Prova’s Story

Prova’s Story ব্যস্ত শহরে ক্লান্ত প্রভা
(41)

18/07/2025

ফ্রি এক জিবি এমবি দিয়ে পোস্ট করব বলে এতক্ষন ধরে অপেক্ষা করলাম। কিন্তু আমাকে দিলো না। উল্টা বলে কি যে সরি গ্রাহক আপনি ১ জিবি ইন্টারনেট পাওয়ার যোগ্য না। কেননা আপনার মামার বাড়ির পরিবার বিএনপি করে এবং চাচার বাড়ির পরিবার আওয়ামী লীগ করে। এখন আপনার শ্বশুর বাড়ির পরিবার যদি এনসিপি করতো তাহলে আমরা যাচাই করে দেখে আপনাকে জিবি দেওয়ার সিদ্ধান্ত নিতে পারতাম😁🙂।

17/07/2025

আঁধারে আলো খুঁজে পাচ্ছেন না? তাহলে আমাকে দেখেন 😁

সুযোগ পেলেই বাইরে আসি❤️।
17/07/2025

সুযোগ পেলেই বাইরে আসি❤️।

রুমিন ফারহানার মতো লুক নিতে গিয়ে দেখি চোখে কাজল নেই 😁।
16/07/2025

রুমিন ফারহানার মতো লুক নিতে গিয়ে দেখি চোখে কাজল নেই 😁।

15/07/2025

বান্ধবী দেখে লিখব বলে মনে মনে ভেবেছিলাম। দেখে রাখার আশায় কিছু পরিনি। এরপর পরীক্ষা দিতে গেলাম গিয়ে বান্ধবীকে বললাম দোস্ত আমার শরীরটা ভালো না। আমি কিছু পরিনি। তুই আজ আমাকে দেখাবি প্লিজ। ওমা বান্ধবী আমাকে বলে দোস্ত আমি তো তোর দেখে লিখব বলে কিছুই পরিনি। আসলে বাসায় মেহমান আসছিল তো তাই তোর আশায় বসে ছিলাম। এখন আমরা দুইটা কি করবো আপনারাই বলেন 😂।

রাত জাগতে জাগতে এখন রাতকে দিন মনে হয় আর দিনকে রাত মনে হয় 😁।
14/07/2025

রাত জাগতে জাগতে এখন রাতকে দিন মনে হয় আর দিনকে রাত মনে হয় 😁।

14/07/2025

সবাই কত আড্ডা দিচ্ছেন তাই না। কদিন পর আমিও দিব নি।

13/07/2025

সকালে ঘুম থেকে উঠলাম বারোটার দিকে আমার মা গো। ফ্রেশ হয়ে বই নিয়ে পড়তে বসলাম আমার মাগো। বই খুলে দুই মিনিট পড়তেই মনে পড়লো আমার ভিডিও ছাড়া হয়নি মাগো। তারপর তাড়াতাড়ি করে একটা ভিডিও ছাড়লাম আমার মা গো। এরপর আবার একটু পড়তে বসলাম আমার মা গো। এরপর মনে পড়লো আমি তো এখনো খাওয়া-দাওয়া করিনি আমার মা গো। তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া করলাম মাগো। এরপর আবার বই নিয়ে বসলাম মাগো। হঠাৎ শরীরটা কেমন আলসে আলসে লাগল আমার মা গো। ঠাস করে একটু শুয়ে পড়লাম মাগো। হাতে ফোন নিয়ে টিক টক দেখতে লাগলাম আমার মা গো। এদিকে আম্মু ফোন দিয়ে বারবার জিজ্ঞাসা করছে আমি পড়ছি কিনা মাগো। এখন আম্মুকে আমি মিথ্যা কথা বললাম মাগো। মিথ্যা কথা বলার জন্য আমার পরীক্ষা খারাপ হবে আমি জানি মা গো। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও , আর মিথ্যা বলবো না আমার মাগো। আপনারা একটু দোয়া করেন আমার মাগো 😁।

12/07/2025

ঘটনা তো ভালোই ছড়িয়ে গেছে কিন্তু এটার বিচার কেন এখনো ছড়ালো না

দুর্নীতিতে ভরে গেছে আমাদের দেশ 😡।
12/07/2025

দুর্নীতিতে ভরে গেছে আমাদের দেশ 😡।

11/07/2025

ভিডিওতে দেখেই কলিজাটা কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে 🥺। আচ্ছা তোরা কি আসলেই মানুষ 😡? কেমনে পারিস মানুষ হয়ে একটা তরতাজা মানুষকে এভাবে নিশংসভাবে মারতে?

বন্ধুর গার্লফ্রেন্ড ফেল করছে তাই বন্ধুকে ফোন দিয়ে বললাম যে বন্ধু  রিক্সা কিনতে কত টাকা বল আমি তোকে দিচ্ছি😁। এরপর বন্ধু ...
11/07/2025

বন্ধুর গার্লফ্রেন্ড ফেল করছে তাই বন্ধুকে ফোন দিয়ে বললাম যে বন্ধু রিক্সা কিনতে কত টাকা বল আমি তোকে দিচ্ছি😁। এরপর বন্ধু ফোন কেটে দিল। ১৫ মিনিট পর ফোন দিয়ে বলে যে আর কে ফেল করছে সেটা খুঁজে দেখ। আমি জিজ্ঞেস করলাম কেন? তখন বলে আমি যখন ফোন দেই ওই কথা বলি তখন নাকি তার গার্লফ্রেন্ড তার পাশেই ছিল 😂।

Address

Dhaka-1216

Alerts

Be the first to know and let us send you an email when Prova’s Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category