15/06/2025
"স্বাস্থ্যঝুকি নিয়ে পরীক্ষা নয়" ট্যাগলাইনটা আসলে কতটুকু যৌক্তিক।
দিনে নিয়ম করে সিগারেট খাওয়া আমার বন্ধুও আজ স্বাস্থ্য নিয়ে খুবই কনসার্ন হয়ে গেছে, সে যাই হোক এই টপিক বাদ দেই আমরা আসি Real Talk এ। আমাদের পেইজে বিভিন্ন কলেজ থেকে এই বিষয়ে পোস্ট দিতে বলা হয়েছে থ্যাংকফুলি DMRC এর কেউ এই বিষয়ে পোস্ট দিতে বলে নি উলটো DMRCians রা যথাসময়ে পরীক্ষা দিতে প্রস্তুত তাই আমি মনে করি DMRC 25 ব্যাচ অন্যতম একটা সেরা ব্যাচ।
আচ্ছা যাই হোক তাদের কথা মতো করোনার মধ্যে ব্যাপক স্বাস্থ্যঝুকি হয়ে যাবে তাই তারা অবস্থান কর্মসূচী পালন করছে যেখানে তারা মাস্ক ও পরতেছে না উলটো ভিডিও করতেছে, এখন স্বাস্থ্যঝুকির কথা কই গেলো?
এবার আসি করোনা পরিস্থিতি নিয়ে? সেটা কি আসলেই খুবই খারাপ? এর লজিকাল ব্যাখা দিতে আমি আমাদের প্রতিবেশী দেশ ভারতের করোনা পরিস্থিতির স্ক্রীণশট যুক্ত করেছি, কাউন্টার হিসেবে আসতেই পারে ভারত আমাদের থেকে অনেক বড় দেশ তাই আমি প্রতিটি প্রদেশ হিসেবে তথ্য উপস্থাপন করেছি, এটা দেখলেই বুঝবেন আমাদের প্রতিবেশী দেশের অবস্থা আমাদের থেকে বহু খারাপ, তবুও তারা কি লকডাউন বা কোনো ক্লাস/পরীক্ষা বাতিল করেছে? সোজা ভাষায় উত্তর হচ্ছে "না!"
তাহলে আমাদের HSC 25 ব্যাচের কিছু অথর্ব শিক্ষার্থী যে স্বাস্থ্যঝুকি নিয়ে মুখের ফেনা বের করতেছে আপনার কাছে গ্যারান্টি কি যে ২ মাস পর পরিস্থিতি বিগড়াবে না? আর স্বাস্থ্যঝুকি কি শুধু আপনার একার? এই হিসেবে পুরো দেশে লকডাউন দিয়ে দেওয়া হোক? সকল স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হোক?
আর আপনাদের বাড়তি জ্ঞানের জন্য বলে রাখি করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট আর ডেলটা ভ্যারিয়েন্টের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে, ওমিক্রন ভ্যারিয়েন্ট ফাস্ট স্প্রেড করলেও ডেলটা ভ্যারিয়েন্টের মতো প্রাণঘাতী নয়।