Abul Hasan Bin Malik

Abul Hasan Bin Malik সাংগঠনিক সম্পাদক, যুব জমিয়ত বাংলাদেশ দিরাই পৌর শাখা
(1)

08/10/2025
আজকের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের খণ্ডাংশ। আমার ধর্ম, আমার কোরআন,  আমার রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আ...
07/10/2025

আজকের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের খণ্ডাংশ।

আমার ধর্ম, আমার কোরআন, আমার রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার আল্লাহ তায়ালা কে নিয়ে যে বা যারা কটুক্তি করবে।
সাথে সাথে আমরা তার প্রতিবাদ করবো
ইনশাআল্লাহ।

সে যেই হোক

বোকা জমিয়ত; তবে দ্বীনের অতন্দ্র প্রহরী। এমন বোকা দলের জন্যেই ভারত উপমহাদেশে মুসলমানিত্ব আজও অক্ষুণ্ণ।বোকা বললে অদ্ভুত হচ...
07/10/2025

বোকা জমিয়ত;
তবে দ্বীনের অতন্দ্র প্রহরী। এমন বোকা দলের জন্যেই ভারত উপমহাদেশে মুসলমানিত্ব আজও অক্ষুণ্ণ।

বোকা বললে অদ্ভুত হচ্ছেন? পড়ুন! একটু খোলাসা করি তাহলে।

১। আমেরিকার মানবাধিকার কমিশন ; তাদের বিরুদ্ধে কথা বললে ভোট হারানোর সম্ভাবনা স্পষ্ট। তবুও জমিয়ত সাহস করে তাদের মোকাবিলা করেছে। কারণ, ভোট নয় দেশ ও দ্বীনের স্বার্থ আগে।

২️। পূজা-পার্বণে শুভেচ্ছা ; বললেই ভোট বাড়ে, প্রশংসা মেলে, মিডিয়ার সামনে হিরো হওয়া যায়। তবুও জমিয়ত রবের অসন্তুষ্টির ভয় করে, তাই কৃত্রিম অভিনন্দন জানানো থেকে বিরত থাকে।

৩। ভ্রান্ত আক্বিদার দলগুলোর সাথে আঁতাত ; জামাতসহ অন্যরা ক্ষমতার কিছু আসন পেতে দ্বীনের লেবেলধারী ভ্রান্ত দলগুলোর সাথে জোট বাঁধে। কিন্তু জমিয়ত বলেছে প্রথমে আক্বিদা সহিহ হতে হবে, না হলে কোনো রাজনৈতিক ঐক্য নয়।

৪। ক্ষমতার দরকষাকষি ; অন্যরা মন্ত্রিত্ব, এমপি আসন ভাগাভাগির খাতিরে নীতির সাথে আপস করে। জমিয়ত বরং ওলামা-মাশায়েখ সম্মেলন ডেকে জাতিকে বুঝিয়েছে,আমরা আগে দ্বীনের হেফাজত করব, তারপর রাজনীতি।

৫। ভোটের অঙ্ক নয়, উম্মাহর অঙ্ক ; রাজনীতিবিদরা ভোটের সংখ্যায় চিন্তা করে, জমিয়ত ভাবে কিভাবে মুসলমানদের ঈমান ও দ্বীন রক্ষা করা যায়।

৬। আন্তর্জাতিক দাতাদের খুশি করা নয় ; কিছু -ইসলামী ধরনের দল বিদেশি এনজিও ও প্রভুদের খুশি রাখতে দ্বীন বিক্রি করে। জমিয়ত বলে, রবের সন্তুষ্টিই আমাদের একমাত্র লক্ষ্য।

৭। শান্তির অভিনয় নয়, আক্বিদার সুরক্ষা ; অন্যরা শান্তি-অশান্তির অভিনয় দেখিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিল করে। জমিয়ত সরাসরি বলে দেয় সাহাবা ও আক্বিদার বিরোধিতা মানেই দ্বীনের বিরুদ্ধে অবস্থান।

