17/06/2025
তানিন সুবাহ'র মৃত্যু🥲🥲
পুরুষ নাকি ভ্রমর জাতি নানা ফুলে দেয় মতি🤓🤓
গত ২/১ দিন আগে একজন অভিনেত্রী মারা গিয়েছেন। নাম-- তানিন সুবাহ। যতটুকু নিউজের বরাতে শুনেছি, উনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত স্বামী কর্তৃক স্ত্রী হিসেবে নিজের সামাজিক স্বীকৃতি প্রাপ্তির জন্য চেষ্টা করেছেন। এমনকি তার স্বামী নাকি তার কন্যা সন্তানকেও নিজ সন্তান হিসেবে স্বীকৃতি দেয়নি। এই ঘটনা আজকাল শহরে অহরহ। বিয়ে হয়েছে আকাশে বাতাসে, নেই কোনো দায়বদ্ধতা! তারকা বলেন, ছাত্রী বলেন, কর্মজীবী নারী বলেন, অনেকেই এই চক্করে পা দিয়ে হয়ে যাচ্ছেন বেওয়ারিশ খেলনা।
বৈবাহিক স্বীকৃতি না দেয়ার অভিযোগে অনেক মহিলা আমার নিকট আইনগত পরামর্শের জন্য আসেন। তাদের অবস্থা পর্যালোচনা ও বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণে আমার আজকের লেখা -
#বিয়ে কি নিজে নিজে চুপিচুপি আকাশ বাতাসকে সাক্ষী রেখে করে ফেলার বিষয়???
নাহ। এটি একটি সামাজিক চুক্তি। এটার পক্ষ যখন আপনি হবেন তখন আইনকানুন মেনে, যথাসম্ভব প্রয়োজনীয় সাক্ষী তথা পরিবার/আত্মীয় স্বজনের উপস্থিতিতে এবং socially accepted documents সম্পাদন করেই করবেন। হালকা অনুভূতিতে ভেসে গেলাম ,আর বললাম তুমি আমার জামাই, আইজ থেইকা আমি তোমার বৌ।এরপর .... সাময়িক আনন্দে ভেসে গিয়ে বাচ্চা নিয়ে নেয়া। হয়ত, এসব মেয়েরা ভাবে --- বাচ্চা নিয়ে নিলেই বুঝি আমাকে বৌ হিসেবে স্বীকৃতি দিবে!
কি করুণ ! কি অথর্ব উনারা! যে ব্যক্তি আপনাকে সামাজিকভাবে সাহসিকতা ও সৌন্দর্যের সাথে বরণ করে নিয়ে যাবেনা, তার কাছে চলে যাবার জন্য আপনার এতোটা মরিয়া হতে হবে??
#এই সমাজে একদল বিবাহিত পুরুষ আছে। যাদের বৌ বাচ্চা সব থাকার পরেও, তাদের ভীষণ একা একা লাগে। তারা মূলত, মেয়েদেরকে ফাঁদে ফেলার জন্য প্রথমে শুরু করে এভাবে----
"আমার বৌ এর সাথে আমার শারীরিক/মানসিক কোনো সম্পর্ক নেই। আমি ওকে শীঘ্রই তালাক দিবো। আমার জীবনে সব আছে, শুধু একজন সঙ্গী দরকার। ইত্যাদি... ইত্যাদি...."
আসলে তারা হচ্ছে উন্নত জাতের প্রতারক। এসব বলে, নারীদের মন চায়। এরপর দেহভোগ। এর বাইরে গিয়ে বৈবাহিক স্বীকৃতি দেয়ার বিষয় তাদের মাথায়ও নেই!
আমার মূল কথা ----
"যে সম্পর্কে আপনাকে সামাজিক স্বীকৃতি দিবে না, সেটা যত মধুরই হোক, আপনার ত্যাগ করাটাই উত্তম"।
বিবাহিত পুরুষের খাবারের পরের আইটেম বা dessert হতে না চাইলে, নিজেকে ঠিক করুন। টাকা পয়সা/ বাড়ি গাড়ি/ ফ্ল্যাট বাড়ি ---- সবকিছুর চেয়ে অধিক মূল্যবান হলো "সামাজিক স্বীকৃতি"!
অন্তত, অপু বিশ্বাস / বুবলী / পরিমনীর বাচ্চা/ফেইসবুক ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরী---- এদের সামাজিক অবস্থান দেখে শিক্ষা নিন। উনারা যত বড় তারকা হোন না কেন, দিনশেষে এই সমাজে তারা অবাঞ্চিত উপসর্গ! কোনো সভ্য বাবা-মা নিশ্চয়ই চাইবে না তাদের সন্তানের ভবিষ্যৎ এদের মতন হোক।
সুতরাং,
নিজের জীবনকে নিজেই মূল্যায়ন করুন। যেখানে , কোরবানির গরু কিনতে এক পরিবারের ৮ জন মানুষ হাটে যায়। সেখানে, আপনাকে আপনি বিলিয়ে দিচ্ছেন তার গোটা পরিবারের অনুপস্থিতিতে????
তাহলে তো, আপনি হাটের গরুর চেয়েও অধম!!!
কেন জানাবেন না আপনার বিয়ের কথা? তাকেই বিয়ে করুন, যে আপনার সঙ্গ পৃথিবীকে জানান দিবে। নিজ সামর্থ্যের মধ্যে আপনাকে ছোট একটা দুনিয়া সাজিয়ে দিবে। যার কাছে আপনি নিরাপদ, সাথে আপনার অনাগত সন্তান।
#মনে রাখবেন,
পুরুষদের অতটা বৈবাহিক স্বীকৃতির প্রয়োজন না পড়লেও, নারীদের অবশ্যই পড়ে। কারণ, নারী-শরীরেই সন্তানের আগমন ঘটে, এটা অন্তত ভুলে গেলে চলবে না!