Mahmudul Hasan-মাহমুদ

Mahmudul Hasan-মাহমুদ আমার ব্যক্তিগত পেইজ,এখানে বিভিন্ন তথ্য পাওয়া যাবে,আমি ভ্রমণ করি জানতে!

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
20/08/2023

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

21/04/2023
24/10/2022

খুব ভালো সম্পর্ক নিয়ে কখনো গর্ব করতে যাবেন না।সোশ্যাল মিডিয়ায় ঘটা করে জানাতে যাবেন না সে মানুষটার সাথে আপনার খুব ভালো বন্ডিং,ভালো আন্ডারস্ট্যান্ডিং।কেউ দিনরাত আপনাকে প্রায়োরিটি দিচ্ছে,স্পেশাল ফীল করাচ্ছে তার মানে এই না আজীবন আপনিই প্রায়োরিটির লিস্টে থাকবেন। মানুষের প্রায়োরিটি লিস্ট বদলায়,প্রায়োরিটি লিস্টে নতুন নাম যুক্ত হয়।কললিস্টে নতুন মানুষের আনাগোনা শুরু হয়।'শুভ সকাল' থেকে 'শুভ রাত' বলার মাঝামাঝি সময়টুকু অন্য কারো জন্য বরাদ্দ থাকে।

সম্পর্ক সবসময় এক থাকে না। জানুয়ারিতে হওয়া পরিচয় ডিসেম্বরের মাঝেই কয়েক মাসের মাথায় ফিকে হতে থাকে।যোগাযোগের পরিমাণ কমে,ব্যস্ততা বাড়ে,ভুল বোঝাবোঝি বাড়ে,অভিযোগের পরিমাণ বাড়ে,অপেক্ষা বাড়ে। প্রথম দিকে সম্পর্কগুলো শরতের প্রথম শিশির ভেজা শিউলির মতো স্নিগ্ধ থাকে কিন্তু আস্তে আস্তে এর স্নিগ্ধতা কমে গিয়ে চৈত্রের খরা শুরু হয়ে যায়।

আর যাই হোক ভুলেও কখনো সম্পর্ক নিয়ে গর্ব করতে যাবেন না।গর্ব করে বলতে যাবেন না আমরা আজীবন এমনই থাকবো।এই গর্বটাই একদিন আপনাকে চুরমার করে দিয়ে যাবে আর আপনার তখন ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করার থাকবে না।আপনি না নিজেকে অভিযোগ করতে পারবেন আর না অন্য কাউকে।একটা সময় যখন আপনার সত্যিই কাউকে ভীষণ দরকার পড়বে আর যখন আশেপাশে কেউ থাকবে না তখন শুনতে হবে," কেন,ওর সাথে না তোমার কত ভালো বোঝাপড়া ছিলো?খুব তো বড় গলায় বলতে,এখন আবার কী হলো?" আর এই লাইনগুলো তখন আঘাত করে,একটু বেশিই করে। আপনি তখন অন্তর থেকে এই আঘাতগুলো ফীল করবেন আর রিয়েলাইজ করবেন সত্যিই কোথাও কেউ নেই।

-Aysha Taznin

15/10/2022

হাতের উপর হাত রাখা খুব সহজ তবে সেই হাত সারাজীবন বয়ে বেড়ানো খুব সহজ নয়।

প্রেমে পড়া খুব সহজ তবে তাকে ভালোবেসে
আমৃত্যু নিজের মতো করে আগলে রাখা বড্ড কঠিন।

চোখের দিকে তাকানো খুব সোজা।
তবে বছরের পর বছর নতুন করে ওই চোখের প্রেমে পড়া কিন্তু বেশ কঠিন।

'ভালোবাসি' এটা বলে দেওয়া খুব সহজ।
কিন্তু সত্যিই তাকে ভালোবাসতে পারাটা কিন্তু অত সহজ নয়।

শুধু ভালোবেসে আঁকড়ে ধরে রাখলেই হয় না। সেই মানুষটাকে পাশে নিয়ে সারাজীবন একসাথে পথ চলাটাও শিখতে হয়।

'কখনো ছেড়ে যাবো না বললেই হয় না'
কখনো কখনো ছেড়ে না গিয়ে থেকে গিয়ে এটা বুঝিয়ে দিতে হয়- সবাই ছেড়ে যায় না। কেউ কেউ যেকোনো পরিস্থিতিতে একটু নির্ভরতা হয়ে পাশে থেকে যায়।

