Selim Gazi

Selim Gazi I am a digital marketer

আমার বড় মেয়ে, নুসরাত জাহান (সারা), পঞ্চম শ্রেণীতে ধারাবাহিক ভালো ফলাফল করার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবাই...
09/10/2023

আমার বড় মেয়ে, নুসরাত জাহান (সারা), পঞ্চম শ্রেণীতে ধারাবাহিক ভালো ফলাফল করার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবাই ওর জন্য দোয়া করবেন।

28/09/2023

জন্মদিন পালন করা বিদায়াত,,,🔰📚🔰ঈদে মিলাদুন্নবি পালন করা বিদআত🔥
ঈদে মিলাদুন্নবী উদযাপন একটি সুস্পষ্ট বিদ‘আত ( নব উদ্ভাবিত আমল)।

,
‘তোমরা দ্বীনের মধ্যে নতুন সৃষ্টি করা হ’তে সাবধান থাক। নিশ্চয়ই প্রত্যেক নতুন সৃষ্টিই বিদ‘আত ও প্রত্যেক বিদ‘আতই পথভ্রষ্টতা’ যার পরিণাম জাহান্নাম।
[আবু দাউদ ৪৬০৭. সনদ সহীহ]

-তোমাদের মধ্যে যারা আমার পরে জীবিত থাকবে তারা অচিরেই প্রচুর মতবিরোধ দেখবে। তখন তোমরা অবশ্যই আমার সুন্নাত এবং আমার হিদায়াতপ্রাপ্ত খলীফাগণের সুন্নাত অনুসরণ করবে, তা দাঁত দিয়ে কামড়ে আঁকড়ে থাকবে। সাবধান! (ধর্মে) প্রতিটি নবাবিষ্কার সম্পর্কে! কারণ প্রতিটি নবাবিষ্কার হলো বিদ'আত এবং প্রতিটি বিদ'আত হলো ভ্রষ্টতা. যার পরিণাম জাহান্নাম।
(আবু দাউদ:৪৬০৭)

-মুহাম্মদ (সা: ) কখনো তার জন্মদিন/মিলাদুন্নবী পালন করেননি. তিনি ওই দিনে রোজা থাকতেন।

-আবু বক্কর (রা: ) দুই বছর ধরে শাসন করেছিলেন এবং সে মুহাম্মদ (সা: ) এর জন্মদিন/মিলাদুন্নবী পালন করেনি

-উমর (রা: ) দশ বছর ধরে শাসন করেছিলেন এবং সে মুহাম্মদ (সা: ) এর জন্মদিন/মিলাদুন্নবী পালন করেনি

-উসমান (রা: ) তের বছর ধরে শাসন করেছিলেন এবং সে মুহাম্মদ (সা: ) এর জন্মদিন/মিলাদুন্নবী পালন করেনি

-আলী (রা: ) চার বছর ধরে শাসন করেছিলেন এবং সে মুহাম্মদ (সা: ) এর জন্মদিন/মিলাদুন্নবী পালন করেনি

-আল-হাসান (রা: ) ছয় মাস ধরে শাসন করেছিলেন এবং সে মুহাম্মদ (সা: ) এর জন্মদিন/মিলাদুন্নবী পালন করেনি

-মুয়াবিয়া (রা: ) ঊনিশ বছর ধরে শাসন করেছিলেন এবং সে মুহাম্মদ (সা: ) এর জন্মদিন/মিলাদুন্নবী পালন করেনি

-তারপর বিভিন্ন তাবে-তাবেঈনরা এসেছেন তারাও মিলাদুন্নবী পালন করেননি এমনকি ইমাম আবু -হানিফা (রহ: ) ও মিলাদুন্নবী পালন করেননি

ইসলামের মহান ও হক্কানি স্কলাররা এবং -মুহাম্মদ (সা: ) এর সত্যিকারের ওয়ারিশরা তার জন্মদিন/ মিলাদুন্নবী পালন করেনি

-ইসলামের স্বর্ণযুগের তিন প্রজন্ম চলে গেছে কিন্তু তাদের কেউ মুহাম্মদ (সা: ) এর জন্মদিন পালন করেনি।

যদি সত্যিই এইটা ইসলামে থাকত তাহলে তারা তা অবশ্যই পালন করতো!!!,,✍️🥀🥀

01/09/2023

বিদ'আত জেনেছি বর্জন করবো!সুন্নাহ জেনেছি আকড়ে ধরবো।
ইনশাআল্লাহ...!

30/08/2023

আবু বকর (রাদিয়াল্লাহু আনহু)-র দেওয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে উক্তিটি শাসকদের দরজায় লাগিয়ে রাখতে বলেছিলেন..
হিজরি ১১ সনের ১২ রবিউল আওয়াল রাসুলুল্লাহ (ﷺ) যখন দুনিয়া ছেড়ে চলে যান.. তখন হজরত ওমর (রা.)-সহ বহু স্বনামধন্য সাহাবির সম্মতিক্রমে হজরত আবু বকর (রা.) খলিফায়ে রাসুল (ﷺ) নির্বাচিত হন! এর পরই রাসুলুল্লাহ (ﷺ)-এর কাফন-দাফন শেষে দ্বিতীয় দিন মসজিদে নববীতে ব্যাপকভাবে মুসলমানরা তাঁর হাতে বায়াত গ্রহণ করেন। তারপর তিনি মিম্বারে বসে জনগণের উদ্দেশে তাঁর শাসনামলের কর্মপদ্ধতি সম্পর্কে অবহিত করতে যে ভাষণ দিয়েছিলেন, তা মুসলিম উম্মাহর শাশ্বত ইতিহাস-ঐতিহ্য নিয়ে চির ভাস্বর!!
তিনি বলেন --- ‘‘সম্মানিত উপস্থিতি! আমি আপনাদের শাসক নির্বাচিত হয়েছি। অথচ আমি আপনাদের চেয়ে উত্তম নই। আমার ভালো কাজে আপনারা সহায়তা করবেন। মন্দকাজ করতে দেখলে সংশোধন করে দেবেন। মনে রাখবেন, আপনাদের দুর্বল ব্যক্তিও আমার কাছে শক্তিশালী। অর্থাৎ কারো কাছে তার হক থাকলে, তা তার কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব এবং আপনাদের শক্তিশালী ব্যক্তিও আমার দৃষ্টিতে দুর্বল। অর্থাৎ তার কাছ থেকে অন্যের হক উসুল করে প্রাপককে বুঝিয়ে দেব। যারা আল্লাহর রাস্তায় জিহাদ ছেড়ে দেয়, আল্লাহপাক তাদের লাঞ্ছিত করেন। যে সম্প্রদায়ে অশ্লীলতা ব্যাপক হয়ে যায়, তাদের বালা মুসিবতও ব্যাপক হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং তাঁর রাসুলের (সা.) অনুসরণ করব। আপনারা আমার অনুসরণ করবেন। পক্ষান্তরে আমি যদি তাদের নাফরমানি করি, তবে আপনাদের ওপর আমার অনুসরণ আবশ্যক নয়!’’
তিনি নিজ অধীনে পরিচালিত প্রাদেশিক গভর্নরদের তাগিদের সঙ্গে বলতেন, ‘‘সর্বাবস্থায় আল্লাহকে ভয় করো। মাখলুকের হিতার্থী হও। পক্ষপাতিত্ব ও স্বজনপ্রীতি বর্জন করো। নিকটাত্মীয় ও পরিচিতদের অন্যদের তুলনায় বেশি সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করো না। জনগণের দুঃখ দরদে অংশ নাও!’’

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Selim Gazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share