৮। জনপ্রিয়তার রাজনীতি নয় ; অনেক দল লাইক, শেয়ার, মিডিয়া কাভারেজের পেছনে ছুটে। জমিয়ত দ্বীনের স্বার্থে অজনপ্রিয় হলেও দ্বীন বিক্রি করে না।

৯। ভ্রান্তির প্রতিবাদই আসল দায়িত্ব ; নামধারী ইসলামি দলগুলো ভুল আক্বিদা ও বিভ্রান্তি এড়িয়ে ভোটের বাজারে নামে। জমিয়ত সেই ভ্রান্তি সরাসরি উন্মোচন করে, জাতিকে সাবধান করে।

১০। অল্প আসন নয়, আখেরাতের হিসাব ; অন্যরা সংসদীয় আসনের হিসাব মেলায়। জমিয়ত আখেরাতের জন্য হিসাব মেলায় আমাদের অবস্থান কেমন রবের সামনে?

দ্বীন, ধর্ম, দেশ, জাতি বিবেচনায় নবী (সা;)এর পতাকা বহনকারী এমন বোকা দলই দিনশেষে আমাদের বড্ড প্রয়োজন।

আমি গর্বিত সৈনিক মাদানীর কাফেলায় গর্বিত একজন জমিয়তি। ✌️💖

07/10/2025

মিছিল তো কারো লাভ/লসের জন্যে হয় নাই।
উনি ফরজ বিধান নিয়ে কটুক্তি করেছেন সাধারণ মুসলমান ক্ষিপ্ত হয়ে, প্রতিবাদ করেছে।

আর হে পাগলের সুখ মনে মনে 😜
জুতার মালা গলায় নিয়ে যদি বলে আমাকে তো লোকে মালা দিয়েছে বাহ বাহ কি মজা তাহলে তো কো কথা নাই 🤭🤭

03/10/2025

⚡ দিরাইবাসীর জন্য জরুরি নোটিশ ⚡
আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিরাই উপজেলায় বিদ্যুৎ থাকবে না।
কারণ: এসময় জরুরি সংস্কার কাজ চলবে

02/10/2025

রোজা আর পূজা ,

জানতাম ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়,
এখন দেখি ক্ষমতা পাওয়ার আগেই উনি অন্ধ হয়ে গেছেন।

জনাব শিশির মনি জামায়াতের গুরুত্বপূর্ণ একজন নেতা
জামাত নিয়ে যদিও আমাদের আকিদাগত বিভেদ আছে তারপরও.....
এমন বক্তব্য শিশির মনি সাবের কাছ থেকে আশা করছি না।

আপনারা না আদর্শিক দল তাহলে হিন্দুদের ভোটের লোভে নিজের ঈমানের বারোটা বাজিয়ে দিলেন?

ছি: ছি:

ইরানের একটা ছোট্ট গ্রাম। ওখানে সুরাইয়ার সংসার। স্বামী, দুই কন্যা আর দুই পুত্র সন্তান। স্বামীর হঠাৎ নজর পড়ে চৌদ্দ বৎসর বয়...
30/09/2025

ইরানের একটা ছোট্ট গ্রাম। ওখানে সুরাইয়ার সংসার। স্বামী, দুই কন্যা আর দুই পুত্র সন্তান। স্বামীর হঠাৎ নজর পড়ে চৌদ্দ বৎসর বয়সী এক কিশোরীর ওপর। এবং তাকে বিয়ে করার আকাঙ্খা মাথায় চাপে।

