কায়া

কায়া "কায়া" দিচ্ছে ঘরে বসে পন্য কেনার সুযোগ।মানসম্মত এবং খাঁটি পণ্যের সেবা দেয়াই আমাদের লক্ষ্য।

শীত আসবে আর তারা আসবে না তা কি হয়🤔সম্পুর্ন নিজস্ব তত্ত্বাবধানে কেমিক্যাল মুক্ত, হাইড্রোজ মুক্ত গুড় পেয়ে যাচ্ছেন এখন আমাদ...
01/12/2025

শীত আসবে আর তারা আসবে না তা কি হয়🤔
সম্পুর্ন নিজস্ব তত্ত্বাবধানে কেমিক্যাল মুক্ত, হাইড্রোজ মুক্ত গুড় পেয়ে যাচ্ছেন এখন আমাদের কাছে❤️
সময় টা ভালো যাচ্ছে না😔বিপদ যেন গলার মালা।তাই খুব বেশি আনব না।চটজলদি নিয়ে নিন🙂
゚ #শীতেরপিঠা #পাটালিগুড়

🤲 🤲 🤲জানিনা কি আছে ভাগ্যে। বিপদে ক্ষতি যাতে কম হয় যে যার জায়গা থেকে চেষ্টা করতে পারি।দ্রুত আশ্রয় নিন (Drop—Cover—Hold O...
22/11/2025

🤲 🤲 🤲জানিনা কি আছে ভাগ্যে। বিপদে ক্ষতি যাতে কম হয় যে যার জায়গা থেকে চেষ্টা করতে পারি।
দ্রুত আশ্রয় নিন (Drop—Cover—Hold On):

👉বিছানায় থাকলে: শক্তভাবে খাটের নিচে ঢুকে পড়ুন।মজবুত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন।

👉আশ্রয় না পেলে: শক্তিশালী দেয়ালের কোণে শরীর গুটিয়ে বসে মাথা ও ঘাড় ঢেকে রাখুন।

👉মাথা সুরক্ষিত রাখুন: বাথরুমের বালতি উল্টো করে, হেলমেট, ঝুড়ি বা শক্ত ব্যাগ যা পাবেন, তা দিয়ে মাথা ঢেকে রাখুন।

👉বারান্দা এড়িয়ে চলুন: রেলিং বা স্লাব ভেঙে পড়তে পারে।

👉দরজা খোলা রাখুন: কম্পন শুরু হওয়ার সাথে সাথে দরজা খুলে দিন (জ্যাম হওয়া এড়াতে)।

👉দূরত্ব বজায় রাখুন: রাস্তায় এসে কখনো বিল্ডিং-এর গা ঘেঁষে দাঁড়াবেন না। ভেঙে পড়া রোধে ভবন থেকে কমপক্ষে ১০০ ফুট দূরে সরে যান এবং খোলা মাঠে চলে যান।

💔ধ্বংসস্তূপের নিচে আটকে গেলে করণীয় (Think Fast!) 🗣️

👉আটকে পড়লে শান্ত থাকা এবং সঠিক সংকেত দেওয়া আপনার জীবন বাঁচাতে পারে।

👉চিৎকার করবেন না: চিৎকার করলে ধুলো ফুসফুসে ঢুকতে পারে এবং গলা দ্রুত শুকিয়ে যাবে।

👉সংকেত ব্যবহার করুন:হুইসেল থাকলে একটানা বাজান।
না থাকলে, আন্তর্জাতিক রেসকিউ সিগন্যাল হিসেবে দেয়ালে বা শক্ত পাইপে তিনবার টোকা দিন।

👉সংরক্ষণ করুন: মোবাইল টর্চ অন করে রাখুন। কথা বলবেন না,ব্যাটারি বাঁচান।

👉নিরাপত্তা: মুখে কাপড় চেপে ধরুন যাতে ধুলো শ্বাসযন্ত্রে প্রবেশ না করে।

👉ভারী আসবাব: ভারী আলমারি, ফ্রিজ, এবং টিভি এমন জায়গায় রাখুন যাতে পড়ে গিয়ে আঘাত না করতে পারে। পারলে দেওয়ালের সাথে বেঁধে রাখুন।

👉গ্যাস সিলিন্ডার: চেইন বা ফিতা দিয়ে মজবুতভাবে বেঁধে রাখুন।

👉নির্গমন: দরজা যেন কখনও অটো-লক না হয়। জরুরি চাবি সবসময় কাছাকাছি রাখুন।

ব্যবসায় মানেই ধৈর্য্য,ধৈর্য্য এবং ধৈর্য্য.....😔😥একজন ব্যবসায়ী বা উদ্যোক্তাকে যে কত কিছু করে তার ব্যবসাকে টিকিয়ে রাখতে হয়...
05/11/2025

ব্যবসায় মানেই ধৈর্য্য,ধৈর্য্য এবং ধৈর্য্য.....😔😥

একজন ব্যবসায়ী বা উদ্যোক্তাকে যে কত কিছু করে তার ব্যবসাকে টিকিয়ে রাখতে হয়,তা শুধু আল্লাহ ভালো জানেন।ছোট ছোট উদ্যোক্তারা তাদের ব্যবসায় শুরুই করে ছোট বা মাঝারি ঋণ নিয়ে।কেউ সেই ঋণ দ্রুত শোধ করতে পারে আর কেউ দীর্ঘ মেয়াদি টানতেই থাকে ঋণের বোঝা😔
অনেক কষ্ট করে দীর্ঘ চার বছর যাবত ব্যবসাটা ধরে রেখেছি।

মানুষের সহযোগিতা কতটা পেয়েছি জানিনা তবে পেইন পেয়েছি বিভিন্ন রকমের।অনেক মানুষের অদ্ভুত মানসিকতা দেখেছি।আর এক মাস পর ই আমার কায়া পেইজের ৪ বছর পূর্তি হবে,আলহামদুলিল্লাহ। জানি না কতদিন আমি এর নোঙর শক্ত করে ধরে রাখতে পারব।পেইজে লাইক দিয়ে পাশে থাকবেন। আমার এই ছোট উদ্যোগের জন্য দোয়া করবেন🙂

24/09/2025

কত কিছু আমরা না জেনেই খাই
😔😔😔
বিস্কুট বিশেষ করে টোস্ট বিস্কুটে অ্যাক্রিলামাইড নামক উপাদান রয়েছে যা ক্যান্সার হবার জন্য দায়ী। তাই টোস্ট বিস্কুট খাওয়া উচিৎ নয়।

সুপ্রভাতনতুন আশা, নতুন আর একটি দিনের শুভেচ্ছা রইল ❤️
28/06/2025

সুপ্রভাত
নতুন আশা, নতুন আর একটি দিনের শুভেচ্ছা রইল ❤️

জুম্মা মুবারক
27/06/2025

জুম্মা মুবারক

শুভ সকাল 🙂
25/06/2025

শুভ সকাল 🙂

খুবই গুরুত্বপূর্ণ 👍
22/06/2025

খুবই গুরুত্বপূর্ণ 👍

শখের তোলা আশি টাকা🤪😍শুভ সন্ধ্যা 🙂
22/06/2025

শখের তোলা আশি টাকা🤪😍
শুভ সন্ধ্যা 🙂

Address

272, Middle Pirerbag, 60 Feet Mirpur/1
Dhaka-1216

Alerts

Be the first to know and let us send you an email when কায়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কায়া:

Share