28/09/2023
জন্মদিন পালন করা বিদায়াত,,,🔰📚🔰ঈদে মিলাদুন্নবি পালন করা বিদআত🔥
ঈদে মিলাদুন্নবী উদযাপন একটি সুস্পষ্ট বিদ‘আত ( নব উদ্ভাবিত আমল)।
,
‘তোমরা দ্বীনের মধ্যে নতুন সৃষ্টি করা হ’তে সাবধান থাক। নিশ্চয়ই প্রত্যেক নতুন সৃষ্টিই বিদ‘আত ও প্রত্যেক বিদ‘আতই পথভ্রষ্টতা’ যার পরিণাম জাহান্নাম।
[আবু দাউদ ৪৬০৭. সনদ সহীহ]
-তোমাদের মধ্যে যারা আমার পরে জীবিত থাকবে তারা অচিরেই প্রচুর মতবিরোধ দেখবে। তখন তোমরা অবশ্যই আমার সুন্নাত এবং আমার হিদায়াতপ্রাপ্ত খলীফাগণের সুন্নাত অনুসরণ করবে, তা দাঁত দিয়ে কামড়ে আঁকড়ে থাকবে। সাবধান! (ধর্মে) প্রতিটি নবাবিষ্কার সম্পর্কে! কারণ প্রতিটি নবাবিষ্কার হলো বিদ'আত এবং প্রতিটি বিদ'আত হলো ভ্রষ্টতা. যার পরিণাম জাহান্নাম।
(আবু দাউদ:৪৬০৭)
-মুহাম্মদ (সা: ) কখনো তার জন্মদিন/মিলাদুন্নবী পালন করেননি. তিনি ওই দিনে রোজা থাকতেন।
-আবু বক্কর (রা: ) দুই বছর ধরে শাসন করেছিলেন এবং সে মুহাম্মদ (সা: ) এর জন্মদিন/মিলাদুন্নবী পালন করেনি
-উমর (রা: ) দশ বছর ধরে শাসন করেছিলেন এবং সে মুহাম্মদ (সা: ) এর জন্মদিন/মিলাদুন্নবী পালন করেনি
-উসমান (রা: ) তের বছর ধরে শাসন করেছিলেন এবং সে মুহাম্মদ (সা: ) এর জন্মদিন/মিলাদুন্নবী পালন করেনি
-আলী (রা: ) চার বছর ধরে শাসন করেছিলেন এবং সে মুহাম্মদ (সা: ) এর জন্মদিন/মিলাদুন্নবী পালন করেনি
-আল-হাসান (রা: ) ছয় মাস ধরে শাসন করেছিলেন এবং সে মুহাম্মদ (সা: ) এর জন্মদিন/মিলাদুন্নবী পালন করেনি
-মুয়াবিয়া (রা: ) ঊনিশ বছর ধরে শাসন করেছিলেন এবং সে মুহাম্মদ (সা: ) এর জন্মদিন/মিলাদুন্নবী পালন করেনি
-তারপর বিভিন্ন তাবে-তাবেঈনরা এসেছেন তারাও মিলাদুন্নবী পালন করেননি এমনকি ইমাম আবু -হানিফা (রহ: ) ও মিলাদুন্নবী পালন করেননি
ইসলামের মহান ও হক্কানি স্কলাররা এবং -মুহাম্মদ (সা: ) এর সত্যিকারের ওয়ারিশরা তার জন্মদিন/ মিলাদুন্নবী পালন করেনি
-ইসলামের স্বর্ণযুগের তিন প্রজন্ম চলে গেছে কিন্তু তাদের কেউ মুহাম্মদ (সা: ) এর জন্মদিন পালন করেনি।
যদি সত্যিই এইটা ইসলামে থাকত তাহলে তারা তা অবশ্যই পালন করতো!!!,,✍️🥀🥀