bisherbashi.com - HotNews

bisherbashi.com - HotNews News in World Hot News in World & 24 online news 7x

06/12/2025

নারাযণগঞ্জ-৫ এর বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ চষে বেড়াচ্ছেন সনাতনী ভোটের জন্য

08/11/2025

দার্শনিক ড.মহানাম ব্রত ব্রহ্মচারীর উত্তরসুরী কান্তিবন্ধু ব্রহ্মচারীর বিশেষ সাক্ষাৎকার গ্রহণ করেছেন -সুভাষ সাহা

দার্শনিক ড.মহানাম ব্রত ব্রহ্মচারীর উত্তরসুরী কান্তিবন্ধু ব্রহ্মচারীর বিশেষ সাক্ষাৎকার গ্রহণ করেছেন -সুভাষ সাহা
08/11/2025

দার্শনিক ড.মহানাম ব্রত ব্রহ্মচারীর উত্তরসুরী কান্তিবন্ধু ব্রহ্মচারীর বিশেষ সাক্ষাৎকার গ্রহণ করেছেন -সুভাষ সাহা

দার্শনিক ড.মহানাম ব্রত ব্রহ্মচারীর উত্তরসুরী কান্তিবন্ধু ব্রহ্মচারীর বিশেষ সাক্ষাৎকার গ্রহণ করেছেন -সুভাষ সাহ....

03/11/2025

রাস্তার বেহাল দশার কারণে বন্দর পর্যটনকেন্দ্রে হাহাকার

01/11/2025

ঢাকা ৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী
আলহাজ্ব জয়নাল আবেদিন রতনের বিশাল বর্ণাঢ্য বাইক র্যালী।

শনিবার সকালে ঢাকার ডেমরার আমুলিয়া মডেল টাউন থেকে স্টাফ-কোয়ার্টার, সারুলিয়া, কোনাপাড়া ও যাত্রাবাড়িসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।

আলহাজ্ব জয়নাল আবেদিন রতনের নেতৃত্বে দলের নেতা কর্মীদের দীর্ঘ বাইক বহর নিয়ে ঢাকা - ৫ সংসদীয় এলাকায় বিভিন্ন পয়েন্টে বক্তব্য রাখেন।

09/10/2025

টিকাদান নিয়ে ব্রিফকালে:
মশার কামর খেয়ে মেজাজ হারান নারায়ণগঞ্জের সিভিল সার্জন!

09/10/2025

সিটি করপোরেশন বাদে ৫ উপজেলায়
টাইফয়েড টিকাদান:লক্ষ্যমাত্রা ৫,৮৭,৫৬৫ জন

08/10/2025

নারায়ণগঞ্জে ১২ অক্টোবর থেকে ১০ দিনব্যাপী টাইফয়েডের টিকাদান কর্মসূচী

নারায়ণগঞ্জে কার ভাগ্যে ৪ ও ৫ আসনে বিএনপি'র মনোনয়ন? ১৩ তম জাতীয় সংসদ নির্বচনে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিক্ বা নি নিক্ - ...
05/10/2025

নারায়ণগঞ্জে কার ভাগ্যে ৪ ও ৫ আসনে বিএনপি'র মনোনয়ন?

১৩ তম জাতীয় সংসদ নির্বচনে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিক্ বা নি নিক্ - নারায়ণগঞ্জ- ৪ (ফতুল্লা) ও নারায়ণগঞ্জ - ৫ (সদরে) সংসদ সদস্য নির্বাচনে অভিনব খেলায় অবতীর্ণ হতে পারেন ভিন্ন ছোট দলের প্রার্থী ও নিজ দলীয় বিদ্রোহীরা।

সাম্প্রতিক কালে নারায়ণগঞ্জে বিএনপি'র চেইন অব কমান্ড না থাকায় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ইতোমধ্যে বিভক্তি ও বিদ্বেষ তীব্র আকার ধারন করেছে অভিযোগ বিভিন্ন সূত্রের।

এদিকে মনোনয়ন প্রত্যাশীর তালিকা দীর্ঘ হলেও উল্লেখযোগ্যদের মধ্যে এখন পর্যন্ত নারায়ণগঞ্জ- ৪ আসনে দৃশ্যমান প্রচারনায় এগিয়ে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াসউদ্দিন আহমদ।

মনোনয়ন দৌড়ে থাকা অন্যান্যদের মধ্যে রয়েছেন বিএনপি জেলা কমিটির আহ্বায়ক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুন মাহমুদ,বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য,জেলা বিএনপির সহ-সভাপতি ও ২০০৮ সালে ফতুল্লা আসন থেকে সারাহ বেগম কবরীর সঙ্গে বিএনপি প্রার্থী হিসেবে মাত্র ২ হাজার ১০০ ভোটে পরাজিত শিল্পপতি মোহাম্মদ শাহ্ আলম প্রমুখ।

মনোনয়ন দৌড়ে আরো আছেন সাবেক ছাত্রদল নেতা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব প্রমূখ।

কার ভাগ্যে নারায়ণগঞ্জ সদর (আসন ৫)?

