03/01/2026
এই রাস্তায় পড়ে থাকা পাখিগুলো কোনো দুর্ঘটনা নয়—
এগুলো আমাদের আনন্দের নীরব লাশ।
একটা বিকট শব্দ,
একটা আলো ঝলকানি
আর তাতেই থেমে গেছে কতগুলো ছোট্ট হৃদস্পন্দন।
ওরা নতুন বছর চায়নি,
চায়নি আলো, চায়নি শব্দ
শুধু বাঁচতে চেয়েছিল।
কিন্তু আমরা সেই সুযোগটুকুও দিইনি।
ডানা মেলে উড়ার কথা ছিল,
বাসায় ফেরার কথা ছিল
কিন্তু নতুন বছরের প্রথম সূর্যটা
ওরা আর দেখতে পেল না।
নতুন বছর যদি এমন হয়,
যেখানে আনন্দের নামে প্রাণ ঝরে
তাহলে সেই উদযাপন আমাদের জন্য লজ্জা।😭😭😭😭