13/07/2025
সকালে ঘুম থেকে উঠলাম বারোটার দিকে আমার মা গো। ফ্রেশ হয়ে বই নিয়ে পড়তে বসলাম আমার মাগো। বই খুলে দুই মিনিট পড়তেই মনে পড়লো আমার ভিডিও ছাড়া হয়নি মাগো। তারপর তাড়াতাড়ি করে একটা ভিডিও ছাড়লাম আমার মা গো। এরপর আবার একটু পড়তে বসলাম আমার মা গো। এরপর মনে পড়লো আমি তো এখনো খাওয়া-দাওয়া করিনি আমার মা গো। তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া করলাম মাগো। এরপর আবার বই নিয়ে বসলাম মাগো। হঠাৎ শরীরটা কেমন আলসে আলসে লাগল আমার মা গো। ঠাস করে একটু শুয়ে পড়লাম মাগো। হাতে ফোন নিয়ে টিক টক দেখতে লাগলাম আমার মা গো। এদিকে আম্মু ফোন দিয়ে বারবার জিজ্ঞাসা করছে আমি পড়ছি কিনা মাগো। এখন আম্মুকে আমি মিথ্যা কথা বললাম মাগো। মিথ্যা কথা বলার জন্য আমার পরীক্ষা খারাপ হবে আমি জানি মা গো। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও , আর মিথ্যা বলবো না আমার মাগো। আপনারা একটু দোয়া করেন আমার মাগো 😁।