Rowmari Today

Rowmari Today "রৌমারী টুডে "
L/N- ৯০০৪১৩৬৯৭৭০৪৮৩
M/O - ১১০৪৭১৪১৯১২২৪০৮১
তাং-২৪-১২-২০১৯ News/media/tv

নীতিরও একটা নীতি থাকে। নীতি  বাক্যেরও একটা সংগতি থাকে। আমি নীতি কথা খরচ করে  কারো কারো মনে উচ্চাসনে একশুন্য জায়গা ভোগ-দখ...
22/08/2025

নীতিরও একটা নীতি থাকে। নীতি বাক্যেরও একটা সংগতি থাকে। আমি নীতি কথা খরচ করে কারো কারো মনে উচ্চাসনে একশুন্য জায়গা ভোগ-দখল করার জন্য আজ কলমের সাথে আঙ্গুলের সন্ধি করি নাই। কিছু মানুষের নীতিতে সর্দি ধরেছে তা বয়ান করার জন্য লিখছি। কারো যদি ভালো না লাগে বা হিয়ার মাঝে কোনো দুর্দশার আঁচর লাগে তার জন্য আগাম দুঃখ প্রকাশ করছি। নীতি কথাগেুলো যদি কারো মনে খায় তবে আমাকে বাহবা না দিয়ে নীতির সর্দি উপশম করতে প্রতিষেধক হিসেবে কাজ করুন।

একজন সাংবাদিক যদি “বরের ঘরে পিসি, কনের ঘরে মাসি” এই বাক্য হেফজ করে ও সেই মতে চলে তবে তাকে কোনোক্রমেই সাংবাদিক বলা যায় না। যে সাংবাদিক উভয় পক্ষের সাথে ভালো সম্পর্ক বজায় রাখে তার নীতি সর্দিতে ভরা। এই ধরনের সাংবাদিকরা কেবল নিজেদের স্বার্থের জন্য উভয় পক্ষের সাথে সম্পর্ক বজায় রাখে। ছি ছি, সাংবাদিক ছি। ফেজবুকে লম্বা লম্বা ওয়াজ করেন তলে তলে জুয়ার টাকা, মাদকের টাকা, ঠিকাদারকে হুমকি দিয়ে পরের টাকায় নিজের বাজার করেন । ছি আপনি এ কেমন সাংবাদিক?

সর্দি এক ধরনের ভাইরাসঘটিত সংক্রামক রোগ , যা মানবদেহের ঊর্ধ্ব শ্বাসপথ, বিশেষ করে নাকে আক্রমণ করে। যার ফলে গলবিল, অস্থিগহ্বর ও স্বরযন্ত্রও আক্রান্ত হয়। নীতি হলো-সিদ্ধান্ত গ্রহণ ও যুক্তিযুক্ত ফল অর্জনের জন্য সুচিন্তিত নির্দেশিকা। সাংবাদিকের নীতিতে সর্দি আক্রমণ করলে তার চোখ ও বিবেক ভয়ঙ্কর ভাইরাসঘটিত সংক্রামক রোগে পরিণত হয়। নীতিতে সর্দি ধরা সাংবাদিককে সামাজিকভাবে প্রত্যাখ্যান করা উচিত। সেই সাথে তাদের তকমা দেওয়া দরকার ‘ত্যাজ্যসাংবাদিক’ হিসেবে ।

