Costly Info

Costly Info Best page for to get huge tips and information.

20/07/2025
 #কোরবানী_নাকি_প্রচারণা???মুসলমানদের সব চেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল আযহা আসন্ন। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে কোরবানি পশ...
24/06/2025

#কোরবানী_নাকি_প্রচারণা???
মুসলমানদের সব চেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল আযহা আসন্ন। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে কোরবানি পশুর ছবি দিয়ে ক্যাপশনে দেয়া হচ্ছে "আলহামদুলিল্লাহ, কিনে ফেললাম, দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে" সাথে জনগণ যেন সহজে বুঝতে পারে তিনি কত টাকা খরচ করে কোরবানি দিচ্ছে তাই দামও লিখে দিচ্ছে, ২.৫ লাখ/ ৩ লাখ, ৪/৫/ লাখ পর্যন্ত। আমার প্রশ্ন হচ্ছে বর্তমান বাজারে মানুষ দুবেলা খাবার যোগাতে হিমশিম খায় আর আপনারা ৪/৫ লাখ টাকা দিয়ে কোরবানি দিচ্ছেন। আমি কি আপনাদের ইনকাম সোর্স নিয়ে প্রশ্ন করলে মাইন্ড করবেন?? সেটা হালাল না হারাম, চুরির না দূর্নীতির সেটা জানতে চাইব না৷ শুধু এতটুকু জানতে চাই সৎ পথে উপার্জিত বেতন/আয় দিয়ে যেখানে দৈনন্দিন চাহিদাই মিটানো যায় না আর সেখানে আপনাদের দৃশ্যমান কোন আয়ের উৎস দেখি না তখন কিভাবে এগুলো সম্ভব?
আর আপনাদের এই প্রচারণা সম্পর্কে ইসলাম কি বলে? আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছেন নাকি লোক দেখাতে? যদি আল্লাহর নৈকট্য লাভের আশায়ই কোরবানি করেন তাহলে আবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন কেন? আপনারা কি জানেন বর্তমান দ্রব্য মূল্যের কারনে এবার অনেকেই হয়ত কোরবানি দিতে পারবে না। আপনি আমি কেউই নিজ থেকে খোজ নিয়ে তাদের এক টুকরা মাংস দিব না, আপনাদের আলহামদুলিল্লাহ ওয়ালা পোস্ট দেখে তাদের মনের অবস্থা কি হবে??একবার ভেবে দেখেছেন? তাই এসব বন্ধ করুন। নিজ সামর্থ্য অনুযায়ী কোরবানি করেন কিন্তু এই ভাবে মাইক বাজিয়ে প্রচার করতে আইসেন না।

✅ সাদাকাতুল ফিতরা এক সা’ আদায় করা ফরজঃ রাসুল ﷺ এর সুন্নাত অনুযায়ী ফিতরা আমাদেরকে এক সা' আদায় করতে হবে। যেমন-ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﺳ...
20/06/2025

✅ সাদাকাতুল ফিতরা এক সা’ আদায় করা ফরজঃ রাসুল ﷺ এর সুন্নাত অনুযায়ী ফিতরা আমাদেরকে এক সা' আদায় করতে হবে। যেমন-
ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﺳَﻌِﻴﺪٍ ـ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ـ ﻗَﺎﻝَ ﻛُﻨَّﺎ ﻧُﻄْﻌِﻢُ ﺍﻟﺼَّﺪَﻗَﺔَ ﺻَﺎﻋًﺎ ﻣِﻦْ ﺷَﻌِﻴﺮٍ
-আবূ সা’ঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমরা এক সা’ পরিমাণ যব দ্বারা সদকাতুল ফিতর আদায় করতাম। [সহীহ বুখারী হা/১৫০৫]
সুতরাং ফিতরা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে হবে, এটাই রাসুল ﷺ এর জামানায় প্রচলিত ছিল, এটাই রাসুল ﷺ এর সুন্নাত।
ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﺳَﻌِﻴﺪٍ ﺍﻟْﺨُﺪْﺭِﻱَّ ـ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ـ ﻳَﻘُﻮﻝُ ﻛُﻨَّﺎ ﻧُﺨْﺮِﺝُ ﺯَﻛَﺎﺓَ ﺍﻟْﻔِﻄْﺮِ ﺻَﺎﻋًﺎ ﻣِﻦْ ﻃَﻌَﺎﻡٍ، ﺃَﻭْ ﺻَﺎﻋًﺎ ﻣِﻦْ ﺷَﻌِﻴﺮٍ، ﺃَﻭْ ﺻَﺎﻋًﺎ ﻣِﻦْ ﺗَﻤْﺮٍ، ﺃَﻭْ ﺻَﺎﻋًﺎ ﻣِﻦْ ﺃَﻗِﻂٍ، ﺃَﻭْ ﺻَﺎﻋًﺎ ﻣِﻦْ ﺯَﺑِﻴﺐٍ .
-আবূ সা’ঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমরা এক সা’ পরিমাণ খাদ্য অথবা এক সা’ পরিমাণ যব অথবা এক সা’ পরিমাণ খেজুর অথবা এক সা’ পরিমাণ পনির অথবা এক সা’ পরিমাণ কিসমিস দিয়ে সদকাতুল ফিতর আদায় করতাম। [সহীহ বুখারী হা/১৫০৬]

