Rowmari Today

Rowmari Today "রৌমারী টুডে "
L/N- ৯০০৪১৩৬৯৭৭০৪৮৩
M/O - ১১০৪৭১৪১৯১২২৪০৮১
তাং-২৪-১২-২০১৯ News/media/tv

13/09/2025
08/09/2025
কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিক...
02/09/2025

কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম এ আদেশ দেন।

এর আগে বেলা ১১টায় সাংবাদিক নির্যাতনের মামলায় সুলতানা পারভীন জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় উৎসুক জনতা সাবেক জেলা প্রশাসককে একনজর দেখার জন্য আদালতে ভিড় জমায়।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন (পিপি) মো. বজলুর রশিদ ও আজিজার রহমান দুলু। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম।

আইনজীবী ফখরুল ইসলাম বলেন, সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন আদালতে জামিন নিতে এলে আদালত তার জামিন নামঞ্জুর করেন। আমরা আদালতের রায়ের প্রতি সম্মান জানাই। তাই আদালতের রায়ের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই।

প্রসঙ্গত, প্রশাসনের একটি পুকুরের নামকরণ নিয়ে সংবাদ প্রকাশ ও নানা অনিয়ম নিয়ে অনুসন্ধান করায় ২০২০ সালের ১৩ মার্চ দিবাগত মধ্যরাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় অভিযান চালানো হয়। তাকে চোখ বেঁধে তুলে নিয়ে ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়। ডিসি অফিসে এনে নির্মম নির্যাতন করেন জেলা প্রশাসনের তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা। এরপর আরিফের বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা পাওয়ার অভিযোগ এনে রাতেই তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

জামিন পেয়ে সাংবাদিক আরিফুল ইসলাম রিগান জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। সম্প্রতি সাবেক জেলা প্রশাসক হাইকোর্ট থেকে জামিন পেলেও স্থায়ী জামিন পাওয়ার জন্য মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আসেন। আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিএনপি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে ঘটে যাওয়া সহিংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। আমরা এখন এক অত্যন্ত সংবেদনশীল ...
29/08/2025

বিএনপি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে ঘটে যাওয়া সহিংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। আমরা এখন এক অত্যন্ত সংবেদনশীল গণতান্ত্রিক রূপান্তরের সময়ে অবস্থান করছি, যার প্রথম ধাপ হলো জাতীয় নির্বাচন। সম্মিলিতভাবে আমাদের নিশ্চিত করতে হবে যেন আজকের মতো অস্থিতিশীলকারী ঘটনা আর না ছড়িয়ে পড়ে এবং আমাদের গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়াকে বাধাগ্রস্ত না করে।

গণতন্ত্রপন্থী অংশীদাররা—যার মধ্যে বিএনপি ও এর মিত্ররা অন্তর্ভুক্ত—সংযম ও সহনশীলতা প্রদর্শন করবে। গত বছরের গণ-আন্দোলনের প্রকৃত চেতনা পুনরুজ্জীবিত হতে হবে। দেশকে অবশ্যই জনতার শাসন ও বর্তমান অস্থিতিশীলতার শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে।

বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে আমাদের জনতার সংস্কৃতি (মব কালচার)-এর বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গড়ে তুলতে হবে। কেবল জনগণকে গণতান্ত্রিক পথে ক্ষমতায়িত করে এবং সবার জন্য ন্যায়বিচার, সমতা ও মর্যাদা নিশ্চিত করেই আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফল হতে পারি। আমি নুরের দ্রুত আরোগ্য কামনা করি এবং সরকারের প্রতি আহ্বান জানাই যে এ ঘটনার একটি আইনসম্মত তদন্ত পরিচালনা করা হোক।

[বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেসবুক পোস্টের ইংরেজির অনুবাদ]

29/08/2025

সংবাদ বিজ্ঞপ্তি

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংস পরিস্থিতি সৃষ্টি হওয়া প্রসঙ্গে

ঢাকা, ২৯ আগস্ট ২০২৫ (শুক্রবার): আজ রাত আনুমানিক ৮ টায় রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে একপর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপর আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হন।

ঘটনার শুরুতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করার জন্য ও দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করার অনুরোধ জানায়। তবে বারংবার অনুরোধ সত্ত্বেও কতিপয় নেতাকর্মীরা তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে। তারা সংগঠিতভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত ৯ টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বৃদ্ধি করে। এ সময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ারও চেষ্টা চালায়। এছাড়াও বিজয়নগর, নয়াপল্টন ও তৎসংলগ্ন এলাকায় সাধারণ জনগণের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জনদুর্ভোগ বৃদ্ধি পায়। আইন-শৃঙ্খলা বাহিনীর শান্তিপূর্ণ সমাধানের সকল চেষ্টা তারা অগ্রাহ্য করে। ফলস্বরূপ, জননিরাপত্তা রক্ষার্থে আইন-শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়। উল্লেখ্য, আজকের উদ্ভূত ঘটনায় সেনাবাহিনীর ৫ জন সদস্য আহত হয়।

সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনমনে স্বস্তি ও নিরাপত্তা আনয়নে সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।

