Tasafi TV

Tasafi TV YouTube channel and page
https://youtube.com/?si=q-YidgCpIP5JXaH6

21/07/2025
" #বাবা নিজের ছেলের সাথে দেখা করতে শহরে এল। গিয়ে দেখলো, তার ছেলের সাথে একটা খুব সুন্দরী মেয়েও থাকে..!😊রাতে তিন জন যখন ...
28/05/2025

" #বাবা নিজের ছেলের সাথে দেখা করতে শহরে এল। গিয়ে দেখলো, তার ছেলের সাথে একটা খুব সুন্দরী মেয়েও থাকে..!😊
রাতে তিন জন যখন এক সাথে ডিনার টেবিলে বসলো, বাবা জিজ্ঞেস করলো-- তোর সাথে এই মেয়েটি কে রে ? 🤔

ছেলে বলল- বাবা, ও আমার রুম পার্টনার, আমার সাথে থাকে . . . তুমি এটা নিয়ে কী ভাবছ, সেটা আমি জানি। কিন্তু আমাদের দুজনের মধ্যে সে রকম কোন সম্পর্কই নেই। আমাদের দুজনের আলাদা আলাদা কামরা, আলাদা আলাদা বেড | আমরা দু'জন শুধু খুব ভাল বন্ধু।
বাপ বলল- ঠিক আছে..! 😇

পরের দিন বাপ নিজের গ্রামে চলে গেল..!
এক সপ্তাহ পর...!😊

মেয়েটি ছেলেটিকে বলল --শোনো, গত রবিবার তোমার বাবা যে প্লেটে ডিনার করেছিলেন, ওই প্লেটটা খুঁজে পাচ্ছি না, আমার সন্দেহ তোমার বাবাই এটা নিয়ে গেছেন।

ছেলেটি রেগে গিয়ে বলল-- শাট আপ.. . এসব কী কথা, তুমি কি আমার বাবাকে চোর বলছো ?

মেয়েটি বলল- তা না | কিন্তু, তুমি একবার তোমার বাবাকে জিজ্ঞেস করেই দেখো না, জিজ্ঞেস করতে আপত্তি কিসের?
ছেলেটি বলল- OK, আমি জিজ্ঞেস করব..!🙄

পরদিন ছেলে বাপকে একটা ই-মেল পাঠালো..তাতে লিখলো--আমি এটা বলছি না যে আপনি আমাদের প্লেটটা চুরি করে নিয়ে গেছেন, অথবা এটাও বলছি না যে আপনি প্লেটটা নিয়ে যাননি ... মানে, যদি ভুলবশতঃ আপনি প্লেটটা নিয়ে গিয়ে থাকেন, তাহলে ওটা ফেরত দিয়ে দেবেন কারণ, ওটা ওই মেয়েটির খুব পছন্দের প্লেট।

ইতি,
আপনার #ছেলে..! 😊

এক ঘন্টা পরই বাবার জবাব এলো-- আমি এটা বলছি না যে তোর্ রুম পার্টনার রাতে তোর্ সাথে ঘুমায় আবার এটাও বলছি না যে ওই মেয়েটি রাতে তোর্ সাথে ঘুমায় না। তবে ওই মেয়েটি যদি পুরো সপ্তাহের মধ্যে একবারও তার নিজের রুমে, নিজের বেডে শুতে যেত, তাহলে ওর বালিশের নিচেই সে তার প্লেটটা পেয়ে যেত, কারণ প্লেটটা আমি ওখানেই লুকিয়ে রেখে এসেছিলাম।

ইতি
তোর বাপ..!😂😢🙄

#বাপ

আপনার সন্তান কি নির্ভয়ে, বিশ্বাস নিয়ে যে কোন কথা আপনার সঙ্গে শেয়ার করতে পারে, তাহলে নিঃসন্দেহে আপনি একজন সফল এবং সহান...
18/05/2025

আপনার সন্তান কি নির্ভয়ে, বিশ্বাস নিয়ে যে কোন কথা আপনার সঙ্গে শেয়ার করতে পারে, তাহলে নিঃসন্দেহে আপনি একজন সফল এবং সহানুভূতিশীল অভিভাবক।

যখন আপনি নিজে চাপের মধ্যে থাকেন আপনি কিভাবে সেটাকে সামলান?আপনার সন্তান চাপের মুহুর্তে কিভাবে আচরণ করতে হয় ,তা শিখবে আপন...
16/05/2025

যখন আপনি নিজে চাপের মধ্যে থাকেন আপনি কিভাবে সেটাকে সামলান?
আপনার সন্তান চাপের মুহুর্তে কিভাবে আচরণ করতে হয় ,তা শিখবে আপনার থেকে।

09/05/2025

জোর করে কখনো কাউকে পাওয়া যায় না

07/05/2025

যেইদিন থেকে নিজেকে বদলাতে শিখে যাবে, সেইদিন থেকে ভাগ্য বদলানোর জন্য আর অন্য কারো প্রয়োজন পড়বে না।

