DeshLai

DeshLai Welcome to DeshLai – "Bringing you refreshing moments – from nature’s beauty to daily fun! Stay inspired, stay entertained, and stay hydrated with good vibes."

10/07/2025

🚗 গাড়ির সঠিক যত্ন নিচ্ছেন তো?

Quics নিয়ে এলো আধুনিক ও বিশ্বস্ত ওয়ার্কশপ আপনার আশেপাশেই!

✅ USA-made Hunter Alignment & Balancing
✅ Hybrid Battery, Brake Booster ও ECU Programming
✅ প্রিমিয়াম গাড়ির Diagnosis & ATF Calibration
✅ UK ট্রেইনড ইঞ্জিনিয়ার ও এক্সপার্ট টেকনিশিয়ান

📍 বসুন্ধরা I-ব্লক গেইট, ১০০ ফিট রোড
📞 কল করুন: 01300-802123
🌐 facebook.com/quicscarservice

— আজই আসুন! Quics-এর পার্থক্য বুঝুন।

09/07/2025

Get expert service at Quics , your neighborhood workshop with a difference!
Location: Bashundhara i-block Gate , 100 feet
✅ USA-made Hunter Wheel Alignment/Balancing
✅ Premium Brand Diagnostic Tools Premium and Japanese cars
✅ Hybrid Battery Reconditioning & Replacement with Brake Booster service
✅ Car Wash, ECU Programming, ATF Calibration & all kinds of service in one place
✅ UK trained Engineer, Skilled Technicians & Fast Service
— Drop in today and feel the Quics difference!
📞 Call us @ +8801300802123‬; or just drive in!
https://www.facebook.com/quicscarservice

08/07/2025

আপনি কি আপনার গাড়ির জন্য প্রিমিয়াম ও প্রফেশনাল কার ওয়াশ এবং ডিটেইলিং সার্ভিস খুঁজছেন? তাহলে Quics Car Service-ই হতে পারে আপনার সেরা পছন্দ! 🚘✨

আমরা অত্যাধুনিক সেবা দিচ্ছি — এক্সটেরিয়র ওয়াশ, ইন্টেরিয়র ক্লিনিং, পলিশিং, ইঞ্জিন ক্লিনিংসহ আরও অনেক কিছু, যত্ন ও দক্ষতার সাথে।

আমাদের ফেসবুক পেজ ঘুরে দেখুন ছবি, রিভিউ এবং আরও বিস্তারিত জানতে:
👉 https://www.facebook.com/share/154f9TnCXvo/

অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে ইনবক্স করুন বা কল করুন এখনই।
আপনার গাড়িটা প deserve করে সেরা যত্ন। 💦🧽🧼

Quics, is a modern automobile service workshop in100 feet, Dhaka offering expert Car servicing & Diagnostics, Hybrid Battery Service with advanced diagnostics and the world best Hunter wheel alignment and balancing
“Your Drive, Our Signature Finish”

আজ/রোজ শনিবার ২১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ, ৯ই মহররম ১৪৪৭ হিজরি। #আজ  #মহররম
05/07/2025

আজ/রোজ শনিবার ২১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ, ৯ই মহররম ১৪৪৭ হিজরি।

#আজ #মহররম

ঐতিহ্যবাহী সেই আলাউদ্দিন সুইটমিট ------১৯৮৮-১৯৮৯ সালে বিচিত্রা পত্রিকার পুরো একটি পাতাজুড়ে থাকত ভীষণ মজার এক কার্টুন। এই...
25/06/2025

ঐতিহ্যবাহী সেই আলাউদ্দিন সুইটমিট ------

১৯৮৮-১৯৮৯ সালে বিচিত্রা পত্রিকার পুরো একটি পাতাজুড়ে থাকত ভীষণ মজার এক কার্টুন। এই কার্টুনের চরিত্রগুলোর পাশে লেখা থাকতো মিষ্টি মিষ্টি নানা কথা। হ্যাঁ,এভাবেই পত্রিকায় আলাউদ্দিনের মিষ্টির বিজ্ঞাপন দেয়া হতো।

আশির দশকে ঢাকাকে উপস্থাপনের হাতেগোনা কিছু আইকনিক প্রতিষ্ঠানের একটি "আলাউদ্দিন সুইটমিট" বাংলাদেশে ব্র্যান্ড মিষ্টির পথ দেখানো সেই আলাউদ্দিন সুইটমিট এখন ঢাকার বুকে কোথায় আছে সেই মিষ্টির দোকান,বেচা-বিক্রি কেমন ?

