খাদিমুল কোরআন পরিষদ মাটিয়াপুর

  • Home
  • Bangladesh
  • Derai
  • খাদিমুল কোরআন পরিষদ মাটিয়াপুর

খাদিমুল কোরআন পরিষদ মাটিয়াপুর আসসালামু আলাইকুম

12/09/2025

আপনাকে কি করে ভালো না বাসি ইয়া রাসুলুল্লাহ (সাঃ)..!"
আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মোহাম্মদ (সাঃ)

Ummah

আত্তাহিয়াতু এর পিছ‌নে এত সুন্দর এক‌টি গল্প তা জানা ছিল না,আমার বিশ্বাস সবার ভাল লাগ‌বে এবং পড়ার ম‌নো‌যোগ ও বাড়‌বে ইন-শ...
11/09/2025

আত্তাহিয়াতু এর পিছ‌নে এত সুন্দর এক‌টি গল্প তা জানা ছিল না,আমার বিশ্বাস সবার ভাল লাগ‌বে এবং পড়ার ম‌নো‌যোগ ও বাড়‌বে ইন-শা-আল্লাহ।

আত্তাহিয়াতু আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটার পিছনের গল্পটা জানার পর সত্যি আমার হৃদয়টা অনেক কোমল হয়ে গেছে!

আত্তাহিয়াতু আসলে,আল্লাহর সাথে আমাদের মহানবী (সঃ) কথোপকথন একটা অংশ। যা আমাদের মহানবী (সঃ) ইস-রাইল মিরাজ যাত্রার সময় হয়েছে মহান আল্লাহর সাথে! মহানবী (সঃ) যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেননি!

তাহলে কি বলেছিল...?

কারন,আমরা মহান আল্লাহকে বলতে পারব না,আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হউক! কারন,আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তিস্থল!

মহানবী (সঃ) আল্লাহকে উদেশ্য করে বলেছিলেন:-

▪আত্তাহিইয়া-তু লিল্লা-হি ওয়াছ ছালাওয়া - তু ওয়াত্ ত্বাইয়িবা -তু

অর্থঃ- যাবতীয় সম্মান,যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য।

উওরে মহান আল্লাহ বলেন:-

▪আসসালা-মু'আলায়কা আইয়ুহান্নাবিয়ু ওয়া রহমাতুল্লা-হি ওয়া-বারাকাতুহু।

অর্থঃ- হে নবী,আপনার উপরে শান্তি বর্ষিত হউক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাযিল হউক।

এতে মহানবী (সঃ) বলেন:-

▪আসসালা-মু-আলায়না ওয়া আলা ইবাদিল্লা-হি সলিহীন।

অর্থ:- আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হউক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে।

মহান আল্লাহ এবং মহানবী (সঃ) এই কথোপকথন শুনে ফেরে-স্তারা বলেন:-

▪আশহাদু আল লা-ইলাহা ইলল্লালাহু ওয়া আশহাদুআন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু।

অর্থ:- আমি সাক্ষ্য দিচ্ছি যে,আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে,মুহাম্মাদ (সঃ) তার বান্দা ও রাসূল।

"সুবহানাল্লাহ"।

এখন আমি এবং আপনি আত্তাহিয়াতু গুরুত্ব এবং পিছনের ইতিহাস জানতে পারলাম,এবার একটু চিন্তা করুন তো,এই লেখাটি যদি আপনার মাধ্যমে অন্যান্য মানুষেরাও জানে তাহলে তারাও এই দোয়ার গুরুত্ব বুজতে পারবে!

