7th BAKE HOUSE

7th BAKE HOUSE "7th bake house"is an online dessert shop specialised in theme based cake and customised chocolate.

“যথেষ্ট” একটা সীমা নয়, এটা এক উপলব্ধি।যে জানে কখন থামতে হয়,সে-ই আসল শান্তিতে থাকে।             ゚
07/07/2025

“যথেষ্ট” একটা সীমা নয়, এটা এক উপলব্ধি।
যে জানে কখন থামতে হয়,
সে-ই আসল শান্তিতে থাকে।

আচ্ছা যারা  পেইজে মেসেজ করেন  তাদের ৮০% ই ফেইক আইডি থেকে কেনো মেসেজ দেন? কোন প্রডাক্ট ও তার প্রাইজ সম্পর্কে বিস্তারিত জা...
05/07/2025

আচ্ছা যারা পেইজে মেসেজ করেন তাদের ৮০% ই ফেইক আইডি থেকে কেনো মেসেজ দেন? কোন প্রডাক্ট ও তার প্রাইজ সম্পর্কে বিস্তারিত জানতে নিজের আইডি থেকে মেসেজ দেন কোন সমস্যা নাই আমি আপনাদের ব্যক্তিগত তথ্যের ব্যাপারে সবসময়ই প্রতিশ্রুতি বদ্ধ থাকবো। কিন্তু অনুরোধ রইল আমাদের সময়ের গুরুত্বও অনুধাবন করবেন🙏।

ছবিতে পুরনো কাজ....

বর্তমানে Baker's community দুই ভাগে বিভক্ত, প্রিমিয়াম ও ইন্ডাস্ট্রি অনুযায়ী।  কারো কারো মধ্যে বেশ উতপ্ত বাক্য বিনিময় ও হ...
12/06/2025

বর্তমানে Baker's community দুই ভাগে বিভক্ত, প্রিমিয়াম ও ইন্ডাস্ট্রি অনুযায়ী। কারো কারো মধ্যে বেশ উতপ্ত বাক্য বিনিময় ও হচ্ছে। হ্যা প্রত্যেকেই নিজ নিজ জায়গা ও দৃষ্টিভঙ্গি থেকে সঠিক। কারণ আমাদের অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি ও কাজের ধরণ ভিন্ন।
তবে কিছু বিষয় সবসময় মনে রাখা উচিত আপনার পরিশ্রমের মূল্য, আপনার শিল্পসত্বার মূল্য আপনাকে নির্ধারণ করতে হবে। কে কি ধরনের কাজ করে তার প্রডাক্টের মধ্যে কি কি Additives add হয় তা আপনি জানেন না। তাই আর একজনকে কমেন্টের পূর্বে নিজেকে আগে চিন্তা করে নিন। এটা যে শুধু প্রডাক্টের ক্ষেত্রে বিষয়টা তেমন নয় আরেক জনের প্রতি জাজমেন্টাল হওয়ার আগে নিজের প্রতি জাজমেন্টাল হোন। সম্মান দিন সম্মান পাবেন।


জন্মদিন আসে বারেবারে মনে করা বারে......... শুভ জন্মদিন " বাবা"
12/06/2025

জন্মদিন আসে বারেবারে
মনে করা বারে.........
শুভ জন্মদিন " বাবা"


If you're planning to order a moist cake or a ganache-frosted moist cake, here's something to keep in mind.... chocolate...
03/06/2025

If you're planning to order a moist cake or a ganache-frosted moist cake, here's something to keep in mind.... chocolate-based cakes are quite heavy, so the size may seem smaller than expected. For example, a 1 pound ganache-frosted cake will be around 4 inches flat, and a 1 pound mud cake is almost the size of a single cupcake! But when it comes to taste, it’s absolutely worthy. We offer both oil-based and butter-based moist cakes. Butter-based cakes have a brownie like texture, rich and indulgent. Also, moist cakes should never be eaten straight from the fridge.... let them set at room temperature for a while to enjoy their true flavor and softness.
Trust us, the taste is not just good..... it’s so good, damn good!

Anyway, I’ve said a lot already 😊😄
The cake in the picture is around a 3 pound oil-based moist cake.
As always, this cake was safely delivered by our delivery partner Thanks to them for their smooth and reliable service.




একটা সাদাসিধা  কেক! 🤎🤎আলহামদুলিল্লাহ,  কেকটা নিয়েছিল এক রিপিট ক্লায়েন্ট।                                                ...
30/05/2025

একটা সাদাসিধা কেক! 🤎🤎
আলহামদুলিল্লাহ, কেকটা নিয়েছিল এক রিপিট ক্লায়েন্ট।



আলহামদুলিল্লাহ  গতকালের কেক।৷ আমি বরাবরই লেট post করি। সাথে  আমার কেক কোথায় যায় তারও খোঁজ রাখি না😅। মানে  যে অর্ডার করে...
23/05/2025

