PungtaBoys

PungtaBoys সুন্দর্যে ভরা আমাদের এই দেওয়ানগন্জ�

20/09/2025

Mood right now

16/09/2025

বাংলাদেশ আইজকা জিতছে.🥺

11/09/2025

~ গাজীপুরে আত্মীয়র বাসায় বেড়াতে যাওয়ার পথে রাস্তায় গণধ'র্ষণের শিকার হয়েছে মেয়ে। ইট দিয়ে থে'তলে দেয়া হয়েছে বাবার মাথা।

 #এলার্মিং_পোস্টযমুনা টিভির ক্রাইম সিন নামক অনুষ্ঠানে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে ঢাকা চিটাগাং ট্রেন লাইন নিয়ে।...
24/08/2025

#এলার্মিং_পোস্ট
যমুনা টিভির ক্রাইম সিন নামক অনুষ্ঠানে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে ঢাকা চিটাগাং ট্রেন লাইন নিয়ে। গত কয়েক বছরে এই লাইনের কিছু কিছু স্পটে প্রায় দেড়শ মৃতদেহ পাওয়া গেছে। সবচেয়ে বেশি পাওয়া যায় আখাউড়া ভৈরব কিশোরগঞ্জ কসবা বি-বাড়িয়া হয়ে নরসিংদী পর্যন্ত।

পুলিশ এই লাশগুলা বেশিরভাগ অজ্ঞাতপরিচয় আত্নহত্যা হিসেবে রেকর্ড করে।তারপর মর্গ হয়ে মাটিচাপা। হিন্দু মুসলিম ব্যাপার নাই, সব মাটিচাপা। ডোম মৃতব্যাক্তির জামাকাপড় রেলওয়ে ডোমঘরের সামনে ঝুলায়ে রাখে।

যদি বছর দুয়েকের ভিতর মা বাবা এসে জামাকাপড় দেখে সনাক্ত করতে পারে তাইলে কবর দেখিয়ে দেওয়া যাবে জামাকাপড় রোদে শুকায়ে বৃষ্টিতে ভিজে চেহারা সুরত আস্ত থাকেনা।

এই লাশ গুলা বেশিরভাগই মার্ডার কেস। দশ বিশ পাঁচশ টাকা, পকেটে থাকা মোবাইল ফোন, এগুলা ছিনতাই করার জন্য মার্ডারগুলা করা হয়। বিশ টাকার জন্যও তারা মানুষ খুন করছে।

ছিনতাইয়ের নিয়মটা হচ্ছে ট্রেনের দুই বগির মাঝখানে করিডোরের মত থাকে, দুই পাশে দরজা, বাথরুম। রাতের ট্রেনে এসব যায়গায় সুবিধামত লোক পেলে ছিনতাইকারী চক্রের দুইজন পেছন থেকে আক্রমণ করে।

আক্রমণের নিয়ম হচ্ছে গামছাকে পেঁচিয়ে চিকন করা হয় প্রথমে।তারপর দুই মাথা দুইজন ধরে যাকে আক্রমণ করা হবে, তার গলায় পেছন থেকে এক প্যাঁচ দিয়ে দুপাশ থেকে হেছকা টান। ১৫ সেকেন্ডের ভিতরই ঐলোক মারা যাবে। না মরলেও তার জীবন ঐখানেই শেষ।

এরপর তার পকেট থেকে যা নেওয়ার নিয়ে পাশের দরজা দিয়ে ফেলে দিবে।রাতের ট্রেনে সবাই ঘুমায়। তাছাড়া ট্রেনের আওয়াজ থাকে। কেউ কিচ্ছু টের পাবেনা। পুরো কাজটা করতে সময় লাগে সর্বোচ্চ দেড় মিনিট।

এরা ধরা পড়ে, আবার জামিনে বের হয় আদালতের কাছে এভিডেন্স থাকেনা পর্যাপ্ত।এভিডেন্স না থাকলে বিচারও করা সম্ভব হয় না।

তাই সতর্ক থাকুন। নিউজটি সকলে শেয়ার করে সচেতনতা বৃদ্ধি করুন।

-এসআই ইমরান
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।

উপরের ঘটনার আলোকে এক ব্যাক্তির জীবনে ঘটে যাওয়া ঘটনা এভাবে বর্ণনা দিয়েছিলেন। ট্রেনের যাত্রী সাধারণের সতর্কতার জন্য এই পোস্ট কপি করে শেয়ার করলাম।

