Entire Universe

Entire Universe Everything is in one place. We are a reputed buy, sale & sourcing agent of garments stocklot here in Bangladesh.

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশে হামলাটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত এবং মূল লক্ষ্য ছিল শীর্ষ নেতাদের হত্যা...
18/07/2025

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশে হামলাটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত এবং মূল লক্ষ্য ছিল শীর্ষ নেতাদের হত্যা।

আগের রাত থেকেই জেলার গ্রাম-গঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র কর্মীদের গোপনে জড়ো করা হয়।

হামলাকারীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন অলিতে-গলিতে অবস্থান নেয়। তারা আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও বোমা নিয়ে সমাবেশস্থলে ও রাস্তায় ওঁৎ পেতে ছিল।

বুধবার সকালে ও দুপুরে একাধিকবার হামলা চালানো হয়, যার মধ্যে একবার সরাসরি এনসিপি নেতাদের গাড়িবহরে গুলি ও বোমা ছোড়া হয়।

চারজন নিহত হন, এবং অনেকেই গুলিবিদ্ধ হন। এনসিপির নেতারা দাবি করেছেন, গোপনে হামলার বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছিল যাতে নেতারা গোপালগঞ্জ থেকে জীবিত না ফিরতে পারেন। অনেক বড় গাছ কেটে রাস্তা অবরোধও করা হয়।

তাদের অভিযোগ, স্থানীয় পুলিশ আগেই এসব বিষয়ে অবগত থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি বরং ভুল তথ্য দিয়ে নিরাপত্তার আশ্বাস দিয়েছিল। কেউ কেউ বলছেন, পুলিশের কিছু সদস্য হয়ত হামলায় সরাসরি বা পরোক্ষভাবে জড়িত ছিল।

ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, হামলাকারী কাউকে ছাড় দেওয়া হবে না।

17/07/2025

শুধুমাত্র আজকের জন্য ৫ দিন মেয়াদি ১ জিবি ইন্টারনেট ফ্রী পেতে ডায়াল করুনঃ

১। গ্রামীণফোন - *১২১*১৮০৭ #
২। রবি/এয়ারটেল - *৪*১৮০৭ #
৩। বাংলালিংক - *১২১*১৮০৭ #
৪। টেলিটক - *১১১*১৮০৭ #

১০০% শিওর শট।

17/07/2025

শুভ রাত্রি
GOOD NIGHT

17/07/2025

সিরিয়া ইসলামের অনেক ভবিষ্যত ঘটনার প্রাণকেন্দ্র। এখানেই মালহামাহ, দাজ্জালের পতন, ইয়াজুজ-মাজুজ এর বিনাশ,
ঈসা আ. ও ইমাম মাহদী রা. এর আবির্ভাব,
এবং ইসলামের সর্বশেষ খিলাফাহ প্রতিষ্ঠার মতো ঘটনাগুলো ঘটবে। অতএব, সিরিয়াকে যারা টার্গেট করবে তারা ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। সে আমেরিকা বা ইজরায়েল যেই হোক না কেন।

সিরিয়ায় ইজরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্...
17/07/2025

দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে তাজউদ্দীন পরিবার।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন তাজউদ্দীন আহমেদের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমদ ও পুত্র তানজিম আহমেদ সোহেল তাজ।

এ সময় শারমিন আহমদের লেখা ‘তাজউদ্দীন আহমদ: নেতা ও পিতা’ বইয়ের একটি কপি প্রধান উপদেষ্টাকে উপহার দেয়া হয়।

[রিফাইন্ড লীগ গঠন কতদুর গড়ালো?]

৫০ হাজার টাকা দাও, বিষয়টা আমি দেখছি’, জামায়াত নেতার অডিও ফাঁস।জামাত নেতার চাদা নেওয়ার নতুন কৌশল! অডিও ক্লিপে আনিসুর রহম...
17/07/2025

৫০ হাজার টাকা দাও, বিষয়টা আমি দেখছি’, জামায়াত নেতার অডিও ফাঁস।
জামাত নেতার চাদা নেওয়ার নতুন কৌশল!