সন্ধির নিয়মে সম+বাদ=সংবাদ। প্রকৃতি ও প্রত্যয়ের নিয়মে সংবাদ+ষ্ণিক(ইক)=সাংবাদিক। তার মানে সংবাদের সাথে ঘনিষ্ট সর্ম্পকযুক্ত ব্যক্তি-ই সাংবাদিক। সাংবাদিক মানে নিস্তারহীন তথ্য ও তত্ত্বের জন্য, বস্তুনিষ্ঠ সংবাদ তৈরির জন্য নীতি ও সত্যের লড়াকু সিপাই। সংবাদ ও সংবাদপত্রের মাঝখানে সাংবাদিক। এ যেনো প্রত্যেক্ষ-পরোক্ষ ও সত্য-মিথ্যার কঠিন বিচারালয়ের কর্মযজ্ঞ ও নীতি-নৈতিকতার অগ্নিখেলা। একজন সাংবাদিকের শব্দ চয়ন ও বাক্য গঠন এক লোহমায় সারা দুনিয়ার আনাচে-কানাচে পৌঁছে যায় বলেই সংবাদপত্রের ভাষাকে বলা হয় পৃথিবীর বচন। সংবাদপত্র-ই পৃথিবীর মুখপাত্র আর সাংবাদিক তার সদা জাগ্রত বীর সেনানী। সংবাদ সবশ্রেণি লোকের খোরাক।

কানামাছি, গ্রামবাংলার ঐতিহ্যবাহী শিশুতোষ লোকজ খেলা । এ খেলা শিশুকালে কেউ খেলেনি তা ভাবাই যায় না। কিন্তু বড়ো হয়ে রৌমারী কিছু সাংবাদিক কানামাছি খেয়ায় মত্ত। কানামাছি খেলায় একজনের চোখ বেঁধে দেওয়া হয়, সে অন্যদের ধরার চেষ্টা করে। আর আপনি তো নীতির চোখ বেঁধে অন্যকে ধরার চেষ্টা করছেন। সুরা-কেরাত ঠিক না থাকলে যেমন সেই ইমামের পেছনে কোনো মুসল্লি ধর্মচর্চা করবে না তেমন আপনার নীতি না থাকলে ও আপনার নীতিতে সর্দি ধরলে আপনাকে কেউ সঠিক সাংবাদিক মনেই করবে না।

সাংবাদিকতা কখনো হুমকি-ধামকি দিয়ে টাকা কামানো ব্যবসা নয়। সাংবাদিকতা মানে কারো উপর অযাচিত কৌশল খাটিয়ে টাকা বাগিয়ে নেওয়া না। সাংবাদিকতা মানে কোনো দপ্তরে গিয়ে সেলামি চাওয়া নয়। সাংবাদিতা মানে সাংবাদিক সংগঠন করে টাকার ভাগ ফেলানো নয়। সাংবাদিকতা মানে রিলিফের বরাদ্দে নিজের ভাগ ফেলানো নয়। আপনি/আপনারা এসব কী করছেন? ছি ছি সাংবাদিক ছি।

সাংবাদিকতা দিয়ে আপনার সংসার না চললে সাংবাদিকতা বাদ দিয়ে ৭৪ হাত দূরে চলে যান। অন্যজনকে সঠিক সাংবাদিকতার সুযোগ দিন। আপনার কারণে অন্যজনকে যেনো না শুনতে হয়, ছি ছি, সাংবাদিক ছি।

রৌমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে আজ।
20/08/2025

রৌমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে আজ।

"রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গি গ্রামের মরহুম আব্দুর সবুর দারোগার জ্যেষ্ঠ পুত্র ইন্সপেক্টর মো: মুরাদ হোসেন"...
20/08/2025

"রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গি গ্রামের মরহুম আব্দুর সবুর দারোগার জ্যেষ্ঠ পুত্র ইন্সপেক্টর মো: মুরাদ হোসেন"

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত।।

আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন। জুলাই মাসের সামগ্রিক পারফর্মেন্সের ভিত্তিতে তাকে কিশোরগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত ও পুরস্কৃত করা হয়।

সোমবার (১৮ জুলাই) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরি শ্রেষ্ঠ ওসি হিসেবে বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেনের নাম ঘোষণা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপার তার হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন।

ছবি - সংগৃহীত

17/08/2025
গাজায় তাবু ও আশ্রয় সামগ্রী সরবরাহ পুনরায় শুরু করবে ইসরায়েলইসরায়েল ঘোষণা করেছে যে আগামীকাল থেকে গাজায় তাবু ও আশ্রয়...
17/08/2025