ঘটনাটি যেভাবে ঘটেছিল, আমার সাথেও এই ঘটনা টিই ঘটেছিলো কিন্তু আমার ক্ষেত্রে স্থান ছিলো আলাদা। আমাকে ২০১২ সালের ২রা জানুয়ারি খিলক্ষেত রেলগেট এলাকায় ফেলে দিয়েছিলো ওই গামছা পার্টির হেরোইনখোড় গুলা।

পার্থক্য আমি এয়ারপোর্ট থেকে কমলাপুর আসছিলাম ভার্সিটি থেকে তুরাগ ট্রেনে। তুরাগের এক বগি থেকে আরেক বগি তে যাওয়া যায় না (লোকাল ট্রেন) আর ওই বগি তে শুধু এরাই ছিলো।

ট্রেন ছাড়ার পরে আমার মনে হলো সামথিং ইজ রঙ কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, ওরা চোখের পলকে আমার গলায় গামছার ফাঁস টা ঢুকিয়ে দিলো পিছন থেকে আর আমাকে টেনে সিট থেকে নিচে ফেলে দিলো। আমার এরপরের আর কিছুই মনে নেই, শুধু মনে আছে আমি গামছাবাঁধা গলায় গামছার ফাঁক দিয়ে হাত ঢুকানোর চেষ্টা করছি আর ওরা গালি গালাজ করছে।

আমার কাছ থেকে ওরা বেশি টাকা পায়নি, সর্বোচ্চ ১৫০ টাকা ছিলো ক্লাস করে বাসায় যাচ্ছি কিন্তু ব্যাগ টা বড় ছিলো আর ছিলো প্র‍্যাকটিক্যাল প্যাটার্ন ক্লাসের জিনিসে ঠাসা। মোবাইল মানিব্যাগ নিয়ে গেছিলো, মানিব্যাগ এ আইডি কার্ড ছিলো।

আর হ্যা, কাঙ্গালি গুলা কে আমার যেটা আকৃষ্ট করছিলো বলে আমার ধারণা সেটা হলো কাধে ঝুলানো থাকা কালো লম্বা গোল পেপার হোল্ডার।
যাই হোক এর পরে আমাকে কিছু পথচারী নিকটস্থ ক্লিনিকে নিয়ে গেলে তারা আমাকে রাখতে অস্বীকৃতি জানায় বলে ইয়াং ছেলে এটা পুলিশ কেস। তাই তারা আমাকে টহল পুলিশের কাছে হস্তান্তর করেছিলো কিছু সময় পরেই।

এই ঘটনার পর চারদিন আমার কোনো খোজখবর পাওয়া যায় নাই হাসপাতাল গুলোর মর্গে, ইমার্জেন্সি ওয়ার্ডে, রেল স্টেশন এ, রেলের ডোমঘরে এমন কোনো জায়গা নেই যেখানে আমার বন্ধু বান্ধব, এলাকাবাসী, পরিবারের লোকজন আমাকে খোজেনি (প্রসঙ্গত উল্লেখ্য আমার বাবা বাংলাদেশ রেলওয়ে তে কর্মরত আছেন)। ঢামেকেই আমার আব্বুর কলীগরা আর আমার বন্ধু রা এসে খুজে গিয়েছিলো কিন্তু আমাকে পায়নি অথবা দেখলেও শনাক্ত করতে পারেনি। আমার ভার্সিটির বন্ধু বান্ধবরা আমাকে খুজতে এয়ারপোর্ট স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত রেললাইন ধরে হেটেও এসেছিলো। ক্যান্টনমেন্ট ষ্টেশন এর কিছুটা সামনে অথবা পিছনে বন্ধুরা আমার ক্লাসের খাতা, নোট পত্র পরিত্যাক্ত হিসেবে পেলেও আমার কোনো খবর কেউ পাচ্ছিলো না।

