11/11/2021
চলমান দেওায়ানী মামলায় বাদী শ্রেণীভুক্ত হওয়ার জন্য
=========== জন বিজ্ঞপ্তি===========
জনসাধারণের জ্ঞাতার্থে জানানো যাইতেছে যে, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা সদরের রাজাপুর ফাজিল মাদ্রাসা এর গভর্নিং বডি ও অধ্যাক্ষ সহ বিভিন্ন পদে নিয়োগ সংক্রান্ত চলমান ঘটনা নিয়ে রাজাপুর সহকারী জজ আদালতে দেওয়ানী ২১৫/২০২১ নং দেওায়ানী মোকদ্দমা চলমান রয়েছে। মাদ্রাসার সুনাম ও শান্তি শৃঙ্খলা বিরাজের লক্ষ্যে সত্য ও ন্যায় বিচার পাওয়ার জন্য যে কোন ব্যক্তি উক্ত মোকদ্দমায় বাদী শ্রেনীভুক্ত হইতে পারবেন।
বাদীগনের পক্ষে
এ কে আজাদ (হারুন)
অ্যাডভোকেট
জজকোর্ট ঝালকাঠি