Shadin Bangla News TV

Shadin Bangla News TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shadin Bangla News TV, Video Creator, Demran.

🎥 স্বাধীন বাংলা নিউজ টিভি
🗞️ সত্যের পথে, জনগণের সাথে!✅ তাজা খবর✅ চোখ খুলে দেওয়া প্রতিবেদন
✅ স্থানীয় থেকে জাতীয় সব সংবাদ✅ বিশেষ লাইভ অনুষ্ঠান
✅ জনগণের কণ্ঠস্বর তুলে ধরার প্রতিশ্রুতি
🌟 আপনার নিউজ, আপনার টিভি!
📲 এখনই ফলো করুন – স্বাধীন বাংলা নিউজ টিভি

📸 মানবিকতার প্রতীক, একজন সাদা মনের মানুষ – সাবেক এমপি খন্দকার আনোয়ারুল হকছবিটিতে আপনি যাকে দেখছেন, তিনি শুধু মধুপুর কিং...
15/07/2025

📸 মানবিকতার প্রতীক, একজন সাদা মনের মানুষ – সাবেক এমপি খন্দকার আনোয়ারুল হক

ছবিটিতে আপনি যাকে দেখছেন, তিনি শুধু মধুপুর কিংবা ধনবাড়ীর গর্ব নন, তিনি সারা বাংলাদেশের জন্য এক উদাহরণ—সাবেক এমপি খন্দকার আনোয়ারুল হক। তাঁর মানবিকতা, সহানুভূতি ও সমাজের প্রতি দায়বদ্ধতা এই দেশের মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে।

🔶 ছবির মুহূর্তটি কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পে।
মানবিক বিপর্যয়ে যখন হাজারো মানুষ অসহায়, তখন রাজনীতি নয়, মানবতা নিয়েই তিনি সেখানে পৌঁছে যান।
সেনা কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি, নিজ হাতে কাজ করেছেন সহায়তা দিতে।

🌿 এমন মানুষের পরিচয় শুধু রাজনীতিবিদ নয়—একজন সমাজসেবক, একজন নিঃস্বার্থ মানুষ।
✔ মধুপুরের একজন সফল ব্যবসায়ী
✔ দরিদ্রদের জন্য নিরবচ্ছিন্ন সহায়তা
✔ বন্ধুবান্ধবদের প্রতি অসীম ভালোবাসা
✔ বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানো একজন প্রকৃত মাটি ও মানুষের নেতা।

💬 আমরা গর্বিত, এমন একজন মানুষকে আমরা পেয়েছি—
যিনি নিজের সুবিধা নয়, মানুষের দুঃখ কষ্টের কথা ভেবে পথে নেমে যান, কাজ করেন নিঃস্বার্থভাবে।

📢 চলুন, আমরা সবাই মিলে এই সাদা মনের মানুষটিকে সম্মান জানাই,
তাঁর কাজকে ছড়িয়ে দিই আরও অনেকের মাঝে—
📲 লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে আপনার ভালোবাসা জানান।

#খন্দকার_আনোয়ারুল_হক #মানবিকতা #সাদা_মনের_মানুষ #মধুপুরের_গর্ব

এস.এম.আব্দুর রাজ্জাক,
-----সভাপতি------
মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাব

15/07/2025

📺 স্বাধীন বাংলা টেলিভিশনের পক্ষ থেকে বিশেষ আহ্বান
উপস্থাপনায়: কে এম তৈয়ব আলী হীরা, সিনিয়র স্টাফ রিপোর্টার

প্রিয় দর্শক,
স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে আমরা নিয়মিত তুলে আনছি দেশের গুরুত্বপূর্ণ সংবাদ, গ্রামবাংলার গল্প, কৃষির উন্নয়ন, প্রযুক্তির অগ্রগতি এবং জনসাধারণের বাস্তব জীবনের প্রতিচ্ছবি।

আমি, কে এম তৈয়ব আলী হীরা, সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে আপনাদের আহ্বান জানাচ্ছি—
👉 আমাদের ইউটিউব চ্যানেল স্বাধীন বাংলা টেলিভিশন-কে সাবস্ক্রাইব করুন
👉 আপনার মতামত জানাতে কমেন্ট করুন
👉 এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের কথা ছড়িয়ে দিতে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে।

আপনার একটি সাবস্ক্রাইব, একটি কমেন্ট, একটি শেয়ার—
আমাদের সাংবাদিকতায় শক্তি যোগাবে, নতুন নতুন উদ্যোগে উৎসাহ দেবে।

🎥 দেখুন, জানুন, ও সংযুক্ত থাকুন — স্বাধীন বাংলার কণ্ঠস্বরের সাথে।
ধন্যবাদ সবাইকে।

মানবিকতা ও সততার প্রতীক চা বিক্রেতা খলিলুর রহমানএস.এম.আব্দুর রাজ্জাক:টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলা ভাইঘাট বাজারে এক দৃঢ় ম...
14/07/2025

মানবিকতা ও সততার প্রতীক চা বিক্রেতা খলিলুর রহমান
এস.এম.আব্দুর রাজ্জাক:

টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলা ভাইঘাট বাজারে এক দৃঢ় মনোবল ও সততার প্রতীক হয়ে উঠেছেন একজন সাধারণ চা বিক্রেতা, খলিলুর রহমান। গত আঠারো বছর ধরে তিনি এই এলাকায় ছোট্ট একটি চায়ের দোকান পরিচালনা করে মানুষের মন জয় করে চলেছেন। মুখে সারাক্ষণ হাসি, ব্যবহার অত্যন্ত মার্জিত ও হৃদয়স্পর্শী — যেন এক সাদা মনের মানুষ।

খলিলুর রহমানের দোকানে যারা একবার চা পান করেছেন, তারা বারবার ফিরে আসেন তার বানানো চায়ের স্বাদে ও আন্তরিকতায় মুগ্ধ হয়ে। তবে শুধু চা নয়, তার সততা ও মানবিকতাও এখন তাকে বিশেষ করে তুলেছে। সম্প্রতি এক আইফোনধারী গ্রাহক অসাবধানতাবশত নিজের দামি মোবাইল ফোনটি তার দোকানে ফেলে যান। যেকোনো মানুষ চাইলে এই সুযোগে ফোনটি আত্মসাৎ করতে পারতেন। কিন্তু খলিলুর রহমান বিনা দ্বিধায়, কোনো প্রকার শর্ত ছাড়াই, সেই আইফোনটি মালিকের হাতে ফিরিয়ে দেন।

এই ছোট্ট ঘটনাই তাকে এলাকায় একজন সৎ, বিশ্বাসযোগ্য ও আদর্শবান মানুষের মর্যাদায় অধিষ্ঠিত করেছে। স্থানীয়রা জানান, খলিলুর রহমান সবসময়ই একজন নীতিবান মানুষ হিসেবে পরিচিত, আর এই ঘটনা তার চরিত্রের প্রকৃত পরিচয় প্রকাশ করেছে।

খলিলুর রহমান আমাদের মনে করিয়ে দেন যে, সৎ ও সদাচারী মানুষ এখনও সমাজে বেঁচে আছেন, যারা সামান্য আয় নিয়েও সততার বড় উদাহরণ হতে পারেন। তার মতো মানুষদের স্বীকৃতি ও সম্মান জানানো আমাদের সমাজের দায়িত্ব।

সালাম ও শুভকামনা খলিলুর রহমান ভাইকে – আপনার হাতে বানানো এক কাপ চায়ে যেমন আছে তৃপ্তি, তেমনি আপনার সততায় আছে মানুষের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার শক্তি।

বন্ধু হিসেবে মামুন রানা মামুন – এক উজ্জ্বল উপস্থিতিপাহাড়, নদী আর সবুজের পটভূমিতে দাঁড়িয়ে থাকা এই হাস্যোজ্জ্বল তরুণটির...
13/07/2025

বন্ধু হিসেবে মামুন রানা মামুন – এক উজ্জ্বল উপস্থিতি

পাহাড়, নদী আর সবুজের পটভূমিতে দাঁড়িয়ে থাকা এই হাস্যোজ্জ্বল তরুণটির নাম মামুন রানা মামুন। শুধু ছবি দেখলেই বোঝা যায় – তার মধ্যে রয়েছে আত্মবিশ্বাস, সৌন্দর্যবোধ এবং এক অনন্য রুচিশীলতা। ভেতরের মানুষটিও ঠিক ততটাই সুন্দর, যতটা তার বাহ্যিক উপস্থিতি।

বন্ধু হিসেবে মামুন একজন চমৎকার সঙ্গী। তার চিন্তা-ভাবনায় আছে ইতিবাচকতা, কথাবার্তায় আন্তরিকতা আর আচরণে অসাধারণ ভদ্রতা। যে কোনো আড্ডায় প্রাণ জোগাতে পারে তার হাসি আর বন্ধুত্বপূর্ণ ব্যবহার। জীবনকে সহজভাবে দেখতে শেখায় সে, আবার প্রয়োজনে বন্ধুর পাশে দাঁড়াতে তার কোনো দ্বিধা নেই।

মামুনের সঙ্গে সময় কাটানো মানেই নতুন কিছু শেখা, কিছুটা হাসি আর কিছুটা অনুপ্রেরণা। এমন বন্ধুকে পাশে পেলে পথ চলা হয় আরও সহজ, আরও আনন্দময়।

এই পোস্টের মাধ্যমে আমি গর্ব করে বলতে চাই — মামুন রানা মামুনকে বন্ধু হিসেবে পেয়ে আমি ধন্য। 💛

#বন্ধু #মামুনরানা #বন্ধুত্ব #ভালোবাসা #উজ্জ্বলব্যক্তিত্ব #বন্ধুত্বেরছবি

13/07/2025

মধুপুরের শহীদ আবু বকর পুনর্নির্মিত ফলকটি উদ্বোধন
বিস্তারিত কমেন্ট দেখুন

নতুন অধ্যাদেশ জা’রি করলেন রাষ্ট্রপতিদেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। ‘ফৌজদারি কার্যবিধি...
13/07/2025