27/08/2025
নীতিরও একটা নীতি থাকে। নীতি  বাক্যেরও একটা সংগতি থাকে। আমি নীতি কথা খরচ করে  কারো কারো মনে উচ্চাসনে একশুন্য জায়গা ভোগ-দখ...
22/08/2025

নীতিরও একটা নীতি থাকে। নীতি বাক্যেরও একটা সংগতি থাকে। আমি নীতি কথা খরচ করে কারো কারো মনে উচ্চাসনে একশুন্য জায়গা ভোগ-দখল করার জন্য আজ কলমের সাথে আঙ্গুলের সন্ধি করি নাই। কিছু মানুষের নীতিতে সর্দি ধরেছে তা বয়ান করার জন্য লিখছি। কারো যদি ভালো না লাগে বা হিয়ার মাঝে কোনো দুর্দশার আঁচর লাগে তার জন্য আগাম দুঃখ প্রকাশ করছি। নীতি কথাগেুলো যদি কারো মনে খায় তবে আমাকে বাহবা না দিয়ে নীতির সর্দি উপশম করতে প্রতিষেধক হিসেবে কাজ করুন।

একজন সাংবাদিক যদি “বরের ঘরে পিসি, কনের ঘরে মাসি” এই বাক্য হেফজ করে ও সেই মতে চলে তবে তাকে কোনোক্রমেই সাংবাদিক বলা যায় না। যে সাংবাদিক উভয় পক্ষের সাথে ভালো সম্পর্ক বজায় রাখে তার নীতি সর্দিতে ভরা। এই ধরনের সাংবাদিকরা কেবল নিজেদের স্বার্থের জন্য উভয় পক্ষের সাথে সম্পর্ক বজায় রাখে। ছি ছি, সাংবাদিক ছি। ফেজবুকে লম্বা লম্বা ওয়াজ করেন তলে তলে জুয়ার টাকা, মাদকের টাকা, ঠিকাদারকে হুমকি দিয়ে পরের টাকায় নিজের বাজার করেন । ছি আপনি এ কেমন সাংবাদিক?

সর্দি এক ধরনের ভাইরাসঘটিত সংক্রামক রোগ , যা মানবদেহের ঊর্ধ্ব শ্বাসপথ, বিশেষ করে নাকে আক্রমণ করে। যার ফলে গলবিল, অস্থিগহ্বর ও স্বরযন্ত্রও আক্রান্ত হয়। নীতি হলো-সিদ্ধান্ত গ্রহণ ও যুক্তিযুক্ত ফল অর্জনের জন্য সুচিন্তিত নির্দেশিকা। সাংবাদিকের নীতিতে সর্দি আক্রমণ করলে তার চোখ ও বিবেক ভয়ঙ্কর ভাইরাসঘটিত সংক্রামক রোগে পরিণত হয়। নীতিতে সর্দি ধরা সাংবাদিককে সামাজিকভাবে প্রত্যাখ্যান করা উচিত। সেই সাথে তাদের তকমা দেওয়া দরকার ‘ত্যাজ্যসাংবাদিক’ হিসেবে ।

সন্ধির নিয়মে সম+বাদ=সংবাদ। প্রকৃতি ও প্রত্যয়ের নিয়মে সংবাদ+ষ্ণিক(ইক)=সাংবাদিক। তার মানে সংবাদের সাথে ঘনিষ্ট সর্ম্পকযুক্ত ব্যক্তি-ই সাংবাদিক। সাংবাদিক মানে নিস্তারহীন তথ্য ও তত্ত্বের জন্য, বস্তুনিষ্ঠ সংবাদ তৈরির জন্য নীতি ও সত্যের লড়াকু সিপাই। সংবাদ ও সংবাদপত্রের মাঝখানে সাংবাদিক। এ যেনো প্রত্যেক্ষ-পরোক্ষ ও সত্য-মিথ্যার কঠিন বিচারালয়ের কর্মযজ্ঞ ও নীতি-নৈতিকতার অগ্নিখেলা। একজন সাংবাদিকের শব্দ চয়ন ও বাক্য গঠন এক লোহমায় সারা দুনিয়ার আনাচে-কানাচে পৌঁছে যায় বলেই সংবাদপত্রের ভাষাকে বলা হয় পৃথিবীর বচন। সংবাদপত্র-ই পৃথিবীর মুখপাত্র আর সাংবাদিক তার সদা জাগ্রত বীর সেনানী। সংবাদ সবশ্রেণি লোকের খোরাক।

কানামাছি, গ্রামবাংলার ঐতিহ্যবাহী শিশুতোষ লোকজ খেলা । এ খেলা শিশুকালে কেউ খেলেনি তা ভাবাই যায় না। কিন্তু বড়ো হয়ে রৌমারী কিছু সাংবাদিক কানামাছি খেয়ায় মত্ত। কানামাছি খেলায় একজনের চোখ বেঁধে দেওয়া হয়, সে অন্যদের ধরার চেষ্টা করে। আর আপনি তো নীতির চোখ বেঁধে অন্যকে ধরার চেষ্টা করছেন। সুরা-কেরাত ঠিক না থাকলে যেমন সেই ইমামের পেছনে কোনো মুসল্লি ধর্মচর্চা করবে না তেমন আপনার নীতি না থাকলে ও আপনার নীতিতে সর্দি ধরলে আপনাকে কেউ সঠিক সাংবাদিক মনেই করবে না।

