Naila Islam

Naila Islam Mother of Students.

আমার চারপাশে অনেক এতিম ও সহায়হীন। ইয়া আল্লাহ , আমাকে এই এতিম ও অসহায়দের পাশে থাকার তৌফিক দিন।
06/07/2025

আমার চারপাশে অনেক এতিম ও সহায়হীন। ইয়া আল্লাহ , আমাকে এই এতিম ও অসহায়দের পাশে থাকার তৌফিক দিন।

ভয়ানক দুশ্চিন্তার বিষয় ঃ আজ ছিল ৮ টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের Recruitment Test , Post : Officer General ( ১০ ম গ...
04/07/2025

ভয়ানক দুশ্চিন্তার বিষয় ঃ আজ ছিল ৮ টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের Recruitment Test , Post : Officer General ( ১০ ম গ্রেড )।
Invigilator হিসেবে খাতায় সই করতে গিয়ে দেখি - পরীক্ষার্থীর মোট সংখ্যার ৩৮% হিন্দু। জানতে চাইলাম - এই সার্কোলারটা কবের , ওরা জানালো ২০২২ সনে ওরা দরখাস্ত করেছিল।
বুঝলাম
এইজন্যই তো প্রশাসনের সকল স্তরে এভাবে গত দেড়যুগ নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠভাবে হিন্দুরা এগিয়ে আছে। এভাবেই মোট জনসংখ্যার ৯০% মুসলমানদের সরকারী সকল চাকুরী থেকে বঞ্চিত করে একটা বিশেষ গোষ্ঠীকে দেশের সকল বড় বড় পদবীতে সমাসীন করে আমাদের দেশের মেধাসম্পন্ন লাখ লাখ ছেলেমেয়েদের জীবন ধ্বংস করে ঝুঁকিতে ফেলে দিয়েছে। নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে দেশের সকল জনগণের সাথে প্রতারণা করে - ঐ গোষ্ঠীটাকে মজবুত করেছে, সাথে ক্ষমতা দীর্ঘয়িত করতে এরা বেড়ার মতো ক্ষেতকে পাহাড়া দেয়।
আর কয়েকটা প্রজন্মের ছেলেমেয়েরা ভোটাধিকার , চাকুরির অধিকারসহ সকল ক্ষেত্রে নিদারুন বঞ্চনার শিকার হয়ে কেউ কেউ আত্মহত্যা করেছে , কেউ প্রবাসে চলে গেছে , কেউ রিক্সা চালাচ্ছে।
রাষ্ট্রের এ কেমন অবিচার - সাধারণ জনগণের প্রতি !!!

মনস্তাত্ত্বিকদের মতে - একজন নারী তার স্বামীর কাছ থেকে কষ্ট পাওয়ার পর তার মস্তিষ্কে যে পরিমাণ প্রতিক্রিয়া হয় , তা একটা মা...
27/06/2025

মনস্তাত্ত্বিকদের মতে - একজন নারী তার স্বামীর কাছ থেকে কষ্ট পাওয়ার পর তার মস্তিষ্কে যে পরিমাণ প্রতিক্রিয়া হয় , তা একটা মানবদেহের দশটা হাঁড় ভাঙ্গার সমান। তাই স্ত্রীকে কষ্ট দেয়ার আগে - চিন্তা করে দেখুন, তার মনোবেদনা যেন সহ্যশক্তির বাইরে না যায়।

সকলের দোয়া কামনা করছি। আমাদের এই ছাত্রীটি HSC পরীক্ষা দিচ্ছে। কিন্ত সড়ক দুর্ঘটনায় তার একটি পায়ের হাড় ভেঙে গেছে। এ অবস্থা...
26/06/2025

সকলের দোয়া কামনা করছি।
আমাদের এই ছাত্রীটি HSC পরীক্ষা দিচ্ছে। কিন্ত সড়ক দুর্ঘটনায় তার একটি পায়ের হাড় ভেঙে গেছে। এ অবস্থায়ও আজ থেকে সে পরীক্ষায় অংশ নিয়েছে। বাকী পরীক্ষাগুলো যেন সুন্দরভাবে দিতে পারে এই আশাবাদ ও দোয়া রইলো।

23/06/2025

প্রশ্নঃ-
কত সনে বঙ্গভঙ্গ হয় ?
কত সনে বঙ্গভঙ্গ রদ বা বাতিল ঘোষণা করা হয় ?

