
07/08/2025
⛔ ঘটনা আপডেট
আজ রাত ১১.৪০ দিকে কাজির বাজার খেয়াঘাটে নৌকা থেকে পড়ে যাওয়া অজ্ঞাতনামা ব্যক্তির সাময়িক পরিচয় মিলেছে। তবে এখনো তাঁকে খুঁজে পাওয়া যায়নি।
এখন পর্যন্ত যা জানা গেলো, নিখোঁজ ব্যক্তির নাম মসব্বির আহমেদ। Mosobbir Ahmed.
এলাকার বাসিন্দাদের ভাষ্য মতে তারা কিছু সংখ্যক লোক রাতে পাড়ার দোকানে বসে ছিলো , হঠাৎ কারো চিৎকার শোনে কিছু পথ এগিয়ে শুনতে পায়, আমাকে বাঁচাও, কে আছেন আমাকে বাঁচান। তৎক্ষনাৎ ডিঙি নৌকা নিয়ে যাবার আগেই ব্যক্তিটি পানিতে তলিয়ে যায়, তারপর আর কোনো খোঁজ মিলে নি।সবাই নদীর কিনারার দিকে অনেক খোঁজাখুঁজি করলেও লোকটিকে আর খুঁজে পাওয়া যায়নি ।
সাধারণত কাজিরবাজার খেয়াঘাট ১০:৩০ এর পর বন্ধ হয়ে যায়। যা এলাকার সবাই অবগত। আর নদীতে শ্রোত বেশি থাকলে আরো আগে বন্ধ হয়। গতকাল ও তার ব্যতিক্রম হয় নি। মাঝি তার নৌকা ঘাটে বেঁধে চলে যায়। তারপর নিজ দায়িত্বে সবাই পারপার হয় যদি কারো প্রয়োজন পড়ে।
প্রায় রাত ১টার দিকে পানিতে পড়ে যাওয়া ব্যক্তির মুখমন্ডলের পরিচয় পাওয়া যায়৷ কিন্তু এখনো কোনো সন্ধ্যান মিলে নি।
⏳ পরিবার ও স্থানীয়রা তাঁর সন্ধানে উদ্বিগ্ন।
আল্লাহ তায়ালার উপর ভরসা ছাড়া এখন কিছুই বলার নেই—তিনি জীবিত নাকি মৃত, তা এখনও অনিশ্চিত।
🙏 সবাই দোয়া করবেন যেন তিনি নিরাপদে ফিরে আসেন।
যদি কেউ এই ব্যক্তির বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন, দয়া করে নিকটস্থ থানায় যোগাযোগ করুন।
এই নাম্বারে যোগাযোগ করবেন।
সবাই শেয়ার করেন প্লিজ
01712689629 Mustak Alal
01400108670