কলঙ্কヅ

কলঙ্কヅ .

28/11/2024

মেসেজ চাইলে নাও দেখতে পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে, দেখাটা ভদ্রতা। একেকটা রিপ্লাইয়ের মাঝে লম্বা সময়ের গ্যাপ রাখতেই পারো! তবে, ফার্স্ট রিপ্লাই করলে- অপরপক্ষের মানুষটার ভাল্লাগবে। শেষ মেসেজটা আনসিন অবস্থাতেও রাখতে পারো। তবে, সিন করে একটা রিয়েক্ট দিয়ে রাখলে- সুন্দর দেখাবে। তোমার আইডি, তোমার জীবন, যেভাবে ইচ্ছা চলতেই পারো। তবে, একটা ব্যাপার কী জানো? ভার্চুয়ালে আমাদের ব্যক্তিত্বের একটা বড় অংশ প্রকাশ করে, অন্যকে রেসপন্স করার ধরণের উপর। এমন না ইচ্ছার বিরুদ্ধে কথা বাড়াতে হবে। তবে, সুন্দর রেসপন্স প্রশংসনীয়।

24/10/2024

আমার শ’খে’র পুরুষ আমাকে দুনিয়া ছা’ড়’তে বাধ্য করছে। দো’ষ তার না, দো’ষ আমার। আমি তাকে ভালোবাসছি, আমার দো’ষ। আমি তাকে প্রাধান্য দিছি। ভালো থাকো, আমার ভালোবাসা।

06/10/2024

হাশরের মাঠে আপনার করা প্রতিটি খরচের হিসাব দিতে হবে।
কিন্তু যেগুলো আপনার স্ত্রীর জন্য খরচ করবেন,তার কোনো হিসাব আল্লাহ আপনার থেকে নিবেন না।
তাছাড়া স্ত্রীর জন্য যা-ই খরচ করবেন, সেটা আপনার জন্য সাদকাহ্ হয়ে যাবে।

~ সহীহ্ বুখারী ৫৩৫১

01/10/2024

জীবনে যা ই করেন, একটা 'ফ্রেন্ড' বানাবেন,যার সাথে সব শেয়ার করতে পারবেন,একদম সব! মানুষ টা আপনার হেল্প করতে না পারুক,আপনার কথা গুলো যাতে অন্তত শোনে! জীবনে এমন খা'রাপ সময় আসতে পারে,যখন আপনার আসলে একটু 'মেন্টাল সাপোর্ট' দেওয়ার জন্য একজন মানুষের দরকার পড়বে! এমন মানুষ না থাকলে আপনি বড্ড একা হয়ে যাবেন, আরো খা'রাপ লাগবে! অনেক বেশি খা'রাপ!❤️

01/10/2024

কিছু লাশ এখনো তার খুনিকে অসম্বব ভালোবাসে 😅💔এই কথাটার মানে খুব অল্প সংখ্যক মানুষই বুঝবে 💔🙂

20/09/2024
20/09/2024

মানসিক চাপ নিয়ন্ত্রণের ১৪ টি উপায়

১ ) কাউকে নিয়ে অতিরিক্ত মাতামাতি করবেন না । কে কী করছে সে বিষয়ে মাথা ঘামানো নিজের মানসিক চাপ বৃদ্ধির একটি অন্যতম কারন ।

২ ) আপনার যতটুকু দায়িত্ব ও কর্তব্য ততটুকু পরম আন্তরিকতার সাথে পালন করুন । আপনার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব কাঁধে তুলতে যাবেন না ।

৩ ) মানুষের সাথে অতিরিক্ত সম্পর্ক মানসিক চাপের অন্যতম কারণ । কাজেই আত্মীয় , বন্ধু , প্রতিবেশী , অধীনস্থ সকলের সাথে সীমিত সম্পর্ক রাখুন । সম্পর্ক যত ব্যাপক হবে আপনি ততটাই পেরেশানির সম্মুখীন হবেন ।

৪ ) অতিলোভ করবেন না । অল্পে তুষ্টি মানসিক শান্তির জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এটি তাকওয়ারও পরিচায়ক ।

৫ ) সাধ্যের বাইরে নিজের অর্থ - সম্পদ কারো জন্য উজাড় করে দিবেন না । যারা কৃত্রিমভাবে নিজের সব কিছুকে উৎসর্গ করে দেয় তারা মানুষের কৃতজ্ঞতা পাওয়ার অপেক্ষায় থাকে ।

