21/10/2024
বাংলাদেশি জনগণ " রয়্যাল এনফিল্ড আইসে" , " দাম কম দিসে" শুনেই ঝাঁপায় পরবে বলে আমার ধারনা।
৩০০ ফিটের ছাপড়ি রাইডার যে জিক্সার বা আর ওয়ান দিয়ে বাউলি দেয় স্টপি মারে সেরকম কিছু পোলাপান ও বিদেশে থাকা বাপের টাকা দিয়ে একটা বুলেট ৩৫০ কিনবে।
আবার যেই লোক টিভিএস এর বাইক চালায় বা হোন্ডা, ইয়ামাহার ১১০ সিসি সেগমেন্টে আছে সেও হয়ত হুজুগে ক্লাসিক বা হান্টার নিয়ে ফেলবে।
অথবা যেই ভাই এফ জেড আর জিক্সার ছাড়া কোন বাইক কে বাইক মনে করে না সেও হয়ত একটা মেটিওর ৩৫০ নিবে!
খেলা শুরু হবে ৬ মাস পর।
যখন দেখবে ইঞ্জিন অয়েল লাগে আড়াই লিটার! আগে ৫০০ টাকায় ইঞ্জিন অয়েল চেঞ্জ করত এখন লাগে ২৫০০-৩০০০ বা আরও বেশি , তখন একটা চিক্কর দিবে। এনফিল্ড ভালা না!
এই চিক্কর এর আওয়াজ পার্থিব দুনিয়ায় শোনা যায়না, এই চিক্কর দেখা যাবে ফেসবুক আর ইউটিউবের পর্দায়।
এফ আই ইঞ্জিনে ৪৫-৫০ কিমি / লিটার মাইলেজে অভ্যস্ত মানুষটা যখন দেখবে মেটিওর ঠেলে ঠুলে লিটারে ২৫ কিমি ও যায় না আরেক দফা চিৎকার! এনফিল্ড ভালা না।
ব্যাটারি রিকশার ধাক্কায় যখন পিছনের ফেন্ডার ভাঙবে কিনতে গিয়ে দেখবে ওই মালের দাম হয়ত ৩০০০ টাকা! আবার চিক্কর, এনফিল্ড ভুয়া!
বিজয় স্মরনির জ্যামে একদম বামের লেন দিয়া কাইটা কুইটা যখন সব বাইক পার হয়ে যাবে বুলেট এক জায়গায় বসে থাকবে বা হাত ব্যাথা হবে আবারো চিক্কর! এনফিল্ড ফালতু।
এরকম চারদিকে যখন হাহাকার, কেন এনফিল্ড কিনলাম, কেন হাতি পালা শুরু করলাম বলে সবাই রিগ্রেট করছে..
তখন এক দল মানুষ মেটিওর বা বুলেটের প্যানিয়ার ব্যাগ টা ফিক্স করে সামনে একটা ক্লাসিক উইন্ডশিল্ড ইন্সটল করে নেক্সট লং ট্যুরের প্ল্যান করছে আর বাকিদের চিক্করে মুচকি মুচকি হাসছে।
এনফিল্ডের সাথে ম্যাচ করে তারা হেলমেট আনাবে বাইরে থেকে , জ্যাকেট কিনবে, বুট কিনবে, পিওর রাইডিং লাইফের শুরু আর কি।
এনফিল্ড আসলে তাদের জন্য। এনফিল্ড কোনদিনই এফজেড, জিক্সার, সিবিয়ার এর বিকল্প বাইক না। এনফিল্ড সিটি কমিউটার না। এনফিল্ড ভ্যালু ফর মানি ব্র্যান্ড না, এনফিল্ড হাই মেইন্টেনেন্স বাইক।
এনফিল্ড শুধুমাত্র পিওর সৌখিন মানুষের রাইড, যাদের ওয়ান এন্ড অনলি অবজেক্টিভ হল পিওর রাইডিং এক্সপেরিয়েন্স।
যারা এক ঘণ্টার নোটিশে বান্দারবান রওনা দেয় এনফিল্ড তাদের জন্য..
যারা এটলিস্ট দুইটা বাইক মেইন্টেইন করতে পারে এনফিল্ড তাদের জন্য..
যাদের ফুয়েল মাইলেজ নিয়ে মাথা ব্যাথা নাই এনফিল্ড তাদের জন্য..
যাদের রেট্রো বা ভিন্টেজ জিনিসপত্র পছন্দ এনফিল্ড সেইসব ওল্ডস্কুলদের জন্য।
এনফিল্ড একটা পিওর ইমোশনাল ব্র্যান্ড!
ফাংশনাল এঙ্গেলে এনফিল্ড দশে শূন্য।
ইমোশনাল এস্পেক্টে এনফিল্ড দশে একশ!
সো ঝাপ দেয়ার আগে আস্ক ইউরসেলফ আপনি কে?
আমার উত্তর আমি জানি, এনফিল্ড আমার ব্র্যান্ড।
এনফিল্ড অনেকটা ভেসপার মত, মানে মেইন্টেনেন্স, কালচার, রিচুয়াল এস্পেক্টে। একটা ভেসপা যেমন ৩০-৪০ বছর++ সার্ভিস দেয়, একটা এনফিল্ড ও তেমন, কিনবেন, এরপর আপনার নেক্সট জেনারেশন ও চালাবে যদি মেইন্টেইন করতে পারেন।
ইনশাল্লাহ একটা নিব, তবে ফার্স্ট লটের থেকে নিব না, আরেক্টু সময় যাক, সবার " চিক্কর" শুনি কিছু দিন, এরপর আস্তে ধীরে নিব।
সুতরাং আপনি যদি ক্রুজার বাইক লাভার হয়ে থাকেন, ক্রুজার চালাবেন এটা নিয়ে প্যাশনেট হয়ে থাকেন, ট্যুরিং করেন, কর্নারিং আর টপ স্পিড আপনার জন্য ম্যাটার করে না তবেই একটা এনফিল্ড আপনার গ্যারেজে মাস্ট।
এনফিল্ড সবার জন্য না। এটা ম্যাস প্রোডাক্ট না, দিস ইজ আ ভেরি নিশ ব্র্যান্ড, ফর এলিট রাইডার্স অনলি। এনফিল্ডের ভ্যালু সবাই ক্যারি করতে পারেনা।
এনফিল্ড লাভার হিসাবে Royal Enfield Bangladesh কে প্রাণঢালা অভিনন্দন এবং ধন্যবাদ।
(Copied)