03/08/2023
অবশেষে প্রকাশিত হলো প্রামাণ্য সংকলন পেয়ারাবাগান
'৭১ এর বিপ্লবী মুক্তিযুদ্ধে 'পেয়ারাবাগান' এক কালজয়ী ইতিহাস। কেননা,১৯৭১ সালের ৩০ এপ্রিল কমরেড সিরাজ সিকদারের নেতৃত্বে বৃহত্তর বরিশালের ঝালকাঠি, বানারিপাড়া,স্বরূপকাঠি ও কাউখালির সুদীর্ঘ ৭২ বর্গমাইল বিস্তৃত পেয়ারাবাগানে গড়ে উঠেছিল বিপ্লবী মুক্তিযুদ্ধের প্রথম ঘাঁটিএলাকা। গঠিত হয়েছিল 'পূর্ববাংলার জাতীয় মুক্তিবাহিনী' ও 'জাতীয় ঐক্য ফ্রন্ট'।
'৭১ এর ২৫ মার্চ পাকিস্তানি ফ্যাসিস্ট সামরিকবাহিনী পূর্ববাংলার জনগণের ওপর নৃশংস হামলা ও বর্বর গণহত্যা শুরু করলে জনগণের সেই দুঃসময়ে স্বদেশের মাটি ও মানুষকে অাঁকড়ে ধরে পাকবাহিনীর বিরুদ্ধে পরিকল্পিত যুদ্ধের সূচনা করেন সিরাজ সিকদার।
মাত্র এক মাসের মধ্যে পেয়ারাবাগানের ৪৮টি গ্রাম নিয়ে গঠিত হয় মুক্তাঞ্চল। নিয়মিত গেরিলাবাহিনী,গ্রামরক্ষী ইউনিট,স্হানীয় গেরিলা গ্রুপ গঠন,গেরিলাযুদ্ধ সম্প্রসারণ,গ্রাম পরিচালনা কমিটি,কৃষকমুক্তি সমিতি,নারীমুক্তি সমিতি গঠন ও ভূমিহীন কৃষকদের মধ্যে জাতীয় শত্রুদের ভূমি বণ্টনের মধ্যদিয়ে প্রতিষ্ঠিত হয় সর্বহারা শ্রেণির ভ্রুণ রাষ্ট্র।
পেয়ারাবাগান ঘাঁটিএলাকা অাকস্মিকভাবে গড়ে ওঠেনি।সেটা গড়ে ওঠে ১৯৬৮ সাল থেকে শুরু হওয়া ধারাবাহিক বিপ্লবী লড়াইয়ের মধ্যদিয়ে।১৯৬৮ সালে সর্বপ্রথম পাকিস্তানি ঔপনিবেশিক শৃঙ্খল থেকে স্বাধীনতার ডাক দেন কমিউনিস্ট-বিপ্লবী কমরেড সিরাজ সিকদার। ঘোষণা করেন স্বাধীন, শান্তিপূর্ণ, নিরপেক্ষ, প্রগতিশীল পূর্ববাংলার গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার।
১৯৭০ সালের ৮ জানুয়ারি সিরাজ সিকদার প্রতিষ্ঠিত বিপ্লবী পার্টি গড়ার প্রস্তুতি সংগঠন 'পূর্ববাংলা শ্রমিক আন্দোলন' ঝালকাঠি, মুন্সীগঞ্জ,ময়মনসিংহ, টাঙ্গাইল ও পাবনায় উত্তোলন করে পূর্ববাংলা প্রজাতন্ত্রের পতাকা।শুধু তাই নয়,১৯৭০ সালের ৫ মে মার্কিন তথ্যকেন্দ্র,পাকিস্তান কাউন্সিল ও অক্টোবরে পাকিস্তানি কৃষ্টি-সংস্কৃতির প্রচার কেন্দ্র বিএনঅার অফিসে বোমা হামলার মধ্যদিয়ে সূচনা করে জাতীয় মুক্তিযুদ্ধ। ১৯৬৮ সাল থেকে শুরু হওয়া বিপ্লবী লড়াইয়ের উচ্চতম রূপই হলো '৭১ সালের ঘাঁটিএলাকা পেয়ারাবাগান।
পেয়ারাবাগান ঘাঁটিএলাকার সাংগঠনিক-সাংগ্রামিক রূপ,পাকবাহিনীর বিরুদ্ধে নিরন্তর লড়াই, পেয়ারাবাগানে বিপ্লবীযুদ্ধের বিকাশ,সর্বহারা শ্রেণির ক্ষমতা প্রতিষ্ঠার স্বরূপ, পাকবাহিনীর অবিরাম মর্টার শেল নিপেক্ষের মধ্যে সর্বহারা পার্টি গঠন,বিপ্লবী মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের স্মৃতিকথা ও পেয়ারাবাগানের যুদ্ধ-অভিজ্ঞতায় দেশের বিভিন্ন অঞ্চলে ৮টি ফ্রন্ট গঠনসহ কমরেড সিরাজ সিকদারের নেতৃত্বে সংঘটিত বিপ্লবী মুক্তিযুদ্ধের বিস্তৃত ইতিহাস প্রতিভাসিত হয়েছে এই প্রামাণ সংকলনে।
অনবদ্য এই দালিলিক সংকলনটি প্রকাশ করেছে '৭১ এর বিপ্লবী মুক্তিযুদ্ধে প্রথম ঘাঁটিএলাকা পেয়ারাবাগান এর ৫০ বছর পূর্তি উদযাপন জাতীয় কমিটি'।
সেলফোনঃ 01788940772 (বিকাশ)।সংকলনটির মূল্য ৩০০টাকা। কুরিয়ার চার্জসহ ৩৫০টাকা।