
22/07/2025
গতকালকের ঘটনায় এখনো আটকে আছি, কত কি মাথায় আসছে।ফেসবুক স্ক্রোল করলেই সহ্য না করার মত ছবি, ভিডিও আসছে।একদিকে শিক্ষিকা বাচ্চাদের বাঁচালো নিজের জীবন দিয়ে, অন্যদিকে বন্ধুকে কোলে নিয়ে সাহায্য চাচ্ছে আরেক বন্ধু আর আরেকটা বাচ্চা তো জ্বলে সেই শরীর নিয়ে দোড়াচ্ছে,সাহায্য চাচ্ছে আর অন্যদিকে কিছু মানুষরুপি অমানুষ সাহায্য না করে রিল আর ভিডিও বানাচ্ছে 😡 কি লজ্জা আমাদের তাই না। বেহায়া জাতি, কদিন পর সব ভুলে আবার অপেক্ষায় থাকবো নতুন কাহিনির 😞