কিশোরীকে বিয়ে করার বিনিময়ে কিশোরীর অসুস্থ বাবার চিকিৎসার খচর বহন করতে রাজি হয়ে যায় সুরাইয়ার স্বামী। কিন্তু এদিকে ঘরে স্ত্রী থাকতে আরেকটা বিয়ে করা ঝামেলা। আবার সব মিনিয়ে খরচাপাতিও বেশী। তখন সুরাইয়ার স্বামী ফন্দি আঁটে। গ্রামের সর্দারের সাথে বোঝাপড়া করে। এবং নিজের স্ত্রীর নামে গুজব রটিয়ে দেয়। গুজব হলো, "তার স্ত্রীর একটা অ'বৈ'ধ সম্পর্ক আছে।"

আর এই গুজবকে শক্তিশালী করার জন্য হুমকি ধমকি দিয়ে তারা মিথ‌্যা সাক্ষীও জোগাড় করে। ফলে অল্পতেই সুরাইয়ার অপরাধ প্রমাণিত হয়। নিয়ম অনুযায়ী সুরাইয়াকে মৃ'ত্যু'দ'ণ্ড দেওয়া হয়।

মৃ'ত্যু'দ'ণ্ডটা খুব ভয়ানক ছিল। প্রকাশ্যে রাস্তায় গ'র্ত খোঁড়া হয়। সুরাইয়ার হাত-পা বাঁ ধা হয়। গর্তে কোমর পর্যন্ত পোঁতা হয় তাকে। মাটি দিয়ে ভরাট করা হয় তার চারপাশ। তারপর দূর থেকে পাথর ছোঁ'ড়া হয় সুরাইয়ার শরীর উদ্দেশ্য করে। প্রথম পাথর ছুঁ'ড়'তে হয় সুরাইয়ার পিতাকেই। তারপর সুরাইয়ার দুই পুত্রকেও জোর করে পাথর ছুঁ'ড়'তে বাধ্য করা হয় মায়ের দিকে। এরপর একেক করে অন্য সবাই পাথর ছু'ড়ে মা'রে।

বেশ কিছুক্ষণ ধরে অনর্গল পাথর ছোঁ'ড়ার পর সুরাইয়ার চারপাশের মাটি লাল হয়ে আসে, ছিঁটে ছিঁটে র'ক্ত পড়ে। শরীরের নাড়াচাড়া বন্ধ হয়। তখন স্বামী উপুড় হয়ে পড়ে থাকা সুরাইয়ার র'ক্তা'ক্ত মুখের দিকে তাকিয়ে পরীক্ষা করে, সে বেঁচে আছে কিনা। সুরাইয়া বেঁচে ছিল অমন ক্ষত বিক্ষত হওয়ার পরও। সে চোখ খুলেছিল। তখনও ম'রে'নি বুঝতে পেরে স্বামী সহ গ্রামের সবাই সুরাইয়ার আশপাশে পড়ে থাকা র'ক্তা'ক্ত পাথর কুড়িয়ে নিয়ে পুনরায় পাথর ছুঁ'ড়'তে শুরু করে। সুরাইয়ার মৃ'ত্যু হয় অতঃপর।

এই হৃদয়বিদারক ঘটনাটি লিখেন একজন ইরানি লেখক। নাম, ফ্রিদৌনি সাহেবজাম। সময় ১৯৯০ সাল। বইটি ইরান ব্যান করে দেয়। বাস্তবিক একটা ঘটনার আদলে লেখা এই বই ইন্টারন্যাশনাল বেস্টসেলার হয়। দুই হাজার আট সালে এই বইটি স্ক্রিনে আনা হয় প্রথমবার। একটা সিনেমা বানানো হয়। নাম, "দ্য স্টোনিং অফ সুরাইয়া এম"।

এদিকে সুরাইয়ার মৃ'ত্যু'র পরদিন তার স্বামীর পছন্দ করা সেই চৌদ্দ বছরের কিশোরীর অসুস্থ বাবাও মা'রা যায়। ফলে তার চিকিৎসার খরচ দেওয়ার বিনিময়ে ওই কিশোরীকে যে বিয়ে করার কথা ছিল, তা আর হয়ে ওঠে না।

