Rowmari Today

Rowmari Today "রৌমারী টুডে "
L/N- ৯০০৪১৩৬৯৭৭০৪৮৩
M/O - ১১০৪৭১৪১৯১২২৪০৮১
তাং-২৪-১২-২০১৯ News/media/tv

পৃথিবীর নিকৃষ্টতম দেশে জন্মগ্রহণ করেছি।অনেকের মন্তব্য এটা।
25/06/2025

পৃথিবীর নিকৃষ্টতম দেশে জন্মগ্রহণ করেছি।
অনেকের মন্তব্য এটা।

23/06/2025

কুড়িগ্রাম ৪ আসনে এমপি হিসেবে দেখতে চায় জনগণ

২০২০ সালে"রৌমারী-মানকাচর-শিলং-গোহাটি-কোলকাতা" ভ্রমণ নিয়ে একটা আর্টিকেল লিখেছিলাম google আজ সেটি মনে করিয়ে দিল"‘Manacha...
22/06/2025

২০২০ সালে"রৌমারী-মানকাচর-শিলং-গোহাটি-কোলকাতা" ভ্রমণ নিয়ে একটা আর্টিকেল লিখেছিলাম google আজ সেটি মনে করিয়ে দিল"

‘Manachar to Kolkata’ road.
By Rasel Chowdhury.
“When ’ New Year 2020 ’ start, I was seated with a gentlemen” who is a fellow of the East India Railway. Named Mithun Bose, a small officer in the railway. His home is in Karimganj district, at the very end of Assam province. The gentleman’s words indicate that his residence is on the border of Sylhet a Bangladeshi City. He can speak the Sylhety language exactly.
Last week I attended an Science Seminar at University of Dhaka and received an Invitational Mail from the South Asian Environmental Conference. I thought I would immigrate to Kolkata by the border near my house rowmari lc port. Just as I think, 3 pm I do that, but the immigration experience in Manakachar Port is one of the most important experiences of my life. Which is a rare occurrence in an immigration system in any country in the world. No computerised system, Soaked the entire palate with black ink and let me print dozens of paper prints! You don’t even have to look at all the papers. There is madness in the mood.
Later, at 5:30 pm, I left for the night Super ( Like the local bus ) from Manakachar to Guwahati. I arrived at seven in the morning at the central Assam Rail Station which is GUWAHATI RAIL STATION.
From here, the train will go to Kolkata. But the train ticket was not available in the morning. I was foreigner so I can buy a sleeping seat ticket for the ‘Kanchanjungha Express’ at 10:30 pm the same day. With no work all day, I headed to Shillong, the capital of Meghalaya. When I arrived in Shillong, I was felt with cold. What a strange place, in April months winter is steel here ! Shillong is called Eastern Scotland. This is a well-guarded city. I suddenly felt like I had come to a small town in Korea. ( I was lived South Korea for 4 years ). women dress, whiskey shops, bars are like any western city. Unfortunately my phone was not charged and power off. So I couldn’t capture many beautiful scenerys pictures. later in the afternoon, I arrived in Guwahati Train Station by a private car (like a taxi service) in Hyundai Brand and left for Kolkata by train at night. Journey was 24 hours at the end of the night. Arrived at Collington, Marquis Street, Kolkata. By that time, the day of the New Years is over. Although I have not received this day, all those who have received the day, delayed wishes of all. Happy New Year 2020, bring happiness to everyone’s life

18/06/2025

রৌমারীতে জামাতে ইসলামীর নেতাকর্মী ও হিসাব রক্ষণ অফিসারের মারধরের ঘটনা কে কেন্দ্র করে তুমুল আলোচনা ও সমালোচনা। মূলত হিসাবরক্ষণ অফিসে ঘুষ ছাড়া কোন কাজ হয় না। ভিডিওটি দেখুন।

NB: আমার মায়ের পেনশনের টাকা তুলতে গিয়ে কয়েক ধাপে অনেক টাকা ঘুষ দিতে হয়েছে এবং ভোগান্তির শেষ ছিল না।।

