Global New News

Global New News This is a newsportal website on bangla and international portal. Please visit https://globalnewnews

GlobalNewNews.com brings you the latest news from around the world .and GlobalNews.com/bd .Also visit GlobalNewNewsEN.blogspot.com and GlobalNewNewsBN.blogspot.com to learn more. Keep yourself updated with the news.

21/08/2023

#৬০কেজিগাঁজা #পাচারকালে #সিএনজিসহ #গাজীপুরের #কুখ্যাতমাদকসম্রাটআকরাম #শ্রীপুর #গ্রেফতারকরেছে #র‌্যাব

৬০ কেজি গাঁজা ও সিএনজিসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১

প্রতিবেদনঃ -
৬০ কেজি গাঁজা পাচারকালে সিএনজিসহ গাজীপুরের কুখ্যাত মাদক সম্রাট আকরামসহ ০২ জনকে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায় ,রোববার ( ২০ আগস্ট ২০২৩) র‌্যাব-১, উত্তরা, ঢাকা।

এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ।

কতিপয় বড় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ গাজীপুর জেলার শ্রীপুর থানার ।

কায়েতপাড়া এলাকার বরমী শ্রীপুর রাস্তার বাম পাশে অবস্থান করছে ।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি অদ্য ২০ আগস্ট ২০২৩ তারিখ আনুমানিক সাড়ে ৭টার দিকে অভিযান পরিচালনা করে ।

এসময় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃতরা হলেন , ময়মনসিংহ জেলার পাগলা থানার মোঃ মজনু শেখ এর ছেলে
মোঃ আকরাম হোসেন (২৭) । এবং

হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মৃত ওসমান মিয়ার ছেলে মোঃ পায়েল (১৯) ।

আসামীদের নিকট হতে ৬০ কেজি গাঁজা, ১টি সিএনজি, ৪ টি মোবাইল ফোন, ৪ টি সীম কার্ড এবং নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে।

তারা বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য গাঁজা পরিবহন করে রাজধানী ঢাকা এবং গাজীপুর’সহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেছে মর্মে স্বীকার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

16/08/2023

#ফরিদপুর #সদরপুরে #গৃহবধূ #হত্যার #আসামিঘাতকস্বামী #ঢাকার #তুরাগ #গ্রেফতার #র‌্যাব

ফরিদপুরে গৃহবধূ হত্যার প্রধান আসামি ঘাতক স্বামী ঢাকার তুরাগ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১

প্রতিবেদনঃ -
বহুল আলোচিত ও চাঞ্চল্যকর ফরিদপুর জেলার সদরপুরে এক গৃহবধূকে হত্যার পর লাশ সেফটিক ট্যাংকে লুকিয়ে রাখার ঘটনায় । মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি ঘাতক স্বামী হাবুল বেপারীকে ঢাকার তুরাগ থানার কামারপাড়া এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সোমবার (১৪ আগষ্ট ২০২৩ ) রাতে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানার কামারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ।

এসময় হত্যাকান্ডেরমূল পরিকল্পনাকারী হাবুল বেপারী (৩৮) কে গ্রেফতার করা হয় । সে মাদারীপুরের মান্নান বেপারীর ছেলে ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত হাবুল উক্ত হত্যাকান্ডের সাথে তার সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদান করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত হাবুল গত ৭ বছর পূর্বে ভিকটিম রাবেয়া বেগম এর সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

বিবাহের পর থেকেই ভিকটিম রাবেয়ার বাবার বাড়িতে গৃহনির্মাণ করে বসবাস করে আসছিল।

হাবুল বিগত কয়েক মাস ধরেই তার স্ত্রী’র প্রতি ক্ষোভ ছিল। মূলত সে তার স্ত্রী রাবেয়ার পরকীয়ার ব্যাপারে সন্দেহ করত।

এছাড়াও গ্রেফতারকৃত হাবুলের স্থায়ী কোন চাকুরী ছিল না। সে ফার্নিচার দোকানে রং মিস্ত্রির কাজ করত; যার ফলে তার উপার্জন কম ছিল।

ভিকটিম রাবেয়া বেসরকারি একটি এনজিও’তে মাঠকর্মী হিসেবে চাকুরী করতেন বলে জনা যায়।

হাবুলের উপার্জন কম থাকায় প্রায়ই সে স্ত্রীর নিকট নিজের বিভিন্ন খরচের জন্য টাকা চাইত । যেহেতু ভিকটিম রাবেয়া চাকুরীর উপার্জিত অর্থ দিয়ে সন্তানদের পড়াশোনার খরচসহ সংসারের যাবতীয় ব্যয় নির্বাহ করতো । এজন্য সে তার স্বামীকে টাকা প্রদানে অপারগতা প্রকাশ করতো।

যার ফলে হাবুলের স্ত্রী রাবেয়ার প্রতি পরকীয়ার সন্দেহ আরও বেড়ে যায়।

হাবুলের দুলাভাই সূর্য্য মোল্লা বিভিন্ন সময়ে ভিকটিম রাবেয়ার নিকট হতে বেশ কিছু টাকা ধার নিয়েছিল ।

