Voice of Naim

Voice of Naim অপেক্ষা আযানের জন্য�
ভালোবাসা নামাজের জন্য��
(1)

04/06/2025
13/05/2025

কথা বলা
যদি রূপা হয়
তবে নীরব থাকা হচ্ছে
সোনা!
[লুকমান (আ:)

09/05/2025

সবাই কে জানাই
জুম্মা
মোবারক

01/05/2025

আলহামদুলিল্লাহ্ কোরবানি ঈদের আনন্দ পেলাম।❤️

(আমার বুল হয়েছে আমাক ক্ষমা করে দিন👏😁😁😝)
ক্ষমা যেহেতু চাইছে হালকা চা নাস্তা খাইয়ে বিদায় করে দেওয়া উচিৎ ছিল।😝😝
🤣🤭 হারামজাদারা আবার নিজ দেশে গিয়া মুভি তৈরি করে ফেলাইস না।😬😬😝

19/04/2025

শেক্সপিয়র বলেছিলেন , "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde. "নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব । যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।"
---
হুমায়ূন আহমেদ বলেছিলেন , "ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে । হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে । কিংবা খুবই দেরিতে , আর না হয় সব সময়ের জন্য । তবে প্রেমে তারা পড়বেই ।"
---
সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ । কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না। আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোঁকা দিচ্ছে ।
আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে , কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রুপ নিবেই। আর এটাই স্বাভাবিক ।
মহান আল্লাহ তায়ালা পুরুষ ও নারীর মধ্যে বিপরীত আকর্ষণ দিয়েই পাঠিয়েছেন।
😡😡😭😭
#এটাই #চরম #বস্তব

06/04/2025

রাফা একেবারেই শেষ !
আর কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে গা'জা !
গা'জা'য় এখন আর খাবারের প্রয়োজন নেই, লাগবেনা আর কোন অক্সিজেন।
মিডিয়া কর্মীদের গা'জা'য় প্রবেশ নিষেধ। আল জা'জিরা, CNN, NBC সহ সকল সংবা'দক'র্মীদের গা'জা ছাড়ার আল্টিমেটাম দিয়েছে IDF (is'r'ae'l De'fen'ce fo'rc'e).
কয়েক ঘন্টার মধ্যে গা'জা মুছে যাবে, নিঃশেষ হয়ে যাবে। ফিলিস্তিন বাসীদের কেবল জান্নাতে খুঁজে পাবেন।
বিদায়! হে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম উম্মত...

✍️-গা'জা থেকে ফেসবুক বার্তায় সা'লেহ আল জা'ফরী!

❝ধি'ক্কা'র ঘৃ'ণা লা'ন'ত বিশ্বের মুসলিম নেতাদের প্রতি❞

শ/হী/দ/দের হাজার সালাম, তবে গা/জা ধ্বং/স হওয়ার নয়।
ইনশাআল্লাহ,আবার জেগে উঠবে গা/জা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ বাণী দেখুন...
আবু উমামা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের একটি দল সত্যের ওপর বিজয়ী থাকবে। শত্রুর মনে পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধীপক্ষ তাদের কিছুই করতে পারবে না।
আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবায়ে কেরাম রা. জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! তারা কোথায় থাকবে? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,তারা বায়তুল মাকদিস ও তার আশপাশে থাকবে। (মুসনাদে আহমদ: ২২৩২০)..

04/04/2025

সবাই কে জানাই
জুম্মা মোবারক!

ঈদ মুবারক নতুন সকাল নতুন দিনশুভ হোক ঈদের দিননতুন রাত বাঁকা চাঁদ রঙ্গিন হোক ঈদের রাত।
01/04/2025

ঈদ মুবারক
নতুন সকাল নতুন দিন
শুভ হোক ঈদের দিন
নতুন রাত বাঁকা চাঁদ
রঙ্গিন হোক ঈদের রাত।

18/03/2025

আসসালামু আলাইকুম
শুভ সকাল

Address

Mymensingh, Trisha
Dhaka Division
2020

Telephone

+8801301534185

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Naim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of Naim:

Share

Category