Loud & Clear! 🔥
10/09/2025

Loud & Clear! 🔥

04/09/2025
Surah al Baqarah
04/09/2025

Surah al Baqarah

একদিন আপনি! আর্থিকভাবে এতটাই সচ্ছল হয়ে যাবেন যে! আল্লাহ আপনার টাকা অন্যের কল্যাণের জন্য ব্যবহার করবেন!❤️
22/08/2025

একদিন আপনি! আর্থিকভাবে এতটাই সচ্ছল হয়ে যাবেন যে! আল্লাহ আপনার টাকা অন্যের কল্যাণের জন্য ব্যবহার করবেন!❤️

ছবিটা দেখে নরমালি বোঝা যাচ্ছে ভেতরে লাশ/মৃত দেহ আছে।হঠাৎ করে বৃষ্টি শুরু,সবাই পলিথিন দিয়ে লাশ টা ঢেকে বারান্দা বা ঘরে আ...
21/08/2025

ছবিটা দেখে নরমালি বোঝা যাচ্ছে ভেতরে লাশ/মৃত দেহ আছে।হঠাৎ করে বৃষ্টি শুরু,সবাই পলিথিন দিয়ে লাশ টা ঢেকে বারান্দা বা ঘরে আশ্রয় নিয়েছে। যে ব্যাক্তি ছবিটি ক্যাপচার করেছে,তিনিও কিন্তু রুম থেকেই তুলেছে।
কিছু বুঝলেন কি !!!!???
আপনার প্রয়োজন ঠিক এতটুকুই ,আজ মরলে একটু পরেই সবাই পর, আপনার লাশটা ঘরে তোলা যাবে না। আপনার জন্য কেউ বৃষ্টিতে ভিজতেও পারবে না। একটু চোখের পানি পড়বে,যা বাড়িতে পোষা কোনো প্রানী মারা গেলেও পড়ে সবার।😥😥😥
আর দুনিয়ার জীবন খেলাধুলা ও তামাশা ছাড়া কিছু না। আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাস উত্তম। অতএব তোমরা কি বুঝবে না?
সুতরাং যত দিন বাঁচবেন নিজের জন্য বাঁচবেন,ইমান আমল নিয়ে বাঁচবেন।
কারন সবচেয়ে আপন হলো আমাদের রব আল্লাহ।❤️✍️

দুনিয়াতে গুনাহের শাস্তির সবচেয়ে কঠিনতম দিক হচ্ছে, ঈমান দুর্বল হয়ে যাওয়া। মুনাজাতের স্বাদ চলে যাওয়া। তাহাজ্জুদ নসীবে না জ...
18/08/2025

দুনিয়াতে গুনাহের শাস্তির সবচেয়ে কঠিনতম দিক হচ্ছে, ঈমান দুর্বল হয়ে যাওয়া। মুনাজাতের স্বাদ চলে যাওয়া। তাহাজ্জুদ নসীবে না জোটা, কুরআনের সাথে দূরত্ব তৈরি হওয়া। ইস্তেগফার কমে যাওয়া।

আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি।

07/08/2025

রাসুলুল্লাহ (সা.) শিশুদের খুব ভালোবাসতেন এবং তাদের সাথে খেলাধুলা করতেন। শিশুদের প্রতি সদয় হওয়া এবং তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা ইসলামের শিক্ষা।

07/08/2025

শান্তির জায়গা

❝তোমরা আমাদেরকে মৃ-ত্যুর ভ"য় দেখাচ্ছো? অথচ মৃ-ত্যুই আমাদের কাম্য। তোমাদের হয়তো জানা নেই, মুসলমানদের জীবন তো মৃ-ত্যুর প...
07/08/2025

❝তোমরা আমাদেরকে মৃ-ত্যুর ভ"য় দেখাচ্ছো? অথচ মৃ-ত্যুই আমাদের কাম্য। তোমাদের হয়তো জানা নেই, মুসলমানদের জীবন তো মৃ-ত্যুর পর থেকেই শুরু হয়।❞

- ইয়ারমুকের যু*দ্ধে বাইজান্টাইন সেনাপতির উদ্দেশ্যে মহান আল্লাহ তা'আলার তরবারী বা "সাইফুল্লাহ" উপাধিপ্রাপ্ত মুসলিম সেনাপতি খালিদ ইবনুল ওয়ালীদ রাদ্বিয়াল্লাহু আনহু।

এই দেশে সবার স্বপ্ন বাড়ি ফেরে না...💔💔
06/08/2025

এই দেশে সবার স্বপ্ন বাড়ি ফেরে না...💔💔

Address

Derai/Matiapur
Derai

Website

Alerts

Be the first to know and let us send you an email when খাদিমুল কোরআন পরিষদ মাটিয়াপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share