Shahid Afridi

Shahid Afridi সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ ❤
নতুন নতুন ভিডিও পেতে আশা করি পাশে থাকবেন ধন্যবাদ 🥰
(1)

19/12/2025

লাল শাপলা খাইতে মজা 😂

"ছবিটা ফি'লি'পা'ই'নে'র!!সেখানে সুপার টা*ইফুন চলছে??দেখে স*ত্যিই ম'নটা বি*ষন্ন*তায় ভ'রে উ*ঠলো।
11/11/2025

"ছবিটা ফি'লি'পা'ই'নে'র!!
সেখানে সুপার টা*ইফুন চলছে??
দেখে স*ত্যিই ম'নটা বি*ষন্ন*তায় ভ'রে উ*ঠলো।

26/10/2025

যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর ভালোবাসাও বেশি!🤲🌼🤲

- হযরত মুহাম্মদ (সাঃ)❤️

আর কিছুক্ষণ পরে ৪৮ ঘন্টা অতিবাহিত হয়ে যাবে আসামিরা এখনো অ্যারেস্ট হচ্ছে না, হাসিখুশি মানুষটাকে যারা জোর করে পৃথিবী থেকে...
22/10/2025

আর কিছুক্ষণ পরে ৪৮ ঘন্টা অতিবাহিত হয়ে যাবে আসামিরা এখনো অ্যারেস্ট হচ্ছে না,
হাসিখুশি মানুষটাকে যারা জোর করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন,
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি অনতিবিলম্বে আসামি দেরকে এরেস্ট করে হোক সালমান পরিবার ও কুটি সালমান ভক্তদের পক্ষ থেকে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি,
সালমান বক্তারা ৩০ বছর আন্দোলনে ছিলো এখনো আছে ইনশাল্লাহ,
রাস্তায় আন্দোলনে নেমে জন দুর্ভোগ তৈরি করতে চাই না সালমান বক্তরা,
অতি দ্রুত আসামিদেরকে অ্যারেস্ট করা হোক...

07/10/2025

১৯৯২ সালে তৈরী জাপানি SEIKO কোম্পানির টিভি ওয়াচ...😱
07/10/2025

১৯৯২ সালে তৈরী জাপানি SEIKO কোম্পানির টিভি ওয়াচ...😱

সুলতান সুলেমান এর সলিড সর্ণের বেল্ট 😱
06/10/2025

সুলতান সুলেমান এর সলিড সর্ণের বেল্ট 😱

সুলতান সুলেমান এর ব্যবৃত সোনা ও মনি মুক্তায় কারুকাজ করা পানির পাত্র 🍂
05/10/2025

সুলতান সুলেমান এর ব্যবৃত সোনা ও মনি মুক্তায় কারুকাজ করা পানির পাত্র 🍂

আমাদের প্রিয় নবীজির জুতা ❤️
05/10/2025

আমাদের প্রিয় নবীজির জুতা ❤️

সংগীতশিল্পী জুবিন গার্গ এর মৃত্যু রহস্য নিয়ে জল ঘোলা হয়েই চলেছে। এবার তার ব্যান্ড সদস্য এবং মূল সাক্ষী শেখর জ্যোতি গোস্ব...
04/10/2025

সংগীতশিল্পী জুবিন গার্গ এর মৃত্যু রহস্য নিয়ে জল ঘোলা হয়েই চলেছে। এবার তার ব্যান্ড সদস্য এবং মূল সাক্ষী শেখর জ্যোতি গোস্বামী জুবিনকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ এনেছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনযায়ী, জুবিনের ব্যান্ড সদস্য শেখরজ্যোতি গোস্বামী পুলিশের জেরায় অভিযোগ করেছেন, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং অনুষ্ঠানের সংগঠক শ্যামকানু মহন্ত জুবিনকে বিষ প্রয়োগ করে হত্যা করতে পারেন।

তিনি বলেন, জুবিনের মৃত্যুকে দুর্ঘটনাজনিত বলে ধামাচাপা দেওয়ার ষড়যন্ত্রও তারা করে থাকতে পারেন। জেরায় শেখরজ্যোতি দাবি করেন, সিদ্ধার্থ শর্মার অনেক আচরণই সন্দেহজনক ছিল। শেখরজ্যোতি নাকি নিজেই সব ড্রিঙ্কসের আয়োজন করেছিলেন। অন্য কাউকে সেই কাজ তিনি করতে বারণ করেছিলেন।

এদিকে জুবিনের মৃত্যুর দিন বোটের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছিলেন সিদ্ধার্থ। মাঝসমুদ্রে গিয়ে বোটটি টালমাটাল অবস্থা হয়েছিল।

পুলিশকে শেখরজ্যোতি বলেছেন, যখন পানিতে নেমে জুবিন গার্গ নিশ্বাস নিতে পারছিলেন না, তখন নাকি সিদ্ধার্থ চেঁচিয়ে বলছিলেন, ‘যেতে দাও, যেতে দাও’। এদিকে যখন জুবিন গার্গের নাক-মুখ দিয়ে যখন ফেনা জাতীয় জিনিস বেরোচ্ছিল, তখন সিদ্ধার্থ বারবার বলছিলেন, এটা অ্যাসিডের কারণে হয়ে থাকতে পারে।

শেখরজ্যোতি আরও জানান, বোটের কোনও ভিডিও বাইরের লোককে দেখাতে বা পাঠাতে নিষেধ করেছিলেন সিদ্ধার্থ।

এদিকে এরই মাঝে সিঙ্গাপুর পুলিশ ফোর্স গায়কের ময়নাতদন্তের রিপোর্ট ভারতীয় হাইকমিশনের কাছে হস্তান্তর করেছে।

হযরত উমর (র) এর তরবারি 🍂
04/10/2025

হযরত উমর (র) এর তরবারি 🍂

Address

Sunamganj
Derai
3002

Alerts

Be the first to know and let us send you an email when Shahid Afridi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahid Afridi:

Share