01/05/2025

কিসমিস ভেজানো পানির স্বাস্থ্য উপকারিতা

নতুন বছর নিয়ে আসুক নতুন আশা, নতুন সম্ভাবনা। Tasafi TV  পরিবারের পক্ষ থেকে আমাদের সকল শুভানুধ্যায়ীদের জানাই নববর্ষের শুভ...
13/04/2025

নতুন বছর নিয়ে আসুক নতুন আশা, নতুন সম্ভাবনা। Tasafi TV পরিবারের পক্ষ থেকে আমাদের সকল শুভানুধ্যায়ীদের জানাই নববর্ষের শুভেচ্ছা।
Highlight

টক্সি**ক মাদার!অনেকে এটা মানতেই চায় না যে, অনেক মায়েরাও সন্তানের বেলায় টক্সি*ক হয়ে থাকে। হ্যাঁ, জন্মদাত্রী মা! এসব মায়ের...
07/04/2025

টক্সি**ক মাদার!

অনেকে এটা মানতেই চায় না যে, অনেক মায়েরাও সন্তানের বেলায় টক্সি*ক হয়ে থাকে। হ্যাঁ, জন্মদাত্রী মা! এসব মায়েরা হয় ছেলে-মেয়ের মধ্যে কিংবা দুই মেয়ে/দুই ছেলের ক্ষেত্রে বৈষম্য করে থাকেন।

এক সন্তান থাকে চোখের মনি, অন্য সন্তান যেন দুই চোখের বিষ। একজনের একশটা ভুল অনায়াসে মাফ, অন্যজনের একটি মাত্র ভুলকে দশগুণ বড় করে তোলে মানসিক অত্যা**চার!

টক্সি**ক মায়েরা অবলীলায় সন্তানদের দূর্নাম করে বেড়ান আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের নিকটে। এমনকি তাদের সামনে সন্তনকে তুচ্ছতা*চ্ছিল্য করতেও ছাড়েন না। এমন ভাব দেখান, এ যেন তার সন্তান-ই নয়।

এর সীমাল**ঙ্ঘনের জন্য দায়ী পরিবারের পুরুষ, অর্থাৎ সন্তানের পিতা। প্রায় সময় দেখা যায়, স্বামী তার ট**ক্সিক স্ত্রীকে সমর্থন করে যাচ্ছে। কেবল, নিজে বাঁচার জন্য। সন্তান তার মায়ের ট**ক্সিক আচরণের শীকার হয়ে ভয়ে পাং**শু মুখে অধীর আগ্রহে পিতার ঘরে ফিরার অপেক্ষা করে যখন দেখে, পিতাও তাল মিলিয়ে অপ্রী*তিকর আচরণ করছে, তখন সে-ই সন্তানের আশার প্রদীপ এমনিও নিভে যায়।

সে তখন ভাবতে শুরু করে, পৃথিবীর বুকে সে এক নিঃস*ঙ্গ জীব। যার কেউ নেই, কিছুই নেই।

একটি শিশুর শৈশব ন*ষ্ট হওয়ার জন্য টক্সিক বাবা-মা-ই যথে*ষ্ট। অনেক ক্ষেত্রে শুধু শৈশব নয়, পুরো জীবনটাও বরবাদ হয়ে যায়। এটা আসলে ব্যাখ্যা করা যায় না। কেবল পরিস্থিতির শীকার হওয়া সন্তানরা বুঝে তাদের জীবন কতটা নিরানন্দ হয়ে গেছে।

আপনার সন্তানকে ভালোভাবে বাঁচার সুযোগ দিন। স্ত্রী/স্বামীর ট*ক্সিক আচরণের প্রতিবাদ করুন। স্ত্রী/স্বামীকে সন্তু*ষ্ট করতে তাল মিলিয়ে সন্তানকে আ**ক্রমণ করবেন না। সন্তানকে বুঝার চেষ্টা করুন, সবসময় বাবা-মা-ই সঠিক হয় না। আপনার স*ঙ্গী/স*ঙ্গীনী যখন সন্তানের সাথে অস্বাভাবিক আচরণ করে, তখন বিষয়টা ভালোভাবে বুঝে সমাধানের চেষ্টা করুন। একটি সন্তানকে শৈশব থেকে নেতিবাচক প্রভাবে বেড়ে তুলবেন না।

সময় ঠিকই একদিন আপনার সব হিসেব চুকিয়ে দিবে। যে-ই দূ*র্বল ছোট্ট শিশুর প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করে মানসিক অত্যাচার করছেন, একদিন সে-ও সম*গ্র শক্তি নিয়ে বড় হবে। সেদিন যেন আপনার করা আচরণ আপনাকে ফিরিয়ে না দেয়!

রোজার অফিস সময়সূচী
24/02/2025

রোজার অফিস সময়সূচী

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫
19/02/2025

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫

Address

Dhaka
1229

Telephone

+8801977666893

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tasafi TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tasafi TV:

Share