09/10/2024
◾যারা আমাদেরকে প্রতিনিয়ত প্রাণী হ*ত্যার ব্যাপারে সবক দেয় তারা কি এই বিষয় কিছু বলবে না? না কি তখন তাদের প্রাণীর ব্যাপারে দয়া জাগ্রত হয় না!?প্রাণী নিরাপত্তায় নিয়োজিত লোকদেরকেও এই ক্ষেত্রে কিছু বলতে দেখবেন না। তারা কেবল তখনই বলবে যখন মুসলিমরা কুরবানির উদ্দেশ্যে প*শু য*বেহ করে।
▪️ইসলামে অন্যায়ভাবে প্রাণী হ*ত্যা করতে নিষেধ করেছে। এমনকি ক্ষতিকর প্রাণী হলেও ইসলাম সেই প্রাণীকে কষ্ট দিয়ে মা*রতে নিষেধ করেছে।
▪️রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প*শু যবে*হের ক্ষেত্রে বলেছে যখন প*শু য*বেহ করবে তোমাদের কেউ তখন সে যেন উত্তমভাবে য*বেহ করে।
▪️রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :-
إِنَّ اللهَ كَتَبَ الْإِحْسَانَ عَلٰى كُلِّ شَيْءٍ، فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوْا الْقِتْلَةَ، وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذَّبْحَ، وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ، فَلْيُرِحْ ذَبِيْحَتَهُ.
"আল্লাহ তা‘আলা প্রতিটি বিষয়ে সুন্দর ও দয়া সুলভ আচরণের নির্দেশ দিয়েছেন। অতএব, তোমরা যখন হ*ত্যা করবে তখন সুন্দরভাবে করবে আর যখন য*বেহ করবে তখনও তা সুন্দর ভাবে করবে। তোমাদের কেউ (য*বেহ করতে চাইলে) যেন ছুরি ধারালো করে নেয় এবং য*বেহ্-এর প*শুটিকে প্রশান্তি দেয়।”(সহীহ্ মুসলিম -১৯৫৫)