খেলাফত মজলিস বাংলাদেশ

খেলাফত মজলিস বাংলাদেশ দুর্নীতিকে প্রশ্রয় দিন সৎ লোককে আশ্রয় দিন।
লিডার অফ বাংলাদেশ আল্লামা মামুনুল হক সাহেব ।

সভাপতি আমিনা বাদ ইউনিয়ন হাফেজ ইসমাইল
(21)

22/07/2025
22/07/2025

উত্তম চরিত্রের চাইতে বড় মর্যাদা আর নেই।
__হযরত মোহাম্মদ (সা:)

21/07/2025

নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের নম্বর:

১। মিলিটারি রেস্কিউ ব্রিগেড 01769024202

সিএমএইচ বার্ন ইউনিট 01769016019, 01769019650

সিএমএইচ ইমার্জেন্সি 01769013311

জাতীয় বার্ন ইউনিট 01949043697, 01769957043

ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট 01715000616

২। মাইলস্টোন স্কুল Admin Officer 01814774132‬, Vice Principal 01771111766

৩। ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার 999 , বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সাথে সংযোগ করিয়ে দিবে।
Muhammad Yunus copi post

21/07/2025

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে শিক্ষার্থীসহ হতাহতের ঘটনায় আমীর ও মহাসচিবের
গভীর শোক প্রকাশ
বাংলাদেশ খেলাফত মজলিস

মাইলষ্টোন ট্র্যাজেডি।দেশের সবাইকে এদের পাশে থাকতে অনুরোধ করছি।
21/07/2025

মাইলষ্টোন ট্র্যাজেডি।
দেশের সবাইকে এদের পাশে থাকতে অনুরোধ করছি।

কবরের পাশে বসে আছে যে মেয়েটি। এটি অন্য কোনো মেয়ে নয়",এটি আমার একমাত্র বোন খাদিজা আক্তার (হুমায়রা) গত ৪ তারিখ আমার বোনের ...
21/07/2025

কবরের পাশে বসে আছে যে মেয়েটি। এটি অন্য কোনো মেয়ে নয়",এটি আমার একমাত্র বোন খাদিজা আক্তার (হুমায়রা) গত ৪ তারিখ আমার বোনের স্বামী রোড এক্সিডেন্টে ইন্তেকাল করেছেন। আমার বোনের হাজবেন্ড ছিলেন জামায়াতে ইসলামীর একটি থানার সেক্রেটারি; তিনি নিজ থানার একজন রুকন ভাইকে বাঁচাতে গিয়ে মূলত নিজে প্রাণ হারালেন। আর এরাই হলো ইসলামী আন্দোলনের কর্মী।

আমার বোন এ মৃ-ত্যু কোনভাবেই মেনে নিতে পারছেনা🥲🥲 স্বামীর মৃ-ত্যুর খবর শুনে হুঁশ হারিয়ে প্রায় ৮ ঘন্টা বেহুঁশ ছিলেন। দাপন সম্পন্ন করলাম। দাপনের পরের দিন কাউকে না জানিয়ে গোপনে আমার বোন সন্ধ্যার সময় স্বামীর কবরে গিয়ে স্বামীর কবরের সব মাটি নিজে সরিয়ে কবর থেকে স্বামীকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরে রাখেন। পথিমধ্যে কয়েকজন পরিচিত ও এলাকাবাসী কান্নার আওয়াজ শুনে দৌড়ে যান। গিয়ে দেখতে পায় আমার বোন তার স্বামীকে কবর থেকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরে কান্না করছেন। সাথে সাথে আমাদের কল দেয় সবাই দৌড়ে গেলাম। বোনকে শান্তনা দিয়ে জোর করে তুললাম। আবার মসজিদের ইমাম সাহেবকে এনে দাপনের ব্যবস্থা করলাম। দাপন করে বোনকে বাসায় আনার পর থেকে কড়া নিরাপত্তায় রাখলাম। অলটাইম বোনকে চোখে চোখে রাখি। প্রতিদিন ভাইয়ার কবর জিয়ারত করার সময় ফজরের সময় বোনকে নিয়ে যাই তার স্বামীর কবর জিয়ারত করার জন্য। ইচ্ছে মতো কান্না করে স্বামীর জন্য দু'আ করে বোন।

কিন্তু বোনকে সেদিন কবরের পাশে থেকে আনার পর থেকে আজ পর্যন্ত আমাদের কারো সাথে বোন আর কথা বলেনি। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ে বোন রবের কাছে দুহাত তুলে জাস্ট একটা দু'আ করতে শোনা যায় "হে আল্লাহ আপনি আমাকে আমার জানের কাছে আমার প্রিয়তমর কাছে নিয়ে যান। আমি আত্নহত্যা করতে চাইনা আল্লাহ, কিন্তু আমি আমার স্বামীকে ছাড়া থাকতে চাইনা। আল্লাহ আপনি যদি রহমান হয়ে থাকেন দযাকরে আমাকে আমার স্বামীর কাছে নিয়ে যান।🥲🥲

আজ ভোর ৫:১৫ এ আমার বোন নামাজের সিজদায় থাকা অবস্থায় চলে যান রবের জিম্মায়🥲🥲 বোনের দু'আ আল্লাহ তাআ'লা খুব দ্রুত কবুল করেছেন। এটি আমার ও আমার পরিবারের জন্য অনেক বেশি কষ্টের এবং শুন্যস্থান🥲🥲

ভাবছিলাম এটি ফেসবুকে জানাবনা। তবুও কৌতূহল থেকে জানালাম। কেমন স্বামী ভক্ত স্ত্রী ছিলেন আমার বোন একবার চিন্তা করলে চোখ বন্ধ হয়ে আসে আর বর্তমান আমার দেশের নারীদের কথা চিন্তা করলে ঘৃণা জন্মায়। স্বামী দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় কোনোদিন স্বামী বাসায় আসার আগ পর্যন্ত খাবার গ্রহণ করেনি আমার বোন। স্বামীর আদেশ ছাড়া কখনো কোন কাজ সম্পাদন করেনি, কোন পুরুষের সাথে দেখা/কথা বলেনি আমার কলিজার বোন।🥲🥲🥲

আজ সেই বোন আবারো স্বামীর সাথে মিলিত হলেন। বোনকে রাত ১১:৩০ এ জানাজা ও দাপন সম্পন্ন করব। আমি ঢাকার সমাবেশ থেকে গিয়ে বোনের জানাজা হবে এবং দাপন হবে। বোনের জন্য দু'আ চাই।🥲
কপি পোস্ট

আমার টা এখনো হয় নাই , কবে যে পাবো জানি না‌।
20/07/2025

আমার টা এখনো হয় নাই , কবে যে পাবো জানি না‌।

Address

Bhojeswar

Alerts

Be the first to know and let us send you an email when খেলাফত মজলিস বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খেলাফত মজলিস বাংলাদেশ:

Share