18/07/2025
যখন আপনাদের ভাষা হলো "মার্চ টু গোপালগঞ্জ" তখন কি ভেবেছিলেন আপনারা, গোপালগঞ্জের মানুষ আপনাদের ফুল দিয়ে বরণ করবে?!
শুধু তাই না সমাবেশে আপনারা যখন মুজিববাদকে ক ব র দিতে চাচ্ছিলেন। বলছিলেন "মুজিববাদ মুর্দাবাদ" তখন গোপালগঞ্জের মানুষের থেকে আপনারা আর কি আশা করবেন?!
যাওয়ার আগে থেকে আপনারা আপনাদের এগ্রেসন প্রকাশ করেছেন। গিয়েও আপনারা এগ্রিসিভনেস দেখালেন।
এতকিছুর পর কি করে ভালো কিছু আশা করেন?!
এ পর্যন্ত আপনারা যতগুলো জেলায় গিয়েছেন, ততবার বলেছেন "পদযাত্রা"।
কিন্তু যেই আপনারা গোপালগঞ্জে যাবেন, তার নাম দিলেন "মার্চ টু গোপালগঞ্জ"
গোপালগঞ্জের মানুষ নিজেদের অস্তিত্ব রক্ষা করবে না?!
শেখ মুজিবুর রহমান এমন একজন মানুষ, যাকে কোটি কোটি মানুষ ভালোবাসে। আর সেখানে তো গোপালগঞ্জের মানুষ! যেখানে কিনা শেখ মুজিবুর রহমানের জন্ম।
এই নেতার জন্ম যেখানে, সেখানে দাঁড়িয়ে আপনারা সেই নেতাকে
ক ব র দেন?! এই এগ্রেসিভনেস প্রকাশ করার কি কোন দরকার ছিলো?!
এক সময় আপনারা বলতেন, পুলিশ ছাড়া অমুক দলের নেতাদের বাইরে আসতে! কিন্তু এখন আপনারাই পুলিশ এবং সকল প্রশাসনের প্রোটোকল ছাড়া বাইরে আসতে পারতেছেন না!
অনিবন্ধিত একটা দল, নতুন একটা সংগঠন, যে সংগঠন কিনা এখন সরকারি দল হিসেবে পরিণত হয়নি। এখনো অনুমোদন পায়নি। সেই দলকে পাহারা দেয়ার জন্য সকল প্রশাসন উঠে পড়ে লেগেছে। এগুলোতে দেশের অর্থ ব্যয় হচ্ছে না?! এই দেশে যত অনিবন্ধিত দল আছে, তাদেরকে কি একইভাবে সকল প্রশাসন মিলে প্রটোকল দেবে?
দেশের মানুষের ঘামে ভেজা টাকায় আপনারা নিজেদেরকে নিরাপদ রাখছেন! নিজেদের শক্তি প্রদর্শন করছেন! পায়ে পাড়া দিয়ে ঝামেলা বাধাচ্ছেন!
আপনাদের কর্মকান্ডে, আমি নিজে একজন জুলাই যোদ্ধা হিসেবে লজ্জিত! নিজেদেরকে টিকিয়ে রাখতে আরেকজনকে ধ্বংস করার মানসিকতা থেকে বের হয়ে আসুন। নইলে আপনাদের পরিনতিও অমুক দলের মতো হবে। যারা ক্ষমতা পেয়ে নিজেদেরকে সর্বেসর্বা ভেবেছিলো।
মনে রাখবেন, ক্ষমতা কখনোই চিরস্থায়ী না!
বিদেশ থেকে আসা উষ্কানিতে ভুল করবেন না। নিজেদের দলকে এগিয়ে নিয়ে যান মানুষের ভালোবাসায়। ঘৃণা নিয়ে বহুদূর যাওয়া যায় না৷