Divention

Divention A Comprehensive Science Magazine has been published by The Royal Scientific Publications.

ঘোষণা করা হলো সাহিত্যে নোবেল পুরস্কার ২০২৫! 🏆এবারের এই সম্মানজনক পুরস্কারটি জিতলেন হাঙ্গেরীয় লেখক লাসলো ক্রাসনাহোরকাই (...
09/10/2025

ঘোষণা করা হলো সাহিত্যে নোবেল পুরস্কার ২০২৫! 🏆

এবারের এই সম্মানজনক পুরস্কারটি জিতলেন হাঙ্গেরীয় লেখক লাসলো ক্রাসনাহোরকাই (László Krasznahorkai)।

সুইডিশ একাডেমির মতে, "সর্বনাশা আতঙ্কের মাঝেও শিল্পের শক্তিকে পুনর্নিশ্চিত করে এমন আকর্ষণীয় এবং দূরদর্শী কাজের জন্য" তাঁকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

লাসলো ক্রাসনাহোরকাই তাঁর 'শাতানট্যাঙ্গো' (Sátántangó) এবং 'দ্য মেলানকলি অফ রেজিস্ট্যান্স'-এর মতো উপন্যাসের জন্য সুপরিচিত। মার্কিন সমালোচক সুসান সনট্যাগ তাঁকে 'অ্যাপোক্যালিপ্সের মাস্টার' বা সর্বনাশের নিপুণ রূপকার বলে অভিহিত করেন। তাঁর লেখার অন্যতম বৈশিষ্ট্য হলো দীর্ঘ, জটিল বাক্য যা পাঠককে এক ভিন্ন জগতে নিয়ে যায়।

#নোবেলপুরস্কার২০২৫ #সাহিত্য #লাসলোক্রাসনাহোরকাই #বই #বইপ্রেমী

বিজ্ঞানের অজানা জগতের চমকপ্রদ সব তথ্য, নিত্যনতুন আবিষ্কার, যুগান্তকারী গবেষণা, কিংবা বহুবছরের অমীমাংসিত রহস্য উন্মোচন—সব...
09/10/2025

বিজ্ঞানের অজানা জগতের চমকপ্রদ সব তথ্য, নিত্যনতুন আবিষ্কার, যুগান্তকারী গবেষণা, কিংবা বহুবছরের অমীমাংসিত রহস্য উন্মোচন—সবকিছু নিয়েই প্রতিমাসে প্রকাশিত হচ্ছে আমাদের ডাইভেনশন বিজ্ঞান ম্যাগাজিন।

একটি কৌতূহলী, দূরদর্শী ও বিজ্ঞানমনস্ক জাতি গড়ে তুলতে আমরা, The Royal Scientific Publications (TRSP), নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
দেশের প্রতিটি প্রান্তের পাঠকের হাতে পৌঁছে দিচ্ছি কৌতূহলভরা জ্ঞানের ঝুড়ি— ডাইভেনশন বিজ্ঞান সাময়িকী।|

আপনি নিজে সংগ্রহ করুন , আপনার বন্ধুকে উপহার দিন এবং একটি বিজ্ঞানমনস্ক জাতি গঠনের এই পথচলায় যুক্ত হোন আমাদের সাথে।
সংগ্রহ করতে ভিজিট করুন; https://trsp.link/trspmagazines

দেশের যেকোনো প্রান্ত থেকে ডেলিভারি নিন, কোনো অতিরিক্ত ডেলিভারি চার্জ নেই।

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী২০২৫ সালের রসায়নে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ বছর "মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কস ...
08/10/2025

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

২০২৫ সালের রসায়নে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ বছর "মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কস (M*F)" নামক বিশেষ আণবিক কাঠামো তৈরির জন্য যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন সাসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম. ইয়াঘি।