অডিও ক্লিপে আনিসুর রহমানকে বলতে শোনা যায়, ‘বাবু শোনো, তোমার বিষয়ে আমাকে ফোন দিয়েছিল অফিসার। আমি বলছি, ও আমার ছোট ভাই, বিষয়টা আমি দেখব। তুমি আমার সাথে জরুরি দেখা করো... তোমার যদি একটা পশমের ক্ষতি হয়, আমি রাজিবপুরে দ্বিতীয় দিন মুখ দেখাব না।’

এরপর আরও বলা হয়, ‘তুমি আমার মোটরসাইকেলে ঘুরবা। পৃথিবীর কোনো শক্তি নেই ইনশাআল্লাহ। তুমি ফ্রি থাকো। আলহামদুলিল্লাহ বলে দুই গ্লাস পানি খাও। তোমার ভাই আছে তোমার পাশে।’

কুড়িগ্রামে মামলা থেকে রক্ষা করার নামে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন এক জামায়াত নেতা।

অভিযুক্ত জামায়াত নেতার নাম আনিসুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজিবপুর উপজেলা শাখার সভাপতি।

ভুক্তভোগী ব্যবসায়ী বাবু মিয়া জানান, ২০১৩ সালে রাজিবপুরে জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা একটি মামলার ভয় দেখিয়ে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে জামায়াত নেতার নাম আনিসুর।

অভিযোগে তিনি বলেন, জামায়াত নেতা আনিসুর রহমান নিজেকে থানা অফিসারের (ওসি) ঘনিষ্ঠ পরিচয় দিয়ে তাকে ভয় দেখান এবং মামলা থেকে রক্ষা পাওয়ার আশ্বাস দিয়ে টাকা চান।

বাংলাদেশের গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কর্মসূচিকে ঘিরে হামলা, সংঘর্ষে অন্তত চারজনের প্রাণহানির ঘটনার পর ব...
17/07/2025

বাংলাদেশের গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কর্মসূচিকে ঘিরে হামলা, সংঘর্ষে অন্তত চারজনের প্রাণহানির ঘটনার পর বুধবার রাত থেকে সেখানে কারফিউ অব্যাহত রাখা হয়েছে।

'মার্চ টু গোপালগঞ্জ' নামে ওই কর্মসূচি নিয়েছিল এনসিপি।

জুলাই আন্দোলনের ছাত্র নেতৃত্বের নতুন এই দলটি দেশের বিভিন্ন জেলায় তাদের পদযাত্রা কর্মসূচি চলাকালে ভিন্ন নামে গোপালগঞ্জ মুখে কর্মসূচি কেন নিয়েছিল, আর সেই কর্মসূচি উস্কানিমূলক পরিবেশ তৈরি করেছিল কি না-এ সব প্রশ্নে চলছে নানা আলোচনা।

এমন প্রেক্ষাপটে অনেকে প্রশ্ন তুলেছেন, গোপালগঞ্জের ঘটনার ক্ষেত্রে এনসিপির দায় কতটা?

কর্মসূচির নাম নিয়েই প্রশ্ন

এনসিপি গত পহেলা জুলাই থেকে দেশজুড়ে 'জুলাই পদযাত্রা'র ধারাবাহিক কর্মসূচি পালন করছে।

জেলায় জেলায় যাওয়ার আগে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা পদযাত্রার কর্মসূচির ঘোষণা দিয়ে আসছিল।

কেবলমাত্র গোপালগঞ্জের ক্ষেত্রেই দলটি কর্মসূচির ভিন্ন নাম দিয়ে তা ফেসবুকে ঘোষণা করে।

'মার্চ টু গোপালগঞ্জ' নামে ওই কর্মসূচি নিয়ে ফেসবুকে ঘোষনা দেওয়ার পর গতকাল বুধবার এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম দু'টো পোস্ট দেন।

প্রথমে তিনি লেখেন, "বিপ্লবের সহযোদ্ধারা, ধুমকেতুর মতো ছুটে আসুন।"

তার সবশেষ পোস্টের শেষ কথা ছিল, "আমরা সেই বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত হবে, জেলার নাম দিয়ে আর বৈষম্য হবে না‌... গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের।"

