19/04/2024
হারিয়ে জাওয়া ঈদের দিন 🥺😒🤟/video 02
হারিয়ে গেছে আমাদের সেই পুরনো দিনের সেই ঈদের দিন গুলো। জানি না আর কখনো ফিরে আসবে কিনা , কিন্তু দিন গুলোকে এখনো ভুলেতে পারতেচি না। কোথায় হারিয়ে গেছে সেই দিন গুলা ? আমার জানা নেই। আমার এখন মন চায় সেই দিন গুলাতে আবার ফিরে জাই। আবার আগের মতো সবার সাথে আনন্দে মেতে উঠতে! সবার সাথে এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে । জানিনা আর ফিরে আসবে কিনা সেই দিন গুলা। সেটা আমার জানা নেই! কিন্তু খুব মনে পরে সেই দিন গুলো, " হে এভাবেই হারিয়ে জায় আমাদের সেই পুরনো দিন গুলো „ আর এভাবেই আমরা বড়ো হই আর সেই পতিতের দিন গুলোকে ভুলতে সুরুকরি! মাজে মাজে মনে হয় আবার বাচ্ছা হয়ে জাই আবার আগের মতো সবার সাথে আনন্দের সাথে মেতে উঠি। কিন্তু সেতা চাইলেও আর সম্বব না। এতাই নিয়তির আজব লিলা খেলা
My Facebook I'd: https://www.facebook.com/hm.robi.301?mibextid=ZbWKwL
My Tiktok I'd: tiktok.com/
Contact Gmail: [email protected]