গাজায় তাবু ও আশ্রয় সামগ্রী সরবরাহ পুনরায় শুরু করবে ইসরায়েল

ইসরায়েল ঘোষণা করেছে যে আগামীকাল থেকে গাজায় তাবু ও আশ্রয় সামগ্রী সরবরাহ পুনরায় শুরু করা হবে। এ সরঞ্জামগুলো মূলত গাজার উত্তরের যুদ্ধক্ষেত্র থেকে সাধারণ জনগণকে দক্ষিণাঞ্চলে সরিয়ে নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে পাঠানো হচ্ছে।

ইসরায়েলের সমন্বয় সংস্থা কোগাট (COGAT) জানিয়েছে, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে এসব ত্রাণ সামগ্রী কেরেম শালোম সীমান্ত ক্রসিং দিয়ে প্রবেশ করানো হবে। তবে সরবরাহের আগে সেগুলো ইসরায়েলি কর্তৃপক্ষের নিরাপত্তা যাচাই-বাছাইর মধ্য দিয়ে যেতে হবে।

কোগাট জানায়, “রাজনৈতিক পর্যায়ের নির্দেশনা অনুযায়ী এবং জনগণকে যুদ্ধক্ষেত্র থেকে দক্ষিণ গাজায় সুরক্ষার জন্য সরিয়ে নেওয়ার আইডিএফ-এর প্রস্তুতির অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।”

ইসরায়েলি সরকার সেনাবাহিনীকে গাজা সিটি দখলের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে। সেখানে প্রায় দশ লক্ষের মতো সাধারণ মানুষ আশ্রয় নিয়েছেন। তাদের নিরাপত্তার জন্য দক্ষিণ গাজায় যেতে বলা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

প্রসঙ্গত, ইসরায়েল চলতি বছরের ১৯ মে থেকে গাজায় মানবিক সহায়তা পাঠানো পুনরায় শুরু করে, যা ২ মার্চ থেকে স্থগিত ছিল। তবে গত ২৬ সপ্তাহ ধরে কোনো আশ্রয় সামগ্রী সরবরাহ করা হয়নি। এবারের চালানে প্রথমবারের মতো তাবু ও আশ্রয় সরঞ্জাম অন্তর্ভুক্ত করা হচ্ছে।

টাইমস অব ইসরায়েল | ১৬ আগস্ট ২০২৫

15/08/2025
13/08/2025

আরবি-ফারসি বাদ দিলে বাংলা ভাষা হয়ে যাবে শ্রীহীন

সন্ধেবেলা আরামকেদারায় বসে খবরের কাগজে নজর বোলাচ্ছিলাম। এমন সময় সদর দরজা থেকে জোরালো আওয়াজ এলো, "কলমচি বাবু, বাড়ি আছো নাকি ?"
জবাবে বললাম, "হ্যাঁ, মামা, আসুন।"

অন্দরমহল থেকে চা-নাশতা এলো। আয়েশ করে চা-নাশতা খেতে খেতে জমে উঠল দু'জনের আসর। কথায় কথায় বললাম, আচ্ছা, মামা, আপনি যে ওকালতি পেশার সঙ্গে যুক্ত, এর সঙ্গে জড়িয়ে আছে অনেক আরবি-ফারসি শব্দ। জানেন তো ?

- তাই নাকি ! যেমন ?
- আদালত দিয়ে শুরু করি ?
- মানে ?
- মানে 'আদালত' আরবি। 'শুরু'ও আরবি।
- আদালত আরবি, জানতাম। কিন্তু, শুরুটাও আরবি ?
- আজ্ঞে হ্যাঁ। তারপর ধরুন, আপনি উকিল। ওকালতি আপনার পেশা। এখানে 'উকিল', 'ওকালতি' আরবি। আর 'পেশা'টা ফারসি।
- জানতাম না তো !