আলাউদ্দিনের মিষ্টির মান ছিলো স্বাস্থ্যকর এবং অন্যতম সেরা। কোয়ালিটি এবং বৈচিত্র্য থাকায় অনেকেই এসব মিষ্টি দেশের বাইরে নিয়ে যেতেন। দেশের বাইরেও আলাউদ্দিনের মিষ্টির জনপ্রিয়তা ছিল।

ইতিহাস ঘেঁটে জানা যায়,দেড়শো বছরের কিছু বেশি আগে ভারতের লখনৌ থেকে পুরান ঢাকার চকবাজারে আসেন মিষ্টি ব্যবসায়ী আলাউদ্দিন হালওয়াই। তিনি ১৮৯৪ সালে গড়ে তোলেন আলাউদ্দিন সুইটমিট,যা ছিলো ঢাকা শহরের বুকে প্রথম খ্যাতি ছড়ানো মিষ্টির দোকান। কেবল মিষ্টির ব্যবসাই নয়,আলাউদ্দিন সুইটমিটের নাম জড়িয়ে আছে বাংলাদেশের ইতিহাসের সঙ্গেও।

ঐতিহ্যবাহী আলাউদ্দিন সুইটমিটের কয়েকটি উল্লেখযোগ্য মিষ্টি - রসগোল্লা_স্পঞ্জ রসগোল্লা_
লালমোহন_চমচম_গুড়ের সন্দেশ_কালোজাম
_মালাইকারী_মালাইচম_রাজভোগ_দই_হাফসি হালুয়া_দুদিয়া সন্দেশ_কাঁচা সন্দেশ_দই_রসমালাই ইত্যাদি। রোজার সময় চকবাজার শাখায় পাওয়া যেত আলাউদ্দিন স্পেশাল জাফরানী সরবত। এ ছাড়াও রমজানে ইফতারের আয়োজনে আলাউদ্দিনের থাকতো। কিমা পরোটা_টানা পরোটা_জালি কাবাব_
বিফ স্টিক_চিজ লরেন্স_চিকেন স্টিক_চিকেন নাগেট আর পনির সমুচা। এর মধ্যে কিমা পরোটা আর চিস লরেন্সের চাহিদা ব্যাপক ছিল।

আলাউদ্দিন সুইটস লাচ্ছা সেমাই ঈদের সময় সৌদি আরব,মালয়েশিয়া,সিঙ্গাপুর এবং ভারতসহ আরো বেশ কিছু দেশে রপ্তানি করা হত।

১৫৬ বছরের পুরনো এই দোকানটি আজকের দিন পর্যন্ত ভারতীয় উপমহাদেশের সকল সামাজিক-
রাজনৈতিক উত্থান পতনের সাক্ষী। ভারত-পাকিস্তান ভাগের পর ঢাকা ও লখনৌ এর মাঝে প্রথম স্থাপিত হয় সীমানার কাঁটাতার,কিন্তু তা আলাউদ্দদিন সুইটস-এর ব্যবসার জন্য তেমন কোনো বাধা হয়ে দাঁড়ায়নি।

🗣️ সংগৃহীত ✍️📷

আজ/রোজ বুধবার ১১ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জুন ২০২৫ খ্রিষ্টাব্দ, ২৮শে জ্বিলহজ্জ ১৪৪৬ হিজরি।
25/06/2025

আজ/রোজ বুধবার ১১ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জুন ২০২৫ খ্রিষ্টাব্দ, ২৮শে জ্বিলহজ্জ ১৪৪৬ হিজরি।

📲 CapCut-এর নয়া আপডেট: আপনার ছবি কি আর আপনার থাকছে না? 🧩আপনি কি জানেন— জনপ্রিয় মোবাইল ভিডিও এডিটিং এপ CapCut এ কিছুদিন ...
24/06/2025