এবং ধারকৃত টাকা পরিশোধের জন্য রাবেয়া চাপ প্রয়োগ করলে সূর্য্য মোল্লার সাথে কথা ঝগড়া হয় ।

একপর্যায়ে গ্রেফতারকৃত হাবুল স্ত্রীর প্রতি ক্ষোভ ও পরকীয়ার সন্দেহে রাবেয়াকে হত্যার পরিকল্পনা করে।

হাবুল তার দুলাভাই সূর্য্য মোল্লাকে পরিকল্পনার বিষয়টি জানায় । সূর্য্য মোল্লার রাবেয়ার প্রতি পূর্ব থেকেই ক্ষোভ ছিল ।

এবং সে রাবেয়া কে মেরে ফেললে পূর্বের ধারকৃত টাকা ফেরত দিতে হবে না এই চিন্তা করে সে ।

হাবুলের কথা অনুযায়ী রাবেয়াকে হত্যা পরিকল্পনার সাথে সম্মতি ও সহযোগিতা করতে রাজি হয়।

জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ১১ আগস্ট ২০২৩ তারিখ রাতে গ্রেফতারকৃত হাবুল এর দুলাভাই ভিকটিমের বাড়িতে আসে ।

এবং বাসার সকলে একত্রে রাতের খাবার সম্পন্ন করে। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সন্তানেরা রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ে।

গ্রেফতারকৃত হাবুল, সূর্য্য মোল্লা ও রাবেয়া চেয়ারে বসে আলাপচারিতা করছিল।

একপর্যায়ে গ্রেফতারকৃত হাবুল সুযোগ বুঝে অতর্কিতভাবে ভিকটিমের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে ও হাবুলের দুলাভাই রাবেয়ার হাত পিছন থেকে চেপে ধরে নির্মমভাবে হত্যা করে।

হত্যাকান্ডের বিষয়টি কেউ যেন জানতে না পারে । এ জন্য ভিকটিমের মরদেহ গুম করার উদ্দেশ্যে ভিকটিমের ঘরের পিছনের দরজা দিয়ে বের করে । ঘরের পিছনে টয়লেটের সেফটিক ট্যাংকির মধ্যে ফেলে দেয়।

গ্রেফতারকৃত হাবুলের দুলাভাই রাতেই ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে চলে যায়।

হত্যাকান্ডের পরের দিন (শনিবার) সকালে রাবেয়ার মা হাবুল এর নিকট রাবেয়ার ব্যাপারে জানতে চাইলে রাবেয়া এনজিও’র কাজে অফিসে গিয়েছে বলে জানায় ।

এবং তার শাশুড়ীকে সন্তানদের স্কুলে নিয়ে যাওয়ার জন্য বলে।
একপর্যায়ে হাবুল তার শাশুড়ীকে জানায় যে, জরুরী কাজে তাকে ঢাকা যেতে হবে এবং সে কৌশলে এলাকা ছেড়ে ঢাকায় আসার পরিকল্পনা করে।

গ্রেফতারকৃত হাবুল আত্মগোপনে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পূর্বে সে বেশকিছু স্বর্ণ ও রুপার অলংকার । এবং গচ্ছিত টাকা নিয়ে রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকায় আত্মগোপনে চলে যায়।

আরও জানা যায় , গ্রেফতারকৃত হাবুল ৭/৮ বছর পূর্বে কামারপাড়া এলাকায় ফার্নিচারের দোকানে রং মিস্ত্রি হিসেবে কাজ করত।

দীর্ঘদিন এলাকায় কাজ করার সুবাদে তার অনেক পরিচিতি এবং বন্ধু-বান্ধব ছিল। সে বন্ধুদের কাছে আত্মগোপনে থাকার পরিকল্পনা করছিল বলে জানা যায়।

হাবুল বাড়ী থেকে চলে যাওয়ায় তার শাশুড়ীর সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে ভিকটিমের মা এনজিও অফিসে ফোন করে জানতে পারে অফিস বন্ধ এবং ভিকটিম অফিসে যায়নি।

পরবর্তীতে ভিকটিমের আত্নীয় স্বজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি শুরু করে।

খোঁজাখুজির এক পর্যায়ে গত ১৩ আগস্ট ২০২৩ তারিখ ভিকটিমের বসত ঘরের পিছনের টয়লেটের সেপটিক ট্যাংকি এর ঢাকনা এলোমেলো দেখতে পেয়ে সন্দেহের সৃষ্টি হয় । এরপর ঢাকনাটি সরিয়ে ভিকটিমের অর্ধগলিত মরদেহ দেখতে পায়।

হাবুল রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকায় আত্মগোপনে থাকাবস্থায় র‌্যাব-১ কর্তৃক গ্রেফতার হয়।

রাবেয়া এবং গ্রেফতারকৃত হাবুলের উভয়ের দ্বিতীয় বিবাহ ছিল। ভিকটিম রাবেয়ার পূর্বের সংসারে ১৬ বছরের একটি কন্যা সন্তান এবং বর্তমান সংসারে একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে।

