
10/07/2025
১৯ জুলাই মহাসমাবেশের পরিকল্পনা ডিএমপিকে জানিয়েছে জামায়াত
ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের পরিকল্পনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে জামায়াতের একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের সাথে সাক্ষাৎ করতে ডিএমপি কার্যালয়ে যায়।
সাক্ষাৎ শেষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমেকে বলেন, আগামী ১৯ জুলাই দুপুর ২ টায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ উপলক্ষে আমরা এসেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব নিয়োজিত উপদেষ্টার সাথে আমাদের দুইজন সিনিয়র দায়িত্বশীল নেতা মিটিং করেছে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা ডিএমপি কমিশনার অফিসে এসেছি। আমাদের পরিকল্পনা (সমাবেশ নিয়ে) তাদেরকে জানিয়েছি। তারা (ডিএমপি) আমাদেরকে সহযোগিতা করবে আশ্বস্ত করেছে।
তিনি আরও বলেন, এক নম্বর হচ্ছে ট্রাফিক ব্যবস্থা, সমাবেশকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন ধরনের গাড়ি আসবে। বিভিন্ন স্পটে আমাদের লোকজন আসবেন। অনেকে বাসে, অনেকে লঞ্চে আসবেন, অনেকে ট্রেনে ও ব্যক্তিগত যানবাহনে আসবেন। এ সমস্ত বিষয়ে তারা (ডিএমপি) নিশ্চিত করবেন। গাড়ি প্রবেশ, বাহির হওয়া ও পার্কিংয়ের বিষয়। এর পাশাপাশি আইন শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে উনারা নিশ্চিত করবেন। আমরা আমাদের পরিকল্পনা তাদেরকে জানিয়েছি। তাদের সাথে আমরা যোগাযোগ রাখবো। ডিএমপির পরিকল্পনা ও আমাদের পরিকল্পনা মিলিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়, এ বিষয়ে কার্যকর পরিকল্পনা নিয়েছি বাস্তবায়ন হবে ইনশাল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।