21/07/2025
বিমান যখন আছড়ে পড়লো স্কুলের বিল্ডিংয়ে, আগুন যখন দাউ দাউ করে জ্বলে উঠলো চারপাশে, তখন কী করছিলো ওই অবুঝ শিশুগুলো?
যে শিশুগুলো জেনে বড় হচ্ছিলো, কোথাও একটা কিছু হলে তার মমতাময়ী মা এসে ঝাপটে ধরবে বুকে।
কিংবা সুপারহিরো বাবা, যে এতটুকু আচড় লাগতে দেবে না গায়ে।
কিন্তু ধীরে ধীরে যখন শেষ হয়ে যাচ্ছিলো সবকিছু, প্রচন্ড পানির তেষ্টায় শুকিয়ে আসছিলো ভেতর, তখন কতটা কাতরভাবে তারা তাদের মা বাবাকে খুঁজছিলো।
কতটা অভিমান নিয়েইবা চলে গিয়েছিলো, তোমরা এলে না মা?
কেনো এলে না বাবা...
আল্লাহ তাআলার নিহত সকলকে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করুক আমিন।
©