“ইসলাম আমাদের শিখিয়েছে ন্যায়, ইনসাফ আর জনগণের হক আদায় করতে। আর দেশপ্রেম শিখিয়েছে দেশের স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করতে। এ...
15/09/2025

“ইসলাম আমাদের শিখিয়েছে ন্যায়, ইনসাফ আর জনগণের হক আদায় করতে।
আর দেশপ্রেম শিখিয়েছে দেশের স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করতে।
এ দু’য়ের সমন্বয়েই গড়ে ওঠে প্রকৃত কল্যাণমুখী রাজনীতি।”


゚viralシfypシ゚viralシalシ

নির্বাচনী জোট: জমিয়ত পরিবারে প্রচলিত কিছু পয়েন্ট১. খুনাখুনি জামাতও করে বিএনপিও করে। জামাত বরং আইডিয়লজিক্যালভাবে একটি ...
14/09/2025

নির্বাচনী জোট: জমিয়ত পরিবারে প্রচলিত কিছু পয়েন্ট

১. খুনাখুনি জামাতও করে বিএনপিও করে। জামাত বরং আইডিয়লজিক্যালভাবে একটি উগ্রবাদী ও ফ্যাসিবাদী দল। তাদের মাঝে পার্টি সম্প্রদায়িকতা অন্যদের চেয়েও বেশি। আধুনিক খারিজি মতবাদের বীজ বপন করেছে তাদের মৌদুদীবাদ। এটা স্বীকৃত বাস্তবতা।

২. দুর্নীতি চাঁদাবাজি উভয় দলে আছে। কেউ সুক্ষ্ম ভাবে করে কেউ স্থুল ভাবে করে।

৩. প্রশাসন দলীয়করণের ক্ষেত্রে বিএনপি'র চেয়ে জামাত বরং এককাঠি সরেস! এটা দিবালোকের মত স্পষ্ট।

৪. বিএনপি দীন ও শরীয়তে বিকৃতি সাধনে জড়িত না, কিন্তু মৌদুদিবাদ ও জামাত এই দোষে দোষী। এটা ধর্মীয় রাজনৈতিক দলগুলোর জন্য একটি রেড লাইন। যেই রেড লাইন ক্রস করেছে জামাত।

৫. বিএনপি, আওয়ামী, লীগ জাতীয় পার্টি, এনসিপি কেউ দেওবন্দী ওলামায়ে কেরামকে কর্মচ্যুত করে না। কিন্তু জামাত নিজেদের ধর্মীয় আদর্শের লোকজন সেট করার জন্য দেওবন্দীদেরকে তাদের ধর্মীয় স্পেস থেকে হটিয়ে দেয়। জামাতের কারণে দেওবন্দীরা তাদের ধর্মীয় অথরিটি হারানোর ভয়াবহ শঙ্কার মধ্যে রয়েছে। এবং জামাতের এই অপকর্ম অব্যাহতভাবে চলমান রয়েছে। চারদলীয় জোট সরকারের আমলে ক্ষমতার অংশীদার হয়ে তারা দেওবন্দী আলেমগণের উপর এই জুলুম করতে কসুর করেনি, সামনেও করবে না।

৬. জামাতের গুপ্ত চরিত্র এবং বটবাহিনী কালচার রয়েছে। মুক্তিযুদ্ধে রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে জামাত প্রশ্নবিদ্ধ।

৭. দাড়ি টুপি পোশাক-আশাকে বিএনপি যেমন জামাতও তেমন। উভয় দলের কোন পোশাক আইডেন্টিটি নেই। এক্ষেত্রে দুই দলই সমান।

৮. জামাতের দেশ চালানোর অভিজ্ঞতা নেই। বিএনপির অভিজ্ঞতা রয়েছে। বর্তমান ক্রিটিকাল মুহূর্তে তাই জামাতেরও বিএনপির সাথে জোট করা উচিত।