আলহামদুলিল্লাহ গতকালের কেক।৷
আমি বরাবরই লেট post করি। সাথে আমার কেক কোথায় যায় তারও খোঁজ রাখি না😅। মানে যে অর্ডার করে তার কাছে নিরাপদে পৌঁছাতে পারলেই হলো। সাথে রিভিউগুলোও পেইজে দেই না বলে অনেকই বলে।
এই কেকটাও তেমন একটা কেক কোথায় গিয়েছে তা জানি নাই। হ্যা কেক তার লোকেশনে চলে গিয়েছিলো। এই কেকটা গিয়েছিলো ধানমন্ডি এ। এর কোন ছবিও আমি তুলতে পারি নাই। অনেক কেকের মত এটাও হারিয়ে যেতো সময়ের স্রোতে। প্যাকেজিং ও ছিল ভীষণ সাদাসিধা, লোগো পর্যন্ত লাগানোর সময় পাইনি। তারপরও তাদের এ্যাপ্রিসিয়েশন আমাকে ভীষণ inspired করলো। আসলে আমি অনেক দিন ধরেই পেইজে নিজস্ব কিছু ব্যস্ততায় পুরোপুরি সময় দিতে পারছি না।
তারপরও সবকিছুর জন্য Fairin Akter Shuma আপুকে অসংখ্য ধন্যবাদ। সবকিছু তার জন্যই সম্ভব হয়েছে। এবং ছবি ও ভিডিওগুলো আপুর কল্যানে পাওয়া।




゚viralシ
゚viralシ #

সফলতা কখনোই মুহূর্তের ব্যাপার নয়। এটি সময়, পরিশ্রম, অধ্যবসায় এবং সীমাহীন ধৈর্যের ফলাফল। পথচলায় বাধা আসবে, হতাশা গ্রাস কর...
27/04/2025

সফলতা কখনোই মুহূর্তের ব্যাপার নয়। এটি সময়, পরিশ্রম, অধ্যবসায় এবং সীমাহীন ধৈর্যের ফলাফল। পথচলায় বাধা আসবে, হতাশা গ্রাস করতে চাইবে — কিন্তু যারা ধৈর্য ধরে এগিয়ে যায়, তারাই গন্তব্যে পৌঁছে।

অধ্যবসায় শেখায় কখনো হাল না ছাড়তে, আর ধৈর্য্য শেখায় সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে। এ দুই গুণ যার মাঝে আছে, তার সামনে কোনো বাধাই স্থায়ী হয় না।

একটি সফল ও সুন্দরতম ভবিষ্যতের প্রত্যাশায় শুভকামনা নিজ ও শুভাকাঙ্ক্ষী সকলের প্রতি.....



゚viralシ

আলহামদুলিল্লাহ  গতকালের কেক.... ২ পাউন্ড  স্ট্রবেরি ফ্লেভারের ময়েস্ট কেক।যে কেকটি নিয়েছে  সে আমার রিপিট ক্লায়েন্ট।  অর্ড...
26/04/2025

আলহামদুলিল্লাহ গতকালের কেক....
২ পাউন্ড স্ট্রবেরি ফ্লেভারের ময়েস্ট কেক।
যে কেকটি নিয়েছে সে আমার রিপিট ক্লায়েন্ট। অর্ডার করার সময় শুধু বলল আপু সবসময় তো ভেনিলা আর চকলেটই খাওয়া হয় এবার অন্য কোনো ফ্লেভারের কেক চাই। স্ট্রবেরি ফ্লেভারের কথা বললাম , যে এতে ফ্রেশ হোমমেইড স্ট্রবেরি কম্পোট দেয়া হবে। তারপর আর কোনো কথা নেই বললো আপু এটাই দিন এবং জানালো ওদের অনেক ভালো লেগেছে। দিন শেষে এটাই তো চাওয়া আলহামদুলিল্লাহ।

Inbox us for order.


゚viralシ #

আলহামদুলিল্লাহ আজকের ডেলিভারি করা কেক।Halfway to one year cake for baby "Zabir".  Yes... he is now 6 months old, heading...
14/04/2025

আলহামদুলিল্লাহ
আজকের ডেলিভারি করা কেক।

Halfway to one year cake for baby "Zabir". Yes... he is now 6 months old, heading towards 1 year, Alhamdulillah. Please pray for him.
অনেক দিন পরে দিনের কাজ দিনেই পোস্ট করলাম😊।




রমজানের  মাঝামাঝিতে  চকলেট ও সল্টেড ক্যারামেল মিনি টার্টের অর্ডার  ছিল।  কিন্তু সে কাজের  ছবি নেয়া হয় নাই।  আলহামদুলিল্ল...
11/04/2025

রমজানের মাঝামাঝিতে চকলেট ও সল্টেড ক্যারামেল মিনি টার্টের অর্ডার ছিল। কিন্তু সে কাজের ছবি নেয়া হয় নাই। আলহামদুলিল্লাহ চকলেটের সাথে সল্টেড ক্যারামেল টার্টের এত ভালো রিভিউ পেয়েছি যা সত্যি মনকে অনেক ভালো করে দিয়েছে। পরে রেস্ট অফ জিনিসগুলো দিয়ে বাসায় করেছি। তখন অবশ্য উপরে আর সস দেয়ার সুযোগ হয়নি কিন্তু তাতেও স্বাদের কোনো কমতি হয় নি।


We are taking orders for tarts.
Let us know your requirements.


Address

Dhaka-1216

Alerts

Be the first to know and let us send you an email when 7th BAKE HOUSE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 7th BAKE HOUSE:

Share

Category