ছায়া

ছায়া � সবসময় সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন, এতে অন্যরা খুশী হবে।আপনিও আনন্দ পাবেন। �

04/06/2025

✍ : ইসরাত জাহান

🗣 : আবির হাসনাত

#বাংলাকবিতা #ভালোবাসা_বেদনা ゚viralシ

03/06/2025

ভয় দূর করা ও আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য সক্রিয় হয়ে উঠুন। যা করতে ভয় পাচ্ছেন, সেই কাজটা করুন, ভয় দূর হয়ে যাবে।

👎
03/06/2025

👎

🍂 কতদিন দেখিনা তোমায় 🍂রাস্তার ধারে পুরনো বইয়ের দোকানটার সামনে দাঁড়িয়ে ছিল তাহিন। হাতের কফিটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। বইয়ে...
02/06/2025

🍂 কতদিন দেখিনা তোমায় 🍂

রাস্তার ধারে পুরনো বইয়ের দোকানটার সামনে দাঁড়িয়ে ছিল তাহিন। হাতের কফিটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। বইয়ের গন্ধে ভরা বাতাস, আর সেই চিরচেনা বিকেলের আলো তাকে ফিরিয়ে নিয়ে গেলো পাঁচ বছর আগে, ঠিক এই জায়গায়।

সে দিনটাও এমনই ছিল। নরম রোদ, হালকা শীত, আর রুনুর মুখে সেই চিরচেনা হাসি। রুনু বলেছিল,
— "একদিন হারিয়ে গেলে কি আমায় মনে পড়বে?"
তাহিন হেসে বলেছিল,
— "তুমি হারিয়ে যাবে না, রুনু। তুমি থাকো আমার প্রতিটা গল্পে।"

কিন্তু রুনু ঠিকই হারিয়ে গিয়েছিল। কথার মতো সহজ করে, একদিন হঠাৎ।

আজ এতদিন পরে, হঠাৎ করেই দোকানের ভিতর থেকে একটা চেনা কণ্ঠ ভেসে এলো—
— "এই বইটা কি আছে, ‘আমার আছে জল’?"

তাহিন চমকে ফিরে তাকালো। রুনু!

তার মুখে সময়ের ছাপ পড়েছে, চোখে কিছুটা ক্লান্তি, তবু সেই চিরচেনা মৃদু হাসিটা একদম একই রকম। তাদের চোখে চোখ পড়লো।

রুনু কেবল একটুকু বলল,
— "কতদিন দেখিনা তোমায়…"

তাহিন কিছু বলল না। শুধু কফির কাপটা বাড়িয়ে দিল।
আর বইয়ের দোকানটা যেন আবার নতুন করে একটা গল্প লিখতে শুরু করল।

#ভালোবাসা_বেদনা #ভালোবাসা_কষ্ট

26/05/2025

🦋 প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো..

যারা তোমাকে আঘাত করেছে, তারা নিজেরাই শাস্তি পাবে..

আর তুমি যদি ভাগ্যবান হও, তাহলে তুমি তা নিজে চোখে দেখতে পাবে... 🦋

08/05/2025

তোমাকে ভাসাতে আসিনি মিথ্যে স্রোতে-যেখানে সাগর নিজেই দিশেহারা! সেখানে কোন সাহসে সে তোমাকে আগলে রাখে!

07/05/2025

আমাদের গল্পটা চাইলে অন্যরকম হতে পারতো। 💔
#সেড
#ভাঙাহৃদয়
#ভালোবাসা_বেদনা
#তুমি_চলে_গেছো
#ভুলে_যাও
#একাকীত্ব





#ভালোবাসা_কষ্ট

28/03/2025

কেউ একজন আমাকে কিছুটা সময় দিয়েছিলো আমি তা ভালোবাসা ভেবে আজও যত্ন করে রেখেছি💔

28/03/2025

ঢাকার রাস্তা ফাঁকা হয়ে গেছে।

19/03/2025

শতভাগ সত্য 🙁
18/03/2025

শতভাগ সত্য 🙁

Address

Dhaka-1216

Telephone

+8801938501620

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছায়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ছায়া:

Share