নারায়ণগঞ্জ সদর- ৫ আসনে গত তিন মাস যাবৎ মূল আলোচনায় বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী এড.সাখাওয়াত হোসেন খান এবং ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী মডেল গ্রুপের মালিক মাসুদউজ্জামান মাসুদ,সাবেক সংসদ সদস্য বর্ষীয়াণ নেতা এড.আবুল কালাম ও সাবেক ছাত্রদল নেতা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব প্রমূখ।

বিএনপি ঘরানার মনোনয়ন প্রত্যাশী সকল প্রতিদ্বন্দীদের মধ্যে মহানগর বিএনপির আহ্বায়ক এড.সাখাওয়াত হোসেন খান ও সাধারণ সদস্য মাসুদুজ্জামান মডেল মাসুদ
এখন পর্যন্ত জোরালো আলোচনায়।
এই দুই মনোনয়ন প্রত্যাশীর মধ্যে চলমান স্নায়ুযুদ্ধ,বাকবিতন্ডার মাত্রা হালে টক অব দি নারায়ণগঞ্জে পরিণত হয়েছে।
ফলে,পরিবেশ ক্রমশঃ অস্থিতিশীলতার দিকে গড়াচ্ছে বলে আশংকা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

তবে,ব্যতিক্রম বিএনপির বর্ষীয়ান সহযোদ্ধা প্রাইম গ্রুপের কর্ণধার আবু জাফর আহমেদ বাবুল।
জন্মলগ্ন থেকে দলের জন্য অসামান্য অবদান রাখা,প্রচার বিমুখ প্রাইম গ্রুপের মালিক আবু জাফর আহমেদ বাবুল খুব ধীরে এগুচ্ছে বলে প্রতিয়মান।

আত্মবিশ্বাসী প্রবীণ এই সমাজকর্মী ও সফল ব্যবসায়ী দৃশ্যত 'নো ম্যান্স ল্যাণ্ডে' অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের কৌশল নিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মনোনয়নের ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি
ইতিবাচক অভিপ্রায় ব্যক্ত করে বলেন,
" দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি মনে করেন আমি উপযুক্ত তবে 'আলহামদুলিল্লাহ'।

উল্লেখ্য,গত ঈদের প্রাক্কালে শহরের বিভিন্ন কর্ণারে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব আবু জাফর আহমেদ বাবুলের "ঈদ শুভেচ্ছা" জানিয়ে বেশ কিছু রঙিন পোষ্টার নগরবাসীর প্রথম দৃষ্টি কাড়ে।

সর্বশেষ গত সপ্তাহে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব উপলক্ষে শহরের কেন্দ্রবিন্দু মিশন পাড়ায় তাঁর নিজস্ব অফিস ভবনের উঁচু দেয়ালে বিশালাকৃতির দৃষ্টিনন্দন শারদীয় শুভেচ্ছা ব্যানার ও প্রতি মণ্ডপে ২৫ হাজার করে মোট ৮২ পূজা মণ্ডপে শুভেচ্ছা স্বরূপ ২০ লাখ ৫০ হাজার টাকা অনুদান বিতরণের খবর ছড়িয়ে পড়লে নতুন করে আবারো আলোচনায় আসেন আবু জাফর আহমেদ বাবুল।

এর আগে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যবসায়ী শিল্পোদ্যোক্তা মাসুদুজ্জামান মাসুদ ওরফে মডেল মাসুদ ১০ হাজার টাকা করে ৭০ টি পূজা মণ্ডপে শুভেচ্ছা স্বরূপ ৭ লাখ টাকা অনুদান বিতরন করেন।

পিছিয়ে নেই আলোচিত নির্দলীয় প্রার্থী বন্দরের সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেনও।
তিনি বন্দরের ২৮ মণ্ডপে উপস্থিত হয়ে আর্থিক অনুদান প্রদান করেন।

জামাতে ইসলামের মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জের সাবেক আমীর ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদও জোরেশোরে গণসংযোগ অব্যহত রেখেছেন।
অভিজ্ঞজনদের মতে,বিএনপির মতো বড় দলের প্রার্থী তিনি যে ই হোক,বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেনকে তোয়াক্কা না করে নির্বাচনী বৈতরণি পার হওয়া মুসকিল বলা বাহুল্য।

