06/07/2025
"মাল্টিসিটি ট্রাভেল করলেন, কিন্তু এয়ারপোর্টে বোর্ডিং পাসই দিল না!"
এই প্রশ্ন বা অভিযোগ অনেকেই করেছেন।
আমি নিজে গত ৪৫ দিন ধরে মাল্টিসিটিতে একাধিক দেশ ঘুরেছি, আর এই সময়টাতে যা শিখেছি—তা আপনাদের সাথে আজ শেয়ার করবো, যেন আপনি ভবিষ্যতে আর কখনও বোর্ডিং পাস নিয়ে ঝামেলায় না পড়েন।
এই ভিডিওতে আপনি জানতে পারবেন:
✔️ কেন অনেককে এয়ারলাইন্স বোর্ডিং পাস দেয় না
✔️ কারা সহজে পেয়ে যান বোর্ডিং পাস
✔️ মাল্টিসিটিতে ট্রাভেল করার সময় কী কী ভুল করলে সমস্যা হয়
✔️ আপনি কিভাবে সহজেই নিজের ভ্রমণ গুছিয়ে বোর্ডিং পাস নিশ্চিত করতে পারেন
✔️ এবং কোন দেশ থেকে যাত্রা করলে ঝামেলা কম
📌 এই ভিডিওটা আপনার জন্য যদি—
আপনি প্রথমবার মাল্টিসিটি ঘুরতে চান,
আপনার পাসপোর্ট ফ্রেশ,
আর আপনি নিশ্চিতভাবে এয়ারপোর্ট ঝামেলা এড়াতে চান।
🎓 Air Ticket বা Multi-City Planning শিখতে চান?
👉 Air Ticket Essentials Course
📘 সস্তায় টিকিট বের করার গাইড পেতে চান?
👉 The Flight Secret eBook
📞 এয়ার টিকিট কিনতে চাইলে FlynextTrip-এ যোগাযোগ করুন:
WhatsApp: +8801887565555
Facebook: https://www.facebook.com/FlyYourNextTrip
🔔 ভিডিও ভালো লাগলে Like দিন, Share করুন আর Follow করতে ভুলবেন না।