Mohana Mony

Mohana Mony মোহনা মনি তার কন্ঠে, আপনার হৃদয়ে জমে থাকা না বলা কথাগুলোকে তুলে ধরতে চায়। 🙂

একটা দেশ যেখানে যুদ্ধবিমানের জন্য বরাদ্দ মাত্র ৭.৫ কোটি টাকা, আর একটা রোলস রয়েস স্পেকট্রা (যেটা আবার ৩০০ ফিট রোডে দুইদি...
22/07/2025

একটা দেশ যেখানে যুদ্ধবিমানের জন্য বরাদ্দ মাত্র ৭.৫ কোটি টাকা, আর একটা রোলস রয়েস স্পেকট্রা (যেটা আবার ৩০০ ফিট রোডে দুইদিন আগেই এক্সি’ডেন্ট করেছে) তার দামই ১০-১২ কোটির বেশি!
এই হলো আমাদের দেশের যুদ্ধবিমান কেনার বাজেট!

এই বাজেট পাইলটরা ঠিক করেনি।
এই solo ফ্লাইটের রুটও পাইলট ঠিক করেনি।
আমি নিশ্চিত, পাইলট নিজের সর্বোচ্চ চেষ্টা করেছে যেন যত কম প্রাণহা’নি হয়।

কিন্তু একজন পাইলটকে যদি একটা উড়ন্ত ক ফি ন ধরিয়ে দেয়া হয়, তাহলে তার কাছ থেকে আর কী আশা করা যায়?!
আমাদের কিছুই করার নেই, আমরা শুধু সেই নির্দোষ প্রাণগুলোর জন্য দোয়া করতে পারি — যারা এমন মৃ ত্যু মোটেও ডিজার্ভ করেনি। 💔

21 July 2025

22/07/2025

মানুষের প্রিয় হতে যতটা সময় লাগে, তার থেকেও অনেক কম সময় লাগে কারো অপ্রিয় হতে। 🙂

পাইলট আমার স্বপ্নের প্রোফেশন। যদি আমি অনেক ট্যালেন্টেড হতাম, যদি আমার হাইট ঠিক থাকতো। হয়তো আমি পাইলট হতেই চাইতাম। তবে এ...
21/07/2025

পাইলট আমার স্বপ্নের প্রোফেশন। যদি আমি অনেক ট্যালেন্টেড হতাম, যদি আমার হাইট ঠিক থাকতো। হয়তো আমি পাইলট হতেই চাইতাম। তবে এখনো আমি স্বপ্ন দেখি কখনো সন্তানের মা হলে, তাকে পাইলট বানাবো।

কিন্তু দুর্নীতিতে ভরা একটা দেশে এই প্রফেশনটা যে কত ঝুঁকিপূর্ণ তা আজ টের পেলাম। যেখানে কিনা একটা জলন্ত কফিন দিয়ে পাইলট এর ট্রেনিং করানো হয়। শুনলাম এই বিমানটি ১৯৮৪ সালের দিকে বানানো। তাহলে আদৌ কি এই বিমানটি এখন আকাশে উড়ার উপযুক্ত ছিলো?! আজ যা হলো তা খুবই দুঃখজনক! 💔

উত্তরা মাইলস্টোন স্কুলের ভবনে ক্লাস চলাকালীন (F7) প্রশিক্ষণ  বিমান বিধ্ব*স্ত হয়েছে। অনেক শিক্ষার্থী গুরুতর আহত, সবার অব...
21/07/2025

উত্তরা মাইলস্টোন স্কুলের ভবনে ক্লাস চলাকালীন (F7) প্রশিক্ষণ বিমান বিধ্ব*স্ত হয়েছে। অনেক শিক্ষার্থী গুরুতর আহত, সবার অবস্থা আশঙ্কাজনক। আল্লাহ যেন তাদের দ্রুত সুস্থতা দান করেন এবং সবাইকে রক্ষা করেন। আমিন 🤲

এই বিমানের দায়িত্বে ছিলেন স্কোয়াড্রন লিডার মো: তৌকির ইসলাম। তিনি মৃ’ত্যুবরণ করছেন। 💔

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

21/07/2025

সোশ্যাল মিডিয়ার একটা অ্যাকাউন্ট মানে অনেকগুলো স্মৃতি! অনেকগুলো মুহূর্তের সাক্ষী!

এই জিনিসটা নষ্ট হয়ে গেলে কি যে কষ্ট লাগে তা সে জানে যার সাথে এমনটা হয়।
গতকাল রাত একটা জাহান্নাম ছিলো। টিকটক টা ফিরে পেয়ে শান্তি লাগছে। না থাকুক অনেক অনেক ফলোয়ার, তবুও.... ❤️

21/07/2025

একাকীত্বকে উপভোগ করা শিখতে পারলে, সুখী মানুষের তালিকায় থাকতে পারবেন। 🙂

21/07/2025

কোন ভাবেই আমি আমার টিকটক এ্যাকাউন্টে লগ ইন করতে পারতেছিনা গতকাল রাত ১০ টার পর থেকে। কে বা কারা আজেবাজে পোস্ট করে যাচ্ছে সেখানে। প্লিজ এই ব্যাপারে কেউ হেল্প করতে পারলে ইনবক্স করবেন। 😔

20/07/2025

কারো নিন্দা করতে গেলে বাইরে থেকেই করা যায়, কিন্তু কারো বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। 🙂

19/07/2025

সম্মানহীন ভালোবাসা কেবল একপাক্ষিক বোঝা। 🙂

যখন আপনাদের ভাষা হলো "মার্চ টু গোপালগঞ্জ" তখন কি ভেবেছিলেন আপনারা, গোপালগঞ্জের মানুষ আপনাদের ফুল দিয়ে বরণ করবে?! শুধু ত...
18/07/2025

যখন আপনাদের ভাষা হলো "মার্চ টু গোপালগঞ্জ" তখন কি ভেবেছিলেন আপনারা, গোপালগঞ্জের মানুষ আপনাদের ফুল দিয়ে বরণ করবে?!
শুধু তাই না সমাবেশে আপনারা যখন মুজিববাদকে ক ব র দিতে চাচ্ছিলেন। বলছিলেন "মুজিববাদ মুর্দাবাদ" তখন গোপালগঞ্জের মানুষের থেকে আপনারা আর কি আশা করবেন?!
যাওয়ার আগে থেকে আপনারা আপনাদের এগ্রেসন প্রকাশ করেছেন। গিয়েও আপনারা এগ্রিসিভনেস দেখালেন।
এতকিছুর পর কি করে ভালো কিছু আশা করেন?!

এ পর্যন্ত আপনারা যতগুলো জেলায় গিয়েছেন, ততবার বলেছেন "পদযাত্রা"।
কিন্তু যেই আপনারা গোপালগঞ্জে যাবেন, তার নাম দিলেন "মার্চ টু গোপালগঞ্জ"
গোপালগঞ্জের মানুষ নিজেদের অস্তিত্ব রক্ষা করবে না?!

শেখ মুজিবুর রহমান এমন একজন মানুষ, যাকে কোটি কোটি মানুষ ভালোবাসে। আর সেখানে তো গোপালগঞ্জের মানুষ! যেখানে কিনা শেখ মুজিবুর রহমানের জন্ম।
এই নেতার জন্ম যেখানে, সেখানে দাঁড়িয়ে আপনারা সেই নেতাকে
ক ব র দেন?! এই এগ্রেসিভনেস প্রকাশ করার কি কোন দরকার ছিলো?!

এক সময় আপনারা বলতেন, পুলিশ ছাড়া অমুক দলের নেতাদের বাইরে আসতে! কিন্তু এখন আপনারাই পুলিশ এবং সকল প্রশাসনের প্রোটোকল ছাড়া বাইরে আসতে পারতেছেন না!

অনিবন্ধিত একটা দল, নতুন একটা সংগঠন, যে সংগঠন কিনা এখন সরকারি দল হিসেবে পরিণত হয়নি। এখনো অনুমোদন পায়নি। সেই দলকে পাহারা দেয়ার জন্য সকল প্রশাসন উঠে পড়ে লেগেছে। এগুলোতে দেশের অর্থ ব্যয় হচ্ছে না?! এই দেশে যত অনিবন্ধিত দল আছে, তাদেরকে কি একইভাবে সকল প্রশাসন মিলে প্রটোকল দেবে?
দেশের মানুষের ঘামে ভেজা টাকায় আপনারা নিজেদেরকে নিরাপদ রাখছেন! নিজেদের শক্তি প্রদর্শন করছেন! পায়ে পাড়া দিয়ে ঝামেলা বাধাচ্ছেন!

আপনাদের কর্মকান্ডে, আমি নিজে একজন জুলাই যোদ্ধা হিসেবে লজ্জিত! নিজেদেরকে টিকিয়ে রাখতে আরেকজনকে ধ্বংস করার মানসিকতা থেকে বের হয়ে আসুন। নইলে আপনাদের পরিনতিও অমুক দলের মতো হবে। যারা ক্ষমতা পেয়ে নিজেদেরকে সর্বেসর্বা ভেবেছিলো।
মনে রাখবেন, ক্ষমতা কখনোই চিরস্থায়ী না!
বিদেশ থেকে আসা উষ্কানিতে ভুল করবেন না। নিজেদের দলকে এগিয়ে নিয়ে যান মানুষের ভালোবাসায়। ঘৃণা নিয়ে বহুদূর যাওয়া যায় না৷

18/07/2025

শব্দের ভিড়ে সত্যরা হারিয়ে যায় 🙂

17/07/2025

প্রকৃত সাহসী হইলো ── ডেকোরেটরের মালিক। নিশ্চিত ঝামেলা হবে জেনেও চেয়ার ভাড়া দিছে! 😑

Address

Dhaka-1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohana Mony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category