বিঃ দ্রঃ আরবের আলেমদের মতে এক সা' মানে হল প্রায় আড়াই থেকে তিন কেজি। আপনাকে তিন কেজি খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করতে হবে, টাকা দিয়ে নয়। জাযাকাল্লাহ।

৫ জায়গায় ৫ দিনে ৯ কাজ করাকে হজ্জ বলে"‼️💞🔹৫ জায়গা হল;১. মিনা ২. আরাফা ৩. মুজদালিফা ৪. জামারাত ও ৫. বাইতুল্লাহ।🔹৫ দিন হল; ...
14/06/2025

৫ জায়গায় ৫ দিনে ৯ কাজ করাকে হজ্জ বলে"‼️💞
🔹৫ জায়গা হল;
১. মিনা ২. আরাফা ৩. মুজদালিফা ৪. জামারাত ও
৫. বাইতুল্লাহ।

🔹৫ দিন হল;
জুলহিজ্জাহ (জিলহজ্জ) মাসের ৮. ৯. ১০. ১১. ১২।

🔹৯ কাজ হল;
তার মধ্যে ৩টি ফরজ ৬টি ওয়াজিব
===
ফরজ তিনটি; ১. ইহরাম ২. আরাফা ৩. তওয়াফে জিয়ারত।
===
ওয়াজিব ৬টি হল;
১. মুজদালফা ২. কঙ্কর ৩. কুরবানী ৪. মাথা কামানী ৫. সাঈ ৬. বিদায়ী তওয়াফ

🔹খোলাসা কথা,
হজ্জের জন্য জায়গা হল ৫টি, হজ্জ পালনের জন্য দিন হল ৫টি আর কাজ হল মাত্র ৯টি।
ব্যস! সিরিয়াল মত ঠিকঠাক থাকলে আপনার হজ্জ সম্পূর্ণ হবে, ইনশাআল্লাহ।
আল্লাহ সকল হাজীদের হজ্বকে কবুল করুক।
আমীন।

✅ কোরবানির মাংস সম্পর্কে মহান আল্লাহতায়ালা কোরআনুল কারিমে বলেন, তোমরা উহা হতে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তদের আহার করা...
14/06/2025

✅ কোরবানির মাংস সম্পর্কে মহান আল্লাহতায়ালা কোরআনুল কারিমে বলেন, তোমরা উহা হতে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তদের আহার করাও (সুরা হজ, আয়াত ২৮)। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি সম্পর্কে বলেছেন, তোমরা নিজেরা খাও এবং অন্যদের আহার করাও আর সংরক্ষণ করো (বোখারি হাদিস ৫৫ ৬৯)।

আল্লাহ রাব্বুল আলামিন বলেন-وَالْبُدْنَ جَعَلْنَاهَا لَكُم مِّن شَعَائِرِ اللَّهِ لَكُمْ فِيهَا خَيْرٌ فَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهَا صَوَافَّ فَإِذَا وَجَبَتْ جُنُوبُهَا فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّ كَذَلِكَ سَخَّرْنَاهَا لَكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
অর্থ: ‘আর কাবার জন্য উৎসর্গীকৃত উটকে আমি তোমাদের জন্যে আল্লাহর অন্যতম নিদর্শন করেছি। এতে তোমাদের জন্যে মঙ্গল রয়েছে। সুতরাং সারিবদ্ধভাবে বাঁধা অবস্থায় তাদের জবাই করার সময় তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো। এরপর যখন তারা কাত হয়ে পড়ে যায় তখন তা থেকে তোমরা আহার করো এবং আহার করাও; যে কিছু চায় না তাকে এবং যে চায় তাকেও। এমনিভাবে আমি এগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছি, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো।’ (সূরা: হজ, আয়াত ৩৬)।

উল্লেখিত আয়াতে কারিমা থেকে সুস্পষ্ট যে, কোরবানির গোশত মোটামুটি তিনটি ভাগে ভাগ করার একটি নির্দেশনা বা ইঙ্গিত পাওয়া যায়। তাহলো-
১. কোরবানি দাতা নিজেদের জন্য রাখবে তথা আহার করা।
২. আত্মীয়-স্বজনদের এক ভাগ দেওয়া। যারা চায় না।
৩. যারা অভাবি বা গরিব; (যারা চায় এবং না চায়) তাদের এক ভাগ দেওয়া।