তাঁদের আবিষ্কৃত এই কাঠামোটি ধাতব আয়ন এবং জৈব অণু দিয়ে তৈরি, যার ভেতরে প্রচুর ছিদ্র বা শূন্যস্থান থাকে। এই যুগান্তকারী প্রযুক্তি ব্যবহার করে মরুভূমির বাতাস থেকে জল সংগ্রহ, কার্বন ডাইঅক্সাইড শোষণ এবং বিষাক্ত গ্যাস সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব।

নোবেল কমিটির মতে, এই গবেষণা প্রয়োজন অনুযায়ী নতুন পদার্থ তৈরির এক বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

পদার্থবিজ্ঞানে নোবেল ২০২৫: কোয়ান্টাম জগতের রহস্য উন্মোচনে তিন বিজ্ঞানীর যুগান্তকারী সাফল্যপদার্থবিজ্ঞানে ২০২৫ সালের নোব...
07/10/2025

পদার্থবিজ্ঞানে নোবেল ২০২৫: কোয়ান্টাম জগতের রহস্য উন্মোচনে তিন বিজ্ঞানীর যুগান্তকারী সাফল্য

পদার্থবিজ্ঞানে ২০২৫ সালের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস। এই সম্মানজনক পুরস্কারটি যৌথভাবে পেয়েছেন তিন বিজ্ঞানী—জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরেট এবং জন এম. মার্টিনিস।

"একটি বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম টানেলিং এবং শক্তি কোয়ান্টাইজেশন আবিষ্কারের জন্য" তাঁদের এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

✨ “কৌতূহলী মনের জন্য TRSP Magazine এর সেরা কম্বো!The Why? এবং Divention – একসাথে কম্বো অফারে 📚”এখনি অর্ডার করে নিন আপনার...
06/10/2025

✨ “কৌতূহলী মনের জন্য TRSP Magazine এর সেরা কম্বো!
The Why? এবং Divention – একসাথে কম্বো অফারে 📚”

এখনি অর্ডার করে নিন আপনার কম্বো প্যাকটি।
সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি।

অর্ডার করতে ভিজিট করুন: https://trsp.link/trspmagazines

“বিজ্ঞান”—শব্দটি শুনলেই মনে জাগে এক রহস্যময় আহ্বান। অজানাকে জানার অদম্য কৌতূহল আর প্রকৃতির রহস্য উন্মোচনের যাত্রাই তো ব...
05/10/2025

“বিজ্ঞান”—শব্দটি শুনলেই মনে জাগে এক রহস্যময় আহ্বান। অজানাকে জানার অদম্য কৌতূহল আর প্রকৃতির রহস্য উন্মোচনের যাত্রাই তো বিজ্ঞান। আমাদের চারপাশের প্রতিটি ঘটনা, প্রতিটি মুহূর্তে জড়িয়ে আছে বিজ্ঞানের বিস্ময়।

এই বিস্ময়কে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং একটি বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে আমরা নিরলস কাজ করছি। আমাদের লক্ষ্য, বিজ্ঞানভিত্তিক ম্যাগাজিন ও বইয়ের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি প্রান্তে জ্ঞানের আলো পৌঁছে দেওয়া।

আমাদের বিজ্ঞানভিত্তিক ম্যাগাজিন ও বইগুলো দেখতে ভিজিট করুন: https://trsp.link/scientificstudyseries

প্রিয় পাঠক,  প্রকাশিত হয়েছে ডাইভেনশন বিজ্ঞান ম্যাগাজিনের - জুলাই ২০২৫ সংখ্যা।অর্ডার করতে ভিজিট করুন: https://trsp.link/t...
04/10/2025

প্রিয় পাঠক, প্রকাশিত হয়েছে ডাইভেনশন বিজ্ঞান ম্যাগাজিনের - জুলাই ২০২৫ সংখ্যা।

অর্ডার করতে ভিজিট করুন: https://trsp.link/trspmagazines

কল্পনা করুন তো, একজন মানুষ যিনি বিদ্যুতের নীল আলোকরশ্মির মধ্যেই দেখতে পেয়েছিলেন আগামীর পৃথিবীকে। তিনি আর কেউ নন, যুগান্ত...
01/10/2025

