Mithu Ahmed

Mithu Ahmed Kaka

 #কেনজবাব? ১.সম্পূর্ণ নগ্ন অবস্থায় জন্মিত শিশুকে চাদরে জড়ানো হয়, আবার সম্পূর্ণ নগ্ন মৃতকেও জড়ানো হয় কাফনে।জন্ম থেকে মৃত্...
10/09/2024

#কেন

জবাব?

১.
সম্পূর্ণ নগ্ন অবস্থায় জন্মিত শিশুকে চাদরে জড়ানো হয়, আবার সম্পূর্ণ নগ্ন মৃতকেও জড়ানো হয় কাফনে।
জন্ম থেকে মৃত্যু কিংবা সৃষ্টি থেকে কিয়ামাত মহান আল্লাহ আমাদের শালীন, আবৃত ও সতর ঢাকতে আদেশ করেছেন। তাই সালটা ০০০১ হউক বা ২০২৪ নারীদের সর্বদাই আবশ্যিকভাবে পর্দা করতেই হবে।

২.
আর আমাদের প্রতিটি নারীই আমাদের রাজকুমারী, আমাদের মণিমুক্তা! আর প্রতিটি মুক্তাই নিরাপদ প্রাচীরে বেষ্টিত থাকে।

৩.
আমরা আমাদের নারীদের দেহ বেশ্যাখানার পতিতাদের ন্যায় প্রদর্শন করি না। কারণ তারাই আমাদের পোষাক, আর আমরা তাদের!

আরও শিখতে ও বুঝতে চাইলে আপনাকে পবিত্র হয়ে, জুতা খুলে, হাঁটু গেরে, মাথা নিচু করে আহলে ইলমদের মাজলিসে বসতে হবে। কারণ জ্ঞানের কাছে আসতে হয়,জ্ঞান কারো কাছে যায়না!

Abu Taw Haa Muhammad Adnan

16/06/2024

ঈদ মুবারাক
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
রবের রাহে কুরবানী হোক,
তাকওয়ার আলোয় সুভাষিত হোক মুমিনের প্রাণ

সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ হোক আনন্দময় ও বরকতময়।

তোমরা সদা ন্যায়বিচার করো। এ কাজটি তাকওয়ার সবচেয়ে কাছে। আর তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যা কিছু করো নিশ্চয় আল্লাহ সে বিষয়...
07/06/2024

তোমরা সদা ন্যায়বিচার করো। এ কাজটি তাকওয়ার সবচেয়ে কাছে। আর তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যা কিছু করো নিশ্চয় আল্লাহ সে বিষয়ে পুরোপুরি অবগত আছেন। [সূরা মায়িদা : ৮
]

02/05/2024

ইসলাম পরিশ্রমের উপার্জনকে উৎসাহিত করে এবং সকল বৈধ পেশার মানুষকে সম্মান করে। কর্মক্ষম প্রতিটি মানুষের মাঝেই রয়েছে অপার সম্ভাবনা। ইসলাম এ সম্ভাবনাকে কাজে লাগাতে বলে। ইসলাম বলে— ‘পরিশ্রম কখনো বৃথা যায় না’। পরিশ্রমে যে ঘাম ঝড়ে, সে ঘামের লোনা পানিতে জন্মায় সফলতার বীজ।

অলসতা, অপারগতা, অকর্মণ্যতা ও দারিদ্র্য থেকে রাসূল (সা.) সব সময় আল্লাহর কাছে পানাহ চাইতেন। তিনি নিজে ব্যক্তিগতভাবে কর্মঠ ছিলেন এবং শ্রমজীবিদের বড্ড ভালোবাসতেন। কোদাল চালাতে চালাতে একজন শ্রমজীবি সাহাবির হাতে কালো দাগ পড়ে গেলে, নবিজি (সা.) পরম মমতায় তাঁর হাতে আলতো করে চুমু খেয়েছিলেন।

নবিজি বলতেন— “মানুষের কাছে হাত পাতার চেয়ে কাঠ কেটে পিঠে লাকড়ির বোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো”। তিনি আরও বলতেন— “কায়িক পরিশ্রমের মাধ্যমে স্বহস্তে উপার্জিত জীবিকার চেয়ে শ্রেষ্ঠ জীবিকা আর নেই”। ইসলাম শ্রমিকের অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করেছে এবং দ্রুততম সময়ে তাদের পারিশ্রমিক আদায়ের নির্দেশ দিয়েছে।

শ্রমিকদের ঘামেই গড়ে উঠে নগর, বন্দর আর সভ্যতা। তারাই উন্নয়নের আসল কারিগর। আসুন, শ্রমজীবিদের সম্মান দিয়ে কথা বলি। তাদের নায্য অধিকার আদায়ে আন্তরিক হই। তারা ভালো থাকলে, ভালো থাকবো আমরা সবাই।

আজকের এই দিনে কৃষক, দিন মজুর, পোশাক শ্রমিক, নির্মাণ শ্রমিক, গৃহকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, রেমিটেন্স যোদ্ধা সহ সকল খেটে খাওয়া মেহনতি মানুষের প্রতি সশ্রদ্ধ সালাম, দুআ ও অফুরান ভালোবাসা 💚।
Mizanur Rahman Azhari Sir

26/04/2024

জ্বর মূলত মা-কে মনে পড়ার অজুহাত!

❤️

17/04/2024

😁

16/04/2024

আল্লাহুম্মা সল্লি'ওয়া সল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ' ﷺ.!🖤✨

31/03/2024

❤️❤️

19/03/2024

"যুদ্ধ ছাড়া কোন জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ওই জাতির তরুণদের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।"
-------সালাউদ্দিন আইয়ুবী (রহঃ)

Address

Demra

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mithu Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mithu Ahmed:

Share

Category