- তারপর দেখুন, 'মামলা', 'মোকদ্দমা' দুটোই আরবি। এতে যারা আপনাদের সাহায্য নেয়, তাদের আপনারা বলেন মক্কেল। এই 'মক্কেল'ও আরবি। 'হাকিম', 'হুকুম', 'এজাহার', 'বয়ান', 'ফরমান', 'ফয়সালা' এমনকি বিচারপতির 'রায়' পর্যন্ত আরবি। আচ্ছা, আসামি শব্দটা কোন্ ভাষা থেকে এসেছে বলুন তো ?

- আসাম থেকে ?
- নাহ্। 'আসামি' আরবি। এই আসামি বা সাক্ষীদের আপনারা তো জেরা বা সওয়াল করেন, 'জেরা' আর 'সওয়াল'ও আরবি।
- আজব ব্যাপার তো !

- 'আজব'টাও আরবি। আপনি যে ভিতরে আসার আগে সদর দরজায় দাঁড়িয়ে, 'কলমচি বাবু, বাড়ি আছো নাকি' বলে আওয়াজ দিয়েছিলেন। এখানে 'আওয়াজ' ফারসি। 'সদর' আরবি। 'দরজা' ফারসি। কলমচির 'কলম' আরবি, 'চি' তুর্কি। আর 'বাবু' হলো ফারসি।
- বেশ আজব ব্যাপার তো !

- এই 'বেশ'টা ফারসি। 'আজিব' আরবি। আর আমি জবাব দিয়েছিলাম, হ্যাঁ মামা, আসুন। এখানে 'জবাব' আরবি, 'মামা' ফারসি। তারপর, আপনি এসে দেখলেন যে, আমি আরামকেদারায় বসে খবরকাগজে নজর বোলাচ্ছিলাম। এখানে 'আরাম' ও 'কেদারা' ফারসি এবং 'খবর', 'কাগজ' ও 'নজর' আরবি।

- তার মানে, আমরা রোজকার জীবনে যেসব কথা বলি, তার বেশিরভাগই আরবি, ফারসি ?

- আলবত। এই 'আলবত'টাও আরবি। এক্ষুনি আপনি যে বললেন, রোজকার জীবনে... বেশিরভাগই... এখানে 'রোজকার' ফারসি, বেশিভাগের 'বেশি'টা ফারসি।
- কী মুশকিল ! এতদিন জানতাম না তো !

- 'মুশকিল' আরবি হলেও শুধু শুধু মুশকিল হবে কেন ! একটু অভিধান ঘাঁটলেই মুশকিল আসান হয়ে যাবে। তখন জানতে পারবেন 'আসান'ও আরবি। আচ্ছা, মনে করে দেখুন তো, আপনি আসার পর অন্দরমহল থেকে চা-নাশতা পাঠানো হলো। এখানে 'অন্দর' ফারসি, 'মহল' আরবি। আর নাশতাটা ?

- নিশ্চয়ই ফারসি।

- বিলকুল ঠিকই বলেছেন। 'নাশতা' ফারসি। দেখুন এই 'বিলকুল' হলো আরবি। আচ্ছা, এরপর আমরা আয়েশ করে নাশতা খেতে খেতে আসর জমিয়ে দিলাম। তাই না ?
- তাই তো, এর মধ্যেও আরবি-ফারসি আছে নাকি ?

- অবশ্যই আছে। আরবি-ফারসি বাদ দিলে বাংলা ভাষা সাবলীল গতিতে চলতেই পারবে না যে ! দেখুন আরাম শব্দটা ফারসি, আগেই আমরা জেনেছি। এর জুড়ি যে 'আয়েশ', এটা আরবি। আসর জমানোর মধ্যে 'আসর' ও 'জমা' দুটোই আরবি। আরবিতে 'আশর' মানে দশ। দশজন মিলে যে মজলিস হয়, সেটাই হয়েছে আসর। এক্ষুনি যে 'মজলিস' বললাম, এটাও আরবি। 'জলসা', 'মহফিল' এগুলোও আরবি। অবশ্য কলকাতার বাবুরা মহফিলকে 'মাইফেল' (গানবাজনার আসর) বানিয়ে নিয়েছে !