নতুন অধ্যাদেশ জা’রি করলেন রাষ্ট্রপতি

দেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। ‘ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮’ সংশোধন করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন অধ্যাদেশ জারি করেছেন। সংশোধিত এই আইনের নাম ‘The Code of Criminal Procedure (Amendment) Ordinance, 2025’, যা ১০ জুলাই (বৃহস্পতিবার) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত হয়।

নতুন অধ্যাদেশ
সংসদ অধিবেশন না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেন। এতে নতুনভাবে যুক্ত করা হয়েছে ধারা ১৭৩এ (173A), যার মাধ্যমে তদন্ত চলাকালে অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তকে অব্যাহতি দেওয়ার আইনি সুযোগ তৈরি হয়েছে।

নতুন ধারা ১৭৩A এর মূল বৈশিষ্ট্য:

১. অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন (Interim Investigation Report):

মামলার তদন্ত চলাকালে পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার বা সমমর্যাদার কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা তদন্তকারী কর্মকর্তাকে একটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দাখিলের নির্দেশ দিতে পারবেন। এ প্রতিবেদন মামলার অগ্রগতির চিত্র তুলে ধরবে।

২. অব্যাহতির সুযোগ:

প্রাপ্ত অন্তর্বর্তীকালীন প্রতিবেদন অনুযায়ী যদি দেখা যায়, কোনো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত তথ্য-প্রমাণ নেই, তবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমোদনে সেই প্রতিবেদন আদালতে (ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনাল) দাখিল করা যাবে।

আদালত সন্তুষ্ট হলে অভিযুক্ত ব্যক্তিকে মামলা থেকে অব্যাহতি দিতে পারবেন। এতে নিরপরাধ ব্যক্তিদের অনাকাঙ্ক্ষিত হয়রানি ও দীর্ঘ সময় কারাগারে থাকার ঝুঁকি কমবে।

৩. পুনরায় অভিযুক্তের অন্তর্ভুক্তি:

অন্তর্বর্তীকালীন প্রতিবেদন অনুযায়ী কেউ অব্যাহতি পেলেও সেটি চূড়ান্ত নয়। তদন্ত শেষে যদি তার বিরুদ্ধে পর্যাপ্ত ও বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়, তবে চূড়ান্ত প্রতিবেদনে (ধারা ১৭৩ অনুসারে) তার নাম আবার যুক্ত করার সুযোগ থাকবে।

বিচার বিশ্লেষকদের মতে, নতুন এ বিধানটি দেশের বিচার প্রক্রিয়ায় একটি যুগান্তকারী ও মানবিক সংযোজন। এটি একদিকে যেমন দীর্ঘমেয়াদি তদন্তাধীন মামলায় নিরপরাধ ব্যক্তিদের হয়রানি থেকে রক্ষা করবে, অন্যদিকে মামলার বোঝা ও বিচার ব্যবস্থার চাপ অনেকাংশে হ্রাস করবে।

গেজেট অনুযায়ী, অধ্যাদেশটি প্রকাশের দিন থেকেই কার্যকর বলে গণ্য হবে।

12/07/2025

ব্যবসায়ী হ+ত্যা+র প্রতিবাদে মধুপুরে বণিক সমিতির প্রতিবাদী মিছিল

12/07/2025

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯১ জন।

12/07/2025

চাঁদপুর শহরের আলোচিত মসজিদে হা'ম'লার শিকার হওয়া সেই খতিব আপাতত শঙ্কামুক্ত আছেন

12/07/2025

বিএনপির মহাসচিবের ভাইয়ের ওপর হা* ম* লা, গাড়ি ভা*ঙচুর

12/07/2025

প্রতিবাদ বিবৃতি

ব্যবসায়ী সোহাগকে নৃ-শং-সভাবে হত্যার প্রতিবাদে মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে।

সম্প্রতি ব্যবসায়ী সোহাগকে নি-র্ম-মভা-বে হত্যা করা হয়েছে, যা আমাদের সমাজ ও মানবতার প্রতি এক জঘন্য আঘাত। মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাব এই নৃ-শং-স হ-ত্যা-কা-ণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

আমরা বিশ্বাস করি, এই ধরনের অপরাধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং সমাজে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা জরুরি। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি—অতিদ্রুত সকল আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক ফাঁ-সির ব্যবস্থা করা হোক।

সোহাগের পরিবার যাতে ন্যায়-বিচার পায় এবং সমাজে শান্তি ও নিরাপত্তা ফিরে আসে, সে লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে দাবি জানাচ্ছি:
"সোহাগ হ-ত্যা-র বিচার চাই, দোষীদের ফাঁসি চাই!"

— মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাব
১২ জুলাই ২০২৫

12/07/2025

ব্যবসায়ী সোহাগকে নৃশংস হত্যার প্রতিবাদে মধুপুর শিল্প ও বণিক সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ
বিস্তারিত কমেন্ট

Address

Demran

Telephone

+8801619396649

Website

http://www.sadhinbanglanews.com/, http://www.dainiknabatan.com/

Alerts

Be the first to know and let us send you an email when Shadin Bangla News TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category