কল্পনা করুন তো, একজন মানুষ যিনি বিদ্যুতের নীল আলোকরশ্মির মধ্যেই দেখতে পেয়েছিলেন আগামীর পৃথিবীকে। তিনি আর কেউ নন, যুগান্তকারী উদ্ভাবক নিকোলা টেসলা। এসি (AC) বিদ্যুৎ ব্যবস্থা থেকে শুরু করে মোটর, ট্রান্সফরমার আর তারবিহীন বিদ্যুৎ সরবরাহের মতো অবিশ্বাস্য সব ধারণা—সবখানেই তাঁর বিস্ময়কর প্রতিভার ছাপ।

তাঁর চিন্তার জগৎ ছিল নীল বজ্রের মতোই শাখা-প্রশাখায় বিস্তৃত আর রহস্যে ঘেরা। সেই রহস্যময় জগতে প্রবেশের চাবিকাঠি নিয়েই আমাদের আজকের আয়োজন। "এক রহস্যময় প্রতিভা- নিকোলা টেসলা" বইটি আপনাকে নিয়ে যাবে সেই পৃথিবীতে, যেখানে টেসলার যুগান্তকারী উদ্ভাবনগুলো আজও ভবিষ্যতের আবিষ্কার বলে মনে হয়।

আপনি কি প্রস্তুত সেই রহস্যময় প্রতিভার জগতে ডুব দিতে? টেসলার জীবন, তাঁর অবিশ্বাস্য আবিষ্কার এবং তাঁর দূরদর্শী চিন্তাভাবনার সাথে পরিচিত হতে আজই সংগ্রহ করুন "নিকোলা টেসলা" বইটি।

অর্ডার করতে ভিজিট করুন: https://trsp.link/Nikola-Tesla

#বই #বিজ্ঞান #উদ্ভাবন #রহস্য #প্রতিভা

এক রহস্যময় প্রতিভা — নিকোলা টেসলা।বিদ্যুতের ঝলকানির ভেতর দিয়ে যে মানুষটি ভবিষ্যৎকে দেখেছিলেন - তিনি নিকোলা টেসলা।বিখ্যাত...
29/09/2025

এক রহস্যময় প্রতিভা — নিকোলা টেসলা।

বিদ্যুতের ঝলকানির ভেতর দিয়ে যে মানুষটি ভবিষ্যৎকে দেখেছিলেন - তিনি নিকোলা টেসলা।

বিখ্যাত উদ্ভাবক, এক রহস্যময় প্রতিভা। এসি (AC) বিদ্যুৎ ব্যবস্থা, মোটর ট্রান্সফরমার আর বিদ্যুৎ বণ্টনের অকল্পনীয় পথ-সব জায়গায় তাঁর ছাপ। নীল বজ্রের শাখা-প্রশাখার মতো ছড়িয়ে থাকা তাঁর ভাবনার জগতে পৌঁছাতে চাইলে আপনাকে এই বইয়ের পাতায় আসতেই হবে।

এই বই সেই রহস্যময় প্রতিভাবান টেসলাকে নিয়েই- যার উদ্ভাবন আজও ভবিষ্যতের আবিষ্কার বলে মনে হয়।

তাহলে তৈরি তো “এক রহস্যময় প্রতিভা- নিকোলা টেসলা”র জগতে যেতে?