16/06/2025

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ABC নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে লক্ষ্যবস্তু করার সম্ভাবনা অস্বীকার করেননি।

নেতানিয়াহু বলেন,
"দেখুন, আমরা যা করা দরকার তা-ই করছি।"

তিনি আরও বলেন,
"আমি বিস্তারিত বলতে চাই না, কিন্তু আমরা ইতিমধ্যে তাদের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করেছি।"
"এটা মূলত হিটলারের পারমাণবিক দল।"

ইরানের নেতাকে হত্যা করার পরিকল্পনা নিয়ে নেতানিয়াহু বলেন,
"এটি সংঘাত বাড়াবে না, বরং এটি সংঘাতের অবসান ঘটাবে।"

-টাইমস অফ ইস/রা/ইল

Guido pointed out this morning that the UK government has been strangely quiet on a mooted meeting with Bangladesh’s int...
10/06/2025

Guido pointed out this morning that the UK government has been strangely quiet on a mooted meeting with Bangladesh’s interim leader Muhammad Yunus. Yunus is in the UK this week: 9 – 13 June and Bangladeshi officials said a face-to-face with the PM would take place. …

Yunus is meeting King Charles – whom he knows well – to receive the prestigious “Harmony Award 2025” at St James’s Palace on Thursday. It is extremely irregular for a meeting with our PM to be swerved on the UK side…

When Yunus entered power as interim leader last year this is what the UK government said:

“UK government warmly welcomes the appointment of H.E Professor Yunus and the interim government. The interim government has the UK’s full support as it works to restore peace and order, ensure accountability and promote national reconciliation.”

Starmer said as much in a letter to Yunus. Why then are they not meeting?

Recent internal political chatter has been focussed on intense nervousness with regard to any meeting mentioning Tulip Siddiq. Yunus has previously discussed a possible extradition of Siddiq, who is facing charges in Bangladesh…

Siddiq herself denies all wrongdoing. The Awami League party of Tulip’s aunt the ousted dictator Sheikh Hasina has written to Downing Street to express their displeasure at reports a meeting was on the cards. Starmer met with senior Awami League figures just months ago. This ongoing scandal raises extremely serious implications for the UK’s ability to conduct international diplomacy effectively…

9 Jun 2025 @ 15:41





EXC: Starmer May Swerve Meeting With Bangladesh Interim Leader as Tulip Siddiq Scandal Continues
Matters are coming to a head this week as Bangladesh’s interim leader Muhammad Yunus visits London to receive an award and – according to Bangladeshi officials – speak with Keir Starmer. The UK side has been strangely quiet about the upcoming meeting sought by Yunus, suggesting there is nervousness in Downing Street about what might be brought up…

Last week Yunus said he would raise Bangladesh’s efforts to recover funds allegedly embezzled by Awami League figures in Sheikh Hasina’s regime and stored in assets abroad. Former anti-corruption minister Tulip Siddiq has also put herself on the agenda this weekend…

In a letter to Yunus which was briefed to The Guardian Siddiq requests a meeting with Bangladesh’s leader in order to “help clear up the misunderstanding perpetuated by the anti-corruption committee in Dhaka that I have questions to answer in relation to my mother’s sister, the former prime minister of Bangladesh, Sheikh Hasina.” Siddiq promoted her enthusiasm to clear matters on an X post with the comments turned off…

Tulip and her lawyers have always denied all wrongdoing and she adds in the letter: “I have no property nor any business interests whatsoever in Bangladesh. The country is dear to my heart but it is not the country where I was born, live in or have built my career in.” Meanwhile over the weekend the Anti-Corruption Commission in Bangladesh said it had seized 87 pages of tax returns filed in the country by Siddiq which “cover the assessment years 2006–07 to 2018–19″…

