থাকে Petronas Twin Tower।

আজ আমি দাঁড়িয়ে আছি ঠিক সেই টাওয়ার দুটার সামনে।
যেটা ১৯৯৯ সালে তৈরি হয়েছিল, আর তখন থেকে আজ অবধি, পৃথিবীর সবচেয়ে উঁচু টুইন টাওয়ার হিসেবে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে।

Petronas—আসলে মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস কোম্পানির নাম।
আর এই বিশাল টাওয়ার দুইটা তাদেরই হেডকোয়ার্টার, আর মালয়েশিয়ার গর্বের প্রতীক।

টাওয়ারের নিচে দাঁড়ালে মাথা উঁচু করেও পুরোটা এক নজরে দেখা যায় না—ততটাই বিশাল, ততটাই চওড়া, আর ততটাই নিখুঁত এই স্থাপত্য।
রাতে আলো জ্বলে উঠলে মনে হয়, যেন আকাশ থেকে কেউ দুটো তারা টেনে নামিয়ে রেখেছে শহরের বুকে।

এই টাওয়ার শুধু একটা বিল্ডিং না—এটা এক দেশের স্বপ্ন, আত্মবিশ্বাস আর পরিচয়ের প্রতিচ্ছবি।

🌃 প্রতিদিন সন্ধ্যায় এর সামনে দারুণ এক Light & Fountain Show হয়।
আলো, পানি আর সুরের এক অপূর্ব মেলবন্ধন—যেটা দেখলে মনে হয়, স্থির ভবনও যেন নাচছে।

আর যদি আপনি মালয়েশিয়া ভ্রমণ করতে চান, তাহলে এই টাওয়ার না দেখা মানে আপনার ভ্রমণটাই বৃথা!

আর ঘুরতে যাওয়ার আগে নিয়ে নিন আমাদের "Malaysia Travel Guide" ইবুক—
মাত্র ৯৯ টাকা, আর তাতে পাবেন টাওয়ার ঘুরে দেখার সেরা টাইম, আর অনেক গোপন তথ্য!

📘 ইবুক লিংক: https://naturenestbd.com/step/malaysia-travel-guide/

Twin Tower-এর নিচে দাঁড়িয়ে শুধু ছবি তুলবেন না, একটু বুঝে দেখবেন—এখানে একটা জাতি কীভাবে স্বপ্ন দেখেছিল, আর সেটা বাস্তব করেছে। 🌃🏙️

🥭 একটা আমেই এক কেজি!কুয়ালালামপুরে KL Tower-এর দিকে যাচ্ছি, হঠাৎ চোখে পড়ল—রাস্তার দুই ধারে বিশাল এক বাজার বসেছে!প্রথমে ...
13/06/2025

🥭 একটা আমেই এক কেজি!

কুয়ালালামপুরে KL Tower-এর দিকে যাচ্ছি, হঠাৎ চোখে পড়ল—রাস্তার দুই ধারে বিশাল এক বাজার বসেছে!
প্রথমে ভাবলাম, নরমাল সাপ্তাহিক মার্কেট হবে। কিন্তু একটু ভালো করে দেখেই বুঝলাম—শুধু শুক্রবারেই এমন বিশাল আকারে বসে, বাকি দিনগুলোতে নাকি অনেক ছোট হয়।

বাজারের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ এক দোকানে চোখ আটকে গেল—আমের দোকান।
আর যেই আমটা হাতে নিলাম… ভাইরে ভাই, একটা আমেই এক কেজি!

বিশ্বাস না হলে ছবিটা ভালো করে দেখেন—আমার চেহারার সাইজ আর আমের সাইজ দুইটাও প্রায় সমান! 😄
এমন আম জীবনে কখনো হাতে নেইনি—না বাংলাদেশের রাজশাহীতে, না ভারতের মালদাতে।

এটাই তো ভ্রমণের আসল মজা—রাস্তায় হেঁটে যেতে যেতে হঠাৎ এমন কিছু দেখে থমকে দাঁড়ানো, একটা নতুন স্বাদ, একটা নতুন গল্প।

আর যদি আপনি মালয়েশিয়া ঘুরতে আসতে চান, তাহলে— 📘 "Malaysia Travel Guide" ইবুকটা নিয়ে নিন মাত্র ৯৯ টাকা!
👉 https://naturenestbd.com/step/malaysia-travel-guide/

টিকিট কাটা নিয়ে ঝামেলা? একবার টাচ করলেই হবে!কুয়ালালামপুরে ঘোরাঘুরি করতে গেলে, আমি সবাইকে বলি—একটা "Touch 'n Go" কার্ড ন...
12/06/2025

টিকিট কাটা নিয়ে ঝামেলা? একবার টাচ করলেই হবে!

