
04/09/2023
ভালোবাসি বলেই অধিকার খাটায়
জোর করে আপনাকে আটকে রাখি।
আপনি বার বার চলে যেতে চান,
পিছন থেকে এসে জড়িয়ে ধরি।
আমার অভিমান হলে
দ্বিগুণ অভিমান আপনি করে বসেন!
আমার মন খারাপের খোঁজ নিলেই পারেন।
আমার অভিমানে কি আপনার মনে
অস্থিরতা তৈরি হয় না?
আবিদা🌹🌹