Haider's Natural Paradise

Haider's Natural Paradise Assalamu walaikhom welcome to my Blog.
এইখানে মানসিক শান্তি পাইতে পারেন 🙂💐💝

17/10/2025

যদি তুমি ধনী হতে চাও, কিংবা যদি স্বাধীন হতে চাও — পথটা একই। আজ থেকেই ভোগ করা বন্ধ করো।


Haider's Natural Paradise

পাহাড়ের ঝুম বৃষ্টি  দেখার শখ হলো যে!
11/10/2025

পাহাড়ের ঝুম বৃষ্টি দেখার শখ হলো যে!

মির্জা গালিবের মতই বলতে ইচ্ছে হয় এই প্রেম Haider কে নিষ্কর্মা করে দিল, নয়ত আমিও ছিলাম খুব কাজের মানুষ। —মির্জা গালিব
08/10/2025

মির্জা গালিবের মতই বলতে ইচ্ছে হয়
এই প্রেম Haider কে নিষ্কর্মা করে দিল, নয়ত আমিও ছিলাম খুব কাজের মানুষ। —মির্জা গালিব

আমি যে বছর প্রথম প্রেমে পড়লামসেই গোটা বছরটাই আমার জন্য বসন্ত হয়ে গ্যালো।আমি ফুল তুললাম, ঘ্রাণ নিলাম।ফুলকে এমন রূপে পেয়েত...
07/10/2025

আমি যে বছর প্রথম প্রেমে পড়লাম
সেই গোটা বছরটাই আমার জন্য বসন্ত হয়ে গ্যালো।
আমি ফুল তুললাম, ঘ্রাণ নিলাম।
ফুলকে এমন রূপে পেয়ে
তাঁকে খুব করে ছুয়ে দিলাম।

এরপর সেই গোটা বছর যেতে না যেতেই
নেমে এলো বর্ষা
সেই যে বর্ষণ,
আজও থামলো না।
সব কিছু ভেঙে চুড়ে গেছে
আমি কেবল বাধটা বাঁচানোর চেষ্টা করে যাচ্ছি ক্রমাগত,
সম্বল বলতে সেই ফুল, বসন্ত সেসব কিছু নেই
একটা ঘর আছে কেবল,
সেখানে আমি ছাড়া আর কেউ নেই।
সেই ঘর তো তুমিই

কিছু দিন পর শীত চলে আসবে... আবার পাহাড়ে যাওয়া উচিত?  ❤️
05/10/2025

কিছু দিন পর শীত চলে আসবে...
আবার পাহাড়ে যাওয়া উচিত? ❤️

রিয়েল লাভ বা সত্যিকারের ভালোবাসার মানুষটা কখনো আপনার জীবনে সবচেয়ে স্মুথ পয়েন্টে আসে না। জীবন সুন্দর, সবকিছু পারফেক্ট, গু...
04/10/2025

রিয়েল লাভ বা সত্যিকারের ভালোবাসার মানুষটা কখনো আপনার জীবনে সবচেয়ে স্মুথ পয়েন্টে আসে না। জীবন সুন্দর, সবকিছু পারফেক্ট, গুড লাইফ, নো স্ট্রেস, গুড মানি, সবকিছু যখন আন্ডার কন্ট্রোল, কখনো সেই মানুষটার দেখা আপনি পাবেন না।

রিয়েল লাভ আপনার জীবনে তখনই আসবে, যখন আপনার সবকিছু উল্টাপাল্টা, পাওনাদার জমে গেছে, তার সাথে দেখা করতে যাবার টাকা'ই থাকে না ঠিকঠাক, ব্যাকলগের উপর ব্যাকলগ, চাকরীর কোন নামগন্ধ না, ঠিক সেই সময়। "It Comes to You While You're at a Complete Mess!"

