Aysha Akter

Aysha Akter l am a Professional Digital Marketing Experts and Freelancer At Fiverr Marketplace.

Udemy কি?udemy একটি জনপ্রিয় ল্যানিং প্ল্যাটফর্ম। udemy তে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও কোর্স যার মাধ্যমে যে কোন ব্যাক্...
27/12/2023

Udemy কি?
udemy একটি জনপ্রিয় ল্যানিং প্ল্যাটফর্ম। udemy তে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও কোর্স যার মাধ্যমে যে কোন ব্যাক্তি বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে পারে। যারা এ প্রযুক্তির দুনিয়ায় আইটি সেক্টরে ভালো কিছু করতে চাই তাদের জন্য এটা হতে পারে কাজ শিখার বেস্ট অপশন।
udemy তে রয়েছে বিভিন্ন ধরনের ভিডিও টিওটিরিয়াল,ভিডিও কোর্স যেমন,,,,

★ Web Design
★ Development
★ Programming
★ Graphics Design
★ Networking
★Digital Marketing
★ Life Style

Udemy কেন?

যারা বর্তমান আইটি সেক্টরে নিজেদের ক্যারিয়ার চাকুরি অথবা ফ্রিল্যাসিং জগতে আছে,তারা বিভিন্ন আইটিতে কোর্স করেন আবার অনেকেই অর্থ না থাকার কারণে কোর্সে ভর্তি হতে পারেন না। বর্তমান প্রযুক্তি এই দুনিয়ায় টাকা ইনকামের চেয়ে ইনকামের পথ দেখিয়ে জীবন গড়া সহজ হয়ে গেছে। আমাদের দেশে বিভিন্ন আইটির লোভনীয় অফার দেখিয়ে অনলাইন ফ্রিল্যাসিং ক্যারিয়ারের কথা বলে শিক্ষার্থীদের টাকার লোভ দেখিয়ে ভর্তি করে নেয় কিন্তু তাদের জানায় বাস্তব টা বলে না ফ্রিল্যাসিং জগতে। আইটি ইনস্টিটিউট গুলো বা অনলাইনে বাংলাদেশি বিভিন্ন মাধ্যম গুলো যারা বিভিন্ন কাজ শিখার অফার করে তারা সত্য কথা খুব কম বলে।

তাই সাবধান।কোন আইটি ভর্তি হওয়ার আগে সেটি সম্পর্কে খোজ নিয়ে নিবেন।আইটি ইনস্টিটিউট শেখার কোন শেষ নেই তাই নিজে নিজে শেখার চর্চা করা জরুরি।

ডিজিটাল মার্কেটিং কি?ডিজিটাল মার্কেটিং হলো, ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনার পন্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করা,আপনি আপ...
27/12/2023

ডিজিটাল মার্কেটিং কি?

ডিজিটাল মার্কেটিং হলো, ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনার পন্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করা,আপনি আপনার মোবাইল ফোন দিয়েও ডিজিটাল মার্কেটিং করতে পারেন। আবার,ইলেক্ট্রনিক মিডিয়া যেমন- টিভি,রেডিও ইত্যাদির মাধ্যমে বিভিন্ন পন্যের বিজ্ঞাপন প্রচার করাটাও এক ধরনের ডিজিটাল মার্কেটিং,

ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন?

বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিং খুবই জনপ্রিয়, কারন, উদ্যোক্তা থেকে শুরু করে প্রতিষ্ঠিত ব্যবসায়ী সবাই এখন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানে, এখন খুব অল্প সময়ে আমরা আমাদের পছন্দ মতো ঘরে বসেই কেনা কাটা করতে পারি।আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করতে পারি অনলাইনের মাধ্যমে, আধুনিক বিশ্বে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্য ডিজিটাল মার্কেটিং এর কোন বিকল্প নেই,
ঘরে বসে অনলাইনে কেনা কাটা থেকে শুরু করে অনলাইনে ইনকাম করা সবটাই এই ডিজিটাল মার্কেটিং এর উপর নির্ভর করে

ডিজিটাল মার্কেটিং এর ধাপ সমূহ?

বর্তমানে ডিজিটাল মার্কেটের বিভিন্ন প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিং করে থাকেন। নিচে কিছু গুরুত্বপূর্ণ ধাপ দেওয়া হলো। যেমন-

* (SEO) বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
* (SEM) বা সার্চ ইঞ্জিন মার্কেটিং।
* কন্টেন্ট মার্কেটিং।
* (SMM) বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ।
* (Affiliate Marketing) এফিলিয়েট মার্কেটিং।
* (Email Marketing) ই-মেইল মার্কেটিং।
* (PPC)পে-পার ক্লিক।

বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে ব্যবসা বানিজ্যের সবকিছু প্রযুক্তির ওপর নির্ভর করে, সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্য ডিজিটাল মার্কেটিং এর ভুমিকা ব্যাপক।

14/12/2023

Welcome to my page at
' Digital Marketing '

Address

Demran

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aysha Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share