
13/01/2025
ঐতিহ্যবাহী দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার বর্তমান এবং প্রাক্তন সকল ছাত্র ভাইদের আনন্দ চিত্তে অবগত করছি যে, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার সব থেকে আনন্দঘন আয়োজন বার্ষিক শিক্ষাসফর। দীর্ঘ ২ বছর পর আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষাসফর ২০২৫। আবার সময় এসেছে উস্তাদ-ছাত্র মিলেমিশে একাকার হয়ে যাওয়ার। রবের সুন্দর প্রকৃতিতে নিজেদেরকে সুশোভিত করার। চলুন না ঘুরে আসি। উপভোগ করে আসি প্রিয় উস্তাদদের ভালোবাসা আর মায়ার বহিঃপ্রকাশ। মহান রবের বিস্তৃত সৃষ্টি সমুদ্র দেখে প্রসারিত করে আসি নিজের চিন্তা শক্তিকে। চলুন হারিয়ে যাই প্রকৃতির অপার এক আলিঙ্গনে।
সার্বিক যোগাযোগ:
মাও. মনিরুল ইসলাম (পাবনার হুজুর)
মাও. ইবরাহীম খলিল (কাউখালীর হুজুর)
মাও. মোয়াজ্জেম হোসাইন সিদ্দীকি (সিদ্দীকি হুজুর)
সহযোগী মোবাইল: 01619411707