সাংবাদিকতা কখনো হুমকি-ধামকি দিয়ে টাকা কামানো ব্যবসা নয়। সাংবাদিকতা মানে কারো উপর অযাচিত কৌশল খাটিয়ে টাকা বাগিয়ে নেওয়া না। সাংবাদিকতা মানে কোনো দপ্তরে গিয়ে সেলামি চাওয়া নয়। সাংবাদিতা মানে সাংবাদিক সংগঠন করে টাকার ভাগ ফেলানো নয়। সাংবাদিকতা মানে রিলিফের বরাদ্দে নিজের ভাগ ফেলানো নয়। আপনি/আপনারা এসব কী করছেন? ছি ছি সাংবাদিক ছি।

সাংবাদিকতা দিয়ে আপনার সংসার না চললে সাংবাদিকতা বাদ দিয়ে ৭৪ হাত দূরে চলে যান। অন্যজনকে সঠিক সাংবাদিকতার সুযোগ দিন। আপনার কারণে অন্যজনকে যেনো না শুনতে হয়, ছি ছি, সাংবাদিক ছি।

রৌমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে আজ।
20/08/2025

রৌমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে আজ।

"রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গি গ্রামের মরহুম আব্দুর সবুর দারোগার জ্যেষ্ঠ পুত্র ইন্সপেক্টর মো: মুরাদ হোসেন"...
20/08/2025

"রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গি গ্রামের মরহুম আব্দুর সবুর দারোগার জ্যেষ্ঠ পুত্র ইন্সপেক্টর মো: মুরাদ হোসেন"

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত।।

আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন। জুলাই মাসের সামগ্রিক পারফর্মেন্সের ভিত্তিতে তাকে কিশোরগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত ও পুরস্কৃত করা হয়।

সোমবার (১৮ জুলাই) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরি শ্রেষ্ঠ ওসি হিসেবে বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেনের নাম ঘোষণা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপার তার হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন।

ছবি - সংগৃহীত

গাজায় তাবু ও আশ্রয় সামগ্রী সরবরাহ পুনরায় শুরু করবে ইসরায়েলইসরায়েল ঘোষণা করেছে যে আগামীকাল থেকে গাজায় তাবু ও আশ্রয়...
17/08/2025

গাজায় তাবু ও আশ্রয় সামগ্রী সরবরাহ পুনরায় শুরু করবে ইসরায়েল

ইসরায়েল ঘোষণা করেছে যে আগামীকাল থেকে গাজায় তাবু ও আশ্রয় সামগ্রী সরবরাহ পুনরায় শুরু করা হবে। এ সরঞ্জামগুলো মূলত গাজার উত্তরের যুদ্ধক্ষেত্র থেকে সাধারণ জনগণকে দক্ষিণাঞ্চলে সরিয়ে নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে পাঠানো হচ্ছে।

ইসরায়েলের সমন্বয় সংস্থা কোগাট (COGAT) জানিয়েছে, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে এসব ত্রাণ সামগ্রী কেরেম শালোম সীমান্ত ক্রসিং দিয়ে প্রবেশ করানো হবে। তবে সরবরাহের আগে সেগুলো ইসরায়েলি কর্তৃপক্ষের নিরাপত্তা যাচাই-বাছাইর মধ্য দিয়ে যেতে হবে।

কোগাট জানায়, “রাজনৈতিক পর্যায়ের নির্দেশনা অনুযায়ী এবং জনগণকে যুদ্ধক্ষেত্র থেকে দক্ষিণ গাজায় সুরক্ষার জন্য সরিয়ে নেওয়ার আইডিএফ-এর প্রস্তুতির অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।”

ইসরায়েলি সরকার সেনাবাহিনীকে গাজা সিটি দখলের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে। সেখানে প্রায় দশ লক্ষের মতো সাধারণ মানুষ আশ্রয় নিয়েছেন। তাদের নিরাপত্তার জন্য দক্ষিণ গাজায় যেতে বলা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

প্রসঙ্গত, ইসরায়েল চলতি বছরের ১৯ মে থেকে গাজায় মানবিক সহায়তা পাঠানো পুনরায় শুরু করে, যা ২ মার্চ থেকে স্থগিত ছিল। তবে গত ২৬ সপ্তাহ ধরে কোনো আশ্রয় সামগ্রী সরবরাহ করা হয়নি। এবারের চালানে প্রথমবারের মতো তাবু ও আশ্রয় সরঞ্জাম অন্তর্ভুক্ত করা হচ্ছে।

টাইমস অব ইসরায়েল | ১৬ আগস্ট ২০২৫

Address

Permanent/Rowmari Bazar, Present/15, Dhanmondi
Dhaka-1205
5640

Alerts

Be the first to know and let us send you an email when Rowmari Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rowmari Today:

Share

Category