অনেকেই মনে করছেন, এনসিপি যেভাবে গোপালগঞ্জ মুখে তাদের কর্মসূচির ঘোষণা দিয়েছে, তা আওয়ামী লীগের নেতা-কর্মীদের উস্কে দিয়েছে, এর সঙ্গে সেখানকার মানুষের আবেগও কাজ করেছে।

ফলে সেখানে এনসিপির বুধবারের কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ দানা বাঁধে এবং তা হামলা, সংঘর্ষ পর্যন্ত গড়ায়। কারণ বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কবর রয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।

আর এমন প্রেক্ষাপটেই এনসিপির কর্মসূচি নিয়ে উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে।

তবে এনসিপি নেতারা এ সব অভিযোগ মানতে রাজি নন।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বিবিসি বাংলাকে বলছিলেন, তারা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে গোপালগঞ্জের ক্ষেত্রে সামাজিক মাধ্যমে কোনো বক্তব্য দেননি।

"এটা শুধু প্রোগ্রামটাকে আলাদাভাবে গুরুত্ব দেওয়ার জন্য করেছি। আমরা আলাদা শব্দ ব্যবহার করলে তা উস্কানি হতে পারে না। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করছি। ওখানে উস্কানি ছিল না।"

একই বিষয়ে সারজিস আলমের সাথেও কথা হয় বিবিসি বাংলা'র। তিনি বলছিলেন, "এটা মেটাফোর হিসাবে ব্যবহার করা হয়েছে। স্পেশাল কিছু না।"

"আমরা যুদ্ধের আহ্বান নিয়ে যাইনি। এটা আমাদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি। এটা এমন না যে বিশেষ কোনো আয়োজন নিয়ে আসছি।"

তবে বিশ্লেষকদের মতে, এনসিপি নেতাদের ঘোষণায় শব্দের ব্যবহারে রাজনীতি স্পষ্ট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরীন বলেন, "কিন্তু রাজনীতিতে পদযাত্রার যে অনুবাদ, হেঁটে মানুষের সাথে জনসংযোগ করা। তবে 'পদযাত্রা' যখন 'মার্চ' হয়ে যায়, এর একটা গতি থাকে।"

"পদযাত্রার বদলে মার্চ- শব্দটিই এখানে পাল্টে গেল। এখানে ভাষাগত পার্থক্যই কেবল নয়, এর মাঝে রাজনৈতিক উদ্দেশ্য, প্রস্তুতির পার্থক্য আছে। এর মাঝে কোনো পরিকল্পনা আছে।"

"এটা হঠাৎ করে কেন পাল্টে গেল? এটাকে মেটাফোরিক্যালি দেখার জায়গা নেই। মেটাফোরিক মানেই কিন্তু এই শব্দ দিয়ে আমি কিছু একটা বোঝাচ্ছি। এটার একটা ইন্টার্নাল পলিটিক্স আছে বলে মনে করেন জোবাইদা নাসরীন।

এই 'মার্চ' শব্দটিই গোটা পরিস্থিতিকে আরও বেশি উস্কে দিয়েছে বলে মনে করছেন এই বিশ্লেষক।

বাস্তবতা কি এনসিপি জানতো?

গোপালগঞ্জই বাংলাদেশের একমাত্র জেলা, যেখানে ২০২৪ সালের পাঁচই আগস্টের পর সাধারণ মানুষ, বিশেষ করে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কয়েকদিন ধরে প্রতিবাদ করেছিলেন।

এদিকে, বুধবার গোপালগঞ্জে এনসিপি'র কর্মসূচির আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলছিলো। যেমন, ১৬ই জুলাই গোপালগঞ্জ দখল করবে এনসিপি। কিংবা, সরকার পতনের পর যেমন দেশের বিভিন্ন জায়গায় হামলা-ভাঙচুর চালানো হয়েছে, ঠিক সেভাবেই শেখ মুজিবুর রহমানের সমাধিও ভেঙ্গে ফেলা হবে।

তবে এনসিপি'র কেন্দ্রীয় নেতারা বিবিসিকে জানিয়েছেন, তাদের এমন কোনো উদ্দেশ্য ছিল না।