রাবেয়া বেসরকারি একটি এনজিও’তে মাঠকর্মী হিসেবে চাকুরী করতেন এবং গ্রেফতারকৃত হাবুল ঢাকা ও গ্রামের বাড়ীতে ফার্নিচারের দোকানে রং মিস্ত্রি’র কাজ করতো।

উল্লেখ্য গত ১৩ আগস্ট ২০২৩ তারিখ আনুমানিক সাড় ১২টার দিকে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঢেউখালী এলাকায় নিজ বসত ঘরের পেছনে ।

সেফটিক ট্যাংকের ভিতর থেকে রাবেয়া বেগম (৩৮) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে আইন-শৃঙ্খলা বাহিনী।

উক্ত ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে ফরিদপুর জেলার সদরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর নং-১০/১২০, তারিখ-১৩ আগস্ট ২০২৩।

উক্ত হত্যাকান্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়।

র‌্যাব উক্ত হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা নজদারী বৃদ্ধি করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

16/08/2023

#কিশোরগঞ্জের #ভৈরব #কালিপুর #মাদকদ্রব্য #গাঁজা #র‌্যাব #ভৈরবক্যাম্প

কিশোরগঞ্জে গাঁজাসহ ১ মাদক কারবারী আটক করেছে র‌্যাব-১৪

প্রতিবেদনঃ -
কিশোরগঞ্জের ভৈরব থানাধীন কালিপুর এলাকা থেকে ১৪ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ১ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্প ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়,ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় ।

সোমবার (১৪ আগষ্ট ২০২৩) রাত অনুমান দেড় টার দিকে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কালিপুর দক্ষিণ পাড়ার ।

নওয়াব আলী কুটির (হোল্ডিং নং-৬১৫) এর সামনে বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ।

অভিযানে মোঃ সাদ্দাম মিয়া (৩০) নামের একজন গাঁজাসহ গ্রেফতার করা হয় ।
সে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ১১ নং ওয়ার্ড এর কালিপুর গ্রামের মোঃ ইলু মিয়ার ছেলে ।

আসামীর সঙ্গে থাকা ১৪ (চৌদ্দ) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

সে দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

15/08/2023

#চট্টগ্রামের #ভাটিয়ারীতে #ইজিবাইক #ছিনতাই #চালকহত্যা #গ্রেফতার #হত্যাকান্ডে #কাভার্ডভ্যান #গাজীপুর #র‌্যাব

চট্টগ্রামে ইজিবাইক চালক হত্যার মূল আসামী গাজীপুর থেকে আটক করেছে র‌্যাব-১

প্রতিবেদনঃ -
চট্টগ্রামের ভাটিয়ারীতে ইজিবাইক ছিনতাই করে চালককে হত্যার মূল হত্যাকারী এবং ক্লুলেস মার্ডারের আসামী গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত কাভার্ড ভ্যান গাজীপুর থেকে আটক করেছে র‌্যাব-১ ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সোমবার
( ১৪ আগষ্ট ২০২৩) রাত সাড়ে ১২টার দিকে তথ্য প্রযুক্তি ও র‌্যাব ফোর্সেস সাইবার পেট্রোলিং এর মাধ্যমে অবস্থান জানতে পারে র‌্যাব ।

ঘটনায় জড়িত চালক গাড়িসহ জিএমপি, গাজীপুরের বাসন থানার ঢাকা টু টাঙ্গাইল মহসড়কের পশ্চিম পার্শ্বে জহির উদ্দিন এর গাড়ি পাকিং এর গ্যারেজে অবস্থান করছে ।

এসময় কাভার্ড ভ্যান গাড়ির চালক মোঃ মীর হোসেন ওরফে রিমন (২৩) কে গ্রেফতার করা হয় ।

সে নোয়াখালী জেলার সেনবাগ থানার পলতি গ্রামের মোঃ মোসলে উদ্দিন এর ছেলে । তার সঙ্গে থাকা কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়।

উল্লেখ্য গত ৩০ জুলাই ২০২৩ইং তারিখে ১০টার দিকে সীতাকুন্ড মডেল থানাধীন ৮নং সোনাইছড়ি ইউনিয়নে ।

বার আউলিয়া এলাকার মাজার সংলগ্ন ব্রীজের দক্ষিন দিকে চট্টগ্রাম মুখী মহাসড়কের পূর্ব পার্শ্বে । ১টি অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ সীতাকুন্ড মডেল থানার পুলিশ কর্তৃক উদ্ধার করে ।৷

মৃতদেহ সনাক্তসহ সুরতহাল প্রস্তুত করে মৃতদেহ পোষ্ট মডেম এর জন্য মর্গে প্রেরন করে ।

এবং চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার মামলা নং-৩৮/৩২৫ তারিখ ৩১ জুলাই ২০২৩ইং ধারাঃ ১৮৬০ সালের পেনাল কোড আইনের ৩০২/৩৪ রুজু করে।

আরো উল্লেখ্য, থানা পুলিশ সুত্রে জানাযায় , গত ৩০ জুলাই ২০২৩ ইং তারিখ সকাল সাড়ে ৮টার দিকে অথবা পূর্বে যে কোন তারিখ ও সময় ।

অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা পূর্ব পরিকল্পিতভাবে অটো চালক কে হত্যা করে সীতাকুন্ড মডেল থানাধীন ৮নং সোনাইছড়ি ইউপিস্থ বার আউলিয়া মাজার সংলগ্ন ব্রীজের দক্ষিন দিকে ।

চট্টগ্রাম মুখী মহাসড়কের পূর্ব পাশে ফেলে যায়।

পরবর্তীতে, উক্ত থানা হতে র‌্যাব-১, উত্তরাকে মামলার অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারে প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হয়।

র‌্যাব-১ এর ১ টি গোয়েন্দা দল জানতে পারে যে, কাভার্ড ভ্যান এর চালক মোঃ মীর হোসেন ওরফে রিমন (২৩) এর খালাতো ভাই শাহাদাৎ এবং তানভীর হোসেন চট্টগ্রাম সিটি গেইট হতে ঢাকা আসার উদ্দেশ্যে কাভার্ড ভ্যান নিয়ে প্রথমে ভাটিয়ারি, চট্টগ্রামে পৌছায়।

সেখানে আগে থেকেই তাদের আরও অজ্ঞাত ৪ জনের সাথে পরস্পর যোগসাজশ করে ভাটিয়ারি হতে অটোরিক্সা চালক/মালিককে অটোরিক্সাসহ কাভার্ড ভ্যানের পিছনে তোলার চেষ্টা করে ।

সেই সময়ে ঘটনাস্থলের পাশেই কর্মরত নাইট গার্ড ঘটনাটি দেখে ফেলে এবং স্থানীয় জনগণসহ তাদরকে আটক করার চেষ্টা করা হয় ।

তখন অটো রিক্সাটি ফেলে অটোরিক্সার মালিককে নিয়ে আসামীরা দ্রুত উক্ত স্থান ত্যাগ করে।

পরবর্তীতে, কাভার্ড ভ্যানটি চট্টগ্রামের, বারকুন্ডু বাজারের পাশে ফাঁকা যায়গায় পৌছালে আসামীরা কোমড়ে পরিহিত বেল্ট দ্বারা গলা পেচিয়ে ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে ।

এবং সীতাকুন্ড মডেল থানাধীন ৮নং সোনাইছড়ি ইউনিয়নের চট্টগ্রাম মুখী মহাসড়কের পূর্ব পার্শ্বে মৃতদেহটি ফেলে রেখে চলে যায়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

15/08/2023

#সিরাজগঞ্জ #উল্লাপাড়া #গাঁজাসহ #মাদক #ব্যবসায়ী #গ্রেফতার #র‌্যাব

সিরাজগঞ্জে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১২


প্রতিবেদনঃ -
র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকা হতে ১০ কেজি ৬শ' গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।


এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় এ অভিযান চালায় ।

সোমবার ( ১৪ আগষ্ট ২০২৩ ) সকাল ৬টার দিকে র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার ।

১০ নং বড়হর ইউনিয়নের তেতুলিয়া বাজারের পাশে খোশাল উদ্দিন মডেল একাডেমীর সামনে ।

পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালায় ।

এসময় গাঁজাসহ মোঃ আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩৪) নামের একজন কে গ্রেফতার করা হয় ।

সে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার গেন্দুকুড়ি গ্রামের মোঃ আমিন উদ্দিন এর ছেলে ।

তার সঙ্গে থাকা ১০ কেজি ৬শ' গ্রাম গাঁজাসহ মাদক ক্রয়-বিক্রয়ের ১ হাজার টাকা জব্দ করা হয়।





প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিলো।



গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে ।



14/08/2023

#গাজীপুরমহানগর #বাসনথানা #গাজীপুরচৌরাস্তা #ভূয়াজাতীয়পরিচয়পত্র #শিক্ষাবোর্ডেরসনদপত্র #গ্রেফতার #র‌্যাব

ভূয়া জাতীয় পরিচয়পত্র ও শিক্ষা বোর্ডের সনদপত্র তৈরীর অভিযোগে ১ প্রতারক গ্রেফতার করেছে র‌্যাব-১

প্রতিবেদনঃ -
গাজীপুর মহানগরীর বাসন থানাধীন গাজীপুর চৌরাস্তা এলাকা হতে ভূয়া জাতীয় পরিচয়পত্র ও শিক্ষা বোর্ডের সনদপত্র তৈরীর অভিযোগে ০১ জন প্রতারক’কে গ্রেফতার করেছে র‌্যাব-১।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মোঃ সজিবুল আলম (৩০) । জিএমপি গাজীপুর বাসন থানার গাজীপুর চৌরাস্তা নাসির সুপার মার্কেট ।

সাউদা অনলাইন জোন নামক দোকানে কম্পিউটার কম্পোজ, ডিজাইন, কালার প্রিন্ট, ছবি প্রিন্ট ইত্যাদি কাজ করেন ।

ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত প্রতারণাপূর্বক অবৈধভাবে ডিজিটাল মাধ্যম (কম্পিউটার) ব্যবহার করে ।

জাল জাতীয় পরিচয় পত্র ও জাল শিক্ষা বোর্ডের সনদপত্র তৈরী করে অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তির নিকট সরবরাহ করে আসছে ।