টাঙ্গুয়ার হাওরে - কন্যা পুষ্পিতা মির্জা। মাতাপিতা , শিক্ষক , পরিবার ও আত্মীয়স্বজনের সাথে যেমন আচরণ করবে - আল্লাহ তেমন কর...
21/06/2025

টাঙ্গুয়ার হাওরে - কন্যা পুষ্পিতা মির্জা।
মাতাপিতা , শিক্ষক , পরিবার ও আত্মীয়স্বজনের সাথে যেমন আচরণ করবে - আল্লাহ তেমন করেই তোমার রিজিক ও সম্মান বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ ।

20/06/2025

৪৫০ জন ভারতীয় ভিক্ষুককে, ভিক্ষা করার অপরাধে - জেদ্দার কারাগারে পাঠিয়েছে
সৌদি আরব।

বাংলাদেশ যদি এখন দুর্বৃত্য, লুটেরা, মাফিয়া ও ব্যর্থ রাষ্ট্র হয় - তাহলে গত ১৭ বছর বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র ছিল ?
17/06/2025

বাংলাদেশ যদি এখন দুর্বৃত্য, লুটেরা, মাফিয়া ও ব্যর্থ রাষ্ট্র হয় - তাহলে গত ১৭ বছর বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র ছিল ?

তানিন সুবাহ'র মৃত্যু🥲🥲পুরুষ নাকি ভ্রমর জাতি নানা ফুলে দেয় মতি🤓🤓গত ২/১ দিন আগে একজন অভিনেত্রী মারা গিয়েছেন। নাম-- তানিন ...
17/06/2025

তানিন সুবাহ'র মৃত্যু🥲🥲
পুরুষ নাকি ভ্রমর জাতি নানা ফুলে দেয় মতি🤓🤓

গত ২/১ দিন আগে একজন অভিনেত্রী মারা গিয়েছেন। নাম-- তানিন সুবাহ।‌ যতটুকু নিউজের বরাতে শুনেছি, উনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত স্বামী কর্তৃক স্ত্রী হিসেবে নিজের সামাজিক স্বীকৃতি প্রাপ্তির জন্য চেষ্টা করেছেন। এমনকি তার স্বামী নাকি তার কন্যা সন্তানকেও নিজ সন্তান হিসেবে স্বীকৃতি দেয়নি। এই ঘটনা আজকাল শহরে অহরহ।‌ বিয়ে হয়েছে আকাশে বাতাসে, নেই কোনো দায়বদ্ধতা! তারকা বলেন, ছাত্রী বলেন, কর্মজীবী নারী বলেন, অনেকেই এই চক্করে পা দিয়ে হয়ে যাচ্ছেন বেওয়ারিশ খেলনা।

বৈবাহিক স্বীকৃতি না দেয়ার অভিযোগে অনেক মহিলা আমার নিকট আইনগত পরামর্শের জন্য আসেন। তাদের অবস্থা পর্যালোচনা ও বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণে আমার আজকের লেখা -

#বিয়ে কি নিজে নিজে চুপিচুপি আকাশ বাতাসকে সাক্ষী রেখে করে ফেলার বিষয়???

নাহ। এটি একটি সামাজিক চুক্তি। এটার পক্ষ যখন আপনি হবেন তখন আইনকানুন মেনে, যথাসম্ভব প্রয়োজনীয় সাক্ষী তথা পরিবার/আত্মীয় স্বজনের উপস্থিতিতে এবং socially accepted documents সম্পাদন করেই করবেন। হালকা অনুভূতিতে ভেসে গেলাম ,আর বললাম তুমি আমার জামাই, আইজ থেইকা আমি তোমার বৌ।এরপর .... সাময়িক আনন্দে ভেসে গিয়ে বাচ্চা নিয়ে নেয়া। হয়ত, এসব মেয়েরা ভাবে --- বাচ্চা নিয়ে নিলেই বুঝি আমাকে বৌ হিসেবে স্বীকৃতি দিবে!

কি করুণ ! কি অথর্ব উনারা! যে ব্যক্তি আপনাকে সামাজিকভাবে সাহসিকতা ও সৌন্দর্যের সাথে বরণ করে নিয়ে যাবেনা, তার কাছে চলে যাবার জন্য আপনার এতোটা মরিয়া হতে হবে??

#এই সমাজে একদল বিবাহিত পুরুষ আছে। যাদের বৌ বাচ্চা সব থাকার পরেও, তাদের ভীষণ একা একা লাগে। তারা মূলত, মেয়েদেরকে ফাঁদে ফেলার জন্য প্রথমে শুরু করে এভাবে----

"আমার বৌ এর সাথে আমার শারীরিক/মানসিক কোনো সম্পর্ক নেই। আমি ওকে শীঘ্রই তালাক দিবো। আমার জীবনে সব আছে, শুধু একজন সঙ্গী দরকার। ইত্যাদি... ইত্যাদি...."