৯. আওয়ামী লীগের সাথে সম্পর্ক এবং ভারতকে ম্যানেজ করার চেষ্টা উভয় দলই করে। আন্তর্জাতিক বিশ্বের সাথে লিয়াজু জামাতও করে বিএনপিও করে। বরং যেই ক্ষমতা আসবে বা আসতে চাইবে, সেই তা করতে বাধ্য।

১০. স্বৈরাচার বিরোধী সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হওয়া দরকার। নতুন নতুন দাবি তুলে এই ঐক্য নষ্ট না করা সময়ের দাবি।

১১. সুন্নি অধ্যুষিত সিরিয়াতে শিয়া মতাবলম্বী বাশার আল আসাদ এর পার্টিকে ক্ষমতায় বসানোর কারণে সিরিয়ার যে দশা হয়েছে, দেওবন্দী আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী জামাত শিবির মৌদুদবাদকে ক্ষমতা দিলে বাংলাদেশের সেই দশা হবে।

১২. জামাতকে দাওয়াতের ক্ষেত্র বানানোর মতো সক্ষমতা ও কৌশল দেওবন্দী দলগুলোর তৈরি হয়নি। এরা আমাদের দাওয়াত কখনো কবুল করবে না। সুতরাং জামাত শিবির আমাদের দাওয়াতের ক্ষেত্র নয়।

কিন্তু বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি, ছোটখাটো আরো বিভিন্ন দল এবং নির্দলীয় মানুষ ওলামায়ে দেওবন্দের দীনী দাওয়াতের প্রধান ক্ষেত্র। অতএব জামাতের অধীনে জোট করে সিংহভাগ মানুষের বিরাগভাজন হওয়া এবং দ্বীনী দাওয়াতের ক্ষেত্র নষ্ট করার কোন মানে হয় না।

১৩. জামাত কখনো কওমি মাদ্রাসাকে আর্থিকভাবে সহায়তা করে না করবে না। আর্থিকভাবে সহায়তা করবে করবে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি। অর্থাৎ যারা জামাত ছাড়া কোন না কোন উদার পার্টির সাথে জড়িত কিংবা সম্পূর্ণ নিরপেক্ষ। সুতরাং দেওবন্দি আহলে সুন্নাত ওয়াল জামাত এর দীনী কর্মকাণ্ড এবং কওমি মাদ্রাসাগুলোর আর্থিক সাপোর্ট ঝুঁকির মধ্যে ফেলে জামাতের সাথে জোট করার যুক্তি নেই।

১৪. বিএনপির কাছ থেকে আশানুরূপ সিট সমঝোতা করতে না পেরে বিএনপিকে এক ঘরে করার প্লান করেছে জামাত শিবির এবং বামপন্থীদের পাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে তারা। মূলত বিএনপিকে একেবারে বামপন্থীদের দিকে ঠেলে দেওয়া উচিত হবে না, বিএনপি সহ অন্যান্য দলের সাথে সাংঘর্ষিক অবস্থানে যাওয়াও ঠিক হবে না।

১৫. ডাকসু নির্বাচনে জামাত-শিবির ভালো ফল করেছে ইসলামী শরিয়া কায়েম করার বা শরিয়া কায়েমের প্রতিশ্রুতির দেয়ার কারণে নয়, বরং বড় একটি কারণ ইসলাম সংকুচিত করে লিবারেল/মডার্ণ চরিত্র গ্রহণ। এই বাস্তবতা অস্বীকার করার উপায় নেই।

জামাত যদি লিবারেল ও মডার্ন ইসলামে বিশ্বাস করে, তাহলে বিএনপিও তো এমন ধাঁচের ইসলামে বিশ্বাসী! বিএনপিও তো নিজেকে ইসলামী মূল্যবোধপন্থী বলে দাবি করে, তাদের দল আওয়ামী লীগের মতো সেকুলার নয়। সুতরাং বিএনপির সাথে রাজনৈতিক জোট হতে ধর্মীয়ভাবে সমস্যার কিছু নেই।