৬ ) আজকের দিনটিকে ভালভাবে উপভোগ করুন । আগামী কাল কী হবে সেটা আল্লাহর উপর ছেড়ে দিন । দুনিয়াবী বিষয়ে আগামীর চিন্তায় অস্থির হয়ে মানসিক চাপ বৃদ্ধি করবেন না ।

৭ ) প্রতিদিন একান্ত নির্জনে কিছু সময় কাটান । এ সময় আল্লাহর নিকট দুয়া করুন ।

৮ ) জ্ঞানীদের জীবনী পড়ুন , তাদের উপদেশ ও মূল্যবান বাণীগুলো পড়ুন ।

৯ ) জীবনে যত বিপদ ও সমস্যাই আসুক সহজভাবে মেনে নিন । আল্লাহর লিখিত তাকদিরের বাইরে কিছুই ঘটে না । বিপদা আপদেই হয়ত কল্যাণ রয়েছে যা বাহ্যিক দৃষ্টিতে আমার দৃষ্টিগোচর হচ্ছে না ।

১০ ) মনে আনন্দ বজায় রাখুন , মানুষের সাথে দেখা - সাক্ষাতে হাসতে শিখুন ।

১১ ) শরীরকে তার হক দিন । প্রয়োজনীয় খাবার , ঘুম , বিশ্রাম গ্রহণ করা জরুরি ।

১২ ) দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজের লিস্ট তৈরি করে আগেরটা আগে পরেরটা পরে করুন । অগোছালো কার্যক্রম মানসিক অস্থিরতা বাড়ায় এবং মানসিক চাপ তৈরি করে ।

১৩ ) ‘ প্রতিটি কাজ ১০০ পার্সেন্ট নির্ভুল করতে হবে ' এই চিন্তা মাথা থেকে সরাতে হবে । কেননা , পূর্ণাঙ্গতার গুণ কেবল মাত্র আল্লাহর ।

১৪ ) নিশ্চিত থাকুন , আল্লাহর সাথে সম্পর্ক যত গভীর হবে দুনিয়া ও আখিরাতের সব কাজ তত সহজ হবে । আল্লাহ ভীতি , নামায , সকাল - সন্ধ্যার দুয়া ও যিকির , নেকীর কাজ ইত্যাদির মাধ্যমে আল্লাহ বান্দার মনে অফুরন্ত প্রশান্তি বর্ষণ করেন , সমস্যা দূরভিত করেন আর তখন জীবন হয়ে উঠে আরও প্রাণবন্ত , স্বাচ্ছন্দয় ও আল্লাহর ভালবাসায় সুরভিত

20/09/2024

🥰🥰🌸🥀

14/09/2024

•জীবনে একজন কেয়ারিং মানুষ থাকা টা খুব প্রয়োজন!❤️🥀

13/09/2024

মানুষ সবচেয়ে বেশি প্রেমে পড়ে কিসের জানেন?
কথার। শব্দ চয়ন, অভিব্যক্তি, গলার স্বর, মননশীলতা ইত্যাদি। এই আকর্ষণ এক অদ্ভুত চুম্বক। শুনতে না চাইলেও শুনতে বাধ্য। নিশির ডাকের মতো। মানুষ চলে যাবে, সংযোগ শেষ হয়ে যাবে কিন্তু সে কথাগুলো কানে বেজেই চলবে। সারাজীবন। শব্দ। শুধু শব্দ দিয়ে কাউকে মেরে ফেলা যায়। শব্দ দিয়ে স্বপ্ন দেখানো যায়। শব্দ দিয়ে একটা যুদ্ধ বাধিয়ে ফেলা যায়।

12/09/2024

কিছু মানুষের সাথে পরিচয় হওয়াটাই ছিল!
জীবনের সবচেয়ে বড় ভুল...🙂💔

08/09/2024

সুন্দর হওয়ার চেয়ে-

সৎ হওয়া বেশি প্রয়োজন, মানুষ সৌন্দর্যের কদর করে কয়েক বছর, কিন্তু সততার সম্মান মৃত্যুর পরেও...!☺️💖🦋

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when কলঙ্কヅ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category