এ অভিযোগের প্রেক্ষিতে এই বর্ণিত ঘটনার সাথে জড়িত অপরাধীকে আইনের আওতায় আনতে র‌্যাব-১, ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

শনিবার ( ১২ আগষ্ট ) রাতে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় ।

জিএমপি গাজীপুর বাসন থানার গাজীপুর চৌরাস্তা নাসির সুপার মার্কেট এর সাউদা অনলাইন জোন নামক দোকানে অভিযান পরিচালনা করা হয় ।

এসময় জাল জাতীয় পরিচয়পত্র ও জাল শিক্ষা বোর্ডের সনদপত্র তৈরীর করার অপরাধে প্রতারক মোঃ সজিবুল আলম (৩০), পিতা- মোঃ মঞ্জু মোল্লা, জেলা- ঝিনাইদহ গ্রেফতার করা হয় ।

আসামীর নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত ১ টি ভূয়া জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ১ টি ভূয়া এসএসসি পাশের সনদপত্র ১ টি সিপিইউ ১ টি হার্ড ডিক্স ১ টি মনিটর ১ টি স্ক্যানার ১ টি ইউপিএস ১ টি মাউস ১ টি কিবোর্ড উদ্ধার করা হয়।

আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে জাল জাতীয় পরিচয় পত্র, জাল শিক্ষাবোর্ডের জাল সনদপত্র তৈরী করে ।

সে অর্থের বিনিময়ে সরবরাহ করে প্রতারনা করে আসছিল মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

13/08/2023

#রাজধানীর #বনানীথানার #টিএনটি #গ্যাংলিডার #দুর্ধর্ষ #ছিনতাইকারী #গ্রেফতার #র‌্যাব

রাজধানীর বনানীতে দুর্ধর্ষ গ্যাং লিডারসহ ৩ জন গ্রেফতার করেছে র‌্যাব-১

প্রতিবেদনঃ -
রাজধানীর বনানী থানাধীন টিএনটি এলাকা হতে গ্যাং লিডার সজিব ওরফে কালা সজিব সহ দুর্ধর্ষ ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রোববার
( ১৩ আগস্ট ২০২৩) আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ।

ডিএমপি ঢাকার বনানী থানাধীন ৫নং টিএনটি গেইটের মসজিদ এর সামনে একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের কতিপয় সদস্যরা ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে ছিনতাই চক্রের গ্যাং লিডারসহ ৩জনকে গ্রেফতার করে ।

গ্রেফতারকৃতরা হলেন ,
১) মোঃ সজিব ওরফে কালা সজিব (২২), পিতা-মোঃ কাওসার, জেলা-টাঙ্গাইল, এবং তার সহযোগী
২) মোঃ ইব্রাহীম (২০), পিতা-মোঃ আমজাদ হোসেন, জেলা-বগুড়া,
৩) মোঃ ইমন ইসলাম (২১), পিতা-মৃত কামাল, জেলা-নরসিংদী’দেরকে গ্রেফতার করে।

তাদের সঙ্গে থাকা ছিনতাইকাজে ব্যবহৃত ২ টি চাকু, ১টি খুর এবং ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

12/08/2023

#গাজীপুরের #টংগীতে #ট্রেনেযাত্রীদেরউপরহামলাকারী #দুর্ধর্ষছিনতাইকারীকে #আব্দুল্লাহপুর #দেশীয়অস্ত্রসহ #গ্রেফতার #র‌্যাব
৫ দুর্ধর্ষ ছিনতাইকারীকে টংগী এবং আব্দুল্লাহপুর এলাকা হতে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১

প্রতিবেদনঃ -
গাজীপুরের টংগীতে ট্রেনে যাত্রীদের উপর হামলাকারী ৫ জন দুর্ধর্ষ ছিনতাইকারীকে টংগী এবং আব্দুল্লাহপুর এলাকা হতে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১ ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শনিবার ( ১২ আগস্ট ২০২৩ ) আনুমানিক রাত দেড় টার দিকে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল গাজীপুরের টঙ্গী এবং রাজধানীর আব্দুল্লাপুর এলাকায় অভিযান পরিচালনা করে ।

এসময় ঘটনায় জড়িত ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতরা হলেন ,

১) মোঃ রিপন মিয়া (২২), পিতা-মোঃ এমদাদ মিয়া, জেলা-নেত্রকোনা

২) মোঃ রমজান হোসেন (২২), পিতা-মৃত খুরশেদ আলম, গাজীপুর,

৩) মোঃ আইমান (১৮), পিতা-মৃত রুহুল আমিন, জেলা-ভোলা,

৪) মোঃ আসিফ দেওয়ান (২০), পিতা-মোঃ আলাউদ্দিন, গাজীপুর,

৫) মোঃ আরমান চৌধুরী (১৮), পিতা-মোঃ হিরা চৌধুরী, জেলা-নেত্রকোনা’দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এসময় ছিনতাইকারীদের নিকট হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২ টি চাকু, ৩ টি খুর, ১ টি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ১শ' টাকা উদ্ধার করা হয়।

