
15/07/2025
📸 মানবিকতার প্রতীক, একজন সাদা মনের মানুষ – সাবেক এমপি খন্দকার আনোয়ারুল হক
ছবিটিতে আপনি যাকে দেখছেন, তিনি শুধু মধুপুর কিংবা ধনবাড়ীর গর্ব নন, তিনি সারা বাংলাদেশের জন্য এক উদাহরণ—সাবেক এমপি খন্দকার আনোয়ারুল হক। তাঁর মানবিকতা, সহানুভূতি ও সমাজের প্রতি দায়বদ্ধতা এই দেশের মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে।
🔶 ছবির মুহূর্তটি কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পে।
মানবিক বিপর্যয়ে যখন হাজারো মানুষ অসহায়, তখন রাজনীতি নয়, মানবতা নিয়েই তিনি সেখানে পৌঁছে যান।
সেনা কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি, নিজ হাতে কাজ করেছেন সহায়তা দিতে।
🌿 এমন মানুষের পরিচয় শুধু রাজনীতিবিদ নয়—একজন সমাজসেবক, একজন নিঃস্বার্থ মানুষ।
✔ মধুপুরের একজন সফল ব্যবসায়ী
✔ দরিদ্রদের জন্য নিরবচ্ছিন্ন সহায়তা
✔ বন্ধুবান্ধবদের প্রতি অসীম ভালোবাসা
✔ বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানো একজন প্রকৃত মাটি ও মানুষের নেতা।
💬 আমরা গর্বিত, এমন একজন মানুষকে আমরা পেয়েছি—
যিনি নিজের সুবিধা নয়, মানুষের দুঃখ কষ্টের কথা ভেবে পথে নেমে যান, কাজ করেন নিঃস্বার্থভাবে।
📢 চলুন, আমরা সবাই মিলে এই সাদা মনের মানুষটিকে সম্মান জানাই,
তাঁর কাজকে ছড়িয়ে দিই আরও অনেকের মাঝে—
📲 লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে আপনার ভালোবাসা জানান।
#খন্দকার_আনোয়ারুল_হক #মানবিকতা #সাদা_মনের_মানুষ #মধুপুরের_গর্ব
এস.এম.আব্দুর রাজ্জাক,
-----সভাপতি------
মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাব