
10/09/2024
#কেন
জবাব?
১.
সম্পূর্ণ নগ্ন অবস্থায় জন্মিত শিশুকে চাদরে জড়ানো হয়, আবার সম্পূর্ণ নগ্ন মৃতকেও জড়ানো হয় কাফনে।
জন্ম থেকে মৃত্যু কিংবা সৃষ্টি থেকে কিয়ামাত মহান আল্লাহ আমাদের শালীন, আবৃত ও সতর ঢাকতে আদেশ করেছেন। তাই সালটা ০০০১ হউক বা ২০২৪ নারীদের সর্বদাই আবশ্যিকভাবে পর্দা করতেই হবে।
২.
আর আমাদের প্রতিটি নারীই আমাদের রাজকুমারী, আমাদের মণিমুক্তা! আর প্রতিটি মুক্তাই নিরাপদ প্রাচীরে বেষ্টিত থাকে।
৩.
আমরা আমাদের নারীদের দেহ বেশ্যাখানার পতিতাদের ন্যায় প্রদর্শন করি না। কারণ তারাই আমাদের পোষাক, আর আমরা তাদের!
আরও শিখতে ও বুঝতে চাইলে আপনাকে পবিত্র হয়ে, জুতা খুলে, হাঁটু গেরে, মাথা নিচু করে আহলে ইলমদের মাজলিসে বসতে হবে। কারণ জ্ঞানের কাছে আসতে হয়,জ্ঞান কারো কাছে যায়না!
Abu Taw Haa Muhammad Adnan