উল্লেখ্য ১০ আগস্ট ২০২৩ তারিখ বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় আসে ।
এসময় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী কমিউটার ট্রেনটি টঙ্গী স্টেশনে প্রবেশ করার সময় গতি কমে যায় এবং এক পর্যায়ে ট্রেনটি থেমে যায়।

তখন হঠাৎ ট্রেনটি লক্ষ্য করে বাইরে থেকে দুর্বৃত্তরা ঢিল ছুড়তে থাকে। এতে কয়েক যাত্রী আহত হয় এবং অনেকেই আত্মরক্ষার্থে ছোটাছুটি শুরু করেন।

এ সময় যাত্রীদের ভয় দেখিয়ে মোবাইল, টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

তাদের ছুরিকাঘাতে ট্রেনের স্টুয়ার্ড সহ কয়েকজন যাত্রী আহত হয়।

এ সংক্রান্তে গত ১১ আগস্ট ২০২৩ তরিখ কর্ণফুলী কমিউটার ট্রেনের স্টুয়ার্ড বাদী হয় ।

এবং ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করে।

উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্রিন্ট ইলেক্ট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হয়।

এ প্রেক্ষিতে বর্ণিত ঘটনায় জড়িত ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র‌্যাব-১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে ।
অবশেষে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতারে সফল হয় ।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

11/08/2023

#রাজধানীর #খিলক্ষেত #বিদেশীমদসহ #মাদকব্যবসায়ী #গ্রেফতার #র‌্যাব
রাজধানীর খিলক্ষেতে বিপুল পরিমাণ বিদেশী মদসহ ১মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১

প্রতিবেদনঃ -
রাজধানীর খিলক্ষেত থানা এলাকা হতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিদেশী মদসহ ০১জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শুক্রবার
(১১ আগস্ট ২০২৩) আনুমানিক বিকাল ৫টার দিকে র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল ।

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অজ্ঞাতনামা কতিপয় মাদক ব্যবসায়ী প্রাইভেটকার যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য বহণ করছে ।

এবং গুলশান এলাকা হতে খিলক্ষেত থানার পূর্বাচলগামী ৩০০ফিট রোড দিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা করবে।

উক্ত সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার খিলক্ষেত থানাধীন কুড়িল হতে পূর্বাচলগামী ৩০০ফিট রোডে ।

বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের গেইট হতে পূর্বদিকে আনুমানিক ২০০গজ দুরুত্বে ।

নির্মাণাধীন ফুটওভার ব্রিজের নীচে উত্তরপার্শের পাকা রাস্তার উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয় ।

এসময় যানবাহন তল্লাশীকালে বিপুল পরিমান মাদকদ্রব্য বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক শিকদার (৪৪) কে গ্রেফতার করা হয় ।

সে পঁটুয়াখালী জেলার মির্জাগঞ্জ জেলার রানীপুর গ্রামের মৃত জালাল শিকদার এর ছেলে ।

বর্তমানে ঢাকা জেলার ডিএমপি তেঁজগাও থানার এ/পি-১৫৯ পশ্চিম আরজতপাড়া এলাকার বাসিন্দা ।

তার সঙ্গে থাকা ১শ' ২০ (১২০ লিটার) বোতল বিদেশীমদ, ২টি মোবাইল ফোন, নগদ ৬শ' ৫০ টাকা ও ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় যানবাহন ব্যবহার করে ।

সু-কৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন প্রকারের অবৈধ মাদকদ্রব্য ।

বিদেশী মদ পরিবহণ করে বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

11/08/2023

#গাজীপুর #বাসনথানা #হত্যামামলার #আসামী #নেত্রকোনা #গ্রেফতার #র‌্যাব
গাজীপুরে হত্যা মামলার আসামী নেত্রকোনা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১



প্রতিবেদনঃ -
গাজীপুর, বাসন থানার দক্ষিণ ভোগড়া এলাকায় ক্লুলেস গলাকেটে হত্যা মামলার ১ আসামীকে নেত্রকোনা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায় ,শুক্রবার ( ১১ আগস্ট ২৩ইং) আনুমানিক সাড়ে ৪টার দিকে র‌্যাব-১, উত্তরা, ঢাকা এবং র‌্যাব-১৪ এর আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে ।

নৃশংস ঘটনার সাথে জড়িত পলাতক আসামী মোঃ ফয়সাল(২১) নেত্রকোনা জেলার কালিয়াজুরী থানা এলাকায় অবস্থান করছে।

উক্ত গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলার কালিয়াজুরী থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয় ।

উক্ত নৃশংস হত্যার মামলার ঘটনার সাথে জড়িত আসামী মোঃ ফয়সাল(২১), পিতা-মোঃ ইসরাফিল মিয়া, থানা-কালিয়াজুরী, জেলা-নেত্রকোনা’কে গ্রেফতার করে।

উল্লেখ্য গত ৪ আগষ্ট (২০২৩) বেলা অনুমান ২টার দিকে সময় ভিকটিম মোঃ দুলাল মিয়া(৩৯) তার ভাই মাসুম মিয়া(২৭) এর মালেকের বাড়ী বাসা থেকে বের হয়।

একই তারিখ বিকাল সাড়ে ৪টার দিকে দুলাল মিয়ার ভাড়া বাসার পাশেই ভাড়াটিয়া খালা রোকসানা (৩০) সংবাদ দেন যে, বাসন থানাধীন দক্ষিণ ভোগড়া এলাকায় সেলিম খানের পরিত্যক্ত জমির উপর তার ভাই ভিকটিম দুলাল মিয়া এর গলাকাটা লাশ পড়ে আছে।

ভিকটিমের ভাই মাসুম মিয়া দ্রুত ঘটনাস্থানে যান এবং লাশটি তার ভাই ভিকটিম দুলাল মিয়া(৩৯) এর সনাক্ত করে।

বাসন থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল গাজীপুর প্রেরণ করেন।

উক্ত নৃশংস হত্যাকান্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্রিন্ট ইলেক্ট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হয়।

এই হত্যাকান্ডের প্রকৃত ঘটনা রহস্য উদঘাটনের জন্য র‌্যাব-১ এর আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে ।

এবং আসামী গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। অবশেষে আসামিকে গ্রেফতার করা হয় ।


গ্রেফতারকৃত আসামীকে বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।

11/08/2023

#রাজধানীর #গুলশান #বিদেশিমদ ও #পাজেরোজীপ #কুখ্যাতমাদকব্যবসায়ী #গ্রেফতার #র‌্যাব

রাজধানীর গুলশানে বিদেশি মদ ও পাজেরো জীপ সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১

প্রতিবেদনঃ -
রাজধানীর গুলশান এলাকা হতে ৪শ' ৬৬ বোতল বিদেশি মদ ও পাজেরো জীপ সহ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়,গত রাতে র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ।

রাজধানীর গুলশান এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদসহ অবস্থান করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ডিএমপি, ঢাকার গুলশান থানাধীন গুলশান-১ টু তেজগাঁও লিংক রোডে নিকেতন ২ নং গেইটে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ।

এসময় কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহ (২৬) কে বিদেশি মদ গ্রেফতার করা হয় ।

সে বাগেরহাট জেলার মোঃ কবির হোসেন এর ছেলে ।

গ্রেফতারকৃত আসামীর নিকট হতে ৪শ' ৬৬ বোতল (৪৬৬ লিটার) বিদেশী মদ, ১ টি পাজেরো জীপ, ১ মোবাইল ফোন, ১ টি ড্রাইভিং লাইসেন্স এবং নগদ ২ হাজার ১শ' ৫০ টাকা উদ্ধার করা হয়।

আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে পেশায় ড্রাইভার। সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় যানবাহন ব্যবহার করে ।

এবং সু-কৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন প্রকারের অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ পরিবহণ করে বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

09/08/2023

#কক্সবাজারের #টেকনাফে #কোস্টগার্ড #৭লাখপিস #ইয়াবা #জব্দ

কক্সবাজারের টেকনাফে ৭ লাখ পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড

প্রতিবেদনঃ -
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭ লাখ পিস ইয়াবা জব্দ ।

বুধবার (০৯ আগস্ট ২০২৩) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠা পানির ছড়া ঘাট হয়ে ইয়াবার একটি বড় চালান ।
মায়ানমার হতে টেকনাফ এলাকায় প্রবেশ করবে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ এর নেতৃত্বে এ অভিযান চালায় ।

উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন রাত আনুমানিক পৌনে ৩টার দিকে একটি ফিসিং বোট সমুদ্র হতে মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠা পানির ছড়া ঘাটে ভিড়ে ।

এসময় ৪ টি বস্তাসহ ৪জন ব্যক্তিকে ঘাটে নামিয়ে দিয়ে বোটটি পুনরায় সমুদ্রে চলে যায়।

বোট হতে নামা ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য কর্তৃক তাদেরকে থামার সংকেত দিলে তারা বস্তাগুলো ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে।

তখন কোস্ট গার্ড সদস্যরা উক্ত ব্যক্তিদের ধাওয়া করলে তারা দ্রুত ঝাউবনের গহীনে পালিয়ে যায়।

পরবর্তীতে ফেলে যাওয়া বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৭ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

এদিকে পাঁচারকারীরা গভীর রাতে ঝাউবনের গহীনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

09/08/2023

#কিশোরগঞ্জের #ভৈরব #শহীদআইভিরহমান #পৌরস্টেডিয়াম #মাদকদ্রব্য #গাঁজা #আটক #র‌্যাব
শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়াম এর সামনে থেকে গাঁজাসহ ১জনকে আটক করেছে র‌্যাব-১৪

প্রতিবেদনঃ -
কিশোরগঞ্জের ভৈরবে শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়াম এর সামনে থেকে ৩৮ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ১ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প। অটোরিক্সা জব্দ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায় , র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০৮ আগষ্ট ২০২৩) রাত অনুমান সাড়ে ৮টার দিকে এ অভিযান চালায় ।

কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শহীদ আইভী রহমান পৌর স্টেডিয়ামের সামনে বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ।

এসময় গাঁজাসহ মোঃ রুবেল(৪৫) নামের একজন কে গ্রেফতার করা হয় ।
সে ময়মনসিংহ জেলার ফুলপুর থানার মালিজিকান্দা গ্রামের আঃ বারেক এর ছেলে ।

বর্তমানে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা পৌরসভার কমলপুর ঘোড়াকান্দা গ্রামে বসবাস করছেন ।

গ্রেফতারকৃতর সঙ্গে থাকা ১ টি ব্যাটারী চালিত রিক্সা তাল্লাশী করে ১৯ বান্ডিল খাকি কস্টেপ দ্বারা মোড়ানো মোট ৩৮ (আটত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেই সাথে তার ব্যবহৃত ব্যাটারী চালিত রিক্সা জব্দ করা হয় ।

আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তিনি উক্ত মাদকের চালানটি ভৈরব লঞ্চঘাট এলাকা হইতে সংগ্রহ করে ভৈরবের কালিকাপ্রসাদ এলাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাকি দিয়ে বিভিন্ন অভিনব কায়দা অবলম্বন করে চোরা চালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

08/08/2023

#র‌্যাব #ভ্রাম্যমাণঅভিযানে #রাজধানীর #খিলক্ষেত #তেঁতুলতলাএলাকায় #স্বাস্থ্যবিধি #স্বাস্থ্যসেবা #চিকিৎসাপ্রতিষ্ঠানকে #জরিমানা
রাজধানীতে ২ টি চিকিৎসা প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-১

প্রতিবেদনঃ -
র‌্যাব-১ এর ভ্রাম্যমাণ অভিযানে রাজধানীর খিলক্ষেত থানাধীন তেঁতুলতলা এলাকায় স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদান করায় ০২ টি চিকিৎসা প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়,সাম্প্রতিক সময়ে কতিপয় অসাধু ব্যক্তি/প্রতিষ্ঠান চিকিৎসার আড়ালে প্রতারনা করে আসছে বলে জানা যায়।

তারা সরকারি অনুমোদন ব্যতিত অস্বাস্থ্যকর পরিবেশে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে আসছে এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোতে মেয়াদ উত্তীর্ণ মেডিসিন ব্যবহার করে আসছে মর্মে তথ্য পাওয়া যায়।

এরই প্রেক্ষিতে র‌্যাব-১ উক্ত বিষয়ে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

সোমবার ( ০৭ আগস্ট ২০২৩) আনুমানিক ১১টার দিকে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল রাজধানীর খিলক্ষেত থানার তেঁতুলতলা এলাকায় “মা ও শিশু সেবা দান কেন্দ্র” এবং “মেরিন হেলথ কেয়ার লিমিটেড” এ ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে।

এ সময় র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাদির শাহ এর নেতৃতে এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডাঃ কাজী মোঃ সালেহীন তৌহিদ এর সমন্বয়ে পরিচালিত হয় ।

ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক অস্বাস্থ্যকর পরিবেশে মেডিকেল সেন্টার পরিচালনা ।

অবৈধভাবে রেজিস্ট্রেশন ব্যতীত, মেয়াদ উত্তীর্ণ মেডিসিন ব্যবহার করার অপরাধে

১) “মা ও শিশু সেবা দান কেন্দ্র” এর স্বত্বাধিকারী মোঃ শরিফুজ্জামান (৪৩), জামালপুর । ১ লাখ ৫০ হাজার টাকা ।

২) “মেরিন হেলথ কেয়ার লিমিটেড” এর স্বত্বাধিকারী মোঃ শফিউল্লাহ মজুমদার (৪৬), ঢাকা । ১ লাখ ৫০ হাজার টাকাসহ সর্বমোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারী কোষাগারে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

07/08/2023

#সিরাজগঞ্জের #ইয়াবা #মাদকব্যবসায়ী #র‌্যাব

সিরাজগঞ্জে ৩শ' ২৫ পিচ ইয়াবাসহ ১জনকে আটক করেছে র‌্যাব-১২




প্রতিবেদনঃ -
সিরাজগঞ্জের সদরে ৩শ' ২৫ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-১২ ।


এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় এ অভিযান চালায় র‌্যাব ।

রোববার (৬ আগষ্ট ২০২৩) রাত সোয়া ১০টায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ।

সিরাজগঞ্জ জেলার সদর থানার বহুতী গ্রামের নলকা টু সিরাজগঞ্জগামী পাকা রাস্তার দক্ষিন পাশে চারা বটতলা নামক স্থানে অভিযান চালায় ।

এসময় ৩শ' ২৫ (তিনশত পচিশ) পিচ ইয়াবাসহ মোঃ মহর আলী ওরফে গোতন (২৮) নামের একজন কে গ্রেফতার করা হয় ।

সে সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার শিয়ালকোল গ্রামের মোঃ জহিরুল ইসলাম এর ছেলে ।

এছাড়াও তার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল জব্দ করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিলো।



গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে ।




**in

Address

Dhaka
1212

Telephone

+8801712706444

Website

https://www.globalnewnews.com/bn

Alerts

Be the first to know and let us send you an email when Global New News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Global New News:

Share