তাদের বক্তব্য হচ্ছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেকোনো দল বাংলাদেশের যেকোনো জেলায় সমাবেশ করতে পারে। রাজনৈতিক দলগুলোর মতাদর্শ অনুযায়ী যদি একেকটি জেলাকে একেকটি দলের একচ্ছত্র রাজনীতির জন্য বৈধতা দেওয়া হয়, তাহলে সেখানকার সাধারণ মানুষ নির্যাতিত হয় এবং ক্ষমতা চলে গেলে তারা জেলার সদস্য হিসাবেই অনেক কিছু থেকে বঞ্চিত হয়।

গোপালগঞ্জে সমাবেশের পেছনে কোনো উদ্দেশ্য ছিল না দাবি করে এনসিপি নেতা আরিফুল ইসলাম আদীব বলেন, তাদের কাছে মনে হয়েছিলো যে গোপালগঞ্জে পরস্থিতি জটিল হতে পারে।

"অন্য জায়গায় পদযাত্রায় আমরা পাঁচ থেকে সাত কিলোমিটার হাঁটি। এখানে এই পরিস্থিতি হতে পারে, তা আমাদের মনে হয়েছিল। তাই, এখানে শুধু সংক্ষিপ্ত সমাবেশ ছিল। কিন্তু আ'লীগ যে এভাবে সশস্ত্র হামলা করবে, তা আমাদের ধারণায় ছিল না," বলছিলেন তিনি।

এনসিপি নেতা সারজিস আলমও বলেন, "এতদিন ধরে এরকম একটি মেসেজ ছিল যে, গোপালগঞ্জ আওয়ামী লীগের এমন ঘাঁটি, যেখানে অন্য কোনো দলের এখানে কোনো অস্তিত্ব থাকবে না, অন্য কারো কোনো প্রোগ্রাম থাকবে না...সেই জায়গা থেকে আমরা গেছি...ওই সাহসটুকু নিয়ে গেছি"।

গোপালগঞ্জে হতাহতের দায় কার?

এদিকে, গোপালগঞ্জে হতাহতের ঘটনা এবং যে পরিস্থিতি তৈরি হলো, তার দায় নিতে রাজি নয় এনসিপি।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লিখেছেন, তারা কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করেন না।

বুধবার গোপালগঞ্জে তারা চারজনের নিহত কথা শুনেছেন উল্লেখ করে তিনি লেখেন, "প্রশাসন ও গোয়েন্দা সংস্থা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতো, তাহলে এ পরিস্থিতি তৈরি হতো না।"

"এ দায়ভার সরকার ও প্রশাসনকে নিতে হবে," বলেও লেখেন তিনি।

গোপালগঞ্জে বুধবার দফায় দফায় সংঘর্ষে পুলিশের ও ইউএনও'র গাড়িতে, এনসিপি'র সভামঞ্চে হামলা চালানো হয়। এসব হামলার ঘটনার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে।

তবে পরিস্থিতির জন্যএনসিপিও দায় এড়াতে পারে কি না,এই প্রশ্নও রয়েছে। এ ব্যাপারে সারজিস আলম বলেন, "এই জিনিসটা ভিক্টিম ব্লেমিং। ওখানে গিয়ে আমরা ভিক্টিম হলাম। সশস্ত্র সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা করলো... তাহলে আমরা কি গোপালগঞ্জকে সশস্ত্র সন্ত্রাসীদের আশ্রয়স্থল হিসাবে রেখে দিবো? ওখানে কি দল হিসাবে আমাদের সমাবেশ করার অধিকার থাকবে না?"