📲 CapCut-এর নয়া আপডেট: আপনার ছবি কি আর আপনার থাকছে না? 🧩

আপনি কি জানেন— জনপ্রিয় মোবাইল ভিডিও এডিটিং এপ CapCut এ কিছুদিন আগে একটি নতুন আপডেট এসেছে,
আর CapCut এর সেই আপডেটেড ভার্সনের Terms & Conditions-এ লেখা রয়েছে এমন কিছু,
যা জানলে আপনি হয়তো আঁতকে উঠবেন।

🔍 শর্ত অনুযায়ী:
আপনি যখন CapCut-এ কোনো ছবি বা ভিডিও এডিট করেন—
সেটা আপনার একান্ত ব্যক্তিগত হলেও, CapCut সেই কনটেন্ট ব্যবহার করতে পারে নিজের মতো করে।

✅ তারা চাইলে—
• আপনার ছবি বা ভিডিও বিক্রি করতে পারে
• যেকোনোভাবে পরিবর্তন করে প্রকাশ করতে পারে
• এমনকি আপনার অনুমতি ছাড়াই ব্যবহার করতে পারে বানিজ্যিক উদ্দেশ্যে

📜 ভয়ংকর বাস্তবতা হলো—
আপনি যখন অ্যাপটি ব্যবহার করেন,
তখন আপনি নিজেই এই শর্তে সম্মতি দেন,
কারণ শর্তপত্র না পড়ে “Agree” বাটনে চাপ দেন।

⚠️ এবং সবচেয়ে ভয়ের বিষয়:
আপনি আইনি ব্যবস্থা নিতেও পারবেন না,
কারণ তারা বলবে—"আপনি তো সম্মতি দিয়েছেন!"

📌 তাহলে কী করবেন?
১. Terms & Conditions পড়ুন—যতটা সম্ভব।
২. ব্যক্তিগত ছবি/ভিডিও এমন অ্যাপে এডিট করা এড়িয়ে চলুন,
যাদের নীতিমালা অস্বচ্ছ বা ঝুঁকিপূর্ণ।
৩. প্রাইভেসি সেটিংস ও Permission Access ভালোভাবে যাচাই করুন।

🛡️ ডিজিটাল যুগে সচেতন থাকাটাই আত্মরক্ষার প্রথম ধাপ।
না জানার অজুহাতে অধিকার হারালে, দোষ কার?

আজ/রোজ মঙ্গলবার ৩রা আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জুন ২০২৫ খ্রিষ্টাব্দ, ২০শে জ্বিলহজ্জ ১৪৪৬ হিজরি।
16/06/2025

আজ/রোজ মঙ্গলবার ৩রা আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জুন ২০২৫ খ্রিষ্টাব্দ, ২০শে জ্বিলহজ্জ ১৪৪৬ হিজরি।

আজ/রোজ সোমবার ২রা আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জুন ২০২৫ খ্রিষ্টাব্দ, ১৯ই জ্বিলহজ্জ ১৪৪৬ হিজরি।
15/06/2025

আজ/রোজ সোমবার ২রা আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জুন ২০২৫ খ্রিষ্টাব্দ, ১৯ই জ্বিলহজ্জ ১৪৪৬ হিজরি।

আজ/রোজ রবিবার ১লা আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জুন ২০২৫ খ্রিষ্টাব্দ, ১৮ই জ্বিলহজ্জ ১৪৪৬ হিজরি।
15/06/2025

আজ/রোজ রবিবার ১লা আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জুন ২০২৫ খ্রিষ্টাব্দ, ১৮ই জ্বিলহজ্জ ১৪৪৬ হিজরি।

আজ/রোজ শনিবার ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জুন ২০২৫ খ্রিষ্টাব্দ, ১৭ই জ্বিলহজ্জ ১৪৪৬ হিজরি।
13/06/2025

আজ/রোজ শনিবার ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জুন ২০২৫ খ্রিষ্টাব্দ, ১৭ই জ্বিলহজ্জ ১৪৪৬ হিজরি।

Address

Dhaka-1216

Alerts

Be the first to know and let us send you an email when DeshLai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DeshLai:

Share