মুসাপুর ইউনিয়ন পরিষদের পরপর তিনবারের নির্বাচিত চেয়ারম্যান এবং সর্বশেষ ২০২৪ সালের ৫ আগষ্টের আগে বন্দর উপজেলা নির্বাচনে প্রভাবশালী ওসমান পরিবারের মনোনীত শক্ত আওয়ামী লিগের প্রার্থী আব্দুর রশিদকে বিপুল ভোটে হারিয়ে বিজয় ছিনিয়ে নেয়ার অবিশ্বাস্য ঘটনায় নারায়ণগঞ্জ তোলপাড় সৃষ্টি করে।

এদিকে নির্বাচন কমিশনের সীমানা পুনর্বিন্যাসের ঘটনা তৃণমূল থেকে উঠে আসা এই মাকসুদ হোসেনের জন্য আশীর্বাদ হয়ে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

উল্লেখ্য,৫ আগষ্টের আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ টি ওয়ার্ডের ভোটারদের ভোটে নির্বাচিত হতেন ৫ আসনের সংসদ সদস্য।

৫ আগষ্টের পর নির্বাচন কমিশন ১০ টি ওয়ার্ড কেটে আলাদা করে সোনারগাঁও ও পশ্চিমে ফতুল্লার আসনের সাথে যুক্ত করায় ঘটনা কারো জন্য পৌষ মাস,কারো জন্য সর্বনাশের সংকেত কি না সময়ই বলে দেবে।

বর্তমানে বন্দরের ৯ টি ওয়ার্ড ও শীতলক্ষার পশ্চিম পাড়ে ৮ টি ওয়ার্ড মিলিয়ে মোট ১৭ টি ওয়ার্ডের ভোটাররাই নির্ধারণ করবেন, কে হবেন ৫ সংসদীয় আসনের ভবিষ্যৎ সংসদ সদস্য?

পর্যবক্ষকদের মতে, মাকসুদ হোসেনের শক্ত ঘাটি বন্দরের ৯ টি ওয়র্ডে তিনি জেতার আগেই অনেকখানি জিতে আছেন।
তাঁকে ঘিরে এখন নতুন করে আলোচনার ডালপালা উঁকি মারছে।

শেষ পর্যন্ত ঘটনাচক্রে নারায়ণগঞ্জ সদর আসনে মাকসুদ হোসেনই যদি সংসদ সদস্য নির্বাচিত হয়ে যান অবাক হওয়ায় কিছু থাকবে না!

বিগত আওয়ামী লিগের রাজত্বে তিন তিনজন সাবেক সংসদ সদস্য যথাক্রমে শামীম ওসমান,সেলিম ওসমান ও সোনারগাঁওয়ের জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকার যৌথ সমর্থনপুষ্ট আওয়ামী লিগের প্রার্থী আব্দুর রশিদকে প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে রাজাকার পুত্র তকমাযুক্ত মাকসুদ হোসেন বন্দর উপজেলা চেয়ারম্যান নির্বাচনে বিজয় ছিনিয়ে আবারো সক্ষমতার পরিচয় দিয়েছেন।

এদিকে নারায়ণগঞ্জ সদর- ৫ আসনে মনোনয়ন প্রত্যাশী এড.সাখাওয়াত হোসেন খান ও ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী মডেল গ্রুপের মালিক মাসুদউজ্জামান মাসুদের মধ্যে স্নায়ুযুদ্ধ ও বাকবিতন্ডায় নির্বাচনী উত্তাপ ছড়িয়েছে সব জায়গায়।

শারদীয় দূর্গোৎসবে নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা
সর্বশেষ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে প্রতিটি পূজা মণ্ডপে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দৃশ্যমান প্রতিযোগিতা মনোভাব ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনের তাৎপর্যকে আরো বাড়িয়ে দিয়েছে বহুগুণ।

05/10/2025

নাসিক প্রশাসক ড.আবু নছর মোহাম্মদ আবদুল্লাহ নিতাইগঞ্জ বলদেব মন্দিরে নাটোরের স্মৃতি পেলেন

নাসিক প্রশাসক ড.আবু নছর মোহাম্মদ আবদুল্লাহ নিতাইগঞ্জ বলদেব মন্দিরে নাটোরের স্মৃতি পেলেন
05/10/2025

নাসিক প্রশাসক ড.আবু নছর মোহাম্মদ আবদুল্লাহ নিতাইগঞ্জ বলদেব মন্দিরে নাটোরের স্মৃতি পেলেন

Address

Dhaka-1216

Alerts

Be the first to know and let us send you an email when bisherbashi.com - HotNews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to bisherbashi.com - HotNews:

Share

Category