Local Hero

Local Hero Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Local Hero, Digital creator, Dhaka Chandragati.
(1)

Facebook Bangla help
বিসমিল্লাহির রাহমানির রাহিম !
সবাইকে শুভকামনা আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা ! আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে জানাই লোকাল হিরো ফেসবুক পেজে আমন্ত্রণ।

14/07/2025

Good night all friends

14/07/2025

কেমন আছেন সবাই
শুভ দুপুর

14/07/2025

অনেক সুন্দর একটি গানের শুটিং চলছে,
ভিডিও করছেন নেত্রকোনার ভাইসাব চলুন দেখি।

সম্পর্ক………."বাবার ঘরে ছোট থেকে বড় হওয়া মেয়েটাও একটা সময় বাবার বাড়িতেই মেহমান হয়ে আসে... অপরদিকে বিয়ের পর স্বামীর বাড়িই হ...
13/07/2025

সম্পর্ক
……….
"বাবার ঘরে ছোট থেকে বড় হওয়া মেয়েটাও একটা সময় বাবার বাড়িতেই মেহমান হয়ে আসে... অপরদিকে বিয়ের পর স্বামীর বাড়িই হয়ে যায় মেয়েদের নিজের বাড়ি, অথচ ঐ বাড়িতে তার সাথে রক্তের কোনো সম্পর্ক ছিলো না... বিয়ে নামক বন্ধনের জন্য মেয়েরা নতুন করে নিজেকে চিনতে পারে !!

বিয়ে শব্দটা বাহ্যিক দিক থেকে আনন্দের হলেও ভেতরের দিক থেকে বিয়ে শব্দটা কখনো আনন্দের হয় না... বিয়ে মানে সামাজিকতা, বিয়ে মানে একটা বন্ধন... বিয়ে মানে একজনকে হাসানো, আর বহুজনকে কাঁদানো !!

মানিয়ে নিতে পারার ক্ষমতা মেয়েদের অসীম... বাবার ঘরের অলস রাজকন্যা মেয়েটাও স্বামীর ঘরে এসে ব্যস্ত হয়ে পড়ে সংসারের মায়ায়... একটুতেই যার ভীষণ রাগ হতো, সেই মানুষটাও এখন হাসিমুখে সবার মন জয় করে নেয় নিদারুণ মমতায়... শুধুমাত্র মেয়ে থেকে বউ হবার পরপরই মেয়েরা নতুন করে জন্ম নেয় !!

12/07/2025

আসসালামু আলাইকুম
শুভ দুপুর
কেমন আছেন সবাই।

11/07/2025

ঝাল মুড়ি তো কতই খেয়েছেন, ঝাল -মিষ্টি মুড়ি খেয়েছেন কখনো।

10/07/2025

প্রতিটি শিশুর মনে আদেশ পালনের অভ্যাস গড়ে তোলাই প্রতিটি অভিভাবকের প্রথম,প্রধান এবং নৈতিক দায়িত্ব।

10/07/2025

পেজের নাম পরিবর্তন করব, তাই আজকের লাইভ এর মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানতে চাই।

09/07/2025

আসসালামু আলাইকুম
শুভ রাত্রি বন্ধুরা।

09/07/2025

জগতের পিরিত ভালা না -ভালা না গো পিরিতে শান্তি মেলে না। অসাধারণ গানের ফুল ভিডিও।

09/07/2025

প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই ভিডিও করতে পারছি না। আপনাদের কি অবস্থা জানাবেন কিন্তু।

বিশ্বাস……….হারিয়ে যাওয়া সূর্যকে 12 ঘন্টা পরেই ফিরে পাওয়া যায়। কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাসকে সারাজীবন অপেক্ষা করলেও...
08/07/2025

বিশ্বাস
……….
হারিয়ে যাওয়া সূর্যকে 12 ঘন্টা পরেই ফিরে পাওয়া যায়। কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাসকে সারাজীবন অপেক্ষা করলেও ফিরে পাওয়া যায় না। যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো, সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না। পথ তুমি খুঁজে পাবেই। অন্য সব মানুষের চেয়ে বেশী নিজেকে বিশ্বাস করো। তোমার কি করা উচি‌ৎ, তা তোমার চেয়ে ভালো আর কেউ বুঝবে না।

মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, আর অবিশ্বাস করলে হারাতে হয়। মানবতার উপর কখনও আস্থা হারাবে না। মানবতা হচ্ছে মহাসমুদ্রের মতো, যার কয়েক ফোটা ময়লা হলেও কখনো সম্পূর্ণ ময়লা হয় না।

যদি মনে করো তুমি পারবে, কিংবা মনে করো তুমি পারবে না, দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক। পাখি কখনো ডাল ভেঙ্গে পড়ে যাওয়ার ভয় করে না। কারণ তার বিশ্বাস ডালের ওপর নয় ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো, অন্যের ওপর নয়।

Address

Dhaka Chandragati

Alerts

Be the first to know and let us send you an email when Local Hero posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share