১৬. জামায়াত জোট ক্ষমতায় গেলে জাতীয় শিক্ষা সিলেবাসে মওদুদীবাদ সংযুক্ত করবে। এতে সন্দেহর কোন অবকাশ নেই। এটা মেনে নেওয়ার মতো নয়।

এই হল জামাতের অধীনে জোটে না গিয়ে দেওবন্দীদের আলাদা জোট হওয়া কিংবা জামাতসহ বিএনপির সাথে জোট করা, সবাই মিলে একটি জাতীয় সরকার গড়ে দীন দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করার যুক্তি।

মোটামুটি ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ধরেছে, কানে পড়েছে, এই হল জমিয়ত পরিবারে প্রচলিত পয়েন্ট।

আসুন, ভদ্রভাবে নিজ নিজ দলের অবস্থান ও তার যৌক্তিকতা তুলে ধরি। ‌ বোঝাপড়া হলে ঐক্য হবে, অন্যথায় যার যার রাজনৈতিক পলিসি অনুসারে জোট হবে। আল্লাহ আমাদের সহায়।

মাসরুর মাহমুদ
জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা।

13/09/2025

লন্ডনে একটি অনুষ্ঠানে বক্তব্যকালীন সময় তথ্য উপদেষ্টার নিকট মাওলানা মুশতাক গাজীনগরী রহস্যজনক হত্যার রহস্য উন্মোচন ও ন্যায়বিচারের জোর দাবী জানালেন।

দিরাই শাল্লার আগামীর কান্ডারী।
জননেতা ড. মাওলানা শোয়াইব আহমদ
সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে।

লবণ যদি নষ্ট হয়ে যায়, কে করবে তার পরিশোধন?একজন তরুণ গ্রামের যুবক তাঁর সম্প্রদায়ের একজন শালীন, ধার্মিক ও সজ্জন মেয়েকে...
11/09/2025

লবণ যদি নষ্ট হয়ে যায়, কে করবে তার পরিশোধন?

একজন তরুণ গ্রামের যুবক তাঁর সম্প্রদায়ের একজন শালীন, ধার্মিক ও সজ্জন মেয়েকে বিয়ে করেছিলেন। বিয়ের মাত্র এক বছর পার হয়েছে, হঠাৎ একদিন এক ঘনিষ্ঠ আত্মীয়ের সাথে তীব্র ঝগড়ায় জড়িয়ে পড়েন তিনি। রাগের বশে ঐ আত্মীয়কে মা*রধর করে ফেলেন।

গ্রামের রীতিনীতি অনুযায়ী, এর পর তাঁকে গ্রাম ছেড়ে চলে যেতে হয়। স্ত্রীকে সাথে নিয়ে তিনি দূরবর্তী এক অজানা অঞ্চলের গ্রামে গিয়ে বসবাস শুরু করেন। নতুন পরিবেশে তিনি জীবন গুছিয়ে নিতে থাকেন।

প্রতিদিনের মতো তিনি গ্রামের মোড়লের আসরে যেতেন, গল্প করতেন, পরামর্শ নিতেন। একদিন, হঠাৎ মোড়ল তাঁর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় প্রথমবারের মতো তাঁর স্ত্রীকে দেখতে পান—একজন শালীন, রূপবতী ও গম্ভীর নারীর সম্মোহনী দৃশ্য।

ঐ মুহূর্তেই মোড়লের অন্তরে কামনা জেগে ওঠে। লালসার শিকারে পরিণত হয়ে, এক অশুভ পরিকল্পনা আঁটেন—কীভাবে যুবককে কিছুদিনের জন্য দূরে পাঠিয়ে, সুযোগ বুঝে তাঁর স্ত্রীকে নিজের করে নেওয়া যায়।

কয়েকদিন পর আসরে মোড়ল এক আলোচনা তুললেন: "শুনেছি এক জায়গায় দারুণ চারণভূমি আছে। কিছু লোক পাঠিয়ে যাচাই করতে চাই।"

তিনি চারজন লোক বাছাই করলেন, যার মধ্যে যুবকও ছিল।

কয়েকদিনের যাত্রা নির্ধারিত হলো, আর তারা রওনা দিল।

রাতে, মোড়ল চুপিচুপি যুবকের বাড়ির দিকে এগোলেন। অন্ধকারে দেয়ালে ধাক্কা খেয়ে শব্দ করে ফেলেন। স্ত্রীর ঘুম ভেঙে যায়।

ভয় পেয়ে তিনি জিজ্ঞেস করলেন, "কে ওখানে?"