স্মুথ লাইফে এন্ট্রি নিয়ে খুব জবড়জং গেট আপ, মুখে ক্রিম দিয়ে কাপল ফটো তোলার চেয়ে লাইফের প্রবলেমগুলোয় হাতে হাত মিলিয়ে সলভ করতে করতে ঘেমে টেমে অস্থির অবস্থায় হুট করে কারো ক্যামেরায় অবাক চোখে ক্যান্ডিড ভাবে ধরা পড়াটাই সুন্দর, অনেক অনেক বেশি সুন্দর !!🌸

অনেকটা গোপাল ও তার গিন্নীর মতই, প্রতিটা মূহুর্তে কঠিন সিচুয়েশন কিন্তু স্বস্তি মিলে

04/10/2025

অর্থ সংকটে থাকা পুরুষ মানুষ-
ভালোবাসা সংকটে পড়ে

🌿🌹 আমি তোমাদের সবাইকে ভালোবাসি, আল্লাহর কসম, আমার অন্তরের গভীর থেকে। 🌹🌿 #শুভ_জুমা🌹 হে আল্লাহ, আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত...
03/10/2025

🌿🌹 আমি তোমাদের সবাইকে ভালোবাসি, আল্লাহর কসম, আমার অন্তরের গভীর থেকে। 🌹🌿
#শুভ_জুমা

🌹 হে আল্লাহ, আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা তাদের কামনা পূর্ণ করেছে।
হে আল্লাহ, এই জুমার দিনে আমাদের হৃদয়কে আনন্দিত করুন, আমাদের দুঃখ মুছে দিন, আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের অসুস্থদের শিফা দিন এবং আমাদের মৃতদের প্রতি রহম করুন।
হে আল্লাহ, এই দিনে যত কল্যাণ, বরকত, সুখ, মাফ, শিফা, সুস্থতা, প্রাচুর্য রিযিক, এবং কবুল দোয়া আপনি নির্ধারণ করেছেন—আমাদের জন্য তার সবচেয়ে বড় অংশ নির্ধারণ করুন। নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাশালী।
হে আল্লাহ, আমিন, হে জগতসমূহের রব।

🌹 একটি বরকতময় ও কল্যাণময় জুমার দিন, যা আল্লাহর স্মরণে এবং প্রিয়নবী মুহাম্মদ ﷺ ও তাঁর পরিবার-পরিজনের উপর প্রচুর দরুদ পাঠে সুগন্ধময়।
🌿🌹🤲 হে আল্লাহ, আমিন, হে জগতসমূহের রব 🤲🌹🌿

ভালোবাসাটা কাঙ্গাল ছিলাম অভাবী ছিলাম,ভাবলাম তুমি তো আছো"কে জানতো দেউলিয়া করে দেবে.! 🖤দু মুঠো আদর ভিক্ষে চেয়েছিলাম দরিদ্...
02/10/2025

ভালোবাসাটা কাঙ্গাল ছিলাম
অভাবী ছিলাম,ভাবলাম তুমি তো আছো"কে জানতো দেউলিয়া করে দেবে.! 🖤
দু মুঠো আদর ভিক্ষে চেয়েছিলাম দরিদ্র এই দেশে

ব্যক্তিত্ব সে তো গাছের মতো - শেকড় গভীরে খোঁজেস্বকীয়তার ঘ্রাণে বাঁচে, নিজস্ব পথে  বানিয়ে নেয়।আচরণে আর চিন্তাধারায় তার পরি...
02/10/2025

ব্যক্তিত্ব সে তো গাছের মতো - শেকড় গভীরে খোঁজে
স্বকীয়তার ঘ্রাণে বাঁচে, নিজস্ব পথে বানিয়ে নেয়।
আচরণে আর চিন্তাধারায় তার পরিচয়,
হাজার ভিড়েও সে জন স্বতন্ত্র প্রার্থী হয়েই রয়।

Address

Uttara Dhaka
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Haider's Natural Paradise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Haider's Natural Paradise:

Share