The Awami League party of Tulip’s aunt Sheikh Hasina is protesting the visit, telling Downing Street “that any formal meeting lends legitimacy to an unelected and unconstitutional administration.” As revealed on these pixels Starmer has hobnobbed with senior Awami League staff – including Hasina – for years and was seen doing so as recently as December…

Yunus’ office for its part says it never received that letter from Tulip and therefore “we cannot comment on something we have not seen.” If Starmer actually meets with Yunus the pair has the opportunity to discuss the case in detail…

9 Jun 2025 @ 11:27

daily report from London

09/06/2025

অনেকেই ক*রোনার নতুন আক্র*মণ নিয়ে জানতে চেয়েছে।

আমি বলবো- এগুলো নিয়ে অযথা ভ*য় পাওয়ার কোন কারণ নেই।

আমি আগেও বলেছি, এখনও বলবো- এসব ভাইরাস তাদের জন্য ভয়ের কারণ যাদের কো-মরবিডিটি আছে। মানে যারা কিডনী, হার্ট, ডায়বেটিকস, ফুসফুসে বিভিন্ন ক্রোনিক রো*গে আক্রান্ত। বয়স হয়ে গেছে এবং ইমিউন সিস্টেম দুর্বল। এসব বৃদ্ধ মানুষের মৃ*ত্যুর জন্য একটা উপলক্ষ্য লাগে। এখন করোনা আসছে, এর আগে ডেঙ্গু জ্বর ছিলো, কখনো টাইফয়েড জ্বর হবে। এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু এগুলোর মাধ্যমে ভী*তি ছড়িয়ে কেউ কেউ ব্যবসা করতে চায়, এটাই সমস্যা।

মানে প্রতিনিয়ত অনেকে মানুষ মারা যায় কিডনী, হার্ট, ফুসফুসের সমস্যায়, মানে বয়স জনিত কারণে। এখনও মারা যাবে। কিন্তু তারা মারা যাওয়ার সময় তাদের শরীরে করোনা ভাইরাস থাকায়, সেটা করোনায় মৃ*ত্যু হিসেবে কাউন্ট হবে। একটু আগে বিবিসিতে এক খবরে দেখলাম, একজন করোনায় মা*রা গেছে, তার বয়স ৯০ বছর।

অনেকে বলতেছে- সবাই মাস্ক পরেন। তাহলে করোনায় ধরবে না।
ভাই বাংলাদেশে মানুষ যে ৫ টাকা দামের মাস্ক পরে, এর সাথে ভাইরাস আসা-যাওয়ার কোন সম্পর্ক নাই। ফলে এগুলো পরা আর না পরা সমান। কিছু উন্নতমানের সার্জিকাল মাস্ক আছে। কিন্তু সেগুলো বেশিক্ষণ পড়লে আপনার স্বাস্থ্য সমস্যা হবে।

আর সামাজিক দূরত্বের কথাও বলা হচ্ছে। এটাও মনগড়া থিউরী।
দুই হাত দূরত্বে থাকলে করোনা ধরবে না, কাছে আসলে ধরবে, এর কোন সাইন্টিফিক প্রমাণ নাই। সুতরাং সামাজিক দূরত্বের সাথে করোনার কোন সম্পর্ক নাই।

তবে নতুন করোনাকে পূজি করে টিকা ব্যবসায়ীরা বুস্টার ডোজের ব্যবসা করবে। কিন্তু নতুন করে এই টিকা নিতে গিয়ে অনেকে অসুস্থ হবে।
কিংবা যারা আগে টিকা নিয়েছিলো, এবার তাদেরকেও বেশি করে করোনা ধরতে পারে, টিকার নামে আপনার শরীরে করো*নারই নতুন ভ্যারিয়েন্ট ঢুকায় দেয়া হবে।

