
09/10/2025
ঘোষণা করা হলো সাহিত্যে নোবেল পুরস্কার ২০২৫! 🏆
এবারের এই সম্মানজনক পুরস্কারটি জিতলেন হাঙ্গেরীয় লেখক লাসলো ক্রাসনাহোরকাই (László Krasznahorkai)।
সুইডিশ একাডেমির মতে, "সর্বনাশা আতঙ্কের মাঝেও শিল্পের শক্তিকে পুনর্নিশ্চিত করে এমন আকর্ষণীয় এবং দূরদর্শী কাজের জন্য" তাঁকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
লাসলো ক্রাসনাহোরকাই তাঁর 'শাতানট্যাঙ্গো' (Sátántangó) এবং 'দ্য মেলানকলি অফ রেজিস্ট্যান্স'-এর মতো উপন্যাসের জন্য সুপরিচিত। মার্কিন সমালোচক সুসান সনট্যাগ তাঁকে 'অ্যাপোক্যালিপ্সের মাস্টার' বা সর্বনাশের নিপুণ রূপকার বলে অভিহিত করেন। তাঁর লেখার অন্যতম বৈশিষ্ট্য হলো দীর্ঘ, জটিল বাক্য যা পাঠককে এক ভিন্ন জগতে নিয়ে যায়।
#নোবেলপুরস্কার২০২৫ #সাহিত্য #লাসলোক্রাসনাহোরকাই #বই #বইপ্রেমী