মোড়ল নিজের পরিচয় দিলেন। স্ত্রী বললেন, "এত রাতে? সব ঠিক আছে তো?"

মোড়ল নিজের আসল উদ্দেশ্য প্রকাশ করলেন:

"তোমায় দেখার পর থেকে মনে শান্তি নেই। তোমায় চাই; আমাকে সঙ্গ দাও।"

মহিলাটি অত্যন্ত ধীরস্থির কণ্ঠে বললেন:

"ভালবাসা চাইলে ঠিক আছে, তবে আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন। যদি ঠিক উত্তর দিতে পারেন, তবে আপনার ইচ্ছা পূর্ণ হবে।"

মোড়ল খুশি হয়ে বললেন, "বলুন!"

তিনি জিজ্ঞেস করলেন:

"যেমন মাংস নষ্ট না হয় বলে আমরা লবণ ব্যবহার করি, তবে যদি লবণ নিজেই নষ্ট হয়ে যায়… তাহলে কে তা পরিশোধন করবে?"

মোড়ল গভীর চিন্তায় ডুবে গেলেন। একদিন, একরাত পেরিয়ে গেল, কিন্তু তিনি কোনো উত্তর খুঁজে পেলেন না।

পরদিন আসরে তিনি সকলকে প্রশ্নটি করলেন, কিন্তু কারো কাছ থেকেই সন্তোষজনক উত্তর এল না।

এক কোণে বসে থাকা এক বৃদ্ধ নীরবে তাকিয়ে ছিলেন।

মোড়ল তাঁকে জিজ্ঞেস করলেন, "আপনি কিছু বলছেন না কেন?"

বৃদ্ধ উত্তর দিলেন: "কারণ, এটা কেবল একটা প্রশ্ন নয়; এটা যুগের যুগের জ্ঞানভাণ্ডার থেকে আসা একটি বার্তা।

তিনি আপনাকে অপমান করতে পারতেন, কিন্তু অপমানের বদলে আপনার বিবেক জাগিয়ে দিলেন।"

তারপর তিনি ব্যাখ্যা করলেন: "মাংস নষ্ট হলে লবণ তা রক্ষা করে। কিন্তু যদি লবণ নিজেই পচে যায়, তবে তাকে কে রক্ষা করবে?

অর্থাৎ, সাধারণ মানুষ ভুল করলে নেতারা তাদের সঠিক পথে ফেরান, কিন্তু যদি নেতা নিজেই বিপথগামী হয়, তবে জাতিকে কে রক্ষা করবে?"

মোড়ল লজ্জায় মাথা নিচু করলেন, চোখ ভরে এল অশ্রুতে।

যদি পিতা বিপথে যায়—কে সন্তানের পথ দেখাবে?

যদি শিক্ষক পথ হারায়—কে জ্ঞানের আলো ছড়াবে?

যদি নেতা পথভ্রষ্ট হয়—কে জাতিকে রক্ষা করবে?

স্মরণ রাখো—জ্ঞানীদের সঙ্গ গ্রহণ করো।

মূর্খদের সঙ্গ কেবল হৃদয় নষ্ট করে না,

পুরো প্রজন্মকেও ধ্বংস করে দেয়।

Address

Chondipur Derai
Derai

Telephone

+8801750182781

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abul Hasan Bin Malik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abul Hasan Bin Malik:

Share