- তার মানে, আরবি-ফারসি বাদ দিলে বাংলা অচল !
- তা আর বলতে ! এই যে আপনি বললেন, মানে, এই 'মানে' শব্দটাও আরবি। বাদ দিলে বললেন তো ! 'বাদ'ও আরবি। বাদ না বলে 'বাতিল' বললে সেটাও আরবি। 'রদ' করলেও আরবি। আচ্ছা মামা, আমরা ফের আদালতের রাস্তায় ফিরে যাই চলুন। আসামিকে মাঝে মাঝে তো পুলিশের হেফাজতে রাখতে হয়। তারপর জামিন, খালাস ইত্যাদি থাকে। এখানে 'হেফাজত', 'জামিন', 'খালাস'— তিনটিই আরবি। আর হ্যাঁ, 'ফের' ও 'ফেরা' আরবি এবং 'রাস্তা' ফারসি।

'রাস্তা'য় 'ফির'তে গেলেও আরবি-ফারসি !
- এখন তো দেখছি, আরবি-ফারসি ছাড়া কদম ফেলাই যাবে না !
- কী করে যাবে ! 'কদম' শব্দটাও তো আরবি। আরেকটা চমকপ্রদ তথ্য শুনুন, আমরা এই যে কথায় কথায় বাঙালি, বাংলা ইত্যাদি বলছি, এর 'বাংলা' শব্দটাই তো ফারসি !
- সে কী ! জানতাম না তো ! বাংলা শব্দটাও ফারসি। কী আশ্চর্য !

- আচ্ছা, বাংলা ভাষায় এত বেশি এবং এমন সব অপরিহার্য আরবি-ফারসি শব্দের স্বচ্ছন্দ ব্যবহার থেকে কী বোঝা যায় ? এটাই বোঝা যায় যে, বাংলা ভাষার পুষ্টিসাধন ও সৌন্দর্যায়নে বিদেশি ভাষার অনেক বেশি অবদান আছে।
- অনেক কিছু জানলাম, বাবা !

- 'বাবা' তুর্কি। 'কাকা' ফারসি। তাই তো বলছি: আমরা, মানে বাঙালিরা জাতি-ধর্ম-সাক্ষর-নিরক্ষর নির্বিশেষে, হাজার হাজার আরবি-ফারসি শব্দ অহরহ ব্যবহার করছি ('হাজার' ফারসি) । এগুলো আমাদের মাতৃভাষাকে সমৃদ্ধ ও পুষ্ট করার পাশাপাশি মোলায়েমও করেছে ('মোলায়েম' ফারসি)। এসব শব্দকে আমরা বাংলা করেই নিয়েছি। আরবি-ফারসি বাদ দিলে বাংলা ভাষা হয়ে যাবে শ্রীহীন!

-অনল পাল।

05/08/2025

TSC Dhaka University

https://www.youtube.com/live/ZsUSIWfzKlU?si=5Pkns0zF38ybSPmL
31/07/2025

https://www.youtube.com/live/ZsUSIWfzKlU?si=5Pkns0zF38ybSPmL

চব্বিশের গণঅভ্যুত্থানে কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়েছে প্রায় এক বছর হয়ে যাচ্ছে। গণতন্ত্রের নতুন যে অভিযাত্রা স...

https://youtu.be/5E9cTXZ59Ms?si=c1dhtr2u56f9PonL
29/07/2025

https://youtu.be/5E9cTXZ59Ms?si=c1dhtr2u56f9PonL

উপদেষ্টা আসিফের বেপরোয়া বাবা ! | Crime And Corruption | Banglavision News BanglaVision is the most popular TV channel in Bangladesh that offers unbiased & au...

29/07/2025

রৌমারীতে ট্রিপল মার্ডার-প্রেস ব্রিফিং এ যা বললেন অফিসার ইনচার্জ।

Address

Permanent/Rowmari Bazar, Present/15, Dhanmondi
Dhaka-1205
5640

Alerts

Be the first to know and let us send you an email when Rowmari Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rowmari Today:

Share

Category