তিনি এ-ও বলেন, এই ঘটনার দায় প্রশাসনকে নিতে হবে। কারণ তারা অন্যান্য জেলার মতো গোপালগঞ্জেও প্রশাসনের সাথে কথা বলে, নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করে, প্রশাসনের দেওয়া সকল নির্দেশনা যথাযথভাবে মেনে গোপালগঞ্জে যান।

"তারা (আ'লীগ নেতা-কর্মী-সমর্থকরা) এই সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড না চালালে এটি হতো না। কারণ এটা তো পদযাত্রাই ছিল। ওইখানে যেন অপ্রত্যাশিত কিছু না হয়, তাই পদযাত্রা না করে আমরা শুধু পথসভা করছি। চারজনের নিহতের দায়ভার প্রশাসনের নিতে হবে" উল্লেখ করেন সারজিস আলম।

এনসিপি নেতারা মনে করেন, বুধবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সক্রিয় ছিল না।

যদিও সমাবেশ শেষ করে এনসিপি নেতারা যখন ব্যাপক হামলার মুখে শহর থেকে বের হতে পারছিলেন না, তখন তাদেরকে আশ্রয় দেওয়া হয় পুলিশ সুপারের কার্যালয়ে এবং পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের কড়া পাহারায় গোপালগঞ্জ ছাড়েন তারা।

এনসিপি নেতারা মনে করছেন, "ঘটনা ঘটে যাওয়ার পরে" প্রশাসন যতটা কঠোরতা দেখিয়েছে, শুরু থেকেই তারা একইরকম ভূমিকা পালন করলে এই পরিণতি হতো না।

"পুলিশ, সেনাবাহিনী, জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা, সবার কাছ থেকে ক্লিয়ারেন্স পেয়ে গেছি। যাওয়ার পথে প্রশাসনের লোকজন দাঁড়াইতে বলছে, দাঁড়াইছি। তারা ক্লিয়ারেন্স দিছে, গেছি।"

"সিকিউরিটি ক্লিয়ারেন্স না দিলে আমরা চলে যেতাম। অন্য একদিন করতাম," বলেন মি. আলম।

এদিকে, অধ্যাপক জোবাইদা নাসরীন বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় এনসিপি গোপালগঞ্জে সমাবেশ করেছে এবং এটিকে তিনি বাংলাদেশের রাজনীতিতে বিরল ঘটনা বলে মনে করছেন।

"সকলের নিরাপত্তা দেওয়া নিশ্চয়ই সরকারের দায়িত্ব। কিন্তু অন্যক্ষেত্রে তো সরকারকে এতটা পদক্ষেপ নিতে দেখা যায়নি" উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, "কেন একটি রাজনৈতিক দলের সমাবেশে সরকার এতটা পদক্ষেপ নিবে? সরকার এনসিপি'র পক্ষে ছিল।"

তথ্যসূত্রঃ BBC News বাংলা

17/07/2025

যুক্তরাষ্ট্র বাংলাদেশে পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত তিন মাস স্থগিত করলেও শুল্ক হার কমানোর চুক্তি দ্রুত করতে পারেনি সরকার।

প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে সরকারের প্রস্তুতির ঘাটতি। যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি ও আলোচনায় নেতৃত্ব দেওয়া উচিত ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের, কিন্তু যাদের পাঠানো হয়েছিল তারা আলোচনাকে এগিয়ে নিতে পারেননি।

পরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আলোচনা সামলে নিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এপ্রিলের শুরুতে পাল্টা শুল্কের ঘোষণা দেন, পরে বাংলাদেশের অনুরোধে তিন মাস সময় বাড়ানো হয়।

তবে ১লা আগস্ট থেকে ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল, যা বর্তমান গড় হার থেকে অনেক বেশি। ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া ইতোমধ্যে কম শুল্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে।

প্রথম আনুষ্ঠানিক আলোচনা হয় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ও বাংলাদেশের বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর মধ্যে, কিন্তু তা তেমন ফলপ্রসূ হয়নি।

পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আলোচনায় যুক্ত হন এবং আশ্বাস পান বাংলাদেশ এগিয়ে আছে।

জুলাইয়ে দ্বিতীয় দফার আলোচনায় নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা। বর্তমানে বেশ কিছু মন্ত্রণালয় ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে নিয়মিত বৈঠক চলছে, আগামী দিনে ভালো ফল আশা করা হচ্ছে।

তবে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা মনে করেন প্রস্তুতির অভাবেই বাংলাদেশ পিছিয়ে পড়েছে। আলোচনায় ব্যবসায়ীদের অংশগ্রহণ কম ছিল, কোনো লবিস্ট নিয়োগ হয়নি।

দর-কষাকষির সময় ব্যবসায়ীদের মতামত নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