কুয়ালালামপুরে ঘোরাঘুরি করতে গেলে, আমি সবাইকে বলি—একটা "Touch 'n Go" কার্ড নিয়ে নেন ভাই!
কারণ আমি নিজে চোখে দেখেছি, অনেক বাংলাদেশি ভাই প্রতিবার ট্রেনে উঠার সময় লাইন ধরে দাঁড়িয়ে টিকিট কাটতেছে।

এই কার্ডটা অনেকটা আমাদের দেশের র‍্যাপিড পাসের মতো।
একবার কার্ডে টাকা লোড করে নিলেই, বাস–ট্রেন–এলআরটি সব জায়গায় ব্যবহার করতে পারবেন।
শুধু টাচ করলেই গেট খুলে যাবে—না লাইনে দাঁড়ানো, না কাগজের টিকিট নেয়া।

আর যদি আপনি ট্যুরিস্ট হয়ে আসেন, তাহলে আরও ভালো একটা অপশন আছে—
মাত্র ২৫ রিঙ্গিতে ৩ দিনের জন্য আনলিমিটেড ট্রেন-বাসে চলাফেরা করতে পারবেন।

এই পাশে জহরবারু, আর ওই পাশে সিঙ্গাপুর!দুই দেশের মাঝে শুধু একটা সেতু, অথচ জীবনযাত্রার পার্থক্য যেন আলাদা।এই দিকটায় আমি এখ...
11/06/2025

এই পাশে জহরবারু, আর ওই পাশে সিঙ্গাপুর!

দুই দেশের মাঝে শুধু একটা সেতু, অথচ জীবনযাত্রার পার্থক্য যেন আলাদা।
এই দিকটায় আমি এখন দাঁড়িয়ে—জোহর বারু, মালয়েশিয়ার দক্ষিণের শেষ প্রান্ত।
আর ওই দিকটায়, সীমানার ওপারে স্পষ্ট দেখা যাচ্ছে সিঙ্গাপুর।

ভাবতে ভালো লাগে, এই একটা নদী বা ব্রিজ পার হলেই অন্য এক দেশ!
তবে জোহর বারু নিজেও কম না—নিজস্ব ছন্দে চলা শহর, মালয় সংস্কৃতি আর আধুনিকতার মিশেল।

এই দৃশ্যটা মনে রাখার মতো।
—যেটা শুধু ভ্রমণের নয়, ভাবনারও।

আর যদি আপনি এমন অভিজ্ঞতা পেতে চান, তাহলে— 📘 আমাদের মালয়েশিয়া ট্রাভেল গাইড নিতে ভুলবেন না!
মাত্র ৯৯ টাকা
👉 https://naturenestbd.com/step/malaysia-travel-guide/

দেখা হবে পরের শহরে, পরের গল্পে… 🌍✈️

🚆 মালাক্কা থেকে রওনা দিলাম জহরবারুর পথে...সকালটা শুরু হয়েছে ২ রিঙিতে রাস্তার ধারের দোকানে নাসি লামাক খাবার মাধ্যমে আর ম...
11/06/2025

🚆 মালাক্কা থেকে রওনা দিলাম জহরবারুর পথে...

সকালটা শুরু হয়েছে ২ রিঙিতে রাস্তার ধারের দোকানে নাসি লামাক খাবার মাধ্যমে আর মালাক্কার সেই শান্ত নদীর পাশে দাঁড়িয়ে শেষবারের মতো চোখ রাখা দিয়ে।
এই শহরটা যেন এক ধরণের নস্টালজিয়া—যেখানে আপনি মাত্র দুই দিন থাকলেও মনে হবে অনেক দিনের চেনা।

এখন যাচ্ছি জহরবারু, মালয়েশিয়ার একেবারে দক্ষিণে—সিঙ্গাপুরের ঠিক পাশেই!
নতুন শহর, নতুন গল্প, আর অবশ্যই নতুন কিছু শেখার অপেক্ষায়...

রাস্তাটা লম্বা, কিন্তু মনটা হালকা—কারণ মালয়েশিয়ার প্রতিটা শহর যেন একেকটা ভিন্ন বইয়ের পাতা।
আর আমি শুধু পড়ে যাচ্ছি—একটা একটা করে।

আপনারাও থাকুন সাথে—আর যদি আপনিও মালয়েশিয়ার শহরগুলো ঘুরে দেখতে চান,
তাহলে নিতে পারেন আমার লেখা মালয়েশিয়া ট্রাভেল গাইড, মাত্র ৯৯ টাকা।
📘 গাইড লিংক: https://naturenestbd.com/step/malaysia-travel-guide/

চলুন, দেখা হবে জহরবারুতে! 🌿

Address

Demra

Alerts

Be the first to know and let us send you an email when A Bangladeshi Traveller posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category