সুহা সিনী

সুহা সিনী suhasini official, This is my official Facebook page please follow my page and share

16/08/2025
09/08/2025

゚viralシviralシfypシ゚viralシalシ

আমরা নাকি আশরাফুল মাখলুকাত আমরা নাকি সৃষ্টির সেরা জীব 😅একটা নিষ্পাপ প্রাণ কেড়ে নেওয়ার অধিকার আল্লাহ কাউকে দেন নাই, ভয় কর...
09/08/2025

আমরা নাকি আশরাফুল মাখলুকাত
আমরা নাকি সৃষ্টির সেরা জীব 😅

একটা নিষ্পাপ প্রাণ কেড়ে নেওয়ার অধিকার আল্লাহ কাউকে দেন নাই, ভয় করো সে দিন'কে যেই দিন তোমার হাত পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে🙂

হায়রে মানুষ তুমি তোমার নফসের কাছে
হেরে গেলে ছি 😓

একটা নিষ্পাপ দেহ মৃত অবস্থায় তাও ডাস্টবিনে😥

বদ নজরের মত খারাপ জিনিস আর কিছু নাই। 😭মনে রাখবেন আপনি ভাল আছেন তার মানে যে সবাই ভাল আছে তা না, আপনি সুন্দর তার মানে অন্য...
03/08/2025

বদ নজরের মত খারাপ জিনিস আর কিছু নাই। 😭

মনে রাখবেন আপনি ভাল আছেন তার মানে যে সবাই ভাল আছে তা না, আপনি সুন্দর তার মানে অন্যরাও সুন্দর তা না। আপনার সুখ দেখে অন্যরা কষ্ট পেতেই পারে। তারা হিংসা করতেই পারে। আর সেখান থেকেই বদনজরের সূত্রপাত হয়।

বদনজর হলো আল্লাহ্‌র একটি সৃষ্টি। এটি একটি বিশেষ প্রভাব যা একজন মানুষ থেকে আরেকজন মানুষের ওপরে বিস্তার লাভ করতে পারে।

আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেন, “বদ নজর সত্য”। [বুখারি: ১০/১১৩]

তিনি আরও বলেছেন, “কোন বস্তু যদি তাক্বদীরকে অতিক্রম করতো তবে তা হতো বদ নজর”। [তিরিমিযী ২০৫৯, আহমাদ ৬/৪৩৮]

তিনি আরও বলেন, “আমার উম্মতের মধ্যে তাক্বদীরের মৃত্যুর পর সর্বাধিক মৃত্যু হবে বদ নজর লাগার ফলে”। [আত তারিখ, বুখারি]

বদ নজর পরিবার ধ্বংস করে, সম্পর্ক নষ্ট করে, স্বপ্নগুলো হত্যা করে, জীবন ও জীবিকা বরবাদ করে, ক্যারিয়ারকে ধূলিসাৎ করে, সৌন্দর্যগুলো অসুন্দর করে, ভালোবাসাকে ঘৃণায় পরিণত করে।
তাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
لَوْ كَانَ شَيْءٌ سَابَقَ الْقَدَرَ لَسَبَقَتْهُ الْعَيْنُ ‏
কোন জিনিস যদি ভাগ্যকে অতিক্রম করতে পারত তাহলে বদ-নজরই তা অতিক্রম করতে পারত।

হাদিস নম্বরঃ ২০৫৯।

আল্লাহ আমাদের বদনজর থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।

#সংগৃহীত পোস্ট

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুহা সিনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category