আসলে তারা হচ্ছে উন্নত জাতের প্রতারক। এসব বলে, নারীদের মন চায়। এরপর দেহভোগ। এর বাইরে গিয়ে বৈবাহিক স্বীকৃতি দেয়ার বিষয় তাদের মাথায়ও নেই!

আমার মূল কথা ----

"যে সম্পর্কে আপনাকে সামাজিক স্বীকৃতি দিবে না, সেটা যত মধুরই হোক, আপনার ত্যাগ করাটাই উত্তম"।

বিবাহিত পুরুষের খাবারের পরের আইটেম বা dessert হতে না চাইলে, নিজেকে ঠিক করুন। টাকা পয়সা/ বাড়ি গাড়ি/ ফ্ল্যাট বাড়ি ---- সবকিছুর চেয়ে অধিক মূল্যবান হলো "সামাজিক স্বীকৃতি"!

অন্তত, অপু বিশ্বাস / বুবলী / পরিমনীর বাচ্চা/ফেইসবুক ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরী---- এদের সামাজিক অবস্থান দেখে শিক্ষা নিন। উনারা যত বড় তারকা হোন না কেন, দিনশেষে এই সমাজে তারা অবাঞ্চিত উপসর্গ! কোনো সভ্য বাবা-মা নিশ্চয়ই চাইবে না তাদের সন্তানের ভবিষ্যৎ এদের মতন হোক।

সুতরাং,

নিজের জীবনকে নিজেই মূল্যায়ন করুন। যেখানে , কোরবানির গরু কিনতে এক পরিবারের ৮ জন মানুষ হাটে যায়। সেখানে, আপনাকে আপনি বিলিয়ে দিচ্ছেন তার গোটা পরিবারের অনুপস্থিতিতে????

তাহলে তো, আপনি হাটের গরুর চেয়েও অধম!!!

কেন জানাবেন না আপনার বিয়ের কথা?‌ তাকেই বিয়ে করুন, যে আপনার সঙ্গ পৃথিবীকে জানান দিবে। নিজ সামর্থ্যের মধ্যে আপনাকে ছোট একটা দুনিয়া সাজিয়ে দিবে। যার কাছে আপনি নিরাপদ, সাথে আপনার অনাগত সন্তান।

#মনে রাখবেন,
পুরুষদের অতটা বৈবাহিক স্বীকৃতির প্রয়োজন না পড়লেও, নারীদের অবশ্যই পড়ে। কারণ, নারী-শরীরেই সন্তানের আগমন ঘটে, এটা অন্তত ভুলে গেলে চলবে না!

বিএনপি - জীবনের ৪২ বছরের ভালোবাসা , ৩১ বছরের জীবনবাজি রাখা তৃণমূল পর্যায় থেকে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জাতীয় পর্যায়ের ক...
09/06/2025

বিএনপি - জীবনের ৪২ বছরের ভালোবাসা , ৩১ বছরের জীবনবাজি রাখা তৃণমূল পর্যায় থেকে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জাতীয় পর্যায়ের কমিটি অবধি পদ পাওয়া - এই আমার কাছে গ্রামে এসে সরাসরি মাঠ পর্যায়ের অবস্থা দেখে বাকরুদ্ধ হওয়ার অবস্থা।

আমার চোখের সামনে যেসব বিএনপির সাধারণ কর্মীদের মাসের পর মাস পালিয়ে থাকতে দেখেছি , মামলা খেয়ে জেল খাটতে দেখেছি , দোকানপাট- ব্যবসায় বানিজ্য বন্ধ হতে দেখেছি , মা বাবা, বউ ছেলেমেয়েদের লাঞ্ছিত হতে দেখেছি , অর্থের অভাবে পরিবারের শোচনীয় অবস্থা দেখেছি । সেই মানুষগুলোর ত্যাগের কোনো মূল্যায়নই দেখতে পারছিনা। গুটিকয়েক নেতা দোকানপাট দখল করে, অফিস ঘর দখল করে , দিনভর বিরতিহীন উদরপূর্তি উদরপূর্তি করছে চা, সিঙ্গারা , পুরি , বিস্কুট , কেক খেয়ে - আর কেরাম বোট খেলে।
ওরা একা নয় কিন্তু , সাথে পতিত দলের লোকজনও বুক চিতিয়ে তাদেরকে সঙ্গ দিচ্ছে , নিরাপদে- নির্ভয়ে বিএনপির লোকজনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সবকিছুর অংশীদার হচ্ছে।