আজই সংগ্রহ করো ”নিকোলা টেসলা” বইটি
অর্ডার করতে ভিজিট করো: https://trsp.link/Nikola-Tesla

✨ আমাদের প্রিয় বিজ্ঞানপ্রেমী পাঠকের জন্য হাজির হলো এক রহস্যময় প্রতিভা — নিকোলা টেসলাবিদ্যুতের ঝলকানির ভেতর দিয়ে যে মানুষ...
27/09/2025

✨ আমাদের প্রিয় বিজ্ঞানপ্রেমী পাঠকের জন্য হাজির হলো এক রহস্যময় প্রতিভা — নিকোলা টেসলা

বিদ্যুতের ঝলকানির ভেতর দিয়ে যে মানুষটি ভবিষ্যৎকে দেখেছিলেন - তিনি নিকোলা টেসলা।

বিখ্যাত উদ্ভাবক, এক রহস্যময় প্রতিভা। এসি (AC) বিদ্যুৎ ব্যবস্থা, মোটর ট্রান্সফরমার আর বিদ্যুৎ বণ্টনের অকল্পনীয় পথ-সব জায়গায় তাঁর ছাপ। নীল বজ্রের শাখা-প্রশাখার মতো ছড়িয়ে থাকা তাঁর ভাবনার জগতে পৌঁছাতে চাইলে আপনাকে এই বইয়ের পাতায় আসতেই হবে।

এই বই সেই রহস্যময় প্রতিভাবান টেসলাকে নিয়েই- যার উদ্ভাবন আজও ভবিষ্যতের আবিষ্কার বলে মনে হয়।

তাহলে তৈরি তো “এক রহস্যময় প্রতিভা- নিকোলা টেসলা”র জগতে যেতে?

আজই সংগ্রহ করো ”নিকোলা টেসলা” বইটি

অর্ডার করতে ভিজিট করো: https://trsp.link/Nikola-Tesla

22/09/2025

আমরা সবাই টমাস আলভা এডিসনকে চিনি বৈদ্যুতিক বাতির সফল উদ্ভাবক হিসেবে। তিনি ছিলেন একজন দূরদর্শী ব্যবসায়ী এবং প্রায়োগিক উদ্ভাবক। তাঁর স্বপ্ন ছিল ডাইরেক্ট কারেন্ট (DC) দিয়ে পুরো পৃথিবীকে আলোকিত করা।

কিন্তু এই গল্পের আরেকজন নায়ক আছেন, তিনি হলেন নিকোলা টেসলা। সার্বিয়া থেকে আসা এই বিস্ময়কর প্রতিভাবান প্রকৌশলী এডিসনের কোম্পানিতেই কাজ করতে এসেছিলেন। টেসলা বুঝতে পেরেছিলেন যে, DC কারেন্টের চেয়ে অল্টারনেটিং কারেন্ট (AC) অনেক বেশি শক্তিশালী এবং কম খরচে বহুদূর পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে দিতে সক্ষম।

এখান থেকেই শুরু হয় ইতিহাসের বিখ্যাত "কারেন্টের যুদ্ধ" (War of the Currents)। একদিকে ছিলেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এডিসন ও তার DC সাম্রাজ্য, অন্যদিকে ছিলেন নিজের তত্ত্বে বিশ্বাসী টেসলা ও তার যুগান্তকারী AC সিস্টেম। এডিসন মানুষকে ভয় দেখাতে AC-কে বিপজ্জনক প্রমাণ করার জন্য নানা কৌশল অবলম্বন করেছিলেন।

শেষ পর্যন্ত কী হয়েছিল? টেসলার AC সিস্টেমই জয়ী হয় এবং আজকের পৃথিবীতে আমরা যে বিদ্যুৎ ব্যবস্থা ব্যবহার করি, তা টেসলার দেখানো পথেই তৈরি।
-------------------------------------------

বিজ্ঞানের যুগান্তকারী সব আবিষ্কার, নিত্য নতুন গল্পসহ নানা অজানা বিষয় জানতে আজই সংগ্রহ করো আমাদের ডাইভেনশন বিজ্ঞান ম্যাগাজিন।

মূল্য মাত্র: ৮০ টাকা
হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি।

অর্ডার করতে ভিজিট করুন; https://trsp.link/trspmagazines

20/09/2025

Congrasts Bangladesh Team.
🏏🇧🇩🇧🇩

Address

32, Purana Paltan
Dhaka-1000

Alerts

Be the first to know and let us send you an email when Divention posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Divention:

Share

Category