অনেকেই বলেন, দরকার ছিল শক্তিশালী ও বহুপক্ষীয় একটি দল গঠন করার, যা হয়নি। ফলে আলোচনার স্বচ্ছতা ও অগ্রগতিতে সমস্যা তৈরি হয়েছে।

16/07/2025

নাহিদ আজ বলেছে- গোপালগঞ্জে আওয়ামিলীগ ছাড়া অন্য কেহ সমাবেশ করতে পারবে না- এরকম যে মিথ তৈরি হয়েছে, সেই মিথ ভেঙে দিয়েছে আজ এনসিপি।

নাহিদের এমন বক্তব্য শুনার পর এনিয়ে আজ দ্বিতীয়বারের মত বলতে হচ্ছে, রাজনীতির পাঠশালা থেকে নাহিদরা কোন কিছুই শিখতে পারেনি এখনো।

এমন একটি বেফাস কথা বলার আগে নাহিদের উচিৎ ছিলো একটু পড়াশোনা করে নেয়া, সোশ্যাল মিডিয়া, গুগল কিংবা ইউটিউব ঘাটা। তাহলে তার এই বক্তব্য মিথ্যায় পরিনত হতো না।

এ বছরের ২৪শে ফেব্রুয়ারী গোপালগঞ্জের প্রাণকেন্দ্রে গোপালগঞ্জের ইতিহাসের স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশটি করেছে বিএনপি। কিন্তু সেদিন আওয়ামিলীগ হামলা করার সাহস করতে পারেনি। অবশ্যই এর নির্দিষ্ট একটা কারন রয়েছে, আসছি সে ব্যাখ্যায়।

নাহিদের উচিৎ ছিলো দাম্ভিকতার এই বক্তব্য দেয়ার চেয়ে কারন খুঁজে বের করা কেন তারা রাষ্ট্রীয় সকল বাহিনীর সাহায্য পাওয়ার পরও গোপালগঞ্জে সফল হতে পারে নি।

এর কারন একটাই- তাদের সমাবেশে তেমন লোকসমাগম হয়নি। যদি কমপক্ষে ৮/১০ হাজার লোকের সমাগমও হতো তবে আওয়ামিলীগ হামলা করার সাহস পেতো না। তাদের সমাবেশের চিত্র দেখে মনে হয়েছে টেনেটুনে ৫/৭শ লোক হবে।

বর্তমান প্রেক্ষাপটে রাজনীতির জন্য গোপালগঞ্জ একটা চ্যালেঞ্জিং জেলা বলা যায়। এখানে প্রকাশ্যে কোন সমাবেশ করতে হলে অবশ্যই বড় সমাগম করতে হবে। যাতে করে প্রতিপক্ষ হামলা করার আগে পাল্টা হামলা নিয়ে ১০০ বার ভাবে।

কিন্তু নাহিদদের সমাবেশে লোক সমাগম কম হওয়ায় রাষ্ট্রীয় পেশী শক্তি থাকার পরও তারা সফল হতে পারে নি। আর ২৪ শে ফেব্রুয়ারী বিএনপি যে সমাবেশ করেছে সেখানে প্রায় ২০-২২ হাজার লোকের সমাগম হয়েছিলো। সমাবেশে আসতে পথে পথে বাধাগ্রস্ত হলেও বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা বাধা টপকিয়ে সমাবেশে এসেছিলো। যার জন্য সমাবেশও সফল হয়েছিলো।

রাজনীতিতে শেখার অনেক কিছু রয়েছে। বলার চেয়ে শুনতে হয় বেশী, শিখানোর চেয়ে নিজেকে শিখতে হয় বেশী। নাহিদরা না শিখেই অতিরিক্ত সবক পেশ করে, যা ওদের মত তরুণ রাজনীতিবিদদের জন্য মোটেও উচিৎ নয়।

- মেজর ডালিম

16/07/2025

শুভ সকাল
GOOD MORNING

16/07/2025

GOOD NIGHT
শুভ রাত্রি

16/07/2025

ফ্রেশ লাইভ, ফলোয়ার বাড়াতে যোগ দিতে পারেন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Entire Universe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Entire Universe:

Share