Ranna'r GolpoGhor - রান্নার গল্পঘর

Ranna'r GolpoGhor - রান্নার গল্পঘর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ranna'r GolpoGhor - রান্নার গল্পঘর, Video Creator, Dhaka.
(2)

👩‍🍳 Ranna'r GolpoGhor - রান্নার গল্পঘর
এক চিমটে নুন, এক মুঠো গল্প, আর অনেকটা ভালোবাসা।
এখানে রান্নার স্বাদে মিশে আছে আমার জীবন, স্মৃতি আর প্রিয়জনদের গল্প।
রান্না শুধু খাবার নয়, এ এক ভালোবাসার ভাষা।

ভ্যানিলা কেক স্মোকি ফ্লেভার
08/09/2025

ভ্যানিলা কেক স্মোকি ফ্লেভার

🌕🔴 আজ রাতে আকাশে ঘটছে বিরল দৃশ্য – Blood Moon!চাঁদকে যখন লালচে-কমলা রঙে দেখা যায়, তখন সেটিকে বলা হয় Blood Moon। আসলে এটি...
07/09/2025

🌕🔴 আজ রাতে আকাশে ঘটছে বিরল দৃশ্য – Blood Moon!

চাঁদকে যখন লালচে-কমলা রঙে দেখা যায়, তখন সেটিকে বলা হয় Blood Moon। আসলে এটি ঘটে এক ধরনের চন্দ্রগ্রহণ (Lunar Eclipse) এর সময়।

🪐 কেন চাঁদ লাল হয়?

যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, তখন সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছাতে পারে না। পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। তবে সূর্যের আলো সম্পূর্ণভাবে আটকায় না।
🌍 পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে ভেঙে (Refraction) দেয় এবং এর মধ্যে লাল আলোর তরঙ্গ সবচেয়ে সহজে পৌঁছায়। সেই লালচে আলো চাঁদের পৃষ্ঠে প্রতিফলিত হয়। ফলে আমরা চাঁদকে দেখি লালচে-কমলা বা রক্তিম রঙে।

🌌 এই দৃশ্য কি নিরাপদ?

হ্যাঁ ✅ একেবারেই প্রাকৃতিক ও নিরাপদ। চন্দ্রগ্রহণ বা Blood Moon চোখে সরাসরি দেখলে কোনো ক্ষতি হয় না। তাই আপনি আজ রাতেই আকাশের দিকে তাকিয়ে প্রকৃতির এই মহাজাগতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন।

✨ সংক্ষেপে:

এটি এক ধরনের পূর্ণ চন্দ্রগ্রহণ।

পৃথিবীর ছায়া চাঁদকে ঢেকে দেয়।

সূর্যের লালচে আলো চাঁদের গায়ে প্রতিফলিত হয়ে তৈরি করে Blood Moon।

সম্পূর্ণ প্রাকৃতিক ও নিরাপদ দৃশ্য।

👉 আজ রাতের আকাশে তাকান, আর উপভোগ করুন প্রকৃতির এই রঙিন বিস্ময়! 🌕🔴🌌
Ranna'r GolpoGhor - রান্নার গল্পঘর

📢 সকলের দৃষ্টি আকর্ষণ করছিআমরা অনেকেই লক্ষ্য করি—কেউ যদি আমাদের পেইজে Follow দেয়, আমরাও কৃতজ্ঞতা স্বরূপ তাদের পেইজে Foll...
03/09/2025

📢 সকলের দৃষ্টি আকর্ষণ করছি

আমরা অনেকেই লক্ষ্য করি—কেউ যদি আমাদের পেইজে Follow দেয়, আমরাও কৃতজ্ঞতা স্বরূপ তাদের পেইজে Follow back দিয়ে থাকি।
কিন্তু দুঃখের বিষয় হলো, কিছু মানুষ আবার কিছুদিন পরেই সেই Unfollow করে দেয়।

❓প্রশ্ন হলো—এটা কেন করে তারা?
👉 এমন কাজ করলে আসলে নিজেদেরই ক্ষতি হচ্ছে, কারণ এতে তাদের পেইজের রিচ ও গ্রোথ কমে যায়।

আমি পরিষ্কারভাবে জানাতে চাই—যারা এভাবে ইচ্ছাকৃতভাবে Follow দিয়ে পরে Unfollow করে, আমি তাদেরকে ব্লক করে দিচ্ছি।

💡 মনে রাখবেন, একে অপরকে সাপোর্ট করলে সবারই গ্রোথ হবে। আর Unfollow করা মানে আপনারই ক্ষতি!

✨ যদি সত্যিই সাপোর্ট করতে চান, তবে Follow দিয়ে পাশে থাকুন। একসাথে আমরা আরও বড় হবো ইনশাআল্লাহ। 🌸

মাশাল্লাহ so cut ওর নাম কি দেওয়া যায়!     ゚
02/09/2025

মাশাল্লাহ
so cut
ওর নাম কি দেওয়া যায়!

10/08/2023
04/06/2022
03/06/2022

Address

Dhaka
1361

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ranna'r GolpoGhor - রান্নার গল্পঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ranna'r GolpoGhor - রান্নার গল্পঘর:

Share

Category