নিজ দলের তৃণমূলের নেতা-কর্মীরা বঞ্চিত হচ্ছে - তাদের কাছে ঘেঁষতেই পারছেনা - যেন আপন গৃহে মেহমানের মতো।
যারা দৌরাত্ম দেখাচ্ছে - তারা কিন্তু পরিমানে অল্প।
যেমন - বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিষেধাজ্ঞা অমান্য করে , দলের চিহ্নিত ৬/৭ জন নেতা নিজেদের মনগড়া কুরুচিপূর্ণ , অসংলগ্ন বক্তব্য বিএনপির বক্তব্য বলে চালিয়ে দিয়ে , শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়াসহ দলের কোটি কোটি নেতাকর্মীদের ত্যাগের ফসলকে প্রশ্নবিদ্ধ , ভূলুণ্ঠিত , সমালোচিত করছে , ঠিক তেমনি গোটাকয়েক নেতার কারণে দেশের প্রতিটি ইউনিয়ন ও থানা পর্যায়ের সাধারণ ত্যাগী কর্মীরা আজ কোণঠাসা , বঞ্চিত , অবহেলিত ও আগের মতোই কষ্টে জর্জরিত।

সেনাবাহিনী মাঠে থাকায় নাকি এবার ঈদে পেঁয়াজ রসুন আদা আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়াতে পারেনি সিন্ডিকেট/দোকা...
05/06/2025

সেনাবাহিনী মাঠে থাকায় নাকি এবার ঈদে পেঁয়াজ রসুন আদা আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়াতে পারেনি সিন্ডিকেট/দোকানদারগণ। তাহলে সারাবছরই মাঠে থাকুক সেনাবাহিনী। ১৯৭১ সনের স্বাধীনতা প্রাপ্তির পর বাংলাদেশের সাথে আর কোনো দেশের যুদ্ধ বাঁধেনি। তাহলে বিগত সরকারগুলো জনস্বার্থে সেনাবাহিনীকে মাঠে রাখেনি কেন ! যদি সরকারগুলো জনগনের সরকার হয় - তাহলে তো তাদের প্রধান দায়িত্ব জনকল্যাণে পদক্ষেপ গ্রহণ করা।

জনগণের টাকায় সেনাবাহিনীসহ সকল বাহিনী বেতন পান , রেশন পান, পোশাক পান , বোনাস পান , প্লট পান , সরকারি বাসা পান , আর্থিক বিভিন্ন সুযোগ-সুবিধা পান - শুধু ব্যারাকে বসে থাকার বা ঘুমিয়ে সময় কাটানোর জন্য নয়। পুলিশ যেমন থানায় থানায় কর্মরত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে , বিডিআর সীমান্ত পাহারা দিচ্ছে , বিমানবাহিনীর কাজ বিমান বাহিনী আকাশ পথের নিরাপত্তা দিয়ে করে যাচ্ছে , নৌবাহিনীর কাজ নৌপথে দুরবস্থা দূরাবস্থা দূর করতে শ্রম দিচ্ছে - তেমনি সেনাবাহিনীরও উচিত বসে বসে না খেয়ে দেশের জনগণের টাকায় বেতনভুক্ত কর্মকর্তা/কর্মচারীর মতন জনসেবায় নিজেদেরকে উৎসর্গ করা। তাহলে জনগণের কষ্টার্জিত টেক্সের টাকাটাও হালাল হয় , জনগণ তথা দেশেরও পরম উপকার এবং দুর্ভোগ লাঘব হয়।

আগের সরকার জনগণের সুবিধার কথা চিন্তা করে সেনাবাহিনীকে কাজে লাগায়নি বলে ভবিষ্যতে কোনো সরকার সেনাবাহিনীকে দেশ ও জনগণের মঙ্গলের জন্য মাঠে নামাতে পারবেনা , এটি কোনো যৌক্তিক কথা নয়।

আমার মতে জনসেবায় সবসময়ই পালাক্রমে সেনাবাহিনী মাঠে থাকুক।
দেশটা ও দেশের জনগণ শান্তিপূর্ণভাবে এবং ডর-ভয়বিহীন দিন যাপন করুন। এটাই সাধারনের চাওয়া।
একমত হলে - কমেন্ট করে মতামত জানাতে পারেন।

Address

Dhaka

Telephone

+8801814397533

Website

https://www.facebook.com/nailaiofficial

Alerts

Be the first to know and let us send you an email when Naila Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Naila Islam:

Share

Category