রাসূলুল্লাহ (সা.) কোরবানির গোশত সম্পর্কে বলেছেন- ‘তোমরা নিজেরা খাও ও অন্যকে আহার করাও এবং সংরক্ষণ কর।’(বোখারি-৫৫৬৯)। ‘আহার করাও’ বাক্য দ্বারা অভাবগ্রস্থকে দান করা ও ধনীদের উপহার হিসেবে দেওয়াকে বুঝায়।
তবে কোরআনের আয়াত ও হাদিসে ৩টি ভাগের কথা ইঙ্গিত করা হয়েছে,পরিমাণ নির্দিষ্ট করা হয়নি। রাসূলুল্লাহ (সা.) হতে পরিমাণ নির্দিষ্ট করার কোনো স্পষ্ট আমল পাওয়া যায় না। রাসূলুল্লাহর আমলে তিনি প্রত্যেক কোরবানির পশু হতে কিছু কিছু করে নিয়ে রান্না করতেন, বাকিটা পুরোটাই দান ও বিতরণ করে দিতেন।

সংগৃহীত

💥সার্বজনীন দাওয়াত গ্রহণ করুন গরুর গোস্ত ভক্ষণ করে প্রমাণ দিন।ধর্ম যার যার উৎসব সবার!! 😭💥
14/06/2025

💥সার্বজনীন দাওয়াত গ্রহণ করুন
গরুর গোস্ত ভক্ষণ করে প্রমাণ দিন।
ধর্ম যার যার উৎসব সবার!! 😭💥

হিন্দু ধর্মে পূজা নিষিদ্ধ :-❌রেফারেন্স সহ প্রমান দিলাম—১. না তাস্তে প্রতীমা আস্থি (ঋগ্বেদ ৩২ অধ্যায় ৩ নং অনুচ্ছেদ)অর্থাৎ...
12/06/2025

হিন্দু ধর্মে পূজা নিষিদ্ধ :-❌
রেফারেন্স সহ প্রমান দিলাম—

১. না তাস্তে প্রতীমা আস্থি (ঋগ্বেদ ৩২ অধ্যায় ৩ নং অনুচ্ছেদ)
অর্থাৎ মহানঈশ্বরের কোন প্রতি মূর্তি,ছবি নেই।

২. যারা নিজের বিবেক বুদ্ধি হারিয়েছে তাঁরাই মূর্তি পূজা করে (ভগবৎ গীতা অধ্যায় ৭, অনুচ্ছেদ ২০ নম্বর)।

৩. হিন্দুরা অনেক দেব দেবির পুজা করলেও হিন্দু ধর্ম গ্রন্থ গুলোতে হিন্দুদের কেবল মাত্র এক জন ইশ্বরের উপাসনা করতে বলা হয়েছে

বেদের ‘ব্রহ্ম সুত্র’ তে আছে “একম ব্রহ্মা দ্বৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন” অর্থাৎ ইশ্বর এক তার মত কেউ নেই কেউ নেই সামান্যও নেই । আরও আছে “সে একজন তারই উপাসনা কর” (ঋকবেদ ২;৪৫;১৬)।

“একম এবম অদ্বৈত্তম” অর্থাৎ সে একজন তাঁর মত আর দ্বিতীয় কেউ নেই (ঋকবেদ ১;২;৩) ।

“এক জনেই বিশ্বের প্রভু” (ঋকবেদ ১০;১২১;৩) ।

৪. হিন্দু ধর্মে মুর্তি পুজা করতে নিষেধ করা হয়েছে—

ভগবত গীতা – অধ্যায় ৭ – স্তব ২০ – [যাদের বোধশক্তি পার্থিব আকাঙক্ষার মাধ্যমে বিলুপ্ত হয়ে গেছে শুধু তারাই উপদেবতার নিকটে উপাসনা করে।]

৫. ভগবত গীতা – অধ্যায় ১০ – স্তব ৩ –

[তারা হচ্ছে বস্তুবাদি লোক ,তারা উপদেবতার উপাসনা করে, তাই তারা সত্যিকার স্রস্টার উপাসনা করে না।]

৬. যজুর্বেদ – অধ্যায় ৪০- অনুচ্ছেদ ৯ –

[অন্ধতম প্রভিশান্তি ইয়ে অশম্ভুতি মুপাস্তে – যারা অশম্ভুতির পুজা করে তারা অন্ধকারে নিমজ্জিত হয়। তারা অধিকতর অন্ধকারে পতিত হয় শাম মুর্তির পুজা করে। অশম্ভুতি হল – প্রাকৃতিক বস্তু যেমন: বাতাস,পানি,আগুন । শাম মুর্তি হল – মানুষের তৈরী বস্তু যেমন – চেয়ার ,টেবিল ,মূর্তি ইত্যাদি।]

জানি, হিন্দুরা মূর্তি দিয়ে পূজা নিষিদ্ধের এইসব কথা বা রেফারেন্স কখনো মানতে চাইবে না, একটা কথা, যে জেগে জেগে ঘুমায়, তাকে ঘুম থেকে জাগানো খুব কঠিন।

মহান রব আমাদেরকে সবকিছু বুঝার তৌফিক দান করুক। আমীন।

Address

Dhaka-1216

Alerts

Be the first to know and let us send you an email when Costly Info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Costly Info:

Share