
03/04/2023
ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যে পেশা থেকে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবে যে কেউ। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আমি আমার স্বাধীন মতো কাজ করতে পারবো। দেখা গেলো, আমার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আমি কাজ করবো না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবো,,মূলত এই নিজের স্বাধিন ইচ্ছামতো কাজ করে টাকা উপার্জনকেই ফ্রীল্যান্সিং বলে। বর্তমানে ফ্রীল্যান্সিং এ বাংলাদেশ দ্বিতীয় স্থানে আছে।