𝙎𝙥𝙧𝙚𝙖𝙙 𝙤𝙛 𝙄𝙨𝙡𝙖𝙢

𝙎𝙥𝙧𝙚𝙖𝙙 𝙤𝙛 𝙄𝙨𝙡𝙖𝙢 Allah is the one who has power over all.

02/03/2025
03/06/2024

টুপি, দাঁড়ি, জুব্বা বা পাগড়িতে ঈমান নয়। ঈমান থাকে কলবে। যারা লেবাসে ঈমান খোঁজেন তারা মূলত ঈমান কি তা জানেনা। ইসলামী লেবাসে অবশ্যই মুসলিমের পরিচয় সৌন্দর্য্য বর্ধন করে।

শেষ জামানার একটি হাদিস যখন প্রথমবার পড়েছিলাম তাতে অনেকটা এমন বলা আছে যে, মুসলিমরা ইহু'দীদের এমনভাবেই মার'বে যে তারা গাছ ...
29/05/2024

শেষ জামানার একটি হাদিস যখন প্রথমবার পড়েছিলাম তাতে অনেকটা এমন বলা আছে যে, মুসলিমরা ইহু'দীদের এমনভাবেই মার'বে যে তারা গাছ ও পাথরের পিছনে লুকাবে, কিন্ত সেই গাছ ও পাথর কথা বলা শুরু করবে আর মুসলিমদের বলবে আমার পিছনে একজন ইহু'দী আছে একে মারো।

আমি এই হাদিস পড়ে ভাবতে লাগলাম, এত নিষ্ঠুরভাবে কেন ইহু'দীদের মা'রা হবে? এখন আর উত্তরটি আমার কাছে অস্পষ্ট নয়, তাদের কাছেও না।

হাদীসে আছে,গারকাদ নামে একটি গাছ নাকি ইহুদিদের বিরুদ্ধে কথা বলবে না। বাকি সব গাছ বলবে।এখন ভাবনার বিষয় আমিতো গারকাদ গাছের মতো হয়ে গেলাম না।

সময় ঘনিয়ে আসছে। উঠে আসবোই মুসলিমরা ইনশাআল্লাহ! ✊

11/03/2024

সেহরির দোয়া

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

উচ্চারণ: নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন্ শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস্ সামিউল আলিম।

অর্থ: হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র মাহে রমজানের নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়ত করলাম। অতএব তুমি আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

This picture of a mommy cat and her baby cat of Ghazzah, with tears in eyes, broke my heart. Nobody is safe there. NOBOD...
26/02/2024

This picture of a mommy cat and her baby cat of Ghazzah, with tears in eyes, broke my heart.
Nobody is safe there. NOBODY.
I hope and pray that someone was there to rescue these cats.
If this doesn't melt our hearts, nothing will💔

দুবাইতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হল।‎عَنْ ثَوْبَانَ مَوْلى رَسُوْلِ الله صَلَّى ال...
25/02/2024

দুবাইতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হল।

‎عَنْ ثَوْبَانَ مَوْلى رَسُوْلِ الله صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم أنَّ رسولَ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ: وَإِنّ مِمّا أتَخَوَّفُ مِنْهُ عَلى أمّتِىْ أئِمّةً مُضِلِّيْنَ، وَسَتَعْبُدُ قَبَاِئلُ مِنْ أمّتى الْاَوْثَانَ، وَسَتَلْحَقُ قبائِلُ مِنْ أمتىْ بِالْمُشِركِيْنَ-

রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর দাস ছাওবান (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘আমি সবচেয়ে যাদের বেশি ভয় করি তারা হচ্ছে নেতা ও এক শ্রেণীর আলেম সমাজ। অচিরেই আমার উম্মতের কিছু লোক মূর্তিপূজা করবে এবং মুশরিকদের সাথে মিশে যাবে’ (ইবনে মাজাহ হা/৩৯৫২, হাদীছ ছহীহ)।

26/01/2024

ঘনঘন শুক্রবার আসছে বলে এটা নিয়ে মজা করবেন না। বাস্তবতায় ফিরে আসুন একটা সপ্তাহ চোখের নিমিষেই ফুরিয়ে যাচ্ছে। কেয়ামতের আগের দিনগুলো দ্রুত ফুরিয়ে যাবে। একসপ্তাহকে মনে হবে একদিন আর এক মাসকে মনে হবে একসপ্তাহ। বর্তমানে এটাই হচ্ছে। তৃতীয় বিশ্বযুদ্ধ দরজায় কড়া নাড়ছে।
কি ভাবছেন আমাদের হাতে খুব সময় আছে?
যদি এমন ভেবে থাকেন তাহলে আপনি ঘুমন্ত অবস্থায় আছেন।
উঠে বাস্তবতা দেখুন। দেখুন কেয়ামতের আলামত কত আগেই শুরু হয়ে গিয়েছে।
সুতরাং এসব নিয়ে মজা না করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন। সময় থাকতে পরিপূর্ণভাবে আত্নসমর্পণ করে ফিরে আসুন রবের নিকটে।
🎙️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝙎𝙥𝙧𝙚𝙖𝙙 𝙤𝙛 𝙄𝙨𝙡𝙖𝙢 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 𝙎𝙥𝙧𝙚𝙖𝙙 𝙤𝙛 𝙄𝙨𝙡𝙖𝙢:

Share

Category