'তোমায় পাগলের মতো ভালবাসি' তোমার জন্য জান কুরবান করে দিতে পারি' শুধু এটা বললেই ভালবাসার দায়িত্বটা শেষ হয়ে যায় না। বরং ভালোবাসার মানুষটিকে সারাজীবন পাশে রাখার জন্য নিজেকে তার যোগ্য হিসাবে গড়ে তুলতে হয়। এটাই ভালবাসা আর ভালবাসার মানুষটির প্রতি যোগ্য সম্মান।

আর সবশেষ এটাই বলব- শুধু ভালোবাসলেই হয় না। ভালবাসার মানুষটির জন্য লড়াইও করতে হয়। ভালবাসাটা তখনই পূর্ণতা পায়- যখন ভালবাসার মানুষটির জন্য লড়াই করার পর আপনি সেই লড়াইয়ে বিজয়ী হবেন। যখন সত্যিই সারাজীবনের জন্য আপনি আপনার ভালবাসার মানুষটিকে পাশে পাবেন তখন।

পূর্ণতা পাক পৃথিবীর সকল ভালোবাসা। পূর্ণ হোক ভালাবাসার মানুষটিকে নিয়ে দেখা প্রত্যেকটা স্বপ্ন। ভালোবাসার মানুষটিকে পাশে নিয়ে সম্পূর্ণ হয়ে উঠুক প্রতিটি ভালবাসার গল্প।❤️

লেখক - মেহেদী হাসান
📸: সংগৃহীত

15/10/2022

এই দুনিয়াতে বিশ্বাস করার মত মানুষের অভাব নেই। কিন্তু আমরা তাকেই ভালোবেসে ফেলি। যে বিশ্বাসের যোগ্য নয়। বিশ্বাসে ভরা হাতটা টাকায় ভরা আবেগ এর চেয়েও অধিক মূল্যবান। তোমার দেওয়া সব কিছুই অনেক যত্ন করে রাখা আছে। শুধু তোমাকে রাখতে পারিনি। যদি কেউ তোমাকে ছাড়া সুখে থাকতে চায়। তবে তাকে সুখে থাকতে দাও।😭

11/10/2022

পরকীয়া, অশ্লীলতার যুগে এক নারীকে ভালোবেসে পাশে থাকার চেয়ে বড় সততা আর কিছু নেই।
সমাজ যাদেরকে বউ পাগল বলে, আমি তাদেরকে শ্রেষ্ঠ চরিত্রবান হিসেবে সম্মান করি। ❤️

09/10/2022

একটা সময় ছিলো সারাদিনের ক্লান্তি শেষে আমি ১২টার আগেই নিশ্চিন্তে ঘুমিয়ে পরতাম। তুমি কথা বলতে চাইতে কিন্তু আমি আমার ক্লান্তির কথা জানাতাম। তোমার মন খারাপ হলেও হাসি মুখে বলতে আচ্ছা ঠিক আছে ঘুমাও।

এখন একটা সময়, মানসিক ভাবে শা-রী-রিক ভাবে সব ভাবেই আমি ক্লান্ত তবুও ঘুমোতে পারিনা। এখন সারারাত জাগি কিন্তু কথা বলার জন্য তুমি নেই। তোমাকে কখনো হারাতে হবে আমি কল্পনাও করিনি। অথচ তোমাকে আমি হারিয়ে ফেললাম।

আচ্ছা আমি তোমাকে হারিয়েছি? নাকি তুমি আমাকে?

জীবনটা তোমার সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে।তুমি হাসলেই কেউ তুমার হাতে আইফেল টাওয়ার ধরিয়ে দিয়ে যাবে না!তুমি কাদলেই কেউ তাজমহ...
07/10/2022

জীবনটা তোমার সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে।
তুমি হাসলেই কেউ তুমার হাতে আইফেল টাওয়ার ধরিয়ে দিয়ে যাবে না!
তুমি কাদলেই কেউ তাজমহল নিয়ে হাসবে না।
সিদ্ধান্ত তোমার!

Address

Upozela Quarter
Derai

Telephone

+8801788535760

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahmudul Hasan-মাহমুদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahmudul Hasan-মাহমুদ:

Share