পঞ্চম দিন দুপুর বেলা (৬ই জানুয়ারি) আমার মামা আমাকে ঢামেক এর ইমার্জেন্সি ওয়ার্ডের করিডরের লাস্ট বেডে খুজে পায়। আমাকে মামা দেখে চিনতে পারেনি, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমার মাথার স্কাল্প এ একটা বিরল অসুখ আছে যেটার কারণে ওই জায়গার চুল পরে গেছে এবং চামড়া শক্ত হয়ে গেছে ওইটা দেখে আমার মামা আমাকে শনাক্ত করেন।
আমাকে যখন পাওয়া যায় তখন আমার হাত বাধা ছিলো বেডের সাথে, কারণ জিজ্ঞেস করার পরে আমার পরিবার কে বলা হলো আমি যাতে উঠে চলে না যাই তার জন্য। আমার গায়ে আন্ডারওয়্যার ছাড়া ছিলো না আর কোনো কাপড়, সব ছিড়ে গেছিলো, রক্ত ধুলা বালি লেগে ছিলো তাই সিভিয়ার ইনফেকশন যাতে না হয় সে কারণে ওগুলো খুলে রেখেছিলো।

এই ছবিটা আমাকে খুঁজে পাওয়ার ২-৩ দিন পরের রাশমনো হাসপাতাল, মগবাজারে চিকিৎসা চলছে তখনকার।

যাই হোক সবাই সাবধানে রাতের ট্রেন এ চলাফেরা করবেন, লংজার্নি তে উপরের ঘটনাটা খুব ঘন ঘন হয় সুতরাং সিগারেট খেতে গেলেন বা যে কোন সময় একা দরজার কাছে গেলেন তখন চোখ কান খোলা রাখবেন। আর কখনোই বগি তে কম লোক থাকলে সেটায় উঠবেন না।

আল্লাহ তায়ালা আপনাকে আমাকে আমাদের সবাই কে হেফাজত করুন, আমিন।

23/08/2025

ইয়েমেনে ৪৮ ঘন্টার মধ্যে ধ'র্ষকের শাস্তি সম্পন্ন!❤️🫡

এমন বাংলাদেশে হলে অনেক ভালো হত, ❤️মন থেকে দোয়া করি এমন শুরু হোক বাংলাদেশ ❤️

21/08/2025

ইন্না-লিল্লাহ.... আহ কি নির্মমতা 😭
ঢাকায় লন্ডন প্রবাসীর স্ত্রীকে ধ'র্ষ'ণ করে,দুই বাচ্চা সহ তাকে হ'ত্যা করে ধর্ষ*কেরা দামি জিনিস পত্র নিয়ে পালিয়ে গিয়েছে।

12/08/2025

জামালপুরের দেওয়ানগঞ্জ সাবরেজিস্ট্রি অফিসে চলছে ঘুষ বাণিজ্য (১ম পর্ব) ||
বিস্তারিত দেখুন ভিডিওতে -

10/08/2025

একটু আগে বিমানবন্দর রেলস্টেশন থেকে কোরিয়ান এই ভদ্রলোকের ফোন ছিন'তাই করে নিয়ে গেছে! মাটিত হাটু গেড়ে বসে তার অসহায় আকুতি দেখে খুবই খারাপ লাগছে। হয়তো ফোনে মূল্যবান কিছু ছিল! হয়তো ফ্যামিলির সাথে যোগাযোগ করতো!
কেমন দেশের মানুষজন আমরা!

সংগৃহীত

09/08/2025

শেরপুরে অসুস্থ নারীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা!

শেরপুরের শ্রীবরদী উপজেলার ৩নং কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার সংলগ্ন এলাকায় এক অসুস্থ নারীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা এবং নি র্যা তনের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই নারী স্বামীর হাতে অমানবিক নি র্যা তনের শিকার হয়ে আসছেন।
(তথ্যচিত্র সংগ্রহীত)

হাছা কথা 👏
28/07/2025

হাছা কথা 👏

24/07/2025

গাজীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়াই ইউনিয়ন বি'এ'নপি'র স'-ন্ত্রাসী সংগঠন ছাত্রদলের স'ভাপতি এক তরুণীকে প্র'-'কা'শ্যে পা'ইপ দিয়ে এলোপাথাড়ি পে'-'ঠা'চ্ছেন।🙂💔

23/07/2025

ব'উ কে না জানিয়ে, দ্বি`তী`য়-বি`য়ে করে বিদেশ চলে যাওয়ার সময়,এয়ারপোর্টে ১ম ব'উয়ের কাছে হাতে নাতে আ`ট`ক স্বামী ! 🥴🤦‍♂️

Address

Jamalpur
Dewanganj
2030

Telephone

+8801305733344

Website

Alerts

Be the first to know and let us send you an email when PungtaBoys posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share