বলা হবে- এর মাধ্যমে আপনার শরীরে আগে থেকে ইমিউন সিস্টেম জাগ্রত রাখা হচ্ছে। কিন্তু এতে অনেকের শরীরে ইমিউন সিস্টেম অতি-জাগ্রত/নিয়ন্ত্রহীন হয়ে যাবে। যা শরীরের জন্য উপকারের থেকে অপকার, যা অনেক ক্ষেত্রে আমাদের হার্ট বা রক্ত নালিকা সহ্য করতে পারে না। রক্ত জমাট বেধে স্ট্রোক বা হার্ট এ্যাটাক হতে পারে। অনেকের অটো ইমিউন ডিজিজ হিসেবে চর্মরোগ বা অ্যালার্জি দেখা দিতে পারে।
- NC8

23/05/2025

রৌমারীতে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের দুপক্ষের হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি।

21/05/2025

বাংলাদেশ সেনাবাহিনীর সকল পদবীর কর্মকর্তাদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় সেনাপ্রধান ও অন‍্যান‍্য কর্মকর্তাদের আলোচনার মূল অংশঃ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথোপকথনের ভিত্তিতে।

১। সেনাপ্রধান শুরুতেই সকলকে পেশাদারিত্বের সাথে দীর্ঘসময় দায়িত্ব পালনের জন্যে ধন‍্যবাদ জানান।

২। তিনি বলেন এখন সময় এসেছে রাজনৈতিক সরকারের দেশ পরিচালনা করার।

৩। করিডোর, বন্দর এবং অন্যান্য নীতিগত সিদ্ধান্তগুলো রাজনৈতিক সরকারের দ্বারা পরিচালিত হবে।সেনাপ্রধান স্পষ্ট ভাষায় জানিয়ে দেন - কোন করিডোর হবে না।

তিনি জোর দিয়ে বলেন যে এমন সিদ্ধান্ত (যেমন, মানবিক বা কৌশলগত করিডোর খোলার বিষয় ) শুধুমাত্র একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের দায়িত্বের মধ্যে আসে, যা বর্তমান সরকার এর এক্তিয়ার ভূক্ত নয়। কাউকে কোন প্রকারের করিডোর দেওয়া যাবে না – এটি পুরোপুরি অগ্রহণযোগ্য। এই সিদ্ধান্তে সেনাবাহিনী স্পষ্ট করে দিয়েছে, তারা কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বিদেশি শক্তিকে অঘোষিত বা অনানুষ্ঠানিক “করিডোর” বা ছাড় দেয়ার নীতি অনুসরণ করবে না। কোন বিদেশী দূতাবাস বা গোষ্ঠির পরামর্শে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত হবেনা।

৪. ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবার ব্যাপারে উনি মন্তব্য করেন - আমি আশা করছি ০১ জানুয়ারী ২০২৬ থেকে নতুন নির্বাচিত সরকার বাংলাদেশ পরিচালনা করবে।

৫. তিনি বলেন হঠাৎ করে কিছু ব্যক্তি বিদেশ থেকে আসবে এবং এ দেশের বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে জানার ও নিজ মতানুযায়ী প্রভাবিত করার চেষ্টা করবে। কাজ হয়ে গেলে সংক্ষিপ্ত সফর শেষ করে ফিরে যাবে..এমনটা হতে পারে না।

৬. জুলাই- আগস্টের জাতিসংঘের রিপোর্ট সম্পর্কে সেনাবাহিনী কিছুই জানতো না কেন? এ বিষয়ে জাতিসংঘকে জিজ্ঞাসা করা হয়েছিল, তারা বলেছিল এটি আপনার সরকারের কাছে জানানো হয়েছে কিন্তু সরকার আমাদের সঙ্গে পরামর্শ করেনি এবং আমাদের জানায়নি - কেন?

৭. সমস্ত রাজনৈতিক সমস্যা রাজনৈতিক সরকারের দ্বারা সমাধান করতে হবে।

৮। তিনি প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের কার্যক্রমে প্রশংসা করেন কিন্ত তারা সরকার পরিচালনার বিষয়ে অনভিজ্ঞ, সেই কারণে রাজনৈতিক সরকারের বিকল্প নেই একটি দেশ পরিচালনা করার জন্য।

৯। তিনি এক পর্যায়ে সবাইকে প্রশ্ন করেন, কেউ কি আমার দায়িত্ব গ্রহণ করতে ইচ্ছুক? তাহলে দয়া করে গ্রহণ করো।

১০। আমাদের ১/১১ এর অভিজ্ঞতা ভালো নয়। আমরা এমন কিছু কামনাও করিনা।

১১। তিনি কথা বার্তায় বেশ খোলামেলা ছিলেন। তিনি বললেন আমি জানি এখানে যা বলি সব সামাজিক মাধ্যমে চলে যাবে।

১২। তিনি আরও বললেন যে আমার কোন রাজনৈতিক ইচ্ছা বা উচ্চাভিলাষীতা নেই।

১৩। তিনি বলেন এখনও প্রমোশনের ক্ষেত্রে অনেক রাজনৈতিক চাপ আসছে।

১৪। তিনি সতর্ক করেছেন যে বর্তমান প্রশাসন অজান্তেই বাংলাদেশকে বিদেশী শক্তিগুলোর জন্য একটি যুদ্ধ ক্ষেত্রের ময়দানের দিকে ধাবিত করছে—একটি "প্রক্সি যুদ্ধ"।

১৫। একজন কমান্ডিং অফিসার জোর দিয়ে বলেছেন যে, দেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ, সার্বভৌমত্ব খর্বিত হয় এমন কোন কার্যকলাপ প্রশ্রয় দেয়া উচিত হবেনা।

১৬। উপস্থিত সকল কর্মকর্তা অফিসারগণ জেনারেল ওয়াকার এর সমর্থনে একত্রিত হয়ে আছে এবং উনার কমান্ড অনুসরণে কাজ করার জন্য প্রস্তুত, সেনাবাহিনীর কর্মকর্তারা যে কোন মুহুর্তে সেনাপ্রধানের কমান্ড অনুযায়ী কাজ করতে একতাবদ্ধ বলে সমস্বরে ঘোষণা দেন।

১৭। সেনাবাহিনী আর সহিংসতা বা আইনশৃঙ্খলা ভঙ্গ সহ্য করবে না, কঠোরভাবে নিয়ম প্রতিপালনের দিকে সচেষ্ট থাকবে।

১৮। রাস্তায় মব তৈরি করে অরাজকতা আর মানা হবে না বলে তিনি উল্লেখ করেন।

১৯। সংস্কার নিয়ে সেনাবাহিনীর পরামর্শ সরকার আমলে নেয়নি বলেও তিনি মন্তব্য করেন। অদ্যাবধি ১০ মাস পেরিয়ে গেলেও তেমন কোন উলে­খ যোগ্য সংস্কার দেখা যায় নি।

২০। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া উচিত, তবে নির্বাচনের পরেও সেনাবাহিনীকে কয়েক মাস বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে হতে পারে।

২১। নির্বাচনকে সামনে রেখে এ বছরের বাকী ক্রীড়া প্রতিযোগীতা অয়োজন না করার জন্য নির্দেশনা প্রদান করেন।

২২। আমাদের মনে রাখতে হবে, আমাদের দেশের সাধারণ জনগন দরিদ্র, তাদের ঘাম-রক্তের অর্থে আমাদের সবার বেতন হয়, সংসার চলে। তাদের স্বার্থ বিরোধী কোন কাজই যেন না ঘটে সে বিষয় আমাদের সকলকে অটল থাকতে হবে।

JNS.

বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনা...
12/05/2025

বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ সোমবার এই প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
[সূত্র GOB]

Address

Permanent/Rowmari Bazar, Present/15, Dhanmondi
Dhaka-1205
5640

Alerts

Be the first to know